এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Optimal IT Limited'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আজকের পৃথিবী অনলাইন এর। আমাদের দেশেও ব্যবসা বানিজ্য থেকে শুরু করে সব খানেই বেড়ে চলছে ইন্টারনেট এর ব্যবহার। চাহিদার সাথে তাল মেলাতে বাংলাদেশ তথা বিশ্বের প্রয়োজন মান সম্মত ওয়েব ডেভলপার ও মোবাইল অ্যাপ ডেভলপার।
ওয়েব সাইটগুলো সাধারানত বানানো হয় HTML,Php, Asp.Net, Jsp, Mysql, Javascript ইত্যাদি দিয়ে তবে বিশ্বের ওয়েবসাইট গুলোর ৬৩% ডেভেলপ হচ্ছে php and mysql দিয়ে। যুগের সাথে তাল মিলিয়ে শেখা প্রয়োজন php and mysql এবং বিভিন্ন রকমের Open Source framework/CMS যেমন ম্যাজেন্টো।
আবার মোবাইল টেকনোলোজিতে পৃথিবীর সবচাইয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। খুব অল্প সময়ের মধ্যে এই অপারেটিং সিস্টেমটি মানুষের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। আর এর ফলশ্রুতিতে চাহিদা বেড়েছে এর অ্যাপেরও। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ও অ্যাপ ডেভেলপার হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করার প্রবনতা।এরই ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাংলাদেশও।
বাংলাদেশের বর্তমান সরকার দেশকে ডিজিটাল করার লক্ষে অনেক গুলো যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের যুব সমাজকে টেকনোলজি ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের ক্যারিয়ার তৈরি করার সুযোগ করে দেওয়া। সরকারের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি। তাদের এই কার্যক্রমের একটি অংশ হল মানুষকে আইটিতে দক্ষ করে তোলা। তাই বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি আইটি বিষয়ে আগ্রহী ব্যক্তিগনকে বিভিন্ন বিষয়ে খুব কম খরচে প্রশিক্ষন প্রদান করছে। এই প্রশিক্ষন প্রদান করা হয় যারা এই বিষয়ে দক্ষ আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে।
ইতিমধ্যে বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির তত্ত্বাবধায়নে বিভিন্ন বিষয়ের উপর অভিজ্ঞ প্রশিক্ষকগন দ্বারা অনেক ছাত্র-ছাত্রী, চাকুরীজিবী, গৃহিণী-কে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। প্রশিক্ষন গ্রহণ করে তাদের বেশিরভাগ মানুষই বিভিন্ন প্রতিষ্ঠানে ও আউটসোর্সিং এ কর্মরত আছেন।
বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি এই কোর্সগুলো পরিচালনার দায়িত্ব তাদের অনুমোদিত কয়েকটি আইটি ফার্ম (IT Firm) কে দিয়েছে। অনেকগুলো আইটি ফার্ম এর মাঝ থেকে কিছু সংখক আইটি ফার্মকে যাচাই-বাছাই করে এই কোর্সগুলো পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি। আইটি ফার্ম যাচাই-বাছাই করার ক্ষেত্রে ছাত্র-ছাত্রী, চাকুরীজিবী, গৃহিণী-দের অনেক সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখা হয়েছে। যেখানে প্রতিটি আইটি ফার্ম থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি অনুমোদিত কয়েকটি আইটি ফার্ম এর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান Optimal IT Limited। এই প্রতিষ্ঠান অনেক আগে থেকেই বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি এর কার্যক্রমের সঙ্গে যুক্ত। প্রতিবারের মত এবারও Optimal IT Limited হাইটেক পার্ক অথোরিটির কিছু কোর্স পরিচালনা করছে। কোর্সগুলোর মধ্যে Android Apps Development Course এবং Web Development Course বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ।
Optimal IT Limited থেকে হাইটেক পার্ক অথোরিটি অনুমোদিত কোর্সগুলো শেষ (complete) করে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এখন বিভিন্ন আইটি ফার্মে কর্মরত আছেন। আইটিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র-ছাত্রী, চাকুরীজিবী, গৃহিণী প্রত্যেকের জন্য Android Apps Development Course এবং Web Development Course একটি বিশেষ সহায়ক কোর্স এবং Optimal IT Limited একটি বিশেষ সহায়ক আইটি প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছে।
এখানে Android কোর্সের কিছু ফিচার তুলে ধরা হল-
এখানে Web Development কোর্সের কিছু ফিচার তুলে ধরা হল-
রেজিস্ট্রেশন এর জন্য এখানে ক্লিক করুন।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন :-
মোবাইল : 01797-992826, 01614-000402, 01614-000401
রেজিস্ট্রেশন এর জন্য এখানে ক্লিক করুন।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Optimal IT Limited'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইসস! দারুণ সুযোগ। কিন্তু ভাইয়া ধরেন আমি ওয়েব ও অ্যাপ দুইটাই শিখব। সেক্ষেত্রে কি আমাকে দুই কোর্সেই নেওয়া যায়? আমি দুইটার জন্যই পে করতাম। যদি দুইটা কোর্সের প্রাইস 5000 দিতে (আমি ছাত্র মানুষ বুঝেনই তো, বাবা মা এগুলোর ব্যপারে এখনো অতটা আগ্রহী না) চাই। আমার কাছে 5000 টাকা আছে। সুযোগ দিলে কৃতার্থ হব। সম্ভব হলে আমাকে জাষ্ট একটা SMS দিবেন। মোবাইল – 01954837780 ধন্যবাদ।