এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz It Institute'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
BLACK iz It Institute দেশের আইটি ট্রেইনিং সেন্টারগুলোর মধ্যে অন্যতম পুরাতন এবং সুনামধন্য প্রতিষ্ঠান। প্রায় দশ বছর যাবৎ আইটি এর বিভিন্ন সেক্টরে BLACK iz It Institute দিয়ে আসছে উন্নত মানের ট্রেনিং সুবিধা। BLACK iz It Institute মূলত BLACK iz Limited এর অঙ্গ প্রতিষ্ঠান। BLACK iz It Institute এর দুটি কোর্সে দেওয়া হচ্ছে বিশাল স্কলারশিপ। স্কলারশিপের আওতায় যেকেউ কোর্স দুটিতে অংশগ্রহন করতে পারেন। "ইউটিউব আর্নিং এন্ড ভিডিও এডিটিং কোর্স" এবং "অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং কোর্সে" স্কলারশিপে নির্দিস্ট পরিমান আসনে ভর্তি নেওয়া হচ্ছে।
যেকোন তথ্যের জন্য চলে আসতে পারেন আমাদের ধানমন্ডি অফিসেঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্ট্যান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৫। এছাড়াও যে কোন তথ্যের জন্য আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেনঃ ০১৭১৭৬৯৫৬৩১, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯১৮৭৫৬২২২, ০১৮৪২৭৫৬২২২, ০১৮১৩০৯৭০১৫।
অ্যাডভান্স এসইও (SEO) এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, এক কোর্সের ফি দিয়ে দুইটি কোর্স করুন
অ্যাডভান্স এসইও (SEO) এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, এক কোর্সের ফি দিয়ে দুইটি কোর্স করুন! ফ্রিল্যান্সিং করতে হলে মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা থাকা যেমন জরুরি তেমনি আপনি মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা রাখেন কিন্তু আপনার কোন স্কিল নেই তাহলেও হবে না। আপনার এ দুটোই জানা থাকতে হবে। এই সমস্যা কে মাথায় রেখে BLACK iz IT Institute অ্যাডভান্স SEO এবং আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স দুইটি প্যাকেজ আকারে করার সুযোগ দিচ্ছে। সাধারনত আমাদের অ্যাডভান্স SEO কোর্সটির কোর্স ফি ৮০০০ টাকা এবং আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের ফি ৫০০০ টাকা।
যেহেতু এটা একটা প্যাকেজ কোর্স তাই, এবারের আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ফাউন্ডেসন কোর্স এবং অ্যাডভানস SEO কোর্সটি প্যাকেজ আকারে কোর্স ফি হবে ৬০০০ টাকা সাথে রেজিস্ট্রেশনের ফী ১০০০ টাকা। অতএব যে কেউ BLACK iz IT Institute থেকে এই দুইটি কোর্স করতে পারবেন মাত্র ৭০০০ হাজার টাকায়। এর বাহিরে কোন প্রকার এক্সট্রা চার্জ নেই।
অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং এর উপর সম্পুর্ন ফ্রি দুইদিনের দুইটি সেমিনারে অংশগ্রহন করতে নিম্নের ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন!
