যেকোন পরিসংখ্যান অনুযায়ি এ মুহুর্তে দেশের সেরা আইটি ট্রেনিং প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এ প্রতিষ্ঠান হতে কোর্স করে শুরু করুন প্রফেশনাল ক্যারিয়ার।
➡ (অনলাইনে কোর্সের বিস্তারিতঃ creativeit-inst.com/online_training.php )
স্মার্টফোন, ট্যাবলেটের মতো বহনযোগ্য ডিভাইসের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতে জনপ্রিয় হচ্ছে নানা ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন। দেশে এখন শতাধিক অ্যাপস ডেভেলপার প্রতিষ্ঠান রয়েছে। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের বিলিয়ন ডলারের বিশাল বাজারের প্রায় ৬৬ শতাংশ কাজই হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে।
ইল্যান্স এবং ওডেস্কের জব ট্রেন্ড বিশ্লেষণ করে দেখা যায়, একজন ওয়েব ডিজাইনার কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজার যেখানে গড়ে ১০ থেকে ১২ ডলার মূল্যে প্রতি ঘণ্টা কাজ করেন, সেখানে একজন অ্যাপ্লিকেশন ডেভেলপারের ঘণ্টাপ্রতি গড় আয় ২৫ থেকে ৫০ ডলার।
জাভা প্রোগ্রামিংয়ে মোটামুটি দক্ষতা থাকলে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট হতেই শুরু করুন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স।
যাদের সৃজনশীল কিছু করার দিকে ঝোক আছে, তারা গ্রাফিকস শিখেই অনলাইন হতে প্রচুর কাজ পেতে পারেন। গ্রাফিকসের কাজের জন্য অনলাইনে রয়েছে বিশাল বড় এক জগত। অনলাইনে গ্রাফিকস সম্পর্কিত কাজ এবং এ সম্পর্কিত কাজ করার মার্কেটপ্লেসগুলো সম্পর্কে জানা যাবে এমন একটি পোস্টের লিংক দিচ্ছি। অনলাইনে গ্রাফিকস সম্পর্কিত কাজের ক্ষেত্রগুলো জানা যাবে লিংকটিতে গেলেঃ https://www.techtunes.io/graphics-designing/tune-id/250665
বাংলাদেশে যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করে তাদের মধ্যে বড় একটি অংশ এসইও এর মাধ্যমে আয় করে। এর কারণ হচ্ছে সাধারণত যাদের কম্পিউটার সম্পর্কে সাধারন ধারনা আছে, ইংরেজীতে মোটামুটি পারদর্শী, ওয়েবসাইট ভিজিট করতে স্বাচ্ছন্দ বোধ করেন তারা অতি সহজে এসইও এর কাজে পারদর্শী হতে পারেন। এসইও জানা থাকলে কাজ করা যায় ১০টি সহজ উপায়ে।
এসইও সম্পর্কিত কোর্স করলে যে ১০ টি উপায়ে অনলাইনে ক্যারিয়ার গড়া সম্ভব, সেটি জানা যাবে টেকটিউনসের একটি পোস্ট থেকে।
https://www.techtunes.io/seo/tune-id/270543
সফল ওয়েব প্রোগ্রামারদের মধ্যে ৮৫% এর কম্পিউটার সায়েন্সের ব্যকগ্রাউন্ড নেই। সুতরাং আপনার জন্যও ওয়েবডেভেলপার হওয়ার সুযোগ রয়েছে। খুবই সম্মানজনক একটি পেশা গড়া যায় ওয়েবডিজাইন শিখে। জনপ্রিয় মার্কেটপ্লেসগুলোর হিসেব অনুযায়ি দেখা যায়, একজন গ্রাফিকস ডিজাইনার কিংবা এসইও এক্সপার্টের প্রতি ঘন্টা কাজের রেট ৫-১০ ডলার, কিন্তু একজন ওয়েবডেভেলপমেন্টে কাজ জানা ব্যক্তির কাজের রেট ঘন্টাতে ১০-৩০ ডলার।
এ মুহুর্তে দেশ থেকে সম্প্রচারিত টিভি চ্যানেলের সংখ্যা ১৮-২০টি এবং নতুন অনুমোদন পেয়েছে আরও ১১টি, এর সঙ্গে প্রায় ৬০০টি রিয়েল এস্টেট কোম্পানিসহ ঢাকা ও বড় শহরগুলোতে রয়েছে অসংখ্য মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস। এসব টিভি চ্যানেল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রয়োজন রয়েছে আর্কিটেকচারাল ভিজ্যুয়ালাইজেশন, অ্যানিমেশন ও ইন্টেরিয়র ডিজাইন জানা প্রচুর দক্ষ জনবলের।
ক্রিয়েটিভ আইটিতে কোর্স করে হয়ে উঠুন প্রফেশনাল আর্কিটেকচারাল ভিজিউলাইজেশন।
অনলাইনে কাজের জন্য প্রথম যোগ্যতা হচ্ছে ইংরেজীতে যোগাযোগ করতে পারা। আমাদের দেশের বেশিরভাগ কাজকরার মত যোগ্য ব্যক্তিরা অনলাইনে তাদের ক্যারিয়ার গড়তে ব্যর্থ হচ্ছে, শুধুমাত্র এ যোগ্যতা না থাকার কারনে। সেইসব ভুক্তভোগীদের কথা চিন্তা করে ক্রিয়েটিভ আইটিতে রয়েছে, কমিউনিটিভ ইংরেজী কোর্স।
ফেসবুক পেজঃ http://www.facebook.com/CreativeBangladesh
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Creative IT Institute'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি মোঃ ইকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 102 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে অনলাইন ব্রান্ড এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও গ্রাফিকস, ওয়েবডিজাইন এবং অ্যানিমেশন বিষয়েও প্রচুর কাজের অভিজ্ঞতা রয়েছে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। ব্লগিংটা নেশার কারনে করি। নিজের ব্লগের লিংকঃ http://genesisblogs.com/
অনলাইনে কি করে অংশ নিব? আর খরচ কেমন পড়বে?