হতে চান একজন সফল ফ্রিল্যান্সার ? তাহলে দেরি না করে আজই প্রশিক্ষন নিন প্রফেশনাল ফ্রিল্যান্সারদের কাছ থেকে। সকল কোর্সের ওপর থাকছে ২০% আকর্ষণীয় ছাড়!!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'SoftCoder-IT Institute'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

বর্তমানে ফ্রিল্যান্সিং/আউটসোরসিং এর নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছেন। আমরা সবাই জানি বর্তমান প্রতিযোগিতার এই যুগে চাকরীর বাজার কতোটা কঠিন।

লাখ লাখ বেকার ছেলে-মেয়ে স্নাতক/স্নাতকত্তর ডিগ্রি শেষ করে চাকরীর আশায় বসে আছেন কিন্তু চাকরী পাচ্ছেন না। এই অস্থিতিশীল চাকরীর বাজারে রেসের ঘোড়ার মত না দৌড়িয়ে বর্তমান তরুণ প্রজন্ম বেছে নিয়েছে ফ্রিল্যান্সারকে তাদের পেশা হিসেবে।

আমাদের দেশের হাজার হাজার ছেলে-মেয়ে এখন এই মুক্ত পেশার সাথে জড়িত। এই মুক্ত পেশার মাধ্যমে তারা হচ্ছেন সচ্ছল, পূরণ করছেন তাদের মৌলিক চাহিদা, অর্থনৈতিক ভাবে হচ্ছেন স্বাবলম্বী। দেশি বিদেশী নামকরা প্রতিষ্ঠানে করছেন সন্মানজনক বেতনের চাকরি, আবার কেউ কেউ দিয়েছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান।

SoftCoder IT Institute

প্রথমেই জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং/আউটসোরসিং কি?

ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটি মুক্ত পেশা যার মাধ্যমে একজন মানুষ স্বাধীনভাবে তার কাজ গুলো করতে পারে। আউটসোরসিং কে সোজা বাংলা ভাষায় বলতে গেলে বলতে হয়, কোনো শ্রম বা মেধাকে কাজে লাগিয়ে সেবা বা পণ্য বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করা।

আপনি কি পারবেন একজন সফল ফ্রিল্যান্সার হতে?

অবশ্যই!!! আপনার যদি ইচ্ছাশক্তি, মনোবল থাকে তাহলে আপনি অবশ্যই পারবেন। দরকার শুধু সঠিক গাইডলাইন। সঠিক গাইডলাইনের অভাবে অনেকের ফ্রিল্যান্সিং জীবন শুরুর আগেই শেষ হয়ে যায়। আবার অনেকে শুরুর পর ঝরে যায়। আপনাদের সঠিক গাইডলাইন এবং ফ্রিল্যান্সিং বাজার গুলোর জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্যই SoftCoder-IT Institute এর যাত্রা শুরু।

কেন প্রশিক্ষনের জন্য SoftCoder-IT Institute কে বেছে নিবেন? কেন আমরা সবার চেয়ে আলাদা?

⇒ আমারাই দিচ্ছি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং বাজার গুলোর আলোকে প্রফেশনাল ফ্রীলেন্সার এবং আইটি প্রফেশনাল দ্বারা প্রশিক্ষণ।
⇒ আমাদের সুদক্ষ প্রশিক্ষক খুব সহজেই আপনাদের ফ্রিল্যান্সিং বাজার গুলোর জন্য দক্ষ করে গড়ে তুলবে।
⇒ আমাদের প্রফেশনাল টিম সবসময় আপনাদের যে কোনো সমস্যার জন্য সমাধান দিবেন।
⇒ ক্লাসে কোনো বিষয় না বুঝলে থাকছে ক্লাস এর পর বোঝানোর ব্যবস্থা।
⇒ প্রথম কাজ না পাওয়া পর্যন্ত পাচ্ছেন নিয়মিত তত্ত্বাবধায়ন এবং কাজ পেতে সাহায্য করা।
⇒ কোর্স শেষ হয়ে গেলেও থাকছে আজীবন সহযোগিতা ও তত্ত্বাবধায়ন এর সুযোগ।

 

SoftCoder IT Institute Add

আরো যা যা থাকছেঃ

⇒ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের উপর এক্সট্রা ক্লাস এবং প্রোফাইল তৈরি করতে সহযোগিতা।
⇒ ভাল কাভার লেটার লেখার এবং ক্লাইন্টের নজরে আসার টিপস এবং ট্রিক্স।
⇒ বেসিক ইংরেজি ক্লাস এবং ক্লাইন্ট সামাল দেয়া এবং ধরে রাখার টিপস এবং ট্রিক্স।
⇒ ডিজিটাল ক্লাসরুমে প্রশিক্ষন।
⇒ ক্লাস রিলেটেড সকল প্রয়োজনীয় টুলস সফটওয়্যার ।
⇒ হ্যান্ড নোটস
⇒ আমাদের সাথে কাজ করার সুযোগ।

আমাদের কোর্স সমুহঃ

⇒ বেসিক এন্ড এডভান্স এস.ই.ও (Basic and Advance SEO)
⇒ প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটিং (Professional Affiliate Marketing)
⇒ বেসিক ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (Basic Web Design and Development)
⇒ এডভান্স ওয়েব ডেভেলপমেন্ট (ওয়ার্ডপ্রেস) (Advance Web Development WordPress)
⇒ প্রফেশনাল গ্রাফিক ডিজাইন (Professional Graphic Design)
⇒ বেসিক এন্ড এডভান্স পি এইচ পি (Basic and Advance PHP)
⇒ বেসিক এন্ড এডভান্স জাভা (Basic and Advance Java)

কোর্স সম্পর্কে আরও জানতে এবং কোর্স ফি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

SoftCoder IT Institute

১) বেসিক এন্ড এডভান্স এসইওঃ

SEO (এসইও) এর পূর্ণ রুপ হল সার্চইঞ্জিন অপটিমাইজেশন। SEO হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন এ গুরুত্বপূর্ণ করে তুলে। একটি সাইটের SEO করার মুল উদ্দেশ্য হচ্ছে সেই সাইটকে কোন নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে সার্চ রেজাল্টে অন্য সাইটকে পেছনে ফেলে সবার আগে নিয়ে আশা।

বর্তমান অনলাইন মার্কেটপ্লেস গুলোতে SEO এর অনেক কাজ রয়েছে। SEO এর কাজের ক্ষেত্র বলতে গেলে বলতে হবে যে যতদিন ওয়েব সাইট আছে ততদিন SEO এর চাহিদা থাকবে এবং এটা কমবে না বরং দিনদিন বেড়েই চলছে। তাহলে বুঝতেই পারছেন SEO এর চাহিদা কেমন! আশার কথা হল বাংলাদেশের ছোটো বড় অনেক কোম্পানি এবং ই-কমার্স সাইট তাদের সাইটের জন্য SEO করছেন। বাংলাদেশের অনেক SEO স্পেশালিষ্ট বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস, দেশি বিদেশী অনেক কোম্পানিতে সফলতার সাথে কাজ করছেন। কেউ কেউ নিজের প্রতিষ্ঠান দিয়েছেন। এসব সম্ভাবনাময় দিক চিন্তা করে আমরা খুবই কম খরচে এডভান্স এসইও শেখার সুযোগ করে দিচ্ছি।

আরো বিস্তারিত জানতে আমাদের সাইটের এই লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেনঃ বেসিক এন্ড এডভান্স এস ই ও কোর্স

