মশা তাড়াবে লবঙ্গ আর লেবু – অন্যরকম বিজ্ঞানবাক্স

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

রোবেকুব আর অরণীকে তো তোমরা চেনো, তাই না?
রোবেকুব হলো আলফা-২৯ গ্রহের এক বোকা রোবট। আর অরণী একটা ছোট্ট মেয়ে, যার নেশা হলো বিজ্ঞান গবেষণা করা আর নতুন নতুন সব এক্সপেরিমেন্টে ডুবে থাকা। তার নতুন এক্সপেরিমেন্ট হলো মশা থেকে বাঁচতে কিছু আবিষ্কার করা।

চলো দেখে নেই ওরা কী করছে!

অরণী বললো, রোবেকুব, এসো। আমরা এখন লেবু আর লবঙ্গ দিয়ে মস্কিউটো রিপিলেন্ট ডিভাইস বানানো শিখব।
রোবেকুব লাফ দিয়ে বিছানা থেকে নেমে এসে অরণীর পাশে বসে।
-লেবু আর লবঙ্গ দিয়ে মস্কিউটো রিপিলেন্ট ডিভাইস! আর কিচ্ছু লাগবে না?
-নাহ। আর কিছুই লাগবে না। তুমি খালি দেখ, আমি কত্ত সহজে এই ডিভাইস বানিয়ে ফেলতে পারি।

অরণী ফল কাটার ছুরিটা দিয়ে সাবধানে লেবুর মাঝখানের শক্ত অংশটুকু বাদ দিয়ে চারপাশ থেকে চার টুকরো করে কেটে নেয়। তারপর কেটে নেয়া টুকরোগুলোর ভেতর দিকে কয়েকটা করে লবঙ্গ খাড়াভাবে পুতে দেয়।
-এই নাও! এই হয়ে গেল, তোমার মস্কিউটো রিপিলেন্ট ডিভাইস!
-কোথায় মস্কিউটো রিপিলেন্ট ডিভাইস? রোবেকুব একটু অবাক হয়ে বলে।
-এই যে, এই লবঙ্গ পুঁতে দেয়া লেবুর টুকরোগুলোই তোমার মস্কিউটো রিপিলেন্ট ডিভাইস!

তুমি তোমার ঘুমানোর জায়গার আশেপাশে এই লেবুর টুকরোগুলো একটু দূরে দূরে রেখে দাও। তারপর দেখো, মশার উৎপাত কতটা কমে যায়।

-এই লবঙ্গ পুঁতে দেয়া লেবুর টুকরোগুলো আমার ঘুমানোর জায়গার পাশে রাখলে আর মশা আসবে না?
অরণী, তুমি মজা করছো আমার সাথে?
-না, না! মজা করছি না! একদম সত্যি!

শোন, লবঙ্গতে একরকম ইসেনশিয়াল অয়েল থাকে। এই অয়েলের গন্ধ মশার জন্যে খুবই বিরক্তিকর।
লেবু হল একরকম সাইট্রাস ফল। কমলালেবু, মাল্টাও এরকম সাইট্রাস ফল। সাইট্রাস ফলের সাথে মিশে এই গন্ধটা আরও বিরক্তিকর হয়ে ওঠে।

এইজন্যে, এই ডিভাইস বানিয়ে রাখলে এর আশেপাশে মশা আসতে চায় না। তুমি চাইলে আরও একটা কাজ করতে পার। লেবু বা কমলালেবু আর লবঙ্গ পানির সাথে মিশিয়ে একসাথে ব্লেন্ড করে ফেলতে পার। তারপর সেটা স্প্রে করে দিলে একই সাথে এয়ার ফ্রেশনারের কাজ করবে, আবার মশাও তাড়াবে।সবচাইতে বড় কথা হল, এটা পরিবেশের কোনও ক্ষতি করে না। -

ওমা! এতো দেখি মশা তাড়ানোর বুদ্ধি শিখতে যেয়ে রীতিমত একটা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টই করে ফেললাম আমরা!

অরণী একটু মুচকি হেসে রোবেকুবের মাথায় হালকা চাপর দিয়ে দেয়। রোবেকুবও একটা বোকা বোকা টাইপ একটা ধাতব হাসি দিয়ে লেবুর টুকরোগুলো নিয়ে উঠে দাঁড়ায়। চারটা লেবুর টুকরো ও বিছানার চার কোণায় রেখে বিছানায় উঠে বসে।

রোবেকুব, তুমি তাহলে এখন আরাম করে ঘুমিয়ে পড়ো, কেমন। গুড নাইট।
গুড নাইট, অরণী। তোমাকে অনেকগুলো থ্যাঙ্কিউ!
কিন্তু কী মনে অরণী এক মুহূর্ত চুপ করে থেকে, রোবেকুবের দিকে তাকিয়ে বলে, আমাদের এই মশা তাড়াবার ডিভাইসটা নিয়ে তোমাকে আরেকটু কাজ দেব।
কী কাজ? আবার কোন এক্সপেরিমেন্ট? রোবেকুব শোয়া থেকে উৎসাহে আবার উঠে বসে।
তেমন কিছু না। তুমি কাঁচা লেবু, পাকা লেবু দিয়ে আলাদা আলাদাভাবে টেস্ট করে দেখবে কোনটা দিয়ে বেশী ভালো মশা তাড়ানো যায়। কিংবা লেবুর টুকরায় কয়টা করে লবঙ্গ পুঁতে দিলে সবচাইতে ভালো কাজ করে। অথবা লেবু দিয়ে ভালো কাজ করে নাকি কমলালেবু বা মাল্টা দিয়ে ভালো হয়- সেগুলো পরীক্ষা করে দেখবে। পারবে না?

উম্ম... মানে, একেকবার একেকরকম ভাবে ডিভাইস বানিয়ে দেখতে হবে কোনটা দিয়ে ভালো কাজ হয়, তাই তো?
ঠিক তাই। পারবে না?
মনে তো হয় পারবো। চেষ্টা করে দেখি।

যোগাযোগঃ

সরাসরি কথা বলতে- ০১৮৪৭ ১০৩ ১০২

অনলাইনে- http://www.facebook.com/OnnoRokomBigganBaksho

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 0

আমি অন্যরকম বিজ্ঞানবাক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।