মুক্তপেশা (ইংরেজি: Freelancing), কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরণের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" (ইংরেজি: Freelancer)। এধরণের কাজে যেমন কোনো নির্দিষ্ট মাসিক বেতনভাতা নেই তেমনি সবসময় কাজ পাওয়ারও কোনো নিশ্চয়তা নেই। তবে স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা সুবিধাজনক পন্থা। আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন। এ পেশার মাধ্যমে অনেকে প্রচলিত চাকরি থেকে বেশি আয় করে থাকেন, তবে তা আপেক্ষিক। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।
মুক্তপেশার কাজের পরিধি অনেক বেশি। বিশ্বব্যাপী এধরণের কর্মপদ্ধতির চাহিদা ক্রমশ বাড়ছে। জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে থাকা ওয়ার্ডপ্রেস কাজের মধ্যে উল্লেখযোগ্য
ওয়ার্ডপ্রেস(WordPress) হচ্ছে বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), বর্তমানে ৭.৫ মিলিয়ন ওয়েবসাইটের ভিতর ১.২ মিলিয়ন মানুষ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে। যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আর এই কারণেই দিন দিন ওয়ার্ডপ্রেস চাহিদা এবং কাজের সংখ্যা বেড়ে চলেছে। প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেসের নতুন নতুন কাজ বাড়ছেই। যেকোনো ধরনের ওয়েবসাইট বানানোর জন্য বর্তমানে সেরা সিএমএস প্ল্যাটফর্ম । বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, কর্পোরেট ওয়েবসাইট, ইকমার্স সাইট, ক্লাসিফাইড সাইট, কিংবা সোশ্যাল মিডিয়া সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক।
প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরী হচ্ছে অসংখ্য ওয়েবসাইট। তাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে রয়েছে অনেক কাজের চাহিদা। একজন ফ্রিল্যান্সার প্রতি ঘন্টায় ১০ থেকে ১২ ডলার রেটে কাজ শুরু করতে পারে। তবে সময়ের সাথে সাথে সে যদি সফলতার সঙ্গে কাজ করতে পারে তাহলে সে তার রেট ভবিষ্যতে আরো বাড়িয়ে নিতে পারবে। একজন অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস ডেভেলপার ঘন্টায় ৪০ থেকে ৬০ ডলার রেটেও কাজ করতে পারে। প্রত্যেকদিন যদি কোন ডেভেলপার দিনে ৮ ঘন্টা কাজ করে তাহলেও তার আয় কোথায় গিয়ে দাড়ায সেটি সহজেই অনুমেয়।
বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন অনলাইন সংবাদপত্র, ক্লাসিফাইড সাইট, কর্পোরেট ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সাইট, কিংবা ইকমার্স সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয়, কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক।
সফটটেক-আইটি ইনস্টিটিউট আয়োজন করেছে ৩ মাসব্যাপী অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষন এবং ১ মাসের ইন্টার্নই । চার মাসব্যাপী এ প্রশিক্ষণটিতে • এইচটিএমএল , • সিএসএস, • এইচটিএমএল ৫, • সিএসএস ৩, • জাভাস্ক্রিপ্ট, • জেকোয়ারি, • জেকোয়ারী প্লাগিন্স এর ব্যাবহার, • ইউ আই কিট এর ব্যাবহার, • বুটস্ট্র্যাপ এর ব্যাবহার, • প্রফেশনাল পিএইচপি, • পিএসডি টু এইচটিএমএল ৫, • পিএসডি টু সিএসএস ৩, • ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, • ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, • ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট, • ওডেস্ক এর প্রফাইল কমপ্লিট করা এবং কাজে এপ্লাই করার টিপস এবং সিক্রেট, • ইল্যান্স এর প্রফাইল কমপ্লিট করা এবং কাজে এপ্লাই করার টিপস এবং সিক্রেট, • ফাইভার এবং পিপল পার আওয়ার এ কাজ পাওয়ার টিপস, • প্রজেক্ট ভিত্তিক ইন্টারনি করার সুযোগ এবং বিডিং টেকনিক। এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে দক্ষ হাতে কলমে শেখানো সহ পূর্ণ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখানো হবে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে রিয়েল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে শিখুন এবং নিজেকে আন্তর্জাতিক মানের ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে নিশ্চিত করুন।
*** অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষন *** ব্যাচঃ- ১৫
নোটঃ প্রশিক্ষণটিতে ইনস্টলম্যান্টের সুযোগ রয়েছে।
আপকামিং ব্যাচটির ক্লাশ শুরু হবে ০৭ ডিসেম্বর, ২০১৪ তারিখ রবিবার থেকে। ক্লাস হবে প্রতি রবিবার ও সোমবার, দুপুর ৩.৩০ মিঃ থেকে ৫.৩০ মিঃ পর্যন্ত। দু মাসের তাত্ত্বিক প্রশিক্ষণ ও এক মাসের রিয়েল লাইফ এবং এক মাসের ইন্টার্নই প্রোজেক্ট সহ মোট ৪ মাস (৩ মাস+১ মাসের ইন্টার্নই প্রোজেক্ট ) প্রোজেক্ট সহ
মোট প্রশিক্ষন ফি: ১২,০০০ টাকা।
ক্লাশ শুরু হবেঃ ০৭.১২.২০১৪
ভর্তির শেষ তারিখঃ ২৮.১১.২০১৪
শুরু হচ্ছে অনলাইন ব্যাচঃ ১.১৫ , ০৭ ডিসেম্বর ২০১৪ থেকে । নোটঃ দেশের বাইরের এবং ঢাকার বাইরের স্টুডেন্টদের কথা চিন্তা করে এই অনলাইন ব্যাচের ব্যাবস্থা করা হয়েছে । যারা ঢাকায় থেকেও সরাসরি ক্লাস করতে পারছেন না চাকরি বা দূরত্বের কারনে তারাও এই কোর্সে অংশগ্রহন করতে পারবেন ।
অনলাইন ব্যাচ এর প্রত্যেককে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে । অনলাইন ব্যাচঃ ১.১৫ এর ক্লাশ শুরু হবে ০৭ ডিসেম্বর, ২০১৪ তারিখ রবিবার থেকে। ক্লাস হবে প্রতি রবিবার ও সোমবার, দুপুর ৩.৩০ মিঃ থেকে ৫.৩০ মিঃ পর্যন্ত। অনলাইন ব্যাচ এর প্রত্যেককে ক্লাস শেষ হওয়ার ৩ ঘন্টার মধ্যে ক্লাস টিউটোরিয়াল ভিডিও এবং ক্লাস সংক্রান্ত রিসোর্স দিয়ে দেওয়া হবে।
("" নোটঃ প্রশিক্ষণ ফিঃ ১২০০০ টাকা , আপনি Bkash এর মাধ্যমে জমা দিতে পারেন অথবা সফটটেক-আইটি ইনস্টিটিউট এর অফিসে এসেও জমা দিতে পারেন । Bkash করার আগে অবশ্যই আমাদের হটলাইনে ফোন করে ( 01793 146 509 ) নিশ্চিত করতে হবে। "" ) এই কোর্সের চতুর্থ মাসে ইন্টার্নই প্রোজেক্ট এ লাইভ প্রজেক্ট এ কাজ করানো হবে । এর মাধ্যমে স্টুডেন্টরা মার্কেটপ্লেসের প্রফেশনাল কাজ সম্পর্কে ভালো ধারনা পাবে এবং কাজের অভিজ্ঞতা অর্জন করবে ।
সফটটেক-আইটি ইন্সটিটিউট আয়োজন করেছে অনলাইন ব্যাচ (ব্যাচঃ ১.১৫) ৩ মাসব্যাপী অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রশিক্ষন। তিন মাসব্যাপী এ প্রশিক্ষনে
• এইচটিএমএল , • সিএসএস, • এইচটিএমএল ৫, • সিএসএস ৩, • জাভাস্ক্রিপ্ট, • জেকোয়ারি, • জেকোয়ারী প্লাগিন্স এর ব্যাবহার, • ইউ আই কিট এর ব্যাবহার, • বুটস্ট্র্যাপ এর ব্যাবহার, • প্রফেশনাল পিএইচপি, • পিএসডি টু এইচটিএমএল ৫, • পিএসডি টু সিএসএস ৩, • ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, • ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, • ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট, • ওডেস্ক এর প্রফাইল কমপ্লিট করা এবং কাজে এপ্লাই করার টিপস এবং সিক্রেট, • ইল্যান্স এর প্রফাইল কমপ্লিট করা এবং কাজে এপ্লাই করার টিপস এবং সিক্রেট, • ফাইভার এবং পিপল পার আওয়ার এ কাজ পাওয়ার টিপস, • প্রজেক্ট ভিত্তিক ইন্টারনি করার সুযোগ এবং বিডিং টেকনিক। এছাড়াও প্রত্যেকটি বিষয়ে প্রফেশনাল সেক্টরে শেখানো সহ পূর্ণ সার্টিফাইড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখানো হবে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে রিয়েল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের কাছ থেকে শিখুন এবং নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ হিসেবে নিশ্চিত করুন।