২) প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটিংঃ

ইন্টারনেটে মুক্ত পেশার অন্যতম সেরা এবং লাভজনক পন্থা হল অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কথাটা বলার সময় যেই কথাটি আমাদের মাথায় ঘুরে সেটা হল মার্কেটিং। মার্কেটিং বলতে আমরা কি বুঝি? মার্কেটিং বলতে আমারা বুঝি বিভিন্ন পণ্য বা সেবার প্রচার করা, প্রমোশন করা এবং সেই পণ্য বা সেবার জন্য গ্রাহক তৈরি করা। এই মার্কেটিংটাকে যখন আপনি অনলাইনে করবেন তখন সেটা হবে ডিজিটাল মার্কেটিং। আর আপনি যখন আপনার এই কাজটি নিজের পণ্য বা সেবার জন্য করবেন তখন সেটা হবে ইন্টারনেট মার্কেটিং। আর যখন আপনি এই ইন্টারনেট মার্কেটিং অন্যের পণ্য বা সেবার প্রমোশনের জন্য করবেন কমিশনের বিনিময়ে তখন সেটিকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং।

বর্তমানের এই ডিজিটাল যুগে সবকিছুই এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। এখন সকল পণ্য ও সেবার তথ্য অনালাইনে পাওয়া যায় এবং কিনা যায়। বর্তমান এই অনালাইন মার্কেট এখন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এখানেও পণ্যের প্রমোশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সেটার মার্কেটিং করা। এই বিশাল মার্কেটের পণ্যের প্রচার এবং প্রসারের জন্য দরকার দক্ষ ইন্টারনেট মার্কেটার। বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের মার্কেটিং এর জন্য একজন ইন্টারনেট মার্কেটারকে অনেক কমিশন দেয়। কখনো কখনো এটার পারসেন্টেজ ১০০% পর্যন্ত হয় তাদের পণ্যের প্রসারের জন্য। বাংলাদেশে অনেক অ্যাফিলিয়েট মার্কেটার মাসে মাসে কয়েক হাজার ডলার পর্যন্ত আয় করছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আপনার যদি ধৈর্য ও ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনিও হতে পারবেন একজন সফল অ্যাফিলিয়েট মার্কেটার।

সঠিক গাইডলাইন এবং শিক্ষার অভাবে অনেকের ইচ্ছা থাকলেও অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারেন না। সঠিক গাইডলাইন এবং সঠিক শিক্ষা দিয়ে দক্ষ অ্যাফিলিয়েট

মার্কেটার গড়ে তোলার জন্য SoftCoder-IT Institute শুরু করেছে দক্ষ এবং প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটার প্রশিক্ষক দিয়ে প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স। তো দেরি না করে এখনই শেখা শুরু করুন এবং হয়ে যান একজন সফল অ্যাফিলিয়েট মার্কেটার। বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিঙ্কে... প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স

 

SoftCoder IT InsTitute

৩) বেসিক ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টঃ

অনলাইন অথবা অফলাইনে ক্যরিয়ার গড়ার জন্য ওয়েব ডিজাইন একটি অন্যতম সেরা সিদ্ধান্ত। আমরা যে টেকটিউন্স দেখতে পাচ্ছি এটা কোন ওয়েব ডিজাইনার ডিজাইন করেছেন। ওয়েব ডিজাইনারের কাজ হল কোন ওয়েব সাইট দেখতে কেমন হবে তা নির্ধারণ করা। শুধু ওয়েব ডিজাইন শেখার জন্য আপনাকে কমপক্ষে এইচটিএমএল এবং সিএসএস জানতে হবে। কিন্ত ভাল ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে সাথে আরো অনেক কিছু শিখতে হবে। বর্তমানে অনলাইন মার্কেটপ্লেস অথবা দেশে বিভিন্ন আইটি কোম্পানিতে ওয়েব ডিজাইনারের প্রচুর চাহিদা আছে।

ঘরে বসেই আমাদের দেশের মেধাবী ছেলে মেয়েরা সফলতার সাথে ওয়েব ডিজাইনার হিসাবে oDesk, elance, freelancer, fiverr ইত্যাদিতে কাজ করা ছাড়াও envato marketplace এ তাদের ওয়েব টেম্পলেট বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে। ইন্টারনেট জগতের কাজের একটা বড় অংশ দখল করে রেখেছে ওয়েব ডিজাইনাররা। এত বড় একটা কাজের ক্ষেত্রের কথা চিন্তা করে খুবই কম খরচে আমরা একদম বেসিক থেকে দক্ষ ওয়েব ডিজাইনার গড়ে তুলার চিন্তা করেছি। বিস্তারিত জানতে ভিজিট করুন.. বেসিক ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স

