দেশের সবচেয়ে বড় স্টার্ট-আপ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ই ডিসেম্বর (রবিবার)!!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

দেশের সবচেয়ে বড় স্টার্ট-আপ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ই ডিসেম্বর (রবিবার)

আগামী রবিবার ১১ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে 'ডিজিটাল স্টার্টআপ সম্মেলন'
এই আয়োজন স্টার্ট-আপদের নিয়ে এই পর্যন্ত অনুষ্ঠিত সবচেয়ে বড় আয়োজন।

মূলত:

তথ্য প্রযুক্তি খাতের দেশীয় তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই সম্মলনে আয়োজন করেছে গত মাসে নতুন আত্মপ্রকাশ করা বাণিজ্য সংগঠনগুলোর নতুন ঐকবদ্ধ প্লাটফর্ম BAFCOM (বাংলাদেশ এলায়েন্স ফর ফেয়ার কম্পিটিশন)। সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই টি সোসাইটি (DUITS)।

দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে ২০ জন সফল তরুণ ডিজিটাল উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার কথা বলবেনI দ্বিতীয় পর্বে আলোচনা হবে আগামীতে নতুন ও তরুন ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন কি ধরণের চ্যালেঞ্জ আসছে এবং কি ধরণের সরকারি নীতি কাঠামো দরকার যাতে ডিজিটাল সার্ভিস ইন্ডাস্ট্রিতে আরো অনেক সফল উদ্যোক্তা তৈরী হয়।

সর্বমোট ৩০জন বক্তা উপস্থিত থাকবেন সম্মেলনে। প্রযুক্তিক্ষেত্রের বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত থাকবেন। বেসিসের সভাপতি ও বাফকমের আহবায়ক মোস্তাফা জব্বার, বিকাশ -এর প্রধান নির্বাহী কামাল কাদির, বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, ফেনক্স ক্যাপিটালের জেনারেল ও পার্টনার শামীম আহসান, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্সের প্রধান নির্বাহী ফারজানা চৌধুরী, প্রথম আলোর যুব সমন্বয়ক মুনির হাসান, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি. আহমেদ, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, এমসিসিআই এর পরিচালক হাবিবুল্লাহ এন. করিম, ডিইউআইটিএস -এর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান প্রমুখ বক্তব্য দিবেন কিভাবে ডিজিটাল স্টার্ট-আপ সহায়ক নীতিমালা তৈরী করা যায়।

সম্মেলনে রকমারি ডট কমের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, চালডাল ডট কমের প্রধান নির্বাহী ওয়াসিম আলিম, বাগডুম ডট কমের প্রধান নির্বাহী সৈয়দা কামরুন আহমেদ, টিম ইঞ্জিনের প্রধান নির্বাহী সামিরা জুবেরী হিমিকা, ফিফোটেক -এর প্রধান নির্বাহী তৌহিদ হোসেন, প্রিয়শপ ডট কমের প্রতিষ্ঠাতা আশিকুল আলম খাঁন, আইটি বাজারবিডি -এর প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন রিয়াদ, এসো -এর ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, বন্ডস্টেইন -এর সহ-প্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলাম, বিল্যান্সার -এর প্রতিষ্ঠাতা শফিউল আলম, চলো ডট কমের প্রধান নির্বাহী দেওয়ান শুভ, ডক্টোরোলার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল মতিন ইমন, থার্ডবেল এর প্রতিষ্ঠাতা সাব্বির রহমান তানিম, হাঙ্গরিনাকি ডট কমের প্রধান নির্বাহী তাউসিফ আহমেদ, সিন্দাবাদ ডট কমের প্রধান নির্বাহী জিসান কিংসুক হক, চালডাল ডট কমের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ ও প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নেজামী বলবেন তাদের সফলতার গল্প ও অভিজ্ঞতা।

বেলা ৩টা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগ্রহী যে কেউ এতে রেজিস্ট্রেশন ছাড়াই অংশ নিতে পারবেন।

-
-
-

কেন আজকের ডিল ?

ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকের ডিল ডট কম দিচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৪৫ টি জেলায় পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস,এ পরিবহনের শাখা অফিস থেকে। এস,এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।

ঘরে বসে অর্ডার দিন, পণ্য বুঝে মূল্য দিন

  • Cash on Delivery (Free for Maximum Deals) :ঘরে বসেই পেয়ে যাবেন আপনার ক্রয় করা পণ্যটি আর ক্যাশ পেমেন্ট করতে পারবেন ঘরে বসেই।
  • Lowest Price in Market :আজকের ডিলের মূল উদ্দশ্যই সুলভ মূল্য আর বাজারের মূল থেকেও কম দামে পণ্য আর সার্ভিস আপনাকে পৌঁছে দেওয়া।
  • Online Payment Facility :আপনি আপনার ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড এমন কী বিকাশ থেকে অনলাইনে পেমেন্ট করে ডিল ক্রয় করতে পারবেন।
  • Delivery within shortest period of time :আজকের ডিল টিম, যথা সম্ভব কম আর দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে পণ্য পৌঁছিয়ে দিবে।

24 ঘণ্টা 7 দিন এখন পণ্য কিনুন আজকের ডিল থেকেঃ

সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।

পরিশোধ নিয়ে দুশ্চিন্তার কোন কারন নেই ? আজকের ডিলে পাচ্ছেন সব ধরনের পেমেন্ট সুবিধা।

আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।

সরাসরি ফোনে অর্ডার করে পণ্য ক্রয় করতে পারেন আজকের ডিল থেকে

আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য  কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন এ ০৯৬১২ ০০৭ ০০৭  নাম্বারে।

আজকের ডিল কাস্টমার কেয়ার বিভাগঃ

আজকের ডিল ডট কম, সুমনা গনি ট্রেড সেন্টার, প্লট নং - ০২, লেভেল-০৫,পান্থপথ, কাওরান বাজার, ঢাকা-১২১৫।

এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ –০১৮৩৩৩২৮৪৯৪, ০১৮৪৭০২৭৫১৩, ০১৭৫৫৫৮২৫৭০

নতুন নতুন অফার আর আকর্ষণীয় ডিসকাউন্ট পেতে চোখ রাখুন আজকের ডিল এর ফেসবুক পেজে।

https://www.facebook.com/ajkercrazydeal/

আমরা প্রতিনিয়ত আমাদের ফানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

ছাড়াও আমাদেরকে ই-মেইল করতে পারেন। [email protected] এ ঠিকানায়। সোশ্যাল মাধ্যম গুলোতে আমাদের সাথে যোগাযোগ রাখতে নিচের সাইট গুলো অনুসরণ করুন -

আপনাদের সন্তুষ্টি, আমাদের অর্জন

আমাদের ১ লক্ষ+ রকমারি পণ্য থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। সারা দেশে ক্যাশ অন ডেলিভারী সহ পাচ্ছেন ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিত ডেলিভারী। তাহলে আর দেরী কেন, অর্ডার দিন এখনি আর ঝটপট নিয়ে নিন ডেলিভারী!

 "দেশের সবচেয়ে বড় অনালাইন শপিং মল আজকের ডিল ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ"

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'আজকের ডিল ডট কম'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস