আসসালামু আলাইকুম,
বিস্ময়.কম এর পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা ।
বর্তমানে সবাই জানে যে অনলাইনে টাকা উপার্জন করা যায়। কিন্তু আসলে গুটি কয়েক জন ছাড়া সবাই শুধু শুনেই যাচ্ছে। কেউ আর টাকার মুখ দেখতে পারছে না। কারন টাকা উপার্জন করতে হলে যে আপনাকে অনেক ভালো কাজ জানতে হবে। অথবা ওয়েব সাইট থাকতে হবে। কিন্তু আমরা কয়জনই বা কাজ জানি অথবা কয়জনের বা ওয়েবসাইট আছে। তাই আমরা সবসময় জানতে চাই কিভাবে খুব সহজেই টাকা উপার্জন করা যায় । কিন্তু বসে বসে টাকা কামানোর চিন্তা করে তো লাভ নেই । কারন কেউ আপনাকে কাজ ছাড়া একটি পয়সাও দিবে না।
কাজ করেও যারা আয় করতে না পেরে যারা হতাশ হয়ে আয়ের আশা হারিয়ে ফেলেছেন তাদেরকে বলছি এবার আপনি সত্যিই আয় করতে পারবেন। আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি সবচেয়ে কম পরিশ্রম বা কাজ করেই আপনি টাকা উপার্জন করতে পারবেন। এজন্য আপনার ইংরেজি জানা বাধ্যতামূলক হতে হবে তারও কোন প্রয়োজন নেই। তবে বাংলা লেখা অবশ্যই জানতে হবে।আপনি বাংলায় প্রশ্ন ও উত্তর করে টাকা আয় করতে পারবে।
Bissoy Answers আপনাদের জন্য টাকা আয় করার একটি পথ তৈরি করেছে। Bissoy Answers তাদের আয়কৃত টাকার ৫০% শেয়ার ব্যবহারকারী সদস্যদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে Bissoy Answers মাসে যে টাকা আয় করবে তার ৫০% টাকা ব্যবহারকারী সদস্যদের মাঝে বন্টন করে দিবে।
Bissoy Answers যে সদস্যের টাকা পরিশোধ করে তার প্রমাণ এখানে পাবেন। জানুয়ারি ২০১৪, ফেব্রুয়ারি ২০১৪, মার্চ ২০১৪
Bissoy Answer মানসম্মত এবং সম্পূর্ন প্রশ্ন-উত্তর ভিত্তিক প্ল্যাটফর্ম এখানে আপনি যে কোন প্রশ্ন করে উত্তর নিতে পারবেন এবং কোন প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে তা প্রদান করতে পারবেন।এই সময় পর্যন্ত এখানে ৫৬৫৯৫ টি প্রশ্ন ৫৬৪৮১ টি উত্তর আছে। অবশ্যই আপনার ভালো লাগবে।
মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া হাদিসগুলোকে বিভাগ অনুযায়ী সাজাতে চেষ্টা করেছি। এতে খুব সহজেই বিভাগ অনুযায়ী যত হাদিস আছে তা একত্রে পাওয়া যাবে। আপনি যদি ঘুম সম্পর্কে হাদিসগুলো পড়তে চান তাহলে বিভাগসমূহের মধ্যে ঘুম এ ক্লিক করুন ঘুম সম্পর্কিত সব হাদিস চলে আসবে। আপনি এখানে সার্চ করেও পড়তে পারবেন। যেমন আপনি যদি কালোজিরা সম্পর্কিত হাদিসটি পেতে চান তাহলে সার্চ বক্সে কালোজিরা লিখে সার্চ দিলেই হাদিসগুলো চলে আসবে। আপনারা এই সাইটের হাদিসগুলোকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন।
এই সাইট আমরা বিখ্যাত মনীষীদের গুরুত্বপূর্ণ কথা বা বাণীগুলো দিয়ে সাজিয়েছি। আপনারা এখান থেকে খুব সহজেই বানীগুলো পড়তে ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।
এই সাইট এ বাংলাদেশী ওয়েব সাইট এর লিংক সমুহ দেয়া আছে। এখান থেকে বাংলাদেশের যে কোন সাইট আপনি দেখতে পারবেন। আপনার যদি কোন ওয়েবসাইট থাকে তার লিংক আপনি এখানে যুক্ত করতে পারবেন।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'বিশ্বয় ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল লাগলো এটা দেখে যে বাংলা সাইটেও প্রশ্নোত্তরের জন্য টাকা দিচ্ছে। এর আগে ইংরেজী সাইটে এই ধরণের সুবিধা দিতে দেখেছি-
http://www.tutorialsbangla.com/2016/03/chatabout-is-a-good-profit-sharing-site.html