৪) এডভান্স ওয়েব ডেভেলপমেন্ট (ওয়ার্ডপ্রেসস)ঃ

বর্তমানে আইটি সেক্টরে ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা অনেক সেটা দেশি বাজারে, আইটি কোম্পানিগুলোতেই হোক আর অনলাইন মার্কেটপ্লেসেই হোক। ওয়েব ডেভেলপার এখন একটি সন্মানজনক পেশা এবং আয়ের দিক দিয়ে দেখলেও অনেক ভাল একটি পেশা। একজন ওয়েব ডেভেলপার হলেন সেই ব্যক্তি যিনি একটি ওয়েবসাইট কিভাবে কাজ করবে সেটি নির্ধারণ করেন। একজন ভাল ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে। এইচটিএমএল, সিএসএ্স এর পাশাপাশি আপনাকে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, মাইএস্কিউল ইত্যাদি জানতে হবে। আর ওয়েব ডেভেলপার হতে গেলে আপনাকে অবশ্যই সিএমএস সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে।

বর্তমানে ওয়ার্ডপ্রেস হল সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচলিত সিএমএস। অনলাইন মার্কেটপ্লেসে এবং দেশের বাজারে একজন ভাল ওয়ার্ডপ্রেস ডেভেলপারের চাহিদা এবং কাজ অনেক। অনলাইন মার্কেটপ্লেস elance এর হিসাব দেখলে দেখা যায় সেখানে ওয়েব ডেভেলপমেন্টের ওপর কাজ সবচেয়ে বেশি। বাংলাদেশের অনেক ডেভেলপার সফলতার সাথে অনলাইন মার্কেটপ্লেস সহ দেশে সফলতার সাথে কাজ করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। ওয়েবসাইট টেম্পলেট বিক্রির জনপ্রিয় সাইট Themeforest এ রয়েছেন বাংলাদেশেরই কয়েকজন এলিট অথর। যেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়।

কিন্তু অনেকের ইচ্ছা থাকা স্বত্বেও সঠিক গাইডলাইন এবং প্রশিক্ষনের অভাবে কাঙ্খিত লক্ষে পৌছতে পারেন না। তাই বড় এই মার্কেটের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য SoftCoder-IT Institute শুরু করতে যাচ্ছে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট (ওয়ার্ডপ্রেস) এর উপর খুবই কম খরচে উন্নত প্রশিক্ষন এবং গাইডলাইন। তো আর দেরি কেন শুরু করেন শেখা এবং নেমে পড়ুন ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়ায় এবং হয়ে যান একজন সফল ওয়েব ডেভেলপার। বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিঙ্কে... এডভান্স ওয়েব ডেভেলপমেন্ট (ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট) কোর্স
SoftCoder IT Institute

৫) প্রফেশনাল গ্রাফিক ডিজাইনঃ

গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা সৃজনশীল প্রক্রিয়া যেটি আমরা আমাদের চারপাশেই প্রতিনিয়ত দেখতে পাই। আমাদের ব্যবহৃত মোবাইল ফোন, ফোনের অ্যাপ্লিকেশান এর ইন্টারফেস থেকে শুরু করে আমাদের আধুনিক ডিজাইনের কাপড়, বই, ম্যাগাজিন, ওয়েবসাইট ইত্যাদি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে গ্রাফিক ডিজাইনের ছোঁয়া নেই! বর্তমানে এইটার চাহিদা বলতে গেলে আকাশ ছোঁয়া। অনলাইন মার্কেটপ্লেসে একজন গ্রাফিক ডিজাইনারের চাহিদা অনেক। যে কোনো প্রোডাক্টের ইন্টারফেস ডিজাইনের জন্য গ্রাফিক ডিজাইনারের বিকল্প নেই। আমাদের দেশের অনেক ছেলে-মেয়ে তাদের করা ডিজাইন দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে অনলাইন মার্কেটপ্লেস এবং আয় করছে হাজার হাজার, লাখ লাখ টাকা। বর্তমানে আমাদের দেশেও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার একটি অপরিহার্য এবং সন্মানজনক পদ। তাই এইটার কাজের ক্ষেত্র যে কত বেশি তা বুঝতেই পারছেন।

