বাংলাদেশের মানুষকে অনলাইন শপিং সম্পর্কে পজেটিভ ধারণা দিতে, সচেতনতা সৃষ্টি ও অনলাইন কেনাকাটায় আগ্রহী করতে ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইট প্রিয়শপ ডটকম (PriyoShop.com)। ‘প্রিয়শপ ডটকম ব্লগিং প্রতিযোগিতা’ শীর্ষক এই প্রতিযোগিতায় ঘরে কিংবা কর্মস্থলে বসে অনলাইনে কেনাকাটার উপর যেকোন লেখা লিখে পুরস্কার হিসেবে সঙ্গীসহ থাইল্যান্ডে ৪ রাত দিন ঘুরে আসার সুযোগ দিচ্ছে সাইটটি। এছাড়া স্মার্টফোন, ট্যাবলেটসহ সেরা ২০ লেখকের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
প্রিয় পাঠক আপনারা জানেন, দেশে ই-কমার্স ওয়েবসাইটের পরিমাণ বাড়ছে। কিন্তু এখনও ততোটা জনপ্রিয় হয়ে উঠেনি অনলাইনে কেনাকাটার এই মাধ্যমটি। অনলাইন পেমেন্ট, আর্থিক নিরাপত্তা, বিশ্বস্থতার অভাবসহ নানা কারণে এখনও মানুষ অনলাইনে কেনাকাটা করতে ততোটা আগ্রহী নয়। কিন্তু প্রকৃতপক্ষে যারা ব্যবসায় করছেন তারা গ্রাহকদের এসব স্বার্থ মেনেই করছেন। আর এই বিষয়টি সাধারণ মানুষকে বোঝাতে ও ভোগান্তি ছাড়াই অনলাইনে কেনাকাটার প্রতি আগ্রহী করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে প্রিয়শপ ডটকম (PriyoShop.com)।
ঘরে কিংবা কর্মস্থলে বসেই অনলাইনে কেনাকাটার উপর যেকোন লেখা লিখতে হবে যাতে মানুষ অনলাইন শপিং সম্পর্কে পজিটিভ ধারণা পায় বা আগ্রহ সৃষ্টি হয়।
বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে কিছু টপিক উল্লেখ করা হলো যা নিয়ে লিখতে পারেন :
এই আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), দেশের স্বনামধন্য তথ্যপ্রযুক্তি সেবাদাতা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ডেভসটিম লিমিটেড ও অনলাইনে দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সম্প্রতি চালু হওয়া পোর্টাল পরামর্শ ডটকম।
আপনারা যারা অনলাইন বা ই-কমার্সে নতুন তাদের জন্য প্রিয়শপ ডটকম সম্পর্কে একটু বলে দেওয়ায় ভালো। অনলাইন শপিং সেবা নিয়ে ২০১৩ সালে পূর্ণরূপে যাত্রা শুরু করে অনলাইন শপিং সাইট “প্রিয়শপ ডটকম”। ২০১৩ সালে ফেব্রুয়ারি মাসের ০৭ তারিখে রাজধানীতে অনুষ্ঠিত ই-বাণিজ্য মেলা প্রাঙ্গণে সাইটটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন।
অনলাইন শপিং-এর ভিন্ন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে প্রিয়শপ ডটকম যাত্রা শুরু করে। শপিংকে কিভাবে আরো সহজ, নিরাপদ এবং আনন্দদায়ক করা যায় এই নিয়ে কাজ করছে প্রিয়শপ ডটকম। তরুণ উদ্যোক্তা ও স্পেন্ডর আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন-এর আরো একটি যুগোপযোগী উদ্যোগ প্রিয়শপ ডটকম।
প্রিয় সকল ডিল, ব্র্যান্ড ও প্রোডাক্ট নিয়ে সাজানো হয়েছে প্রিয়শপ ডটকম। মূলত জনপ্রিয় পণ্য ও সেবা আকর্ষনীয় ছাড়ে ক্রেতার নাগালে পৌঁছে দে্ওয়াই প্রিয়শপ ডটকমের প্রধান কাজ। ক্রেতাদের দোরগোড়ায় মানসম্মত সহজলভ্য পণ্য ও সেবা সহজেই পোঁছে দেয়ায় আমাদের লক্ষ্য। আমরা দেশের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পণ্য সরবারহ করি। প্রিয়শপ ডটকমের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বিলাসবহুল পণ্যও ক্রয় করতে পারবেন। বিশেষ ছাড়ে প্রিয়শপ ডটকমে ছেলে-মেয়ের ড্রেস, টি-শার্ট, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, ফ্যাশন প্রোডাক্ট, প্রসাধনী, ম্যানিব্যাগ, মগ, জুয়েলারী, বিউটি পার্লার সেবা, ট্রাবেল প্যাকেজ, ঐতিহ্যবাহী খাবার, অভিজাত রেস্তোরাঁর সেবা, বিভিন্ন উৎসবের গিফট আইটেম, অ্যান্টি ভাইরাস, জুতা এবং বিভিন্ন সেবা পাওয়া যাবে। আমরা চেষ্টা করছি যেন একজন মানুষের যতরকম পণ্য প্রয়োজন হয় সকল পণ্যের ক্যাটেগরি অনুযায়ী সাজিয়ে ক্রেতাদের কাছে উপস্থাপন করা যায়।
রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ই-স্টোর সুবিধা। যেখানে একটি কোম্পানি নিজ লোগোসহ একটি অনলাইন স্টোর পাবে। নিজের প্রোডাক্ট নিজে আপলোড, অর্ডার ব্যবস্থাপনাসহ ডিজিটাল মার্কেটিং করার সুযোগ রয়েছে।
প্রিয়শপ ডটকম হতে পণ্য ক্রয়ের জন্য প্রথমে নিবন্ধন করতে হবে। তারপর শুধুমাত্র ব্লাউজ ও মাউসের ক্লিকের মাধ্যমেই পণ্য কেনা যাবে। সহজে পণ্য ক্রয়ের সুবিধার্থে ফোন অর্ডার গ্রহণ করা হচ্ছে। আমরা ইউজার সার্ভিসকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। তাই আমরা নির্দিষ্ট টিমের মাধ্যমে ইউজার সেবা প্রদান করছি।
আমরা ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, নেক্সাস কার্ড, কিউ-ক্যাশ এবং বিকাশসহ আন্তর্জাতিক ভিসা ও মাস্টার কার্ড ব্যবহারের মাধ্যমে পণ্য ক্রয়ের সুযোগ দিচ্ছি। আমরা ক্রেডিট কার্ডের কোন ডেটা স্টোর করে রাখি না, অনলাইন ট্রানজেকশন হয় সব ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। তাই অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রিয়শপ ডটকম থেকে কেনা সম্পূর্ণ নিরাপদ। এছাড়া রয়েছে ‘ক্যাশ অন ডেলিভারি’ এবং নেট ব্যাংকিং-এর সুবিধা।
প্রিয়শপ ডটকম হতে যত পণ্য কিনুন, যেখান থেকেই কিনুন না কেন ডেলিভারি চার্জ মাত্র ৪০ টাকা। ঢাকার মধ্যে পণ্য সরবারহের জন্য আমাদের নিজস্ব ইন-হাউজ ডেলিভারি ম্যান রয়েছে। এছাড়া সারা দেশে পণ্য সরবারহের ক্ষেত্রে বর্তমানে প্রথমসারির কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য সরবারহ করা হয়। বাংলাদেশের যে কোন অঞ্চল হতে আপনি অনলাইনে অর্ডার প্রদান করার দ্রুততম সময়ের মধ্যে পণ্য পৌছে যাবে আপনার ঠিকানায়।
আরো একটি ইউনিক ফিচার হলো নিজের মতো করে প্যাকেজ সাজানো। আপনি আপনার নিজের মতো করে আপনার প্রিয় জিনিসের জন্য অর্ডার দিতে পারেন। এছাড়া আপনার গিফট আইটের জন্য গিফট প্যাকেজিং করার সুযোগ রয়েছে।
প্রিয়শপ ডটকমের মাধ্যমে দিতে পারেন আপনার প্রিয়জনকে সারপ্রাইজ। বিভিন্ন সময়ে বিভিন্ন ডিল কিংবা উপহার সামগ্রি গিফট করার মাধ্যমে আপনি বার্থ ডে, বিবাহ বার্ষিকী কিংবা বিভিন্ন উৎসবে সারপ্রাইজ দিতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনার অনুভূতি।
যোগাযোগ: হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট: ০১৭৮৮-৫৯০৭২৭
আমি নাছির উদ্দিন শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LateNightBirds এর ফাউন্ডার। :) DevsTeam এর কো-ফাউন্ডার। আমাকে ফেইসবুক (fb.com/NasirUShamim) অথবা টুইটারে (@n_shamim) ফলো করতে পারেন। :)
অনেক ভালো একটা উদ্যোগ। আমি নিজেও জীবনের প্রথম অনলাইন শপিং করেছি প্রিয়শপ থেকে। আমি আগ্রহী এই প্রতিযোগীতায় অংশ নিতে। লিখতে চাই বাংলাদেশে ই-কমার্সের সম্ভাবনা এবং একটি প্রিয়শপ রিভিউ।