বর্তমানে আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহিবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু নির্দিস্ট গাইড লাইন বা পথ না জানা থাকার কারনে আমাদের দেশের অনেকেই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করতে পারছে না। আর এই সমস্যার কথা মাথায় রেখেই BLACK iz IT Institute এর "অ্যাডভান্স এসইও" সাথে "ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং" এবং ওয়েব-ডিজাইনিং সাথে ফ্রিল্যান্সিং কোর্স দুটি সাজানো হয়েছে। ফলে "অ্যাডভান্স এসইও" সাথে "ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং" কোর্সে অথবা "ক্রেটিভ ওয়েব-ডিজাইনিং" সাথে "ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং" কোর্সে অংশগ্রহন করে যে কেউ অনলাইনে উন্নতমানের ক্যারিয়ার গড়তে পারেন। পাশাপাশি প্রথম ১৫ জনের জন্য থাকছে স্কলার্সিপের সুবিধা।
নিম্নের সুযোগ সুবিধাগুলো সীমিত, এই সকল শুবিধা শুধুমাত্র প্রথম ব্যাচ বা প্রথম ৩০ জনের জন্য দেওয়া হবে। পরবর্তি সকলকে এর নির্দিস্ট মুল্য পরিশোধ করে নিতে হবে।
আমাদের এসইও কোর্সটির ফী ৭,০০০ টাকা, ওয়েব ডিজাইনিং এর ফি ৮,০০০ এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং ৪,০০০ টাকা। স্কলার্সিপের আওতা ভুক্ত কিংবা প্রথম ৩০ জনের প্রত্যেকে কোর্স দুটি মাত্র ৫,০০০ টাকায় অংশগ্রহণ করতে পারবেন। অথবা যে কোন একটি কোর্সে মাত্র ৩,০০০ টাকা প্রদান করিতে হবে। প্রত্যতেক কে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল ভাবে অনলাইনে আপ্যলাই করার ২৪ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানান হবে। অনলাইনে অ্যাপ্লাই করতে এই লিংকে ক্লিক করুন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১।
অ্যাডভান্স এসইও কোর্সঃ একদম সহজ ভাষায় এসইও এর অপর নাম হচ্ছে অনলাইন প্রচার। তবে এই প্রচারটি যখন অনলাইনে নির্দিস্ট কিছু টেকনিক এবং নিয়মের মাধ্যমে করা হয় তখন এর ভাল ফলাফল পাওয়া যায়। "কী-ওয়ার্ডের উপর বেছ করে ভিবিন্ন নিয়ম অবম্বন করে একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিয়ে আসার পক্রিয়া কেই এসইও বলতে পারি।" বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা অদৃশ্য লড়াই। গুগুলে বা অন্নান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিজের সাইট কে উঠিয়ে আনার লড়াই। আর এই লড়াই এ জিততে প্রতিটি সাইটের মালিক নিজে অথবা এক বা একাধিক এসইও এক্সপার্ট এর মাধ্যমে প্রতিনিয়তই এসইও করে যাচ্ছে। অনলাইন মার্কেট প্লেসে যতগুলা কাজ রয়েছে তার মধ্যে এই SEO এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে। আরও মজার হচ্ছে অনলাইন জুরে শুধুমাত্র SEO এর কাজই ৬৫% থেকে ৭০%। তাই অনলাইন মার্কেট নিয়ে এসইও-এর ব্যাপারে আশা করি এর বেশী কিছুই বলার প্রয়োজন নেই। বাংলাদেশ বা লোকাল মার্কেটেও রয়েছে এসইও এক্সপার্ট এর চাহিদা। শুধু তাই নয় এই চাহিদা দিগুন-তিনগুন আকারে বারছে। আপনিও হয়ে উঠতে পারেন একজন আদর্শ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা SEO এক্সপার্ট। এস.ই.ও. এক্সপার্ট হতে আপনার কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুই প্রয়োজন গাইড লাইন আর ধারাবাহিক প্রচেস্টা। (আমাদের অতিতের ছাত্রদের মতামত দেখুন @ http://opinion.black-iz.com/student-openion.html)
