উন্নতমানের ক্যারিয়ারের নিশ্চয়তা নিয়ে অংশগ্রহণ করুন দেশ সেরা ফ্রিল্যান্সিং স্কলার্সিপ প্রোগ্রামে।

BLACK iz It Institute এর প্রধান শাখায় ক্রিয়েটিভ ওয়েব-ডিজাইনিং, অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং কোর্সে স্কলার্সিপে নির্দিস্ট পরিমান আসনে ভর্তি নেওয়া হচ্ছে। উল্লেক্ষিত কোর্সগুলোতে মাত্র ১,০০০ টাকা রেজিস্ট্রেসন ফি এবং ২,০০০ টাকা কোর্স ফিতে অংশগ্রহণ করতে পারবে যে কেউ (শর্ত প্রযোজ্য)।  ঘরে বসে অনলাইনে রেজিস্ট্রেসন করুন ( http://www.inst.black-iz.com/regblackizitinst.html )। সফল ভাবে রেজিস্ট্রেসনের পর আপনার মোবাইলে ম্যাসেজ দিয়ে কনফার্ম করা হবে ২৪ ঘন্টার মধ্যে। উল্লেখ্য ক্লাসটি সম্পুর্ন ফ্রী এবং সবার জন্য উন্মুক্ত। মূলত ডেমো ক্লাসে ওয়েব-ডিজাইনিং, অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং সম্পর্কে আলোচনা করা হবে এবং কোর্স সম্পর্কিত সকল তথ্য প্রদান করা হবে।

অ্যাডমিশনের পরে বাছাইকৃত নির্দিষ্ট ২০ জনকে ৬ মাসের জন্য সম্পুর্ন ফ্রিতে ১০ টি কোর্সে স্কলারশিপ দেওয়া হবে এবং এই বিশেষ স্কলারশিপের আওতায় ঐ নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট BLACK iz IT Institute এর অধীনে নির্দিস্ট ১০টি কোর্স সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। শর্ত প্রযোজ্য। বিনা মূল্যে ইন্ট্রো ক্লাসে অংসগ্রহন করতে অনলাইনে রেজিস্ট্রেসন করুন প্রদত্ত লিংক থেকে http://www.inst.black-iz.com/regblackizitinst.html। এছাড়াও যে কোন তথ্যের জন্য আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেনঃ ০১৭১৭৬৯৫৬৩১, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯১৮৭৫৬২২২, ০১৮৪২৭৫৬২২২, ০১৮১৩০৯৭০১৫

SEO Course from Bangladesh

অনলনাইনে ক্যারিয়ার বা ফ্রিল্যাঞ্চিং-এ ক্যারিয়ার গড়ার অন্যতম সম্ভাবনাময় সময় এখন । আর সেই ক্যারিয়ার গড়ার পেছনে বড় একটি ভূমিকা রাখতে পারে আপনার ওয়েব ডিজাইন কিংবা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেসন স্কিল । অনলাইন মার্কেট প্লেস গুলতে ওয়েব ডিজাইন কিংবা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেসন (এসইও) স্কিলের ক্ষেত্রে রয়েছে বিশাল কাজের সুযোগ। ওডেস্ক ও ইল্যান্স সহ নাম করা সকল ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলোতে রয়েছে হাজার হাজার প্রজেক্ট। শুধুমাত্র ওয়েব ডিজাইন এবং এসইও স্কিল ঘিরে গড়ে উঠা মার্কেটপ্লেসের সংখ্যাও নিছক কম নয়। বাংলাদেশে এমন অনেক ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার অথবা এসইও এক্সপার্টের সংখ্যা অগণিত যারা ঘন্টায় ১০ থেকে ৩০ ডলার পর্যন্ত আয় করছেন। অনেকেই চাচ্ছেন ওয়েব ডিজাইনিং কিংবা এসইও এক্সপার্ট হিসাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে। কিন্তু সঠিক গাইড লাইনের অভাবে ভালো করতে পারছেন না। উল্লেখ্যিত বিষয়গুলো বিবেচনা  করে BLACK iz It Institute এর প্রধান শাখাতে (কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭) ক্রিয়েটিভ ওয়েব-ডিজাইনিং, অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং কোর্স -এ স্কলার্শিপ দেওয়া হচ্ছে।  ( আমাদের শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অভিমত দেখতে এখানে ক্লিক করুন। )

অংশগ্রহন করুন দেশের সেরা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং স্কলারশিপ প্রোগ্রামে!

স্কলারশিপ প্রোগ্রামের আওতা ভুক্ত যে কোন কোর্সে অর্থাৎ ওয়েব-ডিজাইনিং, অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং কোর্সে অংশগ্রহন করতে প্রত্যেককে ২,০০০টাকা কোর্স ফী এবং ১,০০০টাকা রেজিস্ট্রেসন ফী বাবদ দিতে হবে। ওয়েব-ডিজাইনিং, অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং এর ক্ষেত্রে ক্লাস যথাক্রমে ১৪ দিন, ১৬ দিন এবং ১৬দিন হবে।

ওয়েব-ডিজাইনিং, অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং কোর্সে যা যা থাকছেঃ

বিঃদ্রঃ কোর্স সম্পর্কিত এই প্রোগ্রামটি শুধুমাত্র ফেব্রুয়ারি মাস ২০১৫-এর জন্য প্রযোজ্য। প্রতিটি কোর্স অর্থাৎ ওয়েব-ডিজাইনিং, অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং করতে ৩,০০০ টাকা করে প্রদান করতে হবে । ২,০০০ টাকা কোর্স ফী এবং ১,০০০ টাকা রেজিস্ট্রেসন ফী। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১। ঘরে বসে অনলাইনে রেজিস্ট্রেসন করুন  http://www.inst.black-iz.com/regblackizitinst.html ।  ( আমাদের শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অভিমত দেখতে এখানে ক্লিক করুন। )

অংশগ্রহন করুন দেশের সেরা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং স্কলারশিপ প্রোগ্রামে!

আমাদের ওয়েব-ডিজাইনিং, অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং কোর্সে অংশগ্রহন করতে অনলাইনে রেজিস্ট্রেসন করতে এই লিংকে http://www.inst.black-iz.com/regblackizitinst.html গিয়ে সকল তথ্য প্রদান করে সাবমিট করুন। সফল ভাবে রেজিস্ট্রেসনের পর আপনার মোবাইলে ম্যাসেজ দিয়ে কনফার্ম করা হবে ২৪ ঘন্টার মধ্যে এবং আরও ২৪ ঘন্টার মধ্যে ফোন করে সম্পুর্ন ফ্রিতে একটি নির্দিস্ট ডেমো ক্লাসের জন্য আমন্ত্রণ করা হবে। উক্ত ডেমো ক্লাসে অংশগ্রহনের পর আপনার সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকছে। সকলের জন্য BLACK iz It Institute এর পক্ষ থেকে প্রান ঢালা শুভেচ্ছা। সবার জন্য উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। আশা করি খুব দ্রুতই দেখা হবে! যেকোন প্রকার অভিযোগ কিংবা মতামতের জন্য আমাদের সরাসরি জানাতে পারেন। আপনার অভিযোগ, পরামর্শ, মতামত অথবা যে কোন প্রকার মন্তব্য জানাতে নিম্নের লিংক থেকে আমাদের ওয়েব-সাইটের নোটিশ পেইজে, ফ্যান পেইজে অথবা গ্রুপে ম্যাসেজ করতে পারেন। আমরা দ্রুত উত্তর দেওয়ার চেস্টা করব!

• আমাদের সম্পর্কে ভিবিন্ন মতামতঃ http://opinion.black-iz.com/student-openion.html
• অনলাইনে নোটিশ বোর্ড লিংকঃ http://inst.black-iz.com/ফ্রীল্যান্সিংরেজিস্ট্রেশন.html
• আমাদের ফেসবুক গ্রুপঃ http://www.facebook.com/groups/blackiz.itinstitute/
• আমাদের ফেসবুক পেজঃ http://www.facebook.com/blackizitinst
• ফোন করে জানাতে পারেনঃ ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৮১৩০৯৭০১৫, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১।
• সরাসরি অফিসে এসে জানাতে পারেনঃ  ১নং বিল্ডিং (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭ - বাংলাদেশ।

BLACK iz IT Institute এর  অফিস অ্যাড্রেসঃ ১নং বিল্ডিং (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭  বাংলাদেশ।

ফোন নম্বর ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৮১৩০৯৭০১৫, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১।

BLACK iz IT institute, BLACK iz IT এর একটি অংগ প্রতিষ্ঠান। BLACK iz IT institute একটি ব্যতিক্রম ধর্মি শিক্ষা প্রতিষ্ঠান। BLACK iz IT institute সম্পূর্ণ জনকল্যান মূলক আইটি প্রশিক্ষণ কেন্দ্র। BLACK iz IT institute-এর এই প্রগ্রামে যা স্কলার্সিপ প্রোগ্রামের আওতা ভুক্ত, ক্রেটিভ ওয়েব-ডিজাইনিং, অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং কোর্সগুলোর সাধারন ফি থেকে ৪০%-৬০% কমে করান হবে (তবে এই স্কলার্সিপ প্রোগ্রামটি শুধু মাত্র এই মাসের জন্যে চলবে এবং কিছু শর্ত সাপেক্ষে করার সুযোগ দেওয়া হবে)। এসইও ট্রেনিং অংশগ্রহণ করতে যে কেউ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারে। সফল রেজিস্ট্রেশন এর পর SMS এর মাধ্যমে ১২ ঘন্টার মধ্যে আবেদনকারী কে জানিয়ে দেওয়া হবে।

আমাদের পুর্ববর্তি কিছু ক্লাসের ছবিঃ

এক নজরে দেখে নিতে পারেন আমাদের ক্লাইন্ট রিভিউগুওলো।ইন্সটিটিউটের শুভাকাংখি এবং ছাত্র-ছাত্রিদের কিছু শুভকামনা।আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী এবং তাদের অভিমত।আপনার অভিমত/মতামত SUBMIT করতে পারেন।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ব্ল্যাক ইজ আইটি ইন্সটিউটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jara normal zila town e thake tader ke sekhanor jonne kisu ekta bebosta kora ucit apnader, dhorun team viewer software er maddhome ghore bose jate tara class e ongsho grhon korte pare?

যারা ভারতীয় তারা কি এই কোর্স করতে পারবে? পারলে কিভাবে?

Level 2

নুন্যতম শিক্ষ্যাগত যোগ্যতা কেমন হতে হবে? কম্পিউটার সম্বন্ধে কেমন ধারনা থাকতে হবে?