অ্যাডভান্স এসইও এবং আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ফাউন্ডেসন কোর্স
ফ্রী ক্লাসঃ ১৮, ১৯ | ২৫, ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা
ক্লাসের তারিখঃ ২য় ডিসেম্বর ২০১৬
• অফিসের ঠিকানাঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৫)। যেকোন তথ্যের জন্য ফোন করুন ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬, ০১৬৭১৫০২৩৯৬।
BLACK iz IT Institute এর অ্যাডভান্স এসইও কোর্সটিতে যা থাকছেঃ
এসইও কি,
এসইও কতপ্রকার ও কি কি। কিওয়ার্ড রিসার্চ,
কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড। অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়। মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট,
টাইটেল। কন্টেন্ট রাইটিং মেথর্ড,
কী-ওয়ার্ড রিসার্চ,
সাইট ম্যাপ। সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং। ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার। অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল। সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স,
ওয়েবমাস্টার) এর ব্যবহার। ফোরাম, ফোরাম টিউনিং,
ব্লগ টিউমেন্টিং। আর.এস.এস সাবমিশন,
প্রেস রিলিজ সাবমিশন,
ডিরেক্টরি সাবমিশন। লিংক হুইল,
গেস্ট ব্লগিং,
আর্টিকেল মার্কেটিং। বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক। পিরামিড লিংক। ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার। বিভিন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা। এসইও টাইটেল ট্যাগ,
এসইও মেটাট্যাগ,
এসইও এংকরট্যাগ। সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL
রেজিট্রেশন করা। গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি। ইমেজ/ছবি,
ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO
টিপস। ফটো এডিটিং এর উপর ব্যাসিক ধারনা দেওয়া হবে। অ্যালেক্সা টুলবার,
লিংক,
র্যাংক সহ অন্যান্য বিষয়। এসইও রিলেটেড অন্যান্য কিছু বিষয়। কোর্সটিতে জয়েন করতে এখানে ক্লিক করে (অথবা এই লিংকে ক্লিক করুন : https://goo.gl/3btUJT)
ফর্মটি ফিলাপ করে সাবমিট করতে পারেন। অনলাইনে রেজিস্ট্রাশন করার ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং দুটি সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হবে। যে কোন তথ্যের জন্য আমাদের ধানমন্ডি অফিসে আসতে পারেন অথবা ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮,
০১৬১১৭৭২৩৯৮,
০১৬৭১৫০২৩৯৬। BLACK iz IT Institute এর আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সটিতে যা যা থাকছেঃ
অনলাইন মার্কেট প্লেস পরিচিতি এবং এদের মধ্যে পার্থক্য। ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে। ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নিবেন। কাজ করার ক্ষেত্র এবং বিভিন্ন কাজ সম্পর্কে ব্যাসিক ধারনা। আপনার জন্য উপযুক্ত কাজের ক্ষেত্র খুঁজে বের করা। মানি ট্রান্সফার পদ্ধতি ও অনলাইন ব্যাংকিং এর নিয়ম। কাজের জন্য অ্যাপ্লাই এবং কাজ পাওয়ার পদ্ধতি। প্রোফাইল ১০০% ভাগ যেভাবে সম্পন্ন করবেন। গুগোল এডসেন্স কি এবং এর মাধ্যমে আয়ের উপায়। ব্যাসিক এইচটিএমএল স্ট্রাকচার এবং বিভিন্ন এইচটিএমএল ট্যাগ। প্রোফাইল এর পোর্টফোলিও পেজটি যেভাবে পরিপুর্ন করবেন। কভার লেটার এবং ওয়ার্ক সাবমিশন করার পদ্ধতি। ব্লগস্পট সাইট বা নিজের ওয়েব-সাইটের মাধ্যমে যেভাবে আয় করবেন। এসইও কি,
এসইও কতপ্রকার ও কি কি। অন-পেজ এসইও কি এবং কিভাবে করবেন। UpWork (odesk)
ও freelancer
এর বিভিন্ন অংশের পরিচিতি। elance
এবং fivre
এর উপর বিশেষ ক্লাস। মার্কেট প্লেসে কাজ করার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়। কোর্সটিতে জয়েন করতে এখানে ক্লিক করে (অথবা এই লিংকে ক্লিক করুন : https://goo.gl/3btUJT)