কিন্তু সৃজনশীল প্রতিভা থাকার পরেও অনেকেই মাঝ পথে হারিয়ে যাচ্ছেন অথবা কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না। তাই আমরা দক্ষ সৃজনশীল গ্রাফিক ডিজাইনার তৈরি করার লক্ষে যাত্রা শুরু করেছি SoftCoder-IT Institute এর। আমাদের উন্নত প্রশিক্ষন এবং সুপরিকল্পিত গাইডলাইনই পারে আপনাকে আপনার লক্ষে পৌছে দিতে। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এবং ভর্তি হয়ে যান এই কোর্সে এবং হয়ে যান একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিঙ্কে... প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স

SoftCoder IT Institute

৬) বেসিক এন্ড এডভান্স পি এইচ পিঃ

ওয়েব ডেভেলপমেন্ট করেন বা শিখতে চান অথবা প্রোগ্রামিং করতে চান অথচ পি এইচ পি এর নাম শুনেননি এমন লোক খুব কমই আছে। যদি না জেনেই থাকেন তাহলে আসুন জেনে নেই পি এইচ পি কি?

পি এইচ পি হল একটি ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যেটি ওয়েব ডেভেলপমেন্টে ব্যাবহার করা হয়। এটাকে আমরা স্ক্রিপটিং ল্যাংগুয়েজও বলে থাকি। আমরা দোকান, অফিস, আবাসিক হোটেল, লাইব্রেরী, রেস্টুরেন্ট ইত্যাদিতে যেসব অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম দেখে থাকি তার বেশিরভাগই পি এইচ পি দিয়ে করা হয়। পি এইচ পি ছাড়া ওয়েব ডেভেলপমেন্টের কথা চিন্তাই করা যায়না। আমরা যে টেকটিউনস দেখতে পাচ্ছি এখানেই পি এইচ পি এর যথেষ্ট ব্যাবহার করা হয়েছে। প্রায় ৯০ ভাগ সিএমএস ই  পি এইচ পি দিয়ে করা। এখন জানা যাক এটার মার্কেট চাহিদা কেমন?

একজন ভালো পি এইচ পি প্রোগ্রামার মাসে লাখ টাকার উপর বেতন পান। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একজন ভাল পি এইচ পি ডেভেলপার ১০ ডলার/ঘন্টা থেকে ৫০ ডলার/ঘন্টাও আয় করেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে পি এইচ পি এর ওপর রয়েছে অনেক কাজ। আমাদের দেশেও ভাল পি এইচ পি প্রোগ্রামারের চাহিদা অনেক। কিন্তু অনেকেই ইচ্ছা থাকা স্বত্বেও কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছতে পারেন না। তাই আমরা শুরু করেছি দক্ষ প্রোগ্রামার দ্বারা উন্নত প্রশিক্ষন এবং সহজে কোডিং করার গাইডলাইন। তো দেরি না করে শুরু করুন আমাদের সাথে এবং একজন দক্ষ প্রোগ্রামার হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করুন। আরো জানতে ঘুরে আসুন নিচের লিঙ্ক থেকে...
বেসিক এন্ড এডভান্স পিএইচপি কোর্স

