প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে আয় শুরু করেছে বিক্রয় ডট কম

বিক্রয় ডট কম, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে আয় শুরু করেছে। এর আওতায় গ্রাহকরা ‘টপ অ্যাড’ এবং ‘ডেইলি বাম্প-আপ’ নামে বিজ্ঞাপন প্রচারের দু’টি সার্ভিস গ্রহণ করতে পারবেন।

নতুন এ সার্ভিসের পাশাপাশি গ্রাহকদের জন্য আগের মতই বিনামূল্যে বিক্রয় ডট কমে বিজ্ঞাপন পোস্টের সুযোগ অব্যাহত থাকবে। গ্রাহকদের পণ্যকে আরো দ্রুততার সাথে বিক্রির সুযোগ করে দিতে  নতুন এ সার্ভিসটি  চালু করা হয়েছে,  যা অসংখ্য বিজ্ঞাপনের মধ্য থেকে নির্দিষ্ট বিজ্ঞাপনটিকে বেশি আকর্ষনীয়ভাবে তুলে ধরবে।

বিক্রয় ডট কমে বিজ্ঞাপন সংশ্লিষ্ট তালিকা পৃষ্ঠের উপরের ভাগে ‘টপ অ্যাড’র জন্য দু’টি জায়গা সংরক্ষিত আছে। আগ্রহী গ্রাহকরা তাদের বিজ্ঞাপন ৩৪৯ টাকা দিয়ে দু’টি জায়গায় এক সপ্তাহের জন্য প্রচারের সুযোগ পাবেন। এই বিজ্ঞাপনগুলো আকারে বড় এবং হলুদ রং দিয়ে হাইলাইট করা থাকবে, যা নিয়মিত বিজ্ঞাপনের চেয়ে ১০ গুণেরও বেশি ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার সুযোগ করে দিবে।

৯৯ টাকার বিনিময়ে সাতদিনের জন্য ‘ডেইলি বাম্প-আপ’ সার্ভিসটিতে গ্রাহকের বিজ্ঞাপন প্রতিদিন একবার করে তালিকার উপরে চলে আসবে। নিয়মিত বিজ্ঞাপনের তুলনায় এ বিজ্ঞাপনগুলো পাঁচগুণ বেশি গ্রাহকের নজরে আসবে।

বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, ‘আমাদের সাইটে প্রতিদিন হাজার হাজার বিজ্ঞাপন প্রকাশিত হয়। নতুন অফার দু’টি এমনভাবে তৈরি করা হয়েছে; যাতে গ্রাহকের বিজ্ঞাপন আরো বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছাতে পারে এবং ভালো দামে পণ্য বিক্রি করা যায়।’

কলেজ ছাত্র সাইফ সেজান টপ অ্যাডে  বিজ্ঞাপন দিয়েছিলেন। তিনি বলেন, “আমি নিয়মিত মোবাইল ফোন বিক্রির জন্য বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দিয়ে আসছি। গত সপ্তাহে খুব অল্প সময়ের ভেতর আমার আইফোন ফাইভ এস বিক্রির প্রয়োজন হওয়ায় বিক্রয়ের প্রমোশনাল সার্ভিসটি নেই। এরপর আমি খুব দ্রুত ক্রেতাদের কাছ থেকে সাড়া পাই।  কয়েকজনের সাথে দর কষাকষির পর সেদিনই ফোনটি বিক্রি করে দেই।”

অফারটি উপভোগ করতে চাইলে বিজ্ঞাপন পোস্ট করার পর গ্রাহককে বিজ্ঞাপনের শেষ পেজে “আপনার বিজ্ঞাপন প্রমোট করুন” লেখা বাটনে ক্লিক করতে হবে।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিক্রয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Bikroy .Com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিক্রয় ডটকমে হাজার হাজার ভূয়া চাকুরিদাতা প্রতারকদের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ আছে। কিন্তু চাকুরী প্রার্থীর জন্য চাকুরী চেয়ে বিজ্ঞাপন দেওয়ার কোন ব্যাবস্থা নাই। বাংলাদেশের লক্ষ কোটি বেকারের দাবি এই যে, বিক্রয় ডটকমে চাকুরী প্রার্থীদের বিজ্ঞাপন দেওয়ার অপশন চালু করা হোক। যে সুবিধা olx ডটকমে আছে।