এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
অন্যরকম বিজ্ঞানবাক্স বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র সায়েন্স কিট।
প্রথম সবকিছুই সুন্দর।আর তা যদি হয় খেলায়-মজায় বিজ্ঞান শেখা, তাহলে তো কথাই নেই! আমাদের ছেলেমেয়েদের মাঝে শিক্ষামূলক আনন্দের কোন পন্থাই নেই বলতে গেলে। স্মার্টফোনের টকিং টম অথবা হিন্দিতে প্রচারিত ডোরেমন থেকে তারা কী শিখছে?
হ্যাঁ, এটা ঠিক যে আনন্দের মাঝে শিক্ষামূলক ব্যাপার থাকতেই হবে এমন কোন কথা নেই। আবার এটাও সত্যি যে, গোল্ডেন এ প্লাস এর মহা উৎসবের সময়ে প্রতিটি ছেলেমেয়েই প্রবল চাপের মধ্যে থাকে। পরীক্ষায় খারাপ করলে ছিটকে যাবার সম্ভাবনা থাকে প্রতিযোগিতা থেকে। দিন দিন যন্ত্রের মত মুখস্ত করে আর কোচিংয়ের সাজেশন্স অনুসরণ করে তারা হয়তো বা ভালো রেজাল্ট করতে পারে, তবে শিক্ষার ভেতরকার আনন্দ কি পাবে?
ভেবে দেখুন, তারা খুব আনন্দ নিয়ে পড়ালেখা করছে আবার ভালো রেজাল্টও করছে। কী দারুণ ব্যাপার হবে, তাই না?
অন্যরকম বিজ্ঞানবাক্সের লক্ষ্য এটাই। একটি সত্যিকারের সৃজনশীল এবং কৌতুহলী প্রজন্ম তৈরি করা। বিজ্ঞানবাক্সে রয়েছে অনেক গুলো মজার সায়েন্স এক্সপেরিমেন্ট।
এখানে আলো দিয়ে রঙধনু বানানো যায়, নিজে নিজেই চুম্বক বানানো যায়, সবজি দিয়ে বানানো যায় ভেজিটেবল ল্যাম্প আরো কত কী! এক্সপেরিমেন্ট বলতে আবার ভাবগাম্ভীর্যের সাথে ল্যাবে গোমড়া মুখে দাঁড়িয়ে নীরস পরীক্ষার কথা ভাববেন না।
অন্যরকম বিজ্ঞানবাক্সের এক্সপেরিমেন্ট গুলো যতটা না পরীক্ষণ, তার চেয়েও অনেক বেশি খেলা। এই খেলায় কোন হার নেই, আছে শুধু জিত!
কীভাবে জিতবে আপনার সন্তান? এইসব মজার খেলা বা এক্সপেরিমেন্ট, যাই বলি না কেন প্রতিটির জন্যে আছে সহজ ভাষায় বিস্তৃত ব্যাখ্যা। আপনার সন্তানেরা খেলবে, জানবে, আর শিখবে।
বিজ্ঞান বইয়ের কঠিন বা নীরস মনে হওয়া সুত্র গুলোর মাঝে তারা পাবে অঢেল আনন্দ। আর শিক্ষার মধ্যে যদি আনন্দ পায়, তাহলে আপনার সন্তান যে একজন সুনাগরিক হয়ে উঠবে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
আপনাকে আমন্ত্রণ আমাদের এই স্বপ্নযাত্রায়। চলুন সবাই মিলে একটি বুদ্ধিদীপ্ত এবং চৌকস প্রজন্ম গড়ে তুলি। গড়ে তুলি অন্যরকম এক বাংলাদেশ।
যোগাযোগঃ
সরাসরি কথা বলতে- ০১৮৪৭ ১০৩ ১০২
অনলাইনে- http://www.facebook.com/OnnoRokomBigganBaksho
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Onnorokom Electronics'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি অন্যরকম বিজ্ঞানবাক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দুঃখজনক সত্য তো এটাই যে, আমাদের পাঠ্যবইয়ের পড়াগুলো এতটাই বিরক্তিকর আর ভয়াবহ, ২৫টা সায়েন্স এক্সপেরিমেন্টে তার সামান্যতমও শেখা সম্ভব না।