দুরন্ত মাশরাফি এখন আজকেরডিল ডট কম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার এবং বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট টিমের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অতি সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকেরডিল ডট কম(www.ajkerdeal.com ) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি আজকেরডিল ডট কম এর ব্র্যান্ড কে পরিচিত করার লক্ষ্যে নানা কার্যক্রমে অংশগ্রহন করবেন ।

আজ রাজধানীর হোটেল র‍্যাডিসন এঅনারম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকেরডিল ডট কম আনুষ্ঠানিকভাবে মাশরাফি বিন মর্তুজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেমিডিয়ার সামনে উপস্থাপন করিয়ে দেয়।এই অনুষ্ঠানে মাশরাফি ও আজকেরডিল এর কর্মকর্তা বৃন্দসাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশের নতুন সম্ভাবনাময় অনলাইন শপিং ট্রেন্ডকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে মাশরাফি আজকেরডিল এর সাথে কাজ করবেন।

দেশের প্রথম বাংলা অনলাইন শপিংসাইট আজকেরডিল ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইনশপিং মল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অনলাইনে কেনাকাটা করার জন্য বর্তমানেআজকেরডিল ডট কম (http://www.ajkerdeal.com )এ প্রতি মাসে তিন লাখেরঅধিক ক্রেতানিয়মিতভিজিট করে। ৫০০’এর বেশি বিক্রেতা তাদের নানা ধরনের পন্য এই সাইটের মাধ্যমেবিক্রি করছে। সকল বয়সের পুরুষ ও মহিলারা নিত্যদিনের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী যেমন, ফ্যাশনও লাইফস্টাইল পন্য,গ্যাজেট, ইলেকট্রনিক্স, গৃহস্থালি পন্য,গহনা,বাচ্চাদের বিভিন্ন পন্য,প্রসাধনী ইত্যাদি বিভিন্ন পন্য বাসায় বসেই অর্ডার দিয়ে বাসায় পন্য গ্রহন করতে পারে অত্যন্ত সুলভ মূল্যে।আজকেরডিল এ অর্ডার দিয়ে ক্রেতারা সারা দেশে ৪৮ ঘণ্টার মধ্যে পন্যের ডেলিভারী নিতে পারেন।

অনুষ্ঠানে মাশরাফি বিন মর্তুজা ছাড়াও আজকেরডিল ডট কম এর চেয়ারম্যান জনাব এ কে এম ফাহিম মাশরুর ও জেনারেল ম্যানেজার দেবাশীষ ফণী উপস্থিত ছিলেন ।

কেন আজকের ডিল ?

ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকের ডিল ডট কম দিচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৪৫ টি জেলায় পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস,এ পরিবহনের শাখা অফিস থেকে। এস,এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।

ঘরে বসে অর্ডার দিন, পণ্য বুঝে মূল্য দিন ।

  • Cash on Delivery ( Free for Maximum Deals) : ঘরে বসেই পেয়ে যাবেন আপনার ক্রয় করা পণ্যটি আর ক্যাশ পেমেন্ট করতে পারবেন ঘরে বসেই।
  • Lowest Price in Market : আজকেরডিলের মূল উদ্দশ্যই সুলভ মূল্য আর বাজারের মূল থেকে ও কমদামে পণ্য আর সার্ভিস আপনাকে পৌঁছে দেওয়া।
  • Online Payment Facility : আপনি আপনার ডেবিডকার্ড, ক্রেডিটকার্ড, ভিসা, মাস্টার কার্ড এমনকী বিকাশ থেকে অনলাইনে পেমেন্ট করে ডিল ক্রয় করতে পারবেন।
  • Delivery within shortest period of time : আজকেরডিল টিম যথা সম্ভব কম আর দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে পণ্য পৌঁছিয়ে দিবে।

মূল্য পরিশোধ পদ্ধতি

আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে

ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। এ ছাড়াওবিকাশ এর মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবে।

সরাসরি ফোনে অর্ডার করে পণ্য ক্রয় করতে পারেন আজকের ডিল থেকে

আজকেরডিলআপনাদেরজন্যনিয়েএলসরাসরিফোনেঅর্ডারকরেপণ্য কেনার সুবিধা ।সরাসরিফোনকরেএখনথেকেআপনিআপনারপছন্দেরপণ্য কিনতেপারবেনআজকেরডিলথেকে।আপনারঅর্ডারকরতেডায়ালকরুন ০৯৬১২ ০০৭ ০০৭।

আজকের ডিল

http://www.ajkerdeal.com
( সান্তুর রেস্টুরেন্ট এর পিছনে )
বারিঃ ৬৮০, রাস্তাঃ ৩২ পুরাতন, ১১ নতুন
ধানমণ্ডি, ঢাকা – ১২০৯

শুক্রাবাদ নেমে ৩২ নং রোড এ ঢুকতেই ডান পাশে সান্তুর রেস্টুরেন্ট এর গেট দিয়ে ঢুকতে হবে। গেট দিয়ে ঢুকে যে কাওকেই জিজ্ঞেস করলেই আমাদের অফিস চিনিয়ে দেবে।
এছাড়া যেকোনো তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ – ০১৮৩৩৩২৮৪৯৪, ০১৮৪৭০২৭৫১৩, ০১৭৫৫৫৮২৫৭০

Facebook এ আমাদের সাথে সবসময় থাকার জন্য like দিন আমাদের ফ্যান পেজে

http://www.facebook.com/MyAjkerDeal
আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে। এ ছাড়াও আমাদেরকে ই-মেইল করতে পারেন। [email protected] এ ঠিকানায়।

https://www.facebook.com/MyAjkerDeal

https://twitter.com/AjkerDeal

https://www.linkedin.com/company/ajkerdeal

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস