এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'সফট টেক আইটি ইন্সটিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা নৈতিক হ্যাকিং সাধারণত রাষ্ট্রের পক্ষ থেকে ওপর একটি রাষ্ট্রের বা রাষ্ট্রের অভ্যন্তরে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা আক্রমণ করে কম্পিউটার অথবা নেটওয়ার্ক এ প্রবেশ করে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করতে সাহায্য করে থাকে. এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট রাষ্ট্রের গোপন নথির অন্তর্গত এবং আইনসম্মত। আরেক রকমের এথিক্যাল হ্যাকিং কোনো প্রতিষ্ঠানের নিজ স্বার্থ রক্ষার জন্য অভ্যন্তরীণ যোগাযোগ, নেটওয়ার্ক বেবহার, প্রাইভেসী ডাটা রক্ষা করা, মেধা সম্পত্তি রক্ষা করতে অভ্যন্তরীণ ভাবে বেবহার করা হয়। এই ধরনের এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট আইন সম্মত। সোজা কথায় যে হ্যাকিং এ আইনগত কোনো বাধা নেই সেটাই এথিক্যাল হ্যাকিং।
ক্যারিয়ার হিসেবে এথিক্যাল হ্যাকিং খুব আকর্ষনীয়। এথিক্যাল হ্যাকিং এ কাজ জানা মানুষের রয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা। আর তাই এ সম্পর্কে থাকা চাই স্বচ্ছ ধারনা।
আপনার বাড়িতে চোর চুরি করতে পারবে কিনা তা জানার জন্য কোন দক্ষ চোর কেই যদি আপনি টাকা দিয়ে রেখে দেন, তাহলে বাড়িতে আর কেউ চুরি করতে পারবে না। অর্থাৎ আপনার বাড়ির কোন ফাঁক ফোঁকর দিয়ে চোর চুরি করতে পারত তা এই এক্সপার্ট চোর আপনাকে আগে থেকেই জানিয়ে দেবে!! কারন এক চোর আরেক চোর কিভাবে চুরি করতে পারে তা বুঝতে পারবে এটাই স্বাভাবিক, এক্ষেত্রে আপনি এই এক্সপার্ট চোর কে 'এথিক্যাল চোর' বা 'ভাল চোর' বলতে পারেন! কারন সে উপকার করছে অপকার নয়। Ethical Hacker রা এই এক্সপার্ট চোরের মত। এরাও হ্যাকার কিন্তু ভাল হ্যাকার।
.
এরা আপনার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে অন্য হ্যাকার দের থেকে যারা আনএথিক্যালি আপনার কোম্পানির সব তথ্য হ্যাক করার চেষ্টায় থাকে! এরা মূলত organization এর হয়ে organization এর যে সিস্টেম তার security হ্যাক করার চেষ্টা করে। ঠিক যেভাবে বাইরের কোন হ্যাকার করবে। এভাবেই এরা অর্গানাইজেশনের সিস্টেমের security র দুর্বলতা বের করে ও তা মজবুত করে।
.
