১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০১৫। লেখক প্রকাশক দের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপও চোখে পড়ার মত। মেলা প্রাঙ্গণে গেলে এখন দেখা মেলবে স্টল সাজাতে কাঠ আর লোহা লক্কড়ের ঠোকাঠুকি। কয়েকদিন পরই পাঠকদের পদচারনায় মুখরিত হবে মেলা প্রাঙ্গন। বইইয়ের প্রতি ভালোবাসার টানে হাজার হাজার পাঠকের আগমন ঘটবে মেলায়।
এই সব কিছুর পাশাপাশি গত কয়েক বছরে বই প্রকাশ ও বিপনন ব্যবস্থায় এক নীরব বিপ্লব ঘটেছে। বিপ্লবীর নাম ‘রকমারি ডট কম’। দেশের বইপ্রেমীদের কাছে ‘রকমারি’ বেশ পরিচিত নাম। মাত্র ৫০ টাকা শিপিং চার্জে দেশের যেকোনো প্রান্তে যেকোনো সংখ্যক বই পৌঁছে দিচ্ছে ‘রকমারি ডট কম’।
বইমেলা নিয়ে রকমারির আছে বাড়তি নজর। মেলাতে যেসব বই আসবে তা নিজেদের সাইটে আপলোডের কাজ শুরু হয়েছে জানুয়ারির শুরু থেকেই। নেয়া হচ্ছে প্রি অর্ডারও। বইমেলা উপলক্ষে রকমারি থেকে কেউ বই কিনলে পাবে ২৫% পর্যন্ত ডিসকাউন্ট।
রকমারি ডট কমের রয়েছে বিপুল বইয়ের সমাহার জার থেকে আপনি পছন্দ করে কিনে নিতে পারেন আপনার প্রিয় লেখকের বইটি। রকমারি ডট কমের মাধ্যমে আপ্নিয়াপ্নার প্রিয় মানুষ্কে বই উপহার দিয়ে তাকে খুশি করে দিন রকমারি ডট কমের বইয়ের বিশাল সমাহার প্রায় ৯০ হাজার বই থেকে।
রকমারি ডট কম পেরিয়ে এলো তাদের পথ চলার ৩ টি বছর। আপনাদের ভালোবাসাই রকমারি ডট কমকে এতো তাদের পথ চলা আরো সহজ এবং গতিশীল করতে সাহায্য করেছে এবং আরো করবে। তাদের এই তিন বছরের পদচারনা কে হাজার বছরে পরিনত করতে ক্লিক করুন রকমারি ডট কম এ এবং আপনার পছন্দের বই টি সংগ্রহ করে নিন এখনি।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'রকমারি ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি রকমারি ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কৌতূহল আছে বলেই মানুষ বেঁচে থাকার মাঝে অর্থ খুঁজে পায়। কৌতূহল সৃষ্টি করতে হলে মানুষকে তাঁর জগত ও কালপরিক্রমা সম্পর্কে সংবেদনশীল হতে হবে। সংবেদনশীলতা আসে পাঠাভ্যাসের মধ্য দিয়ে। অথচ আশঙ্কাজনক হারে, আমাদের দেশের মানুষের পাঠ্যাভ্যাস হ্রাস পাচ্ছে। কারণ বহুবিধ। যারা ঢাকায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে...
এইচএসসি ২০১৫ টেস্ট পেপারস পাওয়া যাবে আপনাদের কাছে? পাওয়া গেলে দয়া করে দ্রুত জানান।