বাংলাদেশ হাইটেক পার্কের সার্বিক তত্বাবধায়নে PROFESSIONAL IT ট্রেনিং

এখন ইন্টারনেটের যুগ সারা বিশ্বকেই এক সুতোয় এনে দিচ্ছে ইন্টারনেট। আমাদের দেশেও ব্যবসা বানিজ্য থেকে শুরু করে সব খানেই বেড়ে চলছে ইন্টারনেট এর ব্যবহার। চাহিদার সাথে তাল মেলাতে বাংলাদেশ তথা বিশ্বের প্রয়োজন মান সম্মত ওয়েব ডেভলপার ও মোবাইল অ্যাপ ডেভলপার।

ওয়েব সাইটগুলো সাধারানত বানানো হয় HTML,Php, Asp.Net, Jsp, Mysql, Javascript ইত্যাদি দিয়ে তবে বিশ্বের ওয়েবসাইট গুলোর ৬৩% ডেভেলপ হচ্ছে php and mysql দিয়ে। যুগের সাথে তাল মিলিয়ে শেখা প্রয়োজন  php and mysql এবং বিভিন্ন রকমের Open Source framework/CMS যেমন ম্যাজেন্টো।

Software and Web Development এ নতুন মাত্রা যোগ করেছে Microsoft এর C#.net (Asp.net). C#.net একটি অব্জেক্ট ওরিয়েন্টেড ল্যাংগুয়েজ। যার মাধ্যমে খুব সহজে বিভিন্ন ধরনের ওয়েব সাইট,ওয়েব এ পি আই, ওয়েব অ্যাপ্লিকেশন বানানো যায়। এর সিকিউরিটি অনেক হার্ড এবং সহজে ডেভেলপ করা যায় বলে বর্তমানে এটি অনেক জনপ্রিয় একটি ল্যাংগুয়েজ।

আবার মোবাইল টেকনোলোজিতে পৃথিবীর সবচাইয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। খুব অল্প সময়ের মধ্যে এই অপারেটিং সিস্টেমটি মানুষের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। আর এর ফলশ্রুতিতে চাহিদা বেড়েছে এর অ্যাপেরও। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ও অ্যাপ ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করার প্রবনতা।এরই ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাংলাদেশও।

বাংলাদেশের বর্তমান সরকার দেশকে ডিজিটাল করার লক্ষে অনেক গুলো যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের যুব সমাজকে টেকনোলজি ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের ক্যারিয়ার তৈরি করার সুযোগ করে দেওয়া। সরকারের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি। তাদের এই কার্যক্রমের একটি অংশ হল মানুষকে আইটিতে দক্ষ করে তোলা। তাই বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি আইটি বিষয়ে আগ্রহী ব্যক্তিগনকে বিভিন্ন বিষয়ে খুব কম খরচে প্রশিক্ষন প্রদান করছে। এই প্রশিক্ষন প্রদান করা হয় যারা এই বিষয়ে দক্ষ আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে।

ইতিমধ্যে বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির তত্ত্বাবধায়নে বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞ প্রশিক্ষকগন দ্বারা অনেক ছাত্র-ছাত্রী, চাকুরীজিবী, গৃহিণী-কে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রশিক্ষন গ্রহণ করে তাদের বেশিরভাগ মানুষই বিভিন্ন প্রতিষ্ঠানে ও আউটসোর্সিং এ কর্মরত আছেন।

বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি এই কোর্সগুলো পরিচালনার দায়িত্ব তাদের অনুমোদিত কয়েকটি আইটি ফার্ম (IT Firm) কে দিয়েছে। অনেকগুলো আইটি ফার্ম এর মাঝ থেকে কিছু সংখক আইটি ফার্মকে যাচাই-বাছাই করে এই কোর্সগুলো পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি। আইটি ফার্ম যাচাই-বাছাই করার ক্ষেত্রে ছাত্র-ছাত্রী, চাকুরীজিবী, গৃহিণী-দের অনেক সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখা হয়েছে। যেখানে প্রতিটি আইটি ফার্ম থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হবে।

 

বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি অনুমোদিত কয়েকটি আইটি ফার্ম এর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান Optimal IT Limited। এই প্রতিষ্ঠান অনেক আগে থেকেই বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি এর কার্যক্রমের সঙ্গে যুক্ত। প্রতিবারের মত এবারও Optimal IT Limited হাইটেক পার্ক অথোরিটির কিছু কোর্স পরিচালনা করছে। কোর্সগুলোর মধ্যে Android Apps Development Course, Web Development Course এবং C#.Net Development Course বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ।

Optimal IT Limited থেকে হাইটেক পার্ক অথোরিটি অনুমোদিত কোর্সগুলো শেষ (complete) করে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এখন বিভিন্ন আইটি ফার্মে কর্মরত আছেন। আইটিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র-ছাত্রী, চাকুরীজিবী, গৃহিণী প্রত্যেকের জন্য

  • C#.Net, SQL Server 2012, Crystal Report,
  • Android Apps Development Course,
  • Web Development Course

প্রত্যেকটিই বিশেষ সহায়ক কোর্স এবং Optimal IT Limited একটি বিশেষ সহায়ক আইটি প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের মান সম্মত সেবা দিয়ে যাচ্ছে।

  • এখানে ভর্তি হওয়ার জন্য আইটি ব্যাকগ্রাউন্ড থাকা বাধ্যতামূলক নয় কিন্তু প্রথমিক ধারণা থাকলে ভাল।
  • ছাত্র-ছাত্রী, চাকুরীজিবী, গৃহিণীদের সময়ের (class time) প্রতি বিশেষ খেয়াল রাখা হবে।
  • হাইটেক পার্ক এর অর্থায়নে কোর্স শেষে ভেন্ডর (vendor) পরীক্ষা দেওয়ার সুযোগ।
  • অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষন প্রদান করা হবে

এখানে Android কোর্সের কিছু ফিচার তুলে ধরা হলঃ

  • Introduction of Java Programming
  • Object-oriented Features, Programming Syntax
  • Defining Classes, Components of Java Program
  • Introduction of Android Programming
  • Running Debugging
  • Developing & Supporting Android Tools
  • Externalizing and Class
  • Android UI Design, Views, Layouts
  • Drawable Resource, Menus, Adapters
  • Dialogs and Internet Resources
  • Create and Share Preferences
  • Files and Manage Tools
  • Introduction Database, SQLite
  • Map, Geocoder
  • Playing and Recording Audio, Video
  • Bluetooth, Network Wi-Fi, Sensor, Vibration and Lock.

 এখানে Web Development কোর্সের কিছু ফিচার তুলে ধরা হল

  • Introduction of  Web Design
  • HTML5,CSS3
  • Responsive Web Design
  • Javascript
  • jQuery
  • Ajax
  • MySQL
  • PHP
  • Magento

এখানে C#.Net, SQL Server 2012, Crystal Report কোর্সের কিছু ফিচার তুলে ধরা হল

  • Introduction of  .Net Framework
  • Introduction of  C# Programming
  • Object-oriented Features, Programming Syntax
  • Defining Classes, Components of C# Program
  • Net UI Design,View, Layout
  • HTML5,CSS3
  • Javascript
  • jquery
  • Ajax
  • MS SQL Server
  • Crystal Report

➡ রেজিস্ট্রেশন এর জন্য এখানে ক্লিক করুন

  • ভর্তি ফিঃ শিক্ষার্থীদের মাত্র ৩০০০ টাকা পেমেন্ট করতে হবে, বাকি খরচ বহন করবে হাইটেক পার্ক অথোরিটি।
  • আসন সংখ্যাঃ প্রতি কোর্সে ২০ জন।
  • ভর্তির সময়সীমাঃ আগামী ৮ ডিসেম্বর ২০১৫।
  • কোর্সের মেয়াদঃ
    • C#.Net, SQL Server 2012, Crystal Report ১৪৪ ঘণ্টা,
    • Android Application   ১৪৪ ঘণ্টা,
    • Web development ৮০  ঘন্টা

মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

মোবাইল: 01797-992826, 01614-000402, 01614-000401

রেজিস্ট্রেশন এর জন্য এখানে ক্লিক করুন

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোহাম্মদপুর ছাড়া আপনাদের আর কোথাও ব্রাঞ্চ নেই?