ঈদে আপনার সোনামনিকে সাজিয়ে তুলুন বর্ণিল ফ্যাশনে !

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Ajkerdeal'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

ঈদ উৎসবকে ঘিরে শিশুদের আগ্রহ ও উচ্ছ্বাস থাকে তুঙ্গে। বিশেষ করে ঈদের পোশাক ও ফ্যাশন নিয়ে শিশুদের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়। নতুন পোশাক, নতুন জুতো আরো কত কিছু নিয়ে ঈদ ঘিরে কত ভাবনা তাদের। ঈদের নতুন জামা ও পাঞ্জাবিটা কেমন হবে। রং কী হবে? শিশুরাও এখন ফ্যাশন-সচেতন। একেকজনের পছন্দ একেক রকম। সেই সাথে অভিভাবকরাও চান নিচের পিচ্চিটাকে ফ্যাশনেবল করতে। কারণ তাদেরকে ঘিরেই তো বাবা মায়ের ঈদ। চলুন ছোটদের ঈদ ফ্যাশনের চলতি ট্রেন্ড নিয়ে জানা যাক।
কি চলছে শিশুদের ফ্যাশনে?
কিনতে ক্লিক করুন 

 

কিনতে ক্লিক করুন


ঈদের পোশাক নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ও আগ্রহ থাকে শিশুদের মধ্যে। ঈদের জমজমাট শপিংয়ের মাঝে ছোটদের জন্য রয়েছে দেশী ও বিদেশী পোশাকের বিশাল সম্ভার। ছেলেদের পাঞ্চাবি থেকে শুরু করে মেয়েদের থ্রিপিস, ফ্রক, ফতুয়া, টপস, ঘাঘরা, চোলিও পেয়ে যাবেন হাতের কাছেই। সেই সাথে ফ্যাশনের অন্যতম অনুসঙ্গ হাতঘড়ি ও সানগ্লাস তো থাকছেই।
শিশুদের পাঞ্জাবি: 
                   
কিনতে ক্লিক করুন                                                                          কিনতে ক্লিক করুন

ঈদে ছোট বড় সকলেরই পছন্দের পোশাক পাঞ্জাবি। ঈদের দিন পাঞ্জাবি না পরলে নিজেকে ঠিক পরিপূর্ণ লাগে না। ঈদের সকালে গোসলের পর পাঞ্জাবি ছাড়া আর কি! নতুন পাঞ্জাবি গায়ে চড়িয়ে হাতে আতরের গন্ধ ছড়িয়ে কোলাকুলি করাতেই ঈদের আনন্দ। শিশুদের পাঞ্জাবিতে এবার রঙের খেলা জেমেছে। বাদলা দিনে ঈদ উৎসব বলে পোশাকেও সেটাকে তুলে এনেছেন ডিজাইনাররা। এ ছাড়া সাদা, অফ হোয়াইট, ছাই, লেবু, হলুদ, বেগুনি, লাল ইত্যাদি রংয়ের আধিক্য রয়েছে পাঞ্জাবিতে। ঈদে সবচেয়ে বেশি চলছে কাতান ও কটন পাঞ্চাবি। এই পাঞ্চাবিগুলো আপনার শিশুকে আরও সুন্দর, আকর্ষণীয় ও ফ্যাশনেবল করে তুলবে। এই ঈদে শিশুদের ফ্যাশনে রাখতে পারেন ছবির এই পাঞ্চাবি গুলো। পাঞ্চাবি পাজামা ছাড়াও পাঞ্জাবি, ফতুয়া ও টি-শার্ট ঈদ ফ্যাশনে জায়গা করে নিয়েছে।
মামুনিদের ফ্রক ও রাজকুমারী পোশাক:

 

 

                             

কিনতে ক্লিক করুন                                                                 কিনতে ক্লিক করুন

এখানে ক্লিক করুন
নানা রঙের নকশায় ভরে উঠেছে এবারের মেয়ে শিশুদের পোশাকগুলো। তবে এবার শিশুদের পোশাকে নজর কেড়েছে বিভিন্ন রঙের ফ্রক ও রাজকুমারী পোশাক। পোশাকে বিভিন্ন নকশার পাশাপাশি লেইস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পোশাকে বৈচিত্র্য আনতে ব্যবহার করা হয়েছে পুঁথি, পাথর আর জারদৌসির ব্যবহার। ফ্রক, লেহেঙ্গা, থ্রি-পিস, টপস, লং কটিতে এসেছে বাহারি পোশাক। মেয়েদের জন্যেও আছে নানা ধরণের ফতুয়া। ফুল হাতা, হাফ হাতা, হাতা কাটা সব ধরণের ফতুয়াই পাওয়া যাচ্ছে এবার।
শিশুদের ফ্যাশনের অন্য অনুসঙ্গ:

                       

কিনতে ক্লিক করুন                                                                কিনতে ক্লিক করুন

 

কিনতে ক্লিক করুনবাহারি পোশাক ছাড়াও শিশুদের ফ্যাশনের অন্যতম অনুসঙ্গগুলোর মধ্যে জুতা, সেন্ডেল, ব্যাগ, সানগ্লাস ও হাতঘড়ির পাধান্য রয়েছে। এছাড়াও পোশাকের সাথে মিলিয়ে বাহারি রাবার, চুলের ফিতা, ক্লিপ, ব্যান্ড, কানের দুল, ব্রেসলেটও শিশুদের ঈদ ফ্যশনে যুক্ত হয়েছে। ঈদে শিশুদের অন্যরকম ফ্যাশনেবল করে তুলতে এই অনুসঙ্গ গুলোর জুড়ি মেলা ভার।
দরদাম ও কেনাকাটা:
ফ্যাশন হাউসগুলোতে কাজ অনুসারে পাঞ্জাবিগুলোর দাম পরবে ৫৫০ টাকা থেকে ৩০০০টাকা, টি-শার্টগুলো ১৫০ টাকা থেকে ৫০০ টাকা, ফতুয়াগুলো পাবেন ২৫০ টাকা থেকে ১২০০ টাকা, মেয়ে শিশুদের স্যালোয়ার কামিজ পাবেন ৮৫০ টাকা থেকে ৭০০০টাকার মধ্যে, ফ্রকগুলো পাওয়া যাবে ৫০০ টাকা থেকে ৪৫০০টাকার মধ্যে। আর বিভিন্ন শপিংমলগুলো নান্দনিক নামের জামাগুলো পাবেন ১২০০ টাকা থেকে ৭০০০ টাকার মধ্যে। এই গরম ও রোজায় মাকের্টে গিয়ে গায়ের ঘাম না ঝরিয়ে আপনার সোনামনিকে নিয়ে ঝটপট কম্পিউটারের সামনে বসে পড়ুন আর অনলাইন থেকে পছন্দের পোশাকটি কিনে দিন।অনলাইনে শিশুদের বাহারি পোশাকের সমাহার থেকে পছন্দেরটি কিনতে এখানে ক্লিক করুন। 

সংগৃহীত - বেশতো ডট কম

 

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Ajkerdeal'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস