বিশেষ অফারে প্রফেশনালদের সাথে ওয়েব ডিজাইন এবং এসইও শেখার সুযোগ!

তথ্যপ্রযুক্তি বা ফ্রিল্যান্সিং এ যারা ক্যারিয়ার গড়তে চান তাদের অনেকেই বেছে নেন ওয়েব সম্পৃক্ত বিভিন্ন পেশা। যেমন এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং। আবার এমনও দেখা যায়, ওয়েবে ক্যারিয়ায় গড়তে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও তেমন অগ্রসর হতে পারছেন না শুধু সঠিক গাইড লাইনের অভাবে। একজন ভালো ওয়েব ডেভেলপার/ডিজাইনার হতে আপনাকে এইচটিএমএল, এক্সএমএল, জাভা, জাভাস্ক্রিপ্ট, ড্রিমউইভার প্রভৃতি জানতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তেমন প্রয়োজন পরে না তবে অবশ্যই কম্পিউটার এবং নেট ব্রাউজিং এর উপর সাধারন জ্ঞ্যান থাকতে হবে। ভালো ওয়েব ডেভেলপারের চাহিদা বিশ্বব্যাপী রয়েছে। বর্তমানে আমাদের দেশেই রয়েছে ওয়েব ডেভেলপারদের বেশ চাহিদা। আপনি যদি একজন প্রফেসনাল ওয়েব ডেভেলপার হতে চান তবে বিশেষ ছাড়ে BLACK iz IT Institute কতৃক আয়োজিত এই “ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স" টি নির্ধিধায় বেছে নিতে পারেন। এছাড়াও আপনি বিশেষ ছাড়ে অংশগ্রহন করতে পারেন আমাদের “ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্স”এ।

Creative Advance SEO Course সম্পর্কে আরও কিছু তথ্যঃ

ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স" এ রেজিস্ট্রেসন করতে এখানে ক্লিক করুন এবং “ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্স” করতে এখানে ক্লিক করুন!

ক্রিয়েটিভ অ্যাডভান্স অ্যাডভান্স এসইও কোর্স-এ অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সঃ

বর্তমান যুগের অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডিজাইনিং। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ডিজাইনের মাধ্যমে নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে আজ প্রফেশনাল ওয়েব ডিজাইনাররা। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। ক্রেটিভ ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট কোর্সে অনলাইন থেকে রেজিস্টার করুন!

ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সটি তে যা যা থাকছেঃ

  • সাদা পেজ থেকে এইচ.টি.এম.এল কোডের মাধ্যমে সাইট তৈরি।
  • সি.এস.এস. ডিজাইন এবং এডিট করা।
  • জাভা, জে-কুয়ারি, বা জে-এসএস এর ব্যবহার।
  • জেপিজি টু এইচটিএমএল।
  • ড্রিম-ওয়াভারের মাধ্যমে সাইট ডিজাইন।
  • টেম্পলেট/থিম এডিটিং এবং ডিজাইনিং।
  • ড্রপ-ডাউন মেনু এবং স্লাইড তৈরি করা।
  • বিভিন্ন প্রকার সিএমএস সেটাআপ/ইন্সটল।
  • ডোমেইন প্যানেল পরিচিতি।
  • সি-প্যানেল এবং ওয়েব-হোস্ট ম্যানেজার কন্ট্রল।
  • ওয়ার্ড-প্রেস সেট-আপ, থিম সেট-আপ।
  • ওয়ার্ড-প্রেস কাস্টমাইজেশন।
  • পিকচার/ছবি ইডিটিং করা।
  • ভিবিন্ন ভাষায় ওয়েব-সাইট রুপান্তর করা।

ওয়েব ডিজাইনিং-এ অংশগ্রহণকারীরা সাথে যা যা পাচ্ছেনঃ

  • প্রতিদিনের লেকচার সীট। (সম্পুর্ন ফ্রী)
  • কিছু ভিডিও টিউটিরিয়াল। (পেন ড্রাইভে)
  • রিয়াল প্রজেক্টে অংশগ্রহণের সুবিধা।
  • সকল ক্লাসের ভিডিও স্ট্রিমিং ।
  • একটি টি সার্ট। (সীমিত পরিমান)
  • প্রেক্টিকালের জন্য ল্যাব ফেসালিটি।
  • এক কালীন মুল্য পরিশোধের ক্ষেত্রে ১০০০টাকা ছাড়!

রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণ ফিঃ

  • রেজিস্ট্রেশন ফিঃ ১০০০টকা।
  • কোর্স ফিঃ ৭০০০ টাকা।
  • ক্লাসের সংখ্যাঃ ২৪ থেকে ২৮ (৩ মাস)।
  • ক্লাশের শিডিউলঃ শুক্রবার এবং শনিবার
  • আসন সংখ্যাঃ ১০ জন (প্রতি ব্যাচে)।

এককালীন মুল্য কোর্স ফি (৭০০০ টাকা) পরিশোধের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি (১০০০ টাকা) ছাড় দেওয়া হবে!

web
ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স" তে জয়েন করতে চাইলে এখানে ক্লিক করে অনলাইনে রেজিস্ট্রেসন করুন!

SEO Course from Bangladesh

ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্সঃ

বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে (odesk.com, freelancer.com ইত্যাদি)ভিজিট করলে দেখা যায়, এসইওর কাজ সবচাইতে বেশি। আর এসইও এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে তা আমাদের সকলেরই কম বেশী জানা আছে। আরও মজার হচ্ছে অনলাইন জুরে শুধুমাত্র SEO এর কাজই ৬৫% থেকে ৭০%। বাংলাদেশে বা লোকাল মার্কেটেও রয়েছে এসইও অ্যাডভাইজারের এর চাহিদা। শুধু তাই নয় এই চাহিদা দিগুন-তিনগুন আকারে বারছে। বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা অদৃশ্য লড়াই। গুগুলে বা অন্নান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিজের সাইট কে উঠিয়ে আনার লড়াই। আর এই লড়াই এ জিততে প্রতিটি সাইটের মালিক নিজে অথবা এক বা একাধিক এসইও অ্যাডভান্স এর মাধ্যমে প্রতিনিয়তই এসইও করে যাচ্ছে।

শুধু মাত্র এই মাসের (এপ্রিল) জন্য “ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্স“-এ অংশগ্রহণ করলে ১,০০০ টাকা ছাড় পাবে অর্থাৎ শুধুমাত্র ৫,০০০ টাকায় আমাদের “ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্স”-টিতে অংশগ্রহন করতে পারবেন। BLACK iz IT Institute-এর প্রতিটি ট্রেনিং বা কোর্স নিজের্স বই এবং সিলেবাস অনুসরণ করে করান হয়। ফলে “Creative Advance SEO Course“-এ অংশ গ্রহনকারী প্রত্যেকেই সম্পুর্ন ফ্রিতেই প্রতিটি ক্লাস ভিডিও আঁকারে দেওয়া হবে এবং প্রত্যেককে একটি টি-শার্ট প্রদান করা হবে। এছাড়াও সকলের জন্য থাকছে BLACK iz IT Institute-এর নিজস্ব বই এবং প্রয়োজনীয় নোট/শীট এবং এছাড়া আরও অনেক সুযোগ সুবিধাতো থাকছেই। (শুধুমাত্র প্রথম দুটি ব্যচের জন্যেই এই অফারটি প্রযোজ্য।) এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন!

ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্সতে যা যা থাকছেঃ

  • এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
  • কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
  • অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
  • মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
  • কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।
  • সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং
  • ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।
  • অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
  • সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।
  • ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।
  • আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
  • লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।
  • বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক।
  • পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)।
  • ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
  • ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
  • এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
  • সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
  • গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি ।
  • ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
  • অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।
  • Odesk, freelancer, Elance-এর উপর বিশেষ ক্লাশ।
  • এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়।
  • Pyramid Linking, Spider Link
  • WEB 2.0 সহ এসইও এর প্রায় সকল অত্যাধুনিক টেকনিকতো থাকছেই।

Creative Advance SEO Course -টিতে অংশগ্রহনকারীদের জন্য আরও যে সকল সুযোগ সুবিধা থাকছেঃ

  • বইঃ SEO এর উপর লিখা আমাদের নিজেদের একটি বই “Advanced Web Matrices, the art of SEO”। (মুল্য ১২০টাকা)
  • ভিডিওঃ প্রতিটি ক্লাসের ভিডিও অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে আরকাইভ আঁকারে প্রদান করা হবে।
  • অন্নান্যঃ প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল। প্রয়োজনীয় সকল সফটওয়্যার।
  • নোটঃ প্রয়োজনীয় ক্লাসের লেকচার শীট নোট আঁকারে দেওয়া হবে।
  • ছাড়ঃ ১,০০০ টাকা ছাড়-এ শুধুমাত্র ৫,০০০ টাকায় অংশ গ্রহনের সুবিধা!
  • টি-শার্টঃ অংশগ্রহনকারী প্রত্যেকের জন্যই থাকছে এক করে টি-শার্ট।
  • কম্পিউটার ল্যাবঃ প্রক্টিক্যাল ক্লাস লাইভ প্রজেক্টের মাধ্যমে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে দেখানো হবে।
  • ক্লাস রুমঃ প্রতিটি ক্লাসে প্রজেক্টর এবং ওয়াইট বোর্ড এর সাহায্য নেওয়া হবে।

Creative Advance SEO Course সম্পর্কে আরও কিছু তথ্যঃ

  • মোট ক্লাস সংখ্যাঃ ১৮টি। (২.৫ মাস)।
  • ক্লাসের দিনঃ প্রতি শুক্রবার-শনিবার ক্লাস।
  • ক্লাসের সময়ঃ সকাল ১১:০০ এবং দুপুর ৪:৩০
  • মোট আসন সংখ্যাঃ ১০ জন। (প্রতি ব্যাচে)

Creative Advance SEO Course

ক্রিয়েটিভ অ্যাডভান্স অ্যাডভান্স এসইও কোর্স-এ অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

 Creative Advance SEO Course -টিতে অংশগ্রহনকারীদের জন্য আরও যে সকল সুযোগ সুবিধা থাকছেঃ বইঃ SEO এর উপর লিখা আমাদের নিজেদের একটি বই “Advanced Web Matrices, the art of SEO

BLACK iz IT institute যোগাযগের ঠিকানাঃ

ঠিকানাঃ ১নং বিল্ডিং , লেক সার্কাস(২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান,
বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭ – বাংলাদেশ

ফোন: ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮,
০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১

 ফ্রিল্যান্সিং কোর্সে রেজিস্ট্রেসন করতে ক্লিক করুণ! অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, ফটো এডিটিং ট্রেনিং!!

আমাদের অন্নান্য আউটসোর্সিং কোর্স সমুহঃ

 Creative Advance SEO Course -টিতে অংশগ্রহনকারীদের জন্য আরও যে সকল সুযোগ সুবিধা থাকছেঃ     বইঃ SEO এর উপর লিখা আমাদের নিজেদের একটি বই “Advanced Web Matrices, the art of SEO

SEO Course Bangladesh

BLACK iz IT Institute ফেসবুক পেইজঃ https://www.facebook.com/blackizitinst

BLACK iz IT Institute ফেসবুক গ্রুপঃ http://www.facebook.com/groups/blackiz.itinstitute/

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz IT Institute '
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for share