ফর্মটি ফিলাপ করে সাবমিট করতে পারেন। রেজিস্ট্রেশন করার ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং দুটি সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হবে। যে কোন তথ্যের জন্য আমাদের ধানমন্ডি অফিসে আসতে পারেন অথবা ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮,
০১৬১১৭৭২৩৯৮,
০১৬৭১৫০২৩৯৬। ক্লাসগুলোতে অংশগ্রহনকারীদের জন্য যে যে সুবিধাগুলো থাকছেঃ
উন্নতমানের ল্যাব ক্লাসরুমের সুবিধা আছে। প্রায় প্রতিটি ক্লাসের ভিডিও ক্লাস শেষে দেওয়া হবে। প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড শীট দেওয়া হবে। আলোচ্য কোর্সের উপরে একটি বই প্রদান করা হবে। উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম। ক্লাস নোট ফটোকপি আকারে প্রদান করা হবে। কোর্স পরবর্তি সময়ে সাপোর্ট দেওয়া হবে। স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে। শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়েছে। হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখানো হবে। প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল,
সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে। ফ্রিল্যান্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।
ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ
ভর্তির জন্য প্রত্যেককে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। অফিসের ঠিকানা: ১নং বিল্ডিং, লেক সার্কাস (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭।
অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে,
অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই আর্টিকেলের নিচের ফর্মটি ফিলআপ করে সাবমিট ক্লিক করুন। রেজিস্ট্রেশন এর ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং একটি সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হবে। সফল ভাবে অনলাইনে অ্যাপ্লাই করার পরে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। ৭২
ঘন্টার মধ্যে সময়,
স্থান,
কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮,
০১৬১১৭৭২৩৯৮,
০১৬৭১৫০২৩৯৬। • BLACK iz IT institute যোগাযোগের ঠিকানাঃ
১নং বিল্ডিং, লেক সার্কাস (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৫। ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৭১৭৬৯৫৬৩১।
অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং এর উপর দুইদিন ব্যাপি সম্পুর্ন ফ্রি দুইটি ক্লাস হবে যা সবার জন্য উম্মুক্ত। আপনি যদি আগ্রহী হন তবে এখানে ক্লিক করে (অথবা এই লিংকে ক্লিক করুন : https://goo.gl/3btUJT)
ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন।৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং একটি ফ্রি ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হবে। সকল তথ্যে জন্য আমাদের ধানমন্ডি অফিসে আসতে পারেন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।
নিশ্চিত অনলাইন ক্যারিয়ার গড়তে ইউটিউব আর্নিং এন্ড ভিডিও এডিটিং কোর্স করুন!
কে না চায় ঘরে বসে আয় করতে! আর ঘরে বসে আয় করার কথা আসলে আসবে অনলাইনে আয়ের কথা। অনলাইন থেকে আয় করার হাজার পদ্ধতির মধ্যে ইউটিউব (YouTube) একটি জনপ্রিয় মাধ্যম। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট YouTube থেকে আপনিও আয় করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। দরকার শুধু নিয়মটা জেনে নেয়া। YouTube এ ভিডিও তৈরী/আপলোড করে অনেকেই ইউটিউব থেকে আয়করছেন। তবে আপনি কেন পারবেন না।? অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে YouTube ও যে আছে তা অনেকেরই জানা নেই। আর তা হল- ভিডিও শেয়ারের মাধ্যমে আয় বা ভিডিও ব্লগিং।