• অ্যাডভান্স এসইও কোর্সটিতে যা থাকবেঃ
BLACK iz এসইও অ্যাডভান্স ট্রেনিংটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
ফ্রিল্যন্সিং এন্ড আউটসোর্সিং: ফ্রিল্যান্সিং এর অর্থ সহজ করে বললে যা দাড়ায় তা হল - মুক্ত পেশা,স্বাধীনভাবে কাজ করা । যারা স্বাধীনভাবে কাজ করেন তাদেরকে বলা হয়ে থাকে ফ্রিল্যান্সার । ইদানিং অনেক তরুণই ছুটছে এই ফ্রিল্যান্সিং এর দিকে । আসলে অনলাইনে কাজ করতে বা একজন সফল ফ্রিলান্সার হতে “আত্মবিশ্বাস” টাই প্রধান হাতিয়ার। তবে আপনাকে শুরু করতে হবে সতর্কতার সাথে । যেমন সামান্য একটা ভুল আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কে ফেলেদিতে পারে হুমকির মুখে । আমাদের এই কোর্সটি মূলত আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এ নতুনদের জন্য সাজানো হয়েছে । ফ্রিল্যান্সিং এর উপরে অনেকটা ফাউন্ডেসন কোর্সের মত । ফ্রিলান্সার ডট কম অথবা ওডেস্ক ছাড়াও যে অনেক মার্কেট প্লেস আছে এইটাই হয়ত অনেকে জানেন না । কিম্বা নতুন দের জন্য কোন মার্কেট প্লেসে কাজ পাওয়া তুলনামূলক ভাবে শহজ । অনেকে কাজ পাওয়া কিম্বা বিট করার পদ্ধতি জানেন না, অথবা কিভাবে আপনি কাজ করে আপনার উপার্জিত টাকা আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন জানেন না, এছাড়া অনেকেই হয়ত জানেন অনলাইনে এসইও এর কাজ বেশি, সেই এসইওর উপরও ফাউন্ডেসন ক্লাস থাকছে কোর্সে । ব্যাসিক এইচটিএমএল স্ট্রাকচার এবং ভিবিন্ন এইচটিএমএল ট্যাগ উপরে থাকছে ক্লাস । বিভিন্ন স্কিল ছাড়া কি ধরণের কাজ একজন ফ্রিল্যান্সার করতে পারবেন কি পারবেন না । কভার লেটার এবং ওয়ার্ক সাবমিশন নতুন ফ্রিলান্সারদের জন্য বেস সমস্যার কারন আমাদের কোর্সে সকল বিষয়ের সাথে এই টপিকও থাকছে । এছাড়াও থাকছে এমন কিছু বিষয় সমাধান যাতে একজন নতুন ফ্রিল্যান্সার তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে কোন রকম বাধা না আসে । (আমাদের অতিতের ছাত্রদের মতামত দেখুন @ http://opinion.black-iz.com/student-openion.html)
১। অনলাইন মার্কেট প্লেস পরিচিতি এবং এদের মধ্যে পার্থক্য।
২। ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে
৩। ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নিবেন।
৩। কাজ করার ক্ষেত্র এবং ভিবিন্ন কাজ সম্পর্কে ব্যাসিক ধারনা।
৪। ফটো এডিটিং এর উপর ব্যাসিক ধারনা দেওয় হবে।
৫। আপনার জন্য উপযুক্ত কাজের ক্ষেত্র খুঁজে বের করা।
৬। মানি ট্রান্সফার পদ্ধতি ও অনলাইন ব্যাংকিং এর নিয়ম।
৭। কাজের জন্য অ্যাপ্লাই এবং কাজ পাওয়ার পদ্ধতি।
৮। প্রোফাইল ১০০% ভাগ যেভাবে সম্পন্ন করবেন।
৯। গুগোল এডসেন্স কি এবং এর মাধ্যমে আয়ের উপায়।
১০। ব্যাসিক এইচটিএমএল স্ট্রাকচার এবং ভিবিন্ন এইচটিএমএল ট্যাগ।
১১। প্রোফাইল এর পোর্টফোলিও পেজটি যেভাবে পরিপুর্ন করবেন।
১২। কভার লেটার এবং ওয়ার্ক সাবমিশন করার পদ্ধতি।
১৩। ব্লগস্পট সাইট বা নিজের ওয়েব-সাইটের মাধ্যমে যেভাবে আয় করবেন।
১৪। এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
১৫। অন-পেজ এসইও কি এবং কিভাবে করবেন।
১৬। odesk ও freelancer এর বিভিন্ন অংশের পরিচিতি।
১৭। elance এবং fivre এর উপর বিশেষ ক্লাস।
১৮। মার্কেট প্লেসে কাজ করার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়।
১৯। গুগোল অ্যাডসেন্স কি কিভাবে পাবেন? এর মাধ্যমে আয়ের উপায়!
