ডোমেইন হোস্টিং নিয়ে টেনশন??? Hostclation.com দিচ্ছে আপনাকে নির্ভরযোগ্য ওয়েব সলিউশন। সাথে থাকছে সুপার ফ্রেন্ডলি 24/7 সাপোর্ট! শুধু মাত্র HostClation হোস্টিং -এ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'HostClation Hosting'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

সবাইকে HostClation পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

বর্তমানে এই অনলাইনের যুগে যে কোন প্রতিষ্ঠান, ব্যক্তি এবং পণ্যের প্রচার প্রচারনা এবং ইন্টারনেটের ভার্চুয়াল জগতে উপস্থিতির জন্য দরকার একটি নিজস্ব ওয়েব সাইট। আর ওয়েব সাইটের জন্য প্রথমেই যা প্রয়োজন সেটি হচ্ছে ভাল মানের হোস্টিং সার্ভিস সেই সাথে দরকার একটা নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং প্রোভাইডার।

বাংলাদেশে ক্লায়েন্টরা সাধারণত ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিষ্ট্রেশন করে থাকেন দেশী  প্রোভাইডার কাছ থেকে কয়েকটি কারণে। কারণগুলো হচ্ছে-
১। ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম : আমাদের দেশে এখন পর্যন্ত দেশের বাইরে থেকে কোন কিছু ক্রয় করে তার মূল্য পরিশোধ করার সহজ কোন উপায় নাই। আবার অনেকে বিভিন্ন উপায়ে পরিচিত কাউকে দিয়ে মূল্য পরিশোধ করিয়ে থাকেন ডোমেইন হোস্টিং এর, কিন্তু সেক্ষেত্রে তাকে তার আইডি ভেরিফিকেশন নিয়ে সমস্যায় পড়তে হয়।
২। ভাষাগত সমস্যা : অনেক সময় গ্রাহককে সাপোর্ট নিয়ে ভাষাগত সমস্যায় পড়তে হয়। যেমন আপনি কি বলছেন, সেটা আপনার কোম্পানী বুঝতেছেনা অথবা আপনি বলছেন সেটা আপনার কোম্পানী বুঝতেছেনা। এর জন্য শুরু থেকেই সাপোর্ট নিয়ে একটা সমস্যা থেকেই যায়।
৩। সরাসরি কথা বলা : এখানে শুরুতেই পাচ্ছেন কোম্পানীর সেলস এজেন্ট এর সাথে নিজের ভাষায় কথা বলার সুযোগ। তাই কেনার শুরুতেই আপনি আপনার ডোমেইন হোস্টিং এর ব্যাপারে বিভিন্ন তথ্যের ব্যাপারে জানার সুযোগ পাচ্ছেন।
৪। বাজেট সমস্যা : বাইরের অধিকাংশ প্রোভাইডার দেখা যায় বড় বড় প্যাকেজ সেল করতে আগ্রহী। তারা ছোট ছোট প্লানের হোস্টিং প্যাকেজ এর ব্যাপারে আগ্রহ বোধ করেনা। দেখা যায় ক্লায়েন্ট এর লাগছে ১ জিবি হোস্টিং প্ল্যান অথচ তারা প্যাকেজ প্রাইজিং শুরু করেছে ১০/২০/৫০ জিবি দিয়ে। সুতরাং এখানে শুরুতেই বাজেট সমস্যা থেকে যায়।

HostClation

২০০৯ সালে MiClation.Com (Micro To Large Solution) নাম নিয়ে HostClation এর যাত্রা শুরু। পরবর্তিতে ২০১২ সালে নতুন করে HostClation নাম দিয়ে শুরু হয়েছে আমাদের নতুন করে পথ চলা। এই সুদীর্ঘ ৫ বছরের বেশী সময় ধরে আমাদের পথচলায় সাথে থাকার জন্য নতুন পুরাতন সকল গ্রাহক এবং শুভাকাঙ্খীদের জন্য রইল HostClation এর পক্ষ থেকে অজস্র শুভেচ্ছা।

আপনি কেন HostClation কে বেছে নিবেন?

২৪/৭ ইমেইল, টিকেট সাপোর্ট : আমরা দিয়ে থাকি টেকনিক্যাল 24X7 সাপোর্ট। যার অর্থ হচ্ছে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭দিন। এবং আমরা সাপোর্ট দিয়ে থাকি মেইল এবং আমাদের সাপোর্ট টিকেট সিস্টেমের মাধ্যমে। আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম থাকায় আপনি টেকনিক্যাল যে কোন ইস্যুর জন্য দ্রুত রেসপন্স পাবেন যেকোন সময়। এর জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা সাপোর্ট এর আশায় বসে থাকতে হবে না মূল্যবান সময় নস্ট করে।

৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি : আপনি পাচ্ছেন আমাদের থেকে ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি। যার ফলে আপনার সাইট থাকছে নিরবিচ্ছিন্ন ভাবে অনলাইনে। ওয়েব হোস্টিং এ আপটাইম অন্তত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার প্রোভাইডারের ওয়েব সার্ভার ডাউন থাকার কারনে আপনি হারাতে পারেন ভিসিটর যার ফলে আপনি আর্থিক ও ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। যদি কোন কারনে আমাদের সার্ভারের আপডেট ও মেইনটেইন্স এর দরকার পরে তবে সেই বিষয়টি আগে থেকেই ক্লায়েন্টদের জানানো হয়ে থাকে আমাদের অফিসিয়াল মেইল, ফেসবুক ও টুইটারের মাধ্যমে।

ওভারসেলিং মুক্ত হোস্টিং সার্ভিস : ওভারসেলিং হচ্ছে, কোন সার্ভারে তার ধারন ক্ষমতার অধিক একাউন্ট হোস্ট করা। যার ফলে ওভারসেলিং করা সার্ভার ডাউন থাকার সম্ভাবনা অত্যাধিক। এর ফলে সার্ভার ধীরগতি, লো পারফরমেন্স ইত্যাদি সমস্যার সম্মুক্ষীন হতে হয়। আমরা প্রোভাইড করে থাকি ওভারসেলিং মুক্ত হোস্টিং সার্ভিস। আমরা আমাদের সার্ভারে ওভারসেলিং করি না। যার ফলে আপনি পাবেন ফাস্ট সার্ভার, ফাস্ট সার্ভিস, ফাস্ট সাপোর্ট এর গ্যারান্টি।

Fast, Reliable এবং Secure ওয়েব হোস্টিং : আমাদের শেয়ার্ড ও রিসেলার হোস্টিং এর প্রত্যেক সার্ভারে ব্যবহার করা হয় ক্লাউড লিনাক্স OS যা বর্তমানে ওয়েব হোস্টিং এর জন্য বহুল ব্যাবহৃত অপারেটিং সিস্টেম, যা সার্ভারের স্ট্যাবিলিটি, পারফরমেন্স বৃদ্ধি করে এবং সিকিউরিটি কে আরো উন্নত করে।

দ্রুত গতির নিশ্চয়তা : আমাদের ডেডিকেটেড সার্ভারে প্রথাগত HDD (Hard Disk Drive) এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে SSD (Solid State Drive) RAID10, যা আপনার ওয়েব সাইট কে দ্রুত সময়ে লোড করবে, ওয়েব সাইটকে করবে সুপার ফাস্ট।

Softaculous Auto Installer : এটার মাধ্যমে শুধু মাত্র কয়েকটা ক্লিক এ আপনি বিভিন্ন জনপ্রিয় CMS যেমন WordPress, Joomla, Drupal, OpenCart, PrestaShop, phpBB, SMF, MyBB, Magento মুহুর্তেই ইনস্টল করতে পারবেন।

ফুল ডোমেইন কনট্রোল প্যানেল : আমরা দিয়ে থাকি আপনাকে আপনার ক্রয়কৃত ডোমেইন এর ফুল কন্ট্রোল প্যানেল। যার ফলে আপনি আপনার ডোমেইন কন্ট্রোল করতে পারবেন নিজে নিজেই।

তিন স্তরের ওয়েব সাইট ব্যাকআপ ফিচার।

এই ফিচারের জন্য আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। যদি ভুল করে আপনার ওয়েব সাইটের ডাটা মুছে ফেলেন, তার জন্য আপনাকে সব হারিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবেনা। এই ফিচারের মাধ্যমে আপনার ওয়েব সাইট রিস্টোর করতে পারবেন এবং আপনার সাইটের ডাটা থাকবে সুরক্ষিত এবং নিরাপদ। বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি আপনাকে তিন স্তরের ডাটা প্রটেকশন ফিচার।

জেনে নিন তিন স্তরের ডাটা প্রটেকশন কিভাবে কাজ করে?

১. লোকাল সার্ভার ব্যাকআপ :
এই পদ্ধতিতে আপনার ওয়েব সাইটের ডাটা আমাদের সার্ভারে ব্যাকআপ থাকে। যদি কোন কারনে ডাটা ডিলেট করে ফেলেন সেক্ষেত্রে দ্রুত ডাটা রিস্টোর করা যায় এই লোকাল সার্ভার ব্যাকআপ থেকে। এমনকি আপনি নিজে নিজেই আপনার সিপ্যানেল থেকে Restore Manager অপশন ব্যবহার করে আপনার ওয়েব সাইট রিস্টোর করতে পারবেন, আমাদের কোন প্রকার সাহায্য ছাড়া।
২. রিমোট অফসাইট ব্যাকআপ :
এই পদ্ধতিতে আপনার ওয়েব সাইটের ডাটা আমাদের রিমোট সার্ভারে ব্যাকআপ থাকে। যদি কোন কারনে লোকাল সার্ভারের ব্যাকআপ ডাটা ড্যামেজ হয় সেক্ষেত্রে আমরা রিমোট সার্ভারের ব্যাকআপ থেকে ডাটা রিস্টোর করে থাকি।
৩. r1Soft ব্যাকআপ সলুশন
এই পদ্ধতি হচ্ছে রিমোট অফসাইট ব্যাকআপ এর আধুনিক সংস্করন। এখানে পাবেন আপনার ওয়েব সাইট এর সর্বশেষ ৩০ দিনের ৩০ টি ব্যাকআপ। এখানেও আপনি আপনার সিপ্যানেল থেকে r1Soft ব্যাকআপ অপশন ব্যবহার করে, ওয়েব সাইট আপনি নিজেই রিস্টোর করতে পারবেন, আমাদের কোন সাহায্য ছাড়া।

আমাদের সেবা সমুহঃ

  • ওয়েব হোস্টিং
  • রিসেলার হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • .bd ডোমেইন রেজিস্ট্রেশন
  • ডোমেইন রিসেলার
  • ভিপিএস হোস্টিং

HostClation এর কিছু গুরুত্বপুর্ণ ফিচার।

  • ২৪/৭ ইমেইল, টিকেট সাপোর্ট।
  • ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি।
  • ওভারসেলিং মুক্ত হোস্টিং সার্ভিস।
  • Fast, Reliable এবং Secure ওয়েব হোস্টিং।
  • ডেইলী ব্যাকআপ
  • Remote Weekly Backup
  • R1Soft ব্যাকআপ
  • ওয়ান ক্লিক সফটওয়্যার ইনস্টলার।
  • ফুল ডোমেইন কনট্রোল প্যানেল।
  • ৩০ দিনের মূল্য ফেরত গ্যারান্টি।
  • কোন লুকায়িত চার্জ নেই।

শেয়ার্ড হোস্টিং রেগুলার প্রাইজ:

১ জিবি ডিস্ক স্পেস এবং ১০ জিবি ব্যান্ডউইথ ১১৯৯ টাকা (বাৎসরিক)।
২ জিবি ডিস্ক স্পেস এবং ২০ জিবি ব্যান্ডউইথ ২২৯৯ টাকা (বাৎসরিক)।
৫ জিবি ডিস্ক স্পেস এবং ৫০ জিবি ব্যান্ডউইথ ৫৪৯৯ টাকা (বাৎসরিক)।
১০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০ জিবি ব্যান্ডউইথ ৯৯৯৯ টাকা (বাৎসরিক)।

রিসেলার হোস্টিং রেগুলার প্রাইজ:

১০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০ জিবি ব্যান্ডউইথ ১১৯৯ টাকা (মাসিক)।
২০ জিবি ডিস্ক স্পেস এবং ২০০ জিবি ব্যান্ডউইথ ১৯৯৯ টাকা (মাসিক)।
৫০ জিবি ডিস্ক স্পেস এবং ২০০ জিবি ব্যান্ডউইথ ৩৯৯৯ টাকা (মাসিক)।

ডোমেইন প্রাইজ :

.com/.net/.org/.biz/.info ৮০০ টাকা (রেজিস্ট্রেশন/ রিনিউ/ ট্রান্সফার)। সাথে থাকছে ফুল ডোমেইন কন্ট্রোল প্যানেল।

.bd ডোমেইন প্রাইজ :

.com.bd/.net.bd/.org.bd/.ac.bd ২৫০০ টাকা (২ বছর)।

কিভাবে পেমেন্ট করবেন?

আমরা রেখেছি আপনার জন্য সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট মেথুড। যাতে আপনাকে বিল পরিশোধ করার জন্য ঝামেলা পোহাতে না হয়। আমরা অনলাইন অফলাইন দুই ধরনের পেমেন্ট নিয়ে থাকি। ব্যাংক ডিপোজিট/ট্রান্সফার (ব্র্যাক ব্যাংক), মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, বিকাশ), পেপাল, পেজা (এলার্টপে), স্ক্রীল (মানিবুকারস), ইন্টারন্যাশনাল ক্রেডিট/ডেবিট কার্ড এবং ক্যাশ পেমেন্ট। এছাড়া ঘরে বসেই আপনি ডাচবাংলা ও ব্র্যাক ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে আমাদের বিল পরিশোধ করতে পারবেন। বিস্তারিত

যোগাযোগ:

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'হোস্ট ক্ল্যাশন হোস্টিং'
Sponsored টিউন by Techtunes tAds | টেকটিউনস এ বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে

Level New

আমি HostClation.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

২০০৯ সালে MiClation (Micro To Large Solution) নাম নিয়ে HostClation এর যাত্রা শুরু। পরবর্তিতে ২০১২ সালে নতুন করে HostClation নাম দিয়ে শুরু হয়েছে আমাদের নতুন করে পথ চলা। আমাদের হোস্টিং সেবার আসল উদ্দেশ্য হচ্ছে সুলভ ও সাশ্রয়ী খরচে মান সম্মত ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন সেবা এবং গ্রাহক পর্যায়ে এ সুপার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাদের PAYZA দিয়ে পেমেন্ট কিভাবে দিব?

    পেমেন্ট অপশনে গিয়ে EasyPayWay : DBBL Nexus/Visa/Master/Qcash/Fastpay/Payza সিলেক্ট করুন। এরপর আপনি পেজা অপশন পাবেন।