কোর্সটি শুরু হবার পুর্বে আগামী ২৫ এবং ২৬ নভেম্বার ২০১৬, শুক্রুবার সকাল ১১ঃ৩০ মিনিটে ইউটিউব আর্নিং এন্ড ভিডিও এডিটিং এর উপর ফ্রি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে! সেমিনারটি দুদিন ব্যাপি চলবে, ফ্রি এই দুই দিনের সেমিনারে আপনিও অংশগ্রহন করতে পারেন! আগামীকাল শুক্রুবার বিকাল ৪টায় চলে আসুন অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করুন https://goo.gl/K9nws3।
এককালীন পরিশোধের ক্ষেত্রে থাকছে ১০০১ মুল্য ছাড়! অর্থাৎ মাত্র ৪৯৯৯ টাকায় আপনিও হয়ে উঠতে পারেন একজন আদর্শ ইউটিউবার। যেকোন তথ্য জানতে ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।
বাংলদেশেও ভিডিও ব্লগিংটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে ইউটিউবে ভিডিও ব্লগিং করার জন্য সব সময়ই আপনার ইউনিক ভিডিও ও সাউন্ড তৈরি করতে হবে, ভিডিওর টপিক সম্পর্কে ভালো কিওয়ার্ড রিসার্চ, সুন্দর শিরোনাম এবং ভিডিওটি সুন্দর ভাবে ডেসক্রাইব করার জন্য ভালো আর্টিকেল রাইটিং জ্ঞান থাকা জরুরি। বেশী ভিউয়ের জন্য সোশ্যাল মিডিয়া বুকমারকিং জানাটা জরুরি। ভিডিও ইডিটিং জানা থাকলে তো আরও ভালো। এই সম্ভাবনাকে সামনে রেখে BLACK iz IT Institute শুরু করছে ইউটিউব আর্নিং এন্ড ভিডি ইডিটিং কোর্স। BLACK iz IT Institute এর ইউটিউব আর্নিং এবং ভিডিও এডিটিং কোর্সটিতে জয়েন করতে নিচের ফর্মটি ফিলাপ করে রেজিস্ট্রেশন করুন। অনলাইনে রেজিস্ট্রেসনের করতে এই আর্টিকেলের নিচে ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।
BLACK iz IT Institute এর ইউটিউব আর্নিং এবং ভিডিও এডিটিং কোর্সটি মূলত চারটি ভাগে ভাগ করা হবে। প্রথম ধাপে থাকছে ইউটিউব, দ্বিতীয় ধাপে থাকছে ভিডিও এডিটিং এবং তৃতীয় ধাপে থাকবে ভিডিও অপটিমাইজেশন এবং চতুর্থ ধাপে ইউটিউব এসইও। আলোচ্য চারটি ধাপে যা যা থাকবে তা নিম্নে বর্ননা করা হলঃ
ইউটিউব চ্যানেলঃ
- কেন ইউটিউব কে আয়ের জন্য পছন্দ করবেন।
- ইউটিউব এবং ইউটিউব চ্যানেল এর পরিচিতি।
- ইউটিউব এ ভিডিওর মাধ্যমে আয়ের উপায় সমূহ।
- ইউটিউব অ্যাকাউন্ট এবং চ্যানেল তৈরির উপায়।
- ইউটিউব চ্যানেলের ইন্ট্রো কিংবা ভিডিও ইন্ট্রো তৈরি।
- সার্চ ইজিন ফ্রেন্ডলি স্ট্রং ইউটিউব চ্যানেল এবং ভিডিও তৈরি।
- ইউটিউব ভিডিও অপটিমাইজেশন এবং ভিডিও মার্কেটিং।
- এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপ্সন এবং ম্যাজিক ভিডিও টাইটেল।
- ইউটিউব ভিডিও মনিটাইজ এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট।
- ব্লগস্পট ব্যবহার করে নিজের একটি ওয়েব সাইট বানানো।
- নিজের ব্লগস্পট সাইটে গুগোল অ্যাড-সেন্স নেওয়া।
ভিডিও এডিটিংঃ
- ভিডিও এডিটিং ইন্ট্রোডাকসন এবং ভিডি ইন্ট্রো ডিজাইন।
- ভিডিও এডিটিং এর ভিজুয়্যাল এবং অডিও ইফেক্ট।
- স্মার্ট ফুটেজ ডিটেকশন এন্ড ভিডিও ক্যাপশন সেটিং।
- ভিডিও ইডিটিং ফিল্টার এবং রিটাচিং ইফেক্টস।
- স্ক্রিন ক্যাপচার ভিডিও টিউটোরিয়াল মেকিং।
- টেক্সট, ফিল্টার ইফেক্ট, স্ক্রিন ডিটেকশন ট্যাবিলাইজেসন।
- প্রিমিয়াম ভিডিও ইফেক্ট এবং বিভিন্ন ফরম্যাটে ভিডিও এডিটিং।
- ফ্রেম বাই ফ্রেম প্রিভিউ, স্পিড কন্ট্রোল, প্লে ইন রিভার্স।
- ওডিও সেপারেসন, অটো এনহেঞ্চ এবং আরও অনেক…
ভিডিও অপটিমাইজেশনঃ
- ভিডিও মেকিং কনসেপ্ট এন্ড কিওয়ার্ড রিসার্চ।
- ট্রেন্ড ভিডিও এবং গুগোল এডওয়ার্ড এর ব্যবহার।
- থাম্বনেইল ডিজাইন এন্ড ফটো ডিজাইনিং এন্ড ইডিটিং।
- স্লাইড ভিডিও মেকিং এন্ড ডিজাইনিং।
- ইউটিউব এন্ড সার্চ ট্রেন্ড এর ব্যবহার।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ
- ইউটিউব ট্রেন্ড রিসার্স
- ম্যাজিক টাইটেল অ্যানালাইসিস
- আর্টিকেল/ডেসক্রিপশন রাইটিং মেথড
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং
- কি ওয়ার্ড রিসার্স