১. অনলাইন ব্যাচ এর ক্লাস সংক্রান্ত সকল কার্যক্রম ফেসবুক এ গ্রুপ তৈরি করে শেখানো হয় এবং ভিডিও ও টেক্সট পোষ্ট এর মাধ্যমে টিউটোরিয়াল পরিচালিত করা হয়। যার ফলে কোর্স সদস্যবৃন্দ ঘরে বসে কম্পিউটার এর মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন।
২. বিস্তারিত, প্রাঞ্জল এবং বোধগম্য টেক্সট পোষ্ট এবং ভিডিও টিউটোরিয়াল এর ব্যবস্থা।
৩. এই প্রশিক্ষণের সাথে রয়েছে এক মাসের ইন্টার্নি প্রজেক্ট। যা আপনাকে রিয়েল লাইফ এ প্রফেশনাল হিসেবে তৈরি করবে । কারন শুধু মাত্র ভিডিও টিউটোরিয়াল দেখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করা এবং সফল ফ্রিল্যান্সার হয়ে ওঠা কঠিন ।
৪. কোর্স চলাকালীন ৩ মাস + ১ মাস ইন্টার্নই সহ পুরো ৪ মাস ব্যাপী সকল ক্লাসের সংরক্ষণ রাখা হয়। এতে কোর্স সদস্যরা যে কোন সময় তাদের সুবিধা অনুসারে ক্লাস করতে পারবেন।
৫. ক্লাস সপ্তাহে ২ দিন (রবিবার ও সোমবার) ।
৬. কোন বিষয় সম্পর্ক জানতে অথবা বুঝতে সমস্যা হলে থাকছে স্কাইপ, ফেসবুক, ও ফোন এ প্রশ্ন করার সুবিধা। রয়েছে হটলাইনঃ ০১৭৯৩ ১৪৬ ৫০৯
৭. অনলাইনে বিশ্বের যে কোন প্রান্ত থেকে এখানে যোগ দেওয়া যাবে পছন্দসই সময়ে।
৮. এছাড়া লাইফটাইম সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।
৯. ১ মাসের রিয়েল লাইফ প্রোজেক্ট ( ইন্টার্নই ) ।
১০. Skype ও Facebook ব্যবহারের মাধ্যমে অনলাইন সাপোর্ট।
মোট প্রশিক্ষন ফি: ১২,০০০ টাকা।
ক্লাশ শুরু হবেঃ ০৭.১২.২০১৪
ভর্তির শেষ তারিখঃ ২৮.১১.২০১৪
• আপনার ১টি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।
• ১টি সক্রিয় ইন্টারনেট সংযোগ থাকতে হবে , যার নুন্যতম ৫১২ কে.বি.পি.এস সংযোগ ইস্পিড থাকা লাগবে।
• ইংরেজি পড়তে , বুজতে , ও লিখার উপর ভালো দখল থাকতে হবে।
• প্রতিদিন নুন্যতম ৬ ঘন্টা প্র্যাকটিস করার সময় থাকতে হবে।
• যারা কম্পিউটার ব্যাবহার করতে পারেন না এবং কাজ ভালোভাবে না শিখেই লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দ্যাখেন কোর্সটি তাদের জন্য নয় । যারা আসলেই ভালোভাবে নিজেকে কাজ শেখার মাধ্যমে ডেভেলপ করে তারপর ফ্রিল্যান্সিং এ আসার মন মানসিকতা আছে, কোর্সটি শুধুমাত্র তাদের জন্য ।
তবে আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন। আপনার আসনটি বুকিং দিতে এখনি কল করুন হ্যালোতে ০১৭৯৩১৪৬৫০৯ । অথবা কল করে চলে আসুন আমাদের অফিসে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি চলছে, লিমিটেড সিট ।
ব্যাচ ১৫ এবং ১.১৫ এর ভর্তি আগামি ২৮.১১.২০১৪ তারিখ পর্যন্ত চলবে।
ভর্তি ও বিস্তারিত জানতে কল করুন হটলাইনেঃ 01793 146 509
ভর্তি ও বিস্তারিত জানতে কল করুন হটলাইনেঃ 01793 146 509
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'সফট টেক আইটি ইন্সটিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি সফটটেক আইটি ইনস্টিটিউট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সফটটেক-আইটির অঙ্গপ্রতিষ্ঠান "সফটটেক-আইটি ইনস্টিটিউট"। সফটটেক-আইটি ইনস্টিটিউট উত্তরায় দক্ষ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন ধরণের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উপর প্রশিক্ষণ দিচ্ছে। বিস্তারিত-http://www.institute.softtech-it.com , https://www.facebook.com/softtechitinstitute/ * সার্টিফাইড প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট, * রেসপনসিভ ওয়েব ডিজাইন, * এডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, * সার্টিফাইড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, * প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, *...