২০। গুগোল অ্যাডওয়ার্ড কি? এর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড অ্যানালাইস করা হয়।
BLACK iz ফ্রিল্যান্সিং ট্রেনিংটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
১নং বিল্ডিং , লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭ । ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১ ।
অনালাইনের মাধ্যেমে সফল ভাবে নির্দিস্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করলে BLACK iz IT Institute এর থেকে ফোন দেওয়া হবে এবং স্কলার্শিপ প্রোগ্রামের সকল বিষয়ে অবগত করা হবে, রেজিস্ট্রেশন করতে নিম্নের লিংকে ক্লিক করুনঃ http://www.inst.black-iz.com/regblackizitinst.html
ওয়েব-সাইট : http://www.inst.black-iz.com
বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা অদৃশ্য লড়াই। গুগুলে বা অন্নান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিজের সাইট কে উঠিয়ে আনার লড়াই। আর এই লড়াই এ জিততে প্রতিটি সাইটের মালিক নিজে অথবা এক বা একাধিক এসইও এক্সপার্ট এর মাধ্যমে প্রতিনিয়তই এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেসন) করে যাচ্ছে।অনলাইন মার্কেট প্লেসে যতগুলো কাজ রয়েছে তার ..... (বিস্তারিত)
ওয়েব ডিজাইনিং বলতে বুঝায় একটি নির্দিস্ট পক্রিয়া অনুশরন করে সম্পুর্ন রুপে একটি ওয়েব ডিজাইন করা। BLACK iz IT Institute এর ওয়েব ডিজাইনিং কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে এতে অংশগ্রহন করে যে কেউ খুব সহজেই একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে পারে।
ওয়েব ডিজাইনিং বলতে বুঝায় একটি নির্দিস্ট পক্রিয়া অনুশরন করে সম্পুর্ন রুপে একটি ওয়েব ডিজাইন করা। BLACK iz IT ........ (বিস্তারিত)
আধুনিক সমাজে তথ্যের গতিশীল প্রবাহ এবং যোগাযোগের প্রায় পুরোটাই নেটওয়ার্ক তথা ইন্টারনেট নির্ভর। বর্তমানে শিক্ষা, ব্যবস্যা-বানিজ্য, সংবাদ আদান-প্রদান, নিউজ মিডিয়া, টিভি মিডিয়া,সোস্যাল নেটওয়ার্ক,সাহিত্য-সংস্কৃতি এমনকি গল্প আড্ডা পর্যন্ত ইন্টারনেট তথা ওয়েবসাইট নির্ভর হয়ে পড়ছে।আমাদের চাহিদা, সময়ের দাবি এবং আধুনিকতার সৃজনশীল প্রয়োগের জন্যই আমাদেরকে ওয়েব নির্ভর হতে,... (বিস্তারিত)
চিত্রলেখ বিষয়ক শিল্পকর্মকেই গ্রাফিক্স ডিজাইন বলা হয়ে থাকে । সহজভাবে বলতে গেলে টেক্ট বা নকশা ব্যবহার করে সুন্দর এবং মানসম্মত চিত্রকর্ম তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়ে থাকে।আরও সহজভাবে বলতে গেলে বলতে হয় আপনি নিশ্চই সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র দেখতে পান,বিভিন্ন কোম্পানির এড দেখতে পান ।এই যে চিত্রগুলো আপনি দেখতে পান এই চিত্রগুলোকেই বলা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আগের যুগে যে চিত্রকর্মগুলো শিল্পীরা ..... (বিস্তারিত)