- গুগল এনালাইটিক্স এর ব্যবহার।
কোর্সে ব্যাবহ্রিত সফটওয়্যার এন্ড টুলসঃ
- ওয়ান্ডার সেয়ার
- ফিলমোরা
- ফটোস্কেপ
- ইউটিউব ভিডিও ইডিটর
- পাওয়ার পয়েন্ট
- গুগোল এডওয়ার্ড
- গুগোল অ্যানালিস্টিক
- গুগোল ট্রেন্ড
কোর্সটি সম্পর্কে আরও কিছু তথ্যঃ
- মোট ক্লাস সংখ্যাঃ ১৪ টি
- উন্নতমানের ল্যাব ক্লাসরুমের সুবিধা।
- প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড লেকচার শীট।
- উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম।
- কোর্স পরবর্তি সময়ে সারা জীবন সাপোর্ট।
- স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে।
- শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়।
- হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখান হবে।
- প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে।
- ফ্রিল্যান্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।
ভর্তি ও কোর্স ফি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ
BLACK iz IT Institute
এর ইউটিউব আর্নিং এবং ভিডিও ইডিটিং কোর্সটির মুল কোর্স ফি ৬০০০ টাকা। কোর্স ফী ৫০০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফী ১০০০টাকা। YouTube
আর্নিং কোর্সে অংশগ্রহণ করতে কোন প্রকার যোগ্যতা বা স্কিল এর প্রয়োজন নেই,
শুধু ইন্টার্ণেট সম্পর্কে ধারাণা (ফেসবুক,
গুগল,
ইউটিউব) থাকলেই এই কোর্স করে যে কেউ সফলভাবে আয় করতে পারবে। তবে কোর্সে জয়েন করার আগে অবশ্যই কিছু শর্ত মেনে জয়েন করতে হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করুন
https://goo.gl/K9nws3।
BLACK iz IT Institute
এর ইউটিউব আর্নিং এন্ড ভিডিও ইডিটিং কোর্সটি চলবে ২ মাস পর্যন্ত। কোর্সে ক্লাসের সংখ্যা মোট ১২ টি। কোর্সে ভর্তির জন্য অবশ্যই নিচের ফর্ম ফিলাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অথবা সরাসরি অফিসে আসতে হবে। (অনলাইনে রেজিস্ট্রেশন করুন
https://goo.gl/K9nws3।
)BLACK iz IT Institute অফিসের ঠিকানাঃ
১নং বিল্ডিং, লেক সার্কাস (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৫)। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল ভাবে অনলাইনে অ্যাপ্লাই করার ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। অনলাইনে রেজিস্ট্রেসনের করতে এই
আর্টিকেলের নিচে ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।
BLACK iz IT institute যোগাযোগের ঠিকানাঃ
১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭। ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮।
অনলাইনের মাধ্যেমে সফল ভাবে নির্দিস্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করলে BLACK iz IT Institute এর থেকে ফোন দেওয়া হবে এবং স্কলার্শিপ প্রোগ্রামের সকল বিষয়ে অবগত করা হবে, রেজিস্ট্রেশন করতে নিম্নের লিংকে ক্লিক করুনঃ http://www.inst.black-iz.com/regblackizitinst.html
আরও কিছু তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ
বিঃদ্রঃ উল্লেক্ষি স্কলার্সিপ প্রোগ্রামটি শুধুমাত্র নভেম্বার মাস ২০১৬-এর জন্য প্রযোজ্য। প্রতিটি কোর্স অর্থাৎ ইউটিউব আর্নিং, অ্যাডভান্স এসইও, ইউটিউব আর্নিং এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং করতে নির্দিস্ট কোর্স এর মুল্যের নির্দিস্ট পরিমান ছাড়ের ব্যাপারটি কর্তিপক্ষের একান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮। ঘরে বসে অনলাইনে রেজিস্ট্রেসন করুন http://www.inst.black-iz.com/regblackizitinst.html। (আমাদের শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অভিমত দেখতে এখানে ক্লিক করুন।)
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz It Institute'
'Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে