বিশ্বকাপ ফুটবলের প্রথম দিন থেকে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কমজগৎ ডট কম এর পরিচালনায় ও ই-সুফিয়ানা এর সৌজন্যে শুরু হয়েছে দেশের সর্ব বৃহৎ বিশ্বকাপ ফুটবল অনলাইন কুইজ প্রতিযোগিতা। ব্যবস্থাপনায় BLACK iz WEBs। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী যে কেউ প্রতিদিন জিতে নিতে পারে আকর্ষনীয় সব পুরস্কার।
সর্বোচ্চ সঠিক উ্ওরদাতার মধ্যে থেকে প্রতিদিন প্রথম ৫ জনের জন্য থাকছে ৩০০ টাকার মোবাইল রিসার্চ ,তাড়াও প্রতি সপ্তাহে সর্বোচ্চ সঠিক উ্ওরদাতার মধ্যে থেকে প্রথম ৬ জনের জন্য রয়েছে জার্সি ও পেন-ড্রাইভ! দ্বিতীয় রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত সর্বোচ্চ সঠিক উ্ওরদাতা তিন জনের জন্য রয়েছে মূল্যবান পুরস্কার। এখানে ক্লিক করুন এবং অংশগ্রহন করুন দেশের সর্ববৃহৎ ফুটবল অনলাইন কুইজে http://www.game.comjagat.com।
প্রতিটি খেলা শুরু হওয়ার আগেই অনুমানের ভিত্তিতে উত্তর দেওয়ার মাধ্যমে কুইজে অংশগ্রহন করতে হবে। শুধুমাত্র একটি মেইল এবং একটি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি কুইজে অংশগ্রহন করতে পারবেন। কোন প্রকার রেজিস্ট্রেশন এর ঝামেলা নেই। অংশগ্রহন করার সময় আপনি যেই মোবাইল নাম্বার প্রধান করবেন তাতেই আপনাকে পুরস্কারের টাকা প্রধান করা হবে। প্রতিদিন খেলা শেষে সর্বোচ্চ সঠিক উওরদাতা অনুসারে ছয় জন বিজয়ীর নাম ঘোষনা করা হবে এবং প্রথম পাঁচ জনকে পুরস্কৃত করে হবে।
প্রতিদিন খেলা শেষে সর্বোচ্চ সঠিক উওর দাতা প্রথম পাঁচ জনকে যথাক্রমে প্রথম বিজয়ীর জন্য ১০০ টাকা, বাকি ৪ জনের জন্য রয়েছে ৫০ টাকা করে। প্রতি পর্ব শেষে সকলেই সঠিক উত্তরের ভিত্তিতে নির্দিস্ট পয়েন্ট পাবে এবং সকলেরই পয়েন্ট লিডার বোর্ডে লিস্ট আঁকারে ধারাবাহিক ভাবে থাকবে। একই ইমেইল দিয়ে অংশগ্রহন করা প্রতিটি কুইজের পয়েন্ট যোগ হবে।
সপ্তাহ শেষে সর্বোচ্চ পয়েন্ট অধিকারী প্রথম ৬ জনের জন্য থাকছে আকর্ষনীয় জার্সি এবং পেন-ড্রাইভ। উল্লেক্ষ্য পুরস্কার প্রেস কনফারেন্স এর মাধ্যমে দেওয়া হবে। এতে প্রতিযোগী সশরীরে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করে খেলার শেষ পর্যন্ত সর্বোচ্চ স্কোর সংগ্রহকারী প্রথম তিন জনের জন্য থাকছে মূল্যবান পুরস্কার। যথাক্রমে প্রথম জনের জন্য থাকছে ট্যাব,দ্বিতীয়া জনের জন্য থাকছে স্মার্ট ফোন,তৃতীয় জনের জন্য থাকছে ডিজিটাল ক্যামেরা।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ব্ল্যাক-ইজ-আইটি ইন্সটিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.
ধন্যবাদ শেয়ার করার জন্য।