৭) বেসিক এন্ড এডভান্স জাভাঃ

প্রোগ্রামিং সম্পর্কে টুকটাক জানেন অথবা করেন অথচ জাভার নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। জাভা অনেক জনপ্রিয় এবং শক্তিশালী প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। জাভা ইউজ করা হয়েছে এমন কোন প্লাটফর্ম এর কথা বলতে গেলে সবার আগে আসে Google! কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই Google জাভা দিয়ে করা। জাভা দিয়ে করা যায়না এমন প্রোগ্রাম খুব কমই আছে। জাভা অনেক সহজ এবং বেশ শক্তিশালী একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। জাভার রয়েছে বিশাল লাইব্রেরি ফাংশান। একজন ভাল জাভা প্রোগ্রামারের বেতন কত তা আপনি চিন্তাও করতে পারবেন না।ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে রয়েছে জাভার ওপর অনেক কাজ। আমাদের দেশে ভাল জাভা প্রোগ্রামারের চাহিদা অনেক। কিন্তু অনেকের অদম্য ইচ্ছা থাকা স্বত্বেও ভাল প্রোগ্রামার হতে পারেন না। তাদের জন্য আমরা শুরু করেছি বেসিক এন্ড এডভান্স লেভেলের জাভা প্রোগ্রামিং। আমাদের কোর্স করে আপনি নেমে যেতে পারবেন ফ্রিল্যান্সার অথবা অন্যান্য জব মার্কেটে। আরো জানতে ভিজিট করুন... বেসিক এন্ড এডভান্স জাভা কোর্স

ভর্তি সংক্রান্ত তথ্যঃ

ভর্তির জন্য রেজিস্ট্রেশনের সময়সীমাঃ ২৪-০৫-২০১৫ থেকে ০৪-০৬-২০১৫ পর্যন্ত’

আসন সংখ্যাঃ প্রতি ব্যাচে ১০ জন।

অরিয়েন্টেশন ক্লাসঃ ০৫-০৬-২০১৫

ক্লাস শুরুঃ ০৬-০৬-২০১৫

নোটঃ সকল কোর্সে ইন্সটলমেণ্টের সুবিধা আছে।

রেজিস্ট্রেশন করতে নিচের ছবিতে ক্লিক করুনঃ

SoftCoder IT Institute

ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বিষয়ক ফ্রি কর্মশালায় অংশগ্রহণ করুনঃ

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে আগ্রহী অথচ সঠিক দিক নির্দেশনার অভাবে বুঝতে পারছেন না কিভাবে কি করবেন? তাহলে চলে আসুন আমাদের ফীলেন্সিং এ ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত কর্মশালাতেকর্মশালা সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনকৃত প্রত্যেককে মোবাইলে কনফার্মেশন মেসেজ পাঠানোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন করতে এখানে অথবা নিচের ছবিতে ক্লিক করুন

SoftCoder IT Institute

 

 

   যোগাযোগঃ ৬৭, এলিফেন্ট রোড (মাল্টিপ্লান সেন্টার এর পাশের গলি), ঢাকা ১২০৫ ।

ফোনঃ ০১৫৫৩০৫৪১৫০-২ ,০১৬৮৮৪২৩৩৯৮,০১৬৮২৫৪১৬৮৬,০১৭৭৮২৬৭২৯১

ফেসবুকে আমাদের পেজ :  SoftCoder IT Institute

ফেসবুকে আমাদের গ্রুপ:  Soft Coder

ফেসবুকে আমাদের ফ্রি সেমিনার বিষায়ক ইভেন্ট এ যোগদান এর জন্য এখানে ক্লিক করুন

institute.softcoderltd.com
[email protected]

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'SoftCoder-IT Institute'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি দাঁড় কাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আইটি সিকিউরিটি রিসার্চার । আমি আইটি সিকিউরিটি ও প্রোগ্রামিং নিয়ে কাজ করতে ভালোবাসি । আমাদের মত সল্প উন্নত দেশে আমি চেস্টা করবো বিনামূল্যে বা সল্প মূল্যে উন্নত মানের আইটি সিকিউরিটি আপনাদের কাছে পৌঁছে দিবো । চেস্টা করবো খুলে দিতে সিকিউরিটির প্রত্যেকটি দুয়ার সত্যি কারের সিকিউরিটি কি তা জানাবো আপনাদের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো

খরচ কত কিছুই ত বললেন না। শুধু ২০% আকর্ষণীয় ছাড়!! মানে কি?