এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Ajkerdeal'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
রমজান মাসে গৃহিনীর ব্যস্ততা একটু বেশি থাকে। আর চাকরিজীবী নারীর ব্যস্ততা তো আরো এক ধাপ এগিয়ে। অফিসের যত ঝামেলা তারপর সংসার, বাচ্চা, ইফতারির নানা আয়োজন, রাত, শেষ রাতের খাবারসহ নানা কাজ। যেন দম ফেলার সময় নেই। তাছাড়া দেখবেন সেহেরি খেয়ে ফজরের নামাজ, কোরআন তেলয়াত করে ঘুমিয়ে গেলে উঠতে একটু দেরি হয় বৈ কি। তাই রমজানে কাজগুলো গুছিয়ে নিন। মনে মনে একটা রুটিন এঁকে নিন, দেখবেন এত ব্যস্ততা সুন্দরভাবে সামাল দিতে পারছেন।
রান্না নিয়ে প্রতিটি গৃহিণীদের সমান চিন্তা। অনেকের কাছেই রান্না করা যেন একটা বিরক্তির কাজ। আপনি হয়তবা ঝটপট রান্নার কাজটি সেরে ফেলতে চাইছেন কিন্তু কাটাকাটিতেই আপনার অর্ধেক সময় চলে যাচ্ছে। অথচ পাশের বাড়ির রহিমা আপা কেমনে অফিস সামলানোর পরেও ঝটপট রান্না শেষ করে? জানা গেল রহিমা আপার রান্নার কাজে সহায়তা করে চপার, স্লাইসার ও কাটারের মত কিচেন সামগ্রী। এগুলো ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে সবজিসহ সব ধরনের কাটাকাটি সেরে ফেলেন। তাহলে আপনি কেন বসে থাকবেন? আপনি রান্নার ঘরের জন্য এই সব কিচেন সামগ্রী নিয়ে নিন। আর হয়ে উঠুন সময়সাশ্রয়ী সেরা রাধুনি।
(কনটেন্টটির ছবিগুলোতে ক্লিক করে প্রোডাক্ট গুলো সম্পর্কে জানতে পারবেন)
রান্না ঘরের প্রয়োজনীয় টুলসঃ
রান্নাঘরে কাজের চাপ সবসময় বেশি থাকে আর কোন উৎসব আয়োজন থাকলে তো সারাটি দিনই কেটে যায় রান্না ঘরে। তাই এখন থেকেই রান্নাঘরটা গুছিয়ে নিন। এতে যেমন কাজের সময় সবকিছু হাতের কাছে সহজে পাওয়া যাবে তেমনি রান্নাঘরেও উৎসবের আমেজ বজায় থাকবে। যাদের সব সময় হাঁড়ি, পাতিল, থালা-বাসন বেশি লাগে, তারা এগুলো পরিষ্কার করে কিচেন ক্যাবিনেটে সাজিয়ে রাখুন। রান্নাঘরে চামচ, খুন্তি ইত্যাদি রাখার জন্য স্পুন হোল্ডার রাখুন। এরপর কাটাকাটির জন্য রাখুন এই জিনিসগুলো।
পটেটো কাটারঃ
আপনার রান্নাঘরের জন্য ১ টি আদর্শ টুল হতে পারে পটেটো কাটার। এটি ব্যবহার করা খুবই সহজ। যে কোন সবজি, পেঁয়াজ, আদা এর ভিতর বসিয়ে হাতের তালুর সাহায্যে চাপ দিলেই স্লাইস হয়ে যাবে। স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ব্লেড যা খুব সহজেই পরিষ্কার করা যায়।
মাল্টি ফাংশনাল ফ্রুট ও ভেজিটেবল স্লাইসারঃ
সব ধরনের সবজি দ্রুত কাটার জন্য আপনার রান্না ঘরে আজই নিয়ে নিন মাল্টি ফাংশনাল ফ্রুট ও ভেজিটেবল স্লাইসার। সবজি থেকে দ্রুত চামড়া ছাড়ানো হয় বিভিন্ন স্টাইলে সবজি কাটার জন্য এটি বেশ উপযুক্ত।
ফিশ কাটারঃ
এটি মাছ পরিস্কার ও কাটার জন্য দারুন উপকারি একটি টুল। ব্যবহার করতে পারলে বটি দেয় মাছ কাটতে যে সময় আপনি ব্যয় করেন তার অর্ধকটারও বেশি সময় বেঁচে যাবে।
ফ্রাই স্লাইসারঃ
সবজি ও ফল ফ্রাই করার জন্য যে পদ্ধতিতে কাটতে হয় সেটা অনেকেই জানেন না। আবার যতই পারদর্শী হোন না কেন এবাবে কাটতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। তাই খুব সহজে ও দ্রুত সবজি ও ফল কাটতে ফ্রাই স্লাইসার ব্যবহার করুন।
আপেল স্লাইসারঃ
আপেল কাটার জন্য খুবই উপকারি একটি টুলস হচ্ছে আপেল স্লাইসার। আপেল স্লাইসারে শুধু আপেল নয়, আপেল জাতীয় বিভিন্ন ধরনের সবজিও স্লাইস করা যায়।
উপরের সামগ্রী গুলো ছাড়াও মাছের আঁশ তোলার মেশিন, ডিম ফেটানোর মেশিন, কোকোনাট স্ক্র্যাপার, চপ ম্যাজিক, তরমুজ কাটার, ভেজিটেবল পিলার, মাল্টি সালাদ সেফ ইত্যাদি নানা ধরনের যন্ত্রপাতি রান্না ঘরে রেখে দিন। আর এই সবগুলো কিচেন সামগ্রীই পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকের ডিল ডট কমে। তাহলে এক্ষনি ঢুঁ মেরে আসুন আজকের ডিলের কিচেন সামগ্রীর কালেকশন থেকে।
*কিচেনসামগ্রী* *কিচেনটুলস* *স্মার্টশপিং* *স্লাইসার* *পিলার* *চপার*
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Ajkerdeal'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাই কি করে তুমি এই পোস্টটা করলে .আমি পারছিনা কোনো লেখা পোস্ট করতে