এই নীতিবান হ্যাকারদের white hat বলেও ডাকা হয়। এথিক্যাল হ্যাকারদের চাহিদা অনেক। বড় বড় অর্গানাইজেশন যেমন IBM, FBI, বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মোটা অঙ্কের বেতন দিয়ে এথিক্যাল হ্যাকার রাখে।
" এথিক্যাল হ্যাকিং / সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট প্রশিক্ষণ " এই কোর্সটি করতে কম্পিউটার প্রোগ্রামিং সংক্রান্ত কিছু জানতে হবে না, শুধু ধারনা থাকতে হবে আর দরকার হবে একটি কম্পিউটার ও সক্রিয় ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকলে যে কেউ এই কোর্সটি করতে পারবে।
প্রতিটি ক্লাসে প্রয়োজনীয় ক্লাস ভিডিও এবং ক্লাস সংক্রান্ত রিসোর্স দিয়ে দেওয়া হয়।
প্রতিটি লেকচারের পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে লাইভ কাজ করে দেখানো হয়।
প্রতিটি ক্লাশ রেকর্ডিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। (যাতেকরে কোন শিক্ষার্থী ক্লাস মিস করার পরও সে পরবর্তী ক্লাস নিতে পারে।) যা আপনাকে রিয়েল লাইফ এ প্রফেশনাল হিসেবে তৈরি করবে।
এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।
কোর্সের বিস্তারিত দেখুন এখানেঃ https://www.facebook.com/softtechitinstitute/
বিস্তারিতঃ ব্যাচ - ০২ https://
দুই মাসব্যাপী এ প্রশিক্ষনে
☑– প্রোগ্রামিং কন্সেপ্ট (পিএইচপি ও মাইএসকিউএল)
☑– সাইবার সিকিউরিটি পরিচিতি
☑– ওয়েব নেটওয়ার্ক পেন্টেস্টিং
☑– সিস্টেম হ্যাকিং
☑– ট্রোজান এবং ব্যাকডোর
☑– ভাইরাস এবং ওয়ার্ম
☑– স্যোসাল ইঞ্জিনিয়ারিং
☑– ডিডস (ডেনিয়াল অফ সার্ভিস)
☑– ওয়েব সার্ভার পেন্টেস্টিং
☑– ওয়েব অ্যাপ্লিকেশন পেন্টেস্টিং
☑– বিভিন্ন ওয়েব অ্যাটাকিং মেথড
☑– লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম
☑– সিইএইচ হ্যাকিং মেথডলজি (সিএইচএম)। এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে দক্ষ করে গোঁড়ে তোলা হবে। শিখুন এবং নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ হিসেবে নিশ্চিত করুন।
আমাদের আপকামিং ব্যাচটির ক্লাশ শুরু হবে ২৮ জুলাই, ২০১৫ তারিখ মঙ্গলবার থেকে। ক্লাস হবে প্রতি মঙ্গলবার ও বুধবার, দুপুর ৩.৩০ মিঃ থেকে ২.৩০ মিঃ পর্যন্ত। তাত্ত্বিক ও রিয়েল লাইফ এবং হাতে কলমে সহ দু মাসের প্রশিক্ষণ, মোট প্রশিক্ষন ফি: ১৬,০০০ টাকা।
(নোটঃ প্রশিক্ষণটিতে ইনস্টলম্যান্টের সুযোগ রয়েছে)
ক্লাশ শুরু হবেঃ ২৮.০৭.২০১৫
ভর্তির শেষ তারিখঃ ১০.০৭.২০১৫
আপনারা যারা এখনও অ্যাডমিশন নেন নি তারা ওতি সত্তর চলে আসুন। দ্রুত আপনার আসনটি বুঝে নিতে যোগাযোগ করুন।
সফটটেক-আইটি ইনস্টিটিউট
হ্যালোঃ ০১৭৯৩১৪৬৫০৯
গুগোল ম্যাপঃ http://bit.ly/1eBISIK
সেক্টর#৯, রোড#১/এ, হাউজ#৪, লেভেল#৬,
(হাউস বিল্ডিং মাস্কট প্লাজার অপজিট-এ ফাল্গুনী রেস্তোরার সাথে) উত্তরা, ঢাকা - ১২৩০, ইমেইলঃ [email protected], পেইজঃ https://www.facebook.com/softtechitinstitute, ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/softtechit/ , ওয়েবঃ https://www.SoftTech-IT.Com
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'সফট টেক আইটি ইন্সটিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি সফটটেক আইটি ইনস্টিটিউট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সফটটেক-আইটির অঙ্গপ্রতিষ্ঠান "সফটটেক-আইটি ইনস্টিটিউট"। সফটটেক-আইটি ইনস্টিটিউট উত্তরায় দক্ষ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন ধরণের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উপর প্রশিক্ষণ দিচ্ছে। বিস্তারিত-http://www.institute.softtech-it.com , https://www.facebook.com/softtechitinstitute/ * সার্টিফাইড প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট, * রেসপনসিভ ওয়েব ডিজাইন, * এডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, * সার্টিফাইড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, * প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, *...
জেনে খুব ভাল লাগলো ধন্যবাদ