পরিবর্তনশীল এবং প্রতিযোগীতা মূলক বিশ্বায়নের এই সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আর্থ-সামাজিক অস্থিরতার কারনে অর্থনৈতিক বৈশম্য এবং অব্যবস্থাপনার কারনে বেকার সমস্যা ক্রমেই বাড়ছে। বাংলাদেশও এই পরিস্থিতির স্বীকার। যার ফলে বেকার যুবকদের পাশাপাশি স্বল্প আয়ের মানুষ জীবনের প্রয়োজনে বিকল্প আয়ের পথ খুজছে। এই সুজোগে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শব্দটি বাংলাদেশের মানুষের মাঝে দ্রুত প্রসার লাভ করছে, এবং হয়তো ভবিষ্যতে আরও করবে। কিন্তু আসলে কি এই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং . (বিস্তারিত )
BLACK iz IT Institute এর ব্যসিক পিএইচপি কোর্সটি মুলত খুলা হয়েছে তাদের কথা মাথায় রেখে যাদের ওয়েব-ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে একটু একটু ধারনা আছে এবং ভাবছেন পিএইচপি শিখবেন কিন্তু বুঝতে পারছেন না কিভবে কোথা থেকে শুরু করবেন। এই কোর্সটিতে শুধু মাত্র ব্যসিক পিএইচপি নিয়ে আলোচনা করা হবে। সহজ কথায় পিএইচপি একটি ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ।ভিন্ন ভাবে বললে বলতে হবে পিএইচপি মূলত হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যার........(বিস্তারিত)
ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েব সফটওয়্যার যাকে সিএমএস (CMS-Content Management System)বলা হয় । যার মাধ্যমে সাইট/ব্লগের কন্টেন্ট সহজেই সাজাতে এবং কাস্টোমাইজেসন করতে পারবেন । ওয়ার্ডপ্রেস সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি এবং মাইএসকিউএল ডাটাবেজ দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে তার কারন হল এর ব্যবহারের সহজবোধ্যতা। এছাড়াও অনলাইন বিশ্বে ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেসন এর চাহিদা ব্যাপক।ওয়ার্ডপ্রেস একটি ওপেনসোর্স .....(বিস্তারিত)
ফটো এডেটিং মানে কি বা ফটো এডেটিং বলতে কি বুঝান হয় তা হয়ত বা নতুন করে বলার কিছুই নেই। তারপরও সহজ ভাষায় ফটো এডেটিং বলতে আমরা বুঝি যে কোন একটা ছবির সাধারন অবস্থার পরিবর্তন করা যেমন রিসাইজ, ক্রপ, কালারা চেঞ্জিং সহ অন্যান্ন। তবে ফটো এডেটিং কে ইমেজ ফরম্যাট বললেও ভুল হবে না। কেন BLACK iz IT Institute এর ফটো এডেটিং কোর্স করবেন? BLACK iz IT Institute এর ফটো এডেটিং কোর্সটি ফটো এডেটিং বা ইমেজ ফরম্যাটিং এর উপর একটি বেসিক কোর্স। এ কোর্সে ......(বিস্তারিত)
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ব্ল্যাক ইজ আইটি ইন্সটিউটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.