বাংলাদেশের বস হোস্টিং! নির্ভরযোগ্য, বিশ্বস্ত ও সুপার হোস্টিং!! সুপার ফ্রেন্ডলী সাপোর্ট!! Daily/Weekly ব্যাকআপ!! ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি!! সাথে থাকছে শেয়ার্ড হোস্টিং এ ২৫% মূল্য ছাড়!! শুধু মাত্র HostClation হোস্টিং -এ

সবাইকে HostClation পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।  আপনাদের সহযোগিতায় এগিয়ে চলছে HostClation এবং আমাদের হোস্টিং সেবার আসল উদ্দেশ্য হচ্ছে সুলভ ও সাশ্রয়ী খরচে  মান সম্মত ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন সেবা এবং গ্রাহক পর্যায়ে সুপার ফ্রেন্ডলী সাপোর্ট দেওয়া।

২০০৯ সালে MiClation (Micro To Large Solution) নাম নিয়ে HostClation এর যাত্রা শুরু।  পরবর্তিতে ২০১২ সালে নতুন করে HostClation নাম দিয়ে শুরু হয়েছে আমাদের নতুন করে পথ চলা। এই সুদীর্ঘ পথচলায় সাথে থাকার জন্য নতুন পুরাতন সকল গ্রাহক এবং শুভাকাঙ্খীদের জন্য রইল HostClation এর পক্ষ থেকে অজস্র শুভেচ্ছা।

হোস্টিং সেবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট সাপোর্ট। বর্তমানে অনেককে দেখা যায় হোস্টিং সেবা নিয়ে প্রোভাইডারদের উপর বিরক্ত। সাপোর্ট নিয়ে ভোগান্তি। কারন লো কনফিগারেশনের সার্ভার, অতিরিক্ত ওভারসেলিং। আমরা ওভারসেলিং করিনা।  আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। আমরা কোন হোস্টিং রিসেলার, মাস্টার রিসেলার, আলফা রিসেলার থেকে ওয়েব হোস্টিং প্রোভাইড করিনা। আমরা আমাদের নিজস্ব ডেডিকেটেড সার্ভার এর মাধ্যমে হোস্টিং সেবা দিয়ে থাকি। যার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা সাপোর্ট এর আশায় বসে থাকতে হবে না মূল্যবান সময় নস্ট করে। আমরাই আপনাকে দিচ্ছি ফাস্ট সার্ভার, ফাস্ট সার্ভিস, ফাস্ট সাপোর্ট এর গ্যারান্টি।

জেনে নিন HostClation হোস্টিং এর কিছু গুরুত্বপূর্ণ ফিচার :

  • ক্লাউড লিনাক্স OS : বর্তমানে ওয়েব হোস্টিং এর জন্য বহুল ব্যাবহৃত অপারেটিং সিস্টেম, যা সার্ভারের স্ট্যাবিলিটি, পারফরমেন্স বৃদ্ধি করে এবং সিকিউরিটি কে আরো উন্নত করে।
  • Varnish Web Accelerator : আপনার ওয়েব অ্যাপলিকেশন কে আর দ্রুত করতে সহায়তা করবে।
  • Softaculous Auto Installer : এটার মাধ্যমে শুধু মাত্র কয়েকটা ক্লিক এ আপনি বিভিন্ন জনপ্রিয় CMS যেমন WordPress, Joomla, Drupal, OpenCart, PrestaShop, phpBB, SMF, MyBB, Magento মুহুর্তেই ইনস্টল করতে পারবেন।
  • Daily-Weekly Local/Remote Offsite Rsync Backup : এই ফিচারের জন্য আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। যদি ভুল করে আপনার ওয়েব সাইটের ডাটা মুছে ফেলেন, তার জন্য আপনাকে সব হারিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবেনা। এই ফিচারের মাধ্যমে আপনার ওয়েব সাইট রিস্টোর করতে পারবেন এবং আপনার সাইটের ডাটা থাকবে সুরক্ষিত এবং নিরাপদ।

বর্তমান অফার সমূহ :

Host Clation শেয়ার্ড হোস্টিং প্যাকেজ এ নিয়ে এল  ২৫% পর্যন্ত মূল্য ছাড়।  ডোমেইন সহ ১ বছরের যে কোন  শেয়ার্ড হোস্টিং প্যাকেজ কিনলেই পাচ্ছেন ২৫% ডিসকাউন্ট। এছাড়া প্রতিটা রিসেলার প্যাকেজ এর সাথে থাকছে ফ্রী ডোমেইন রিসেলার একাউন্ট। নিচে অফারের বিবরন ও মূল্য। বি:দ্র: নিচে উল্লেখিত মূল্যের জন্য কুপন কোড ব্যাবহার করতে হবে এবং সবগুলো প্যাকেজের মূল্য বাৎসরিক।

শেয়ার্ড হোস্টিং এ ২৫% ডিসকাউন্ট : Coupon Code 25OFF

১ জিবি ডিস্ক স্পেস এবং ১০ জিবি ব্যান্ডউইথ ৮৯৯ টাকা।
২ জিবি ডিস্ক স্পেস এবং ২০ জিবি ব্যান্ডউইথ ১৭২৫ টাকা।
৫ জিবি ডিস্ক স্পেস এবং ৫০ জিবি ব্যান্ডউইথ ৪১২৫ টাকা।
১০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০ জিবি ব্যান্ডউইথ ৭৪৯৯ টাকা।

রিসেলার হোস্টিং রেগুলার প্রাইজ:

৫ জিবি ডিস্ক স্পেস এবং ৫০ জিবি ব্যান্ডউইথ ৩৯৯৯ টাকা।
১০ জিবি ডিস্ক স্পেস এবং ১০০ জিবি ব্যান্ডউইথ ৬৯৯৯ টাকা।
২০ জিবি ডিস্ক স্পেস এবং ২০০ জিবি ব্যান্ডউইথ ১২৯৯৯ টাকা।

ডোমেইন প্রাইজ :

.com/.net/.org/.biz/.info ৮০০ টাকা (রেজিস্ট্রেশন/ রিনিউ/ ট্রান্সফার)। সাথে থাকছে ফুল ডোমেইন কন্ট্রোল প্যানেল।

অফারের শর্ত :

এই ডিসকাউন্ট অর্থাৎ উপরে উল্লেখিত মূল্য শূধু মাত্র প্রথম বছরের জন্য প্রযোজ্য হবে। পরের বছর থেকে রেগুলার প্রাইজ প্রযোজ্য হবে।  বিস্তারিত জানতে হটলাইন ০১৭৯৭ ৪৫৬ ৪৫৬ এ ফোন করুন।

সার্ভারের কনফিগারেশন ও ফিচার:

  • Intel Quad Core Xeon Processor
  • 32 GB Ram
  • Raid 10 Protected Disk
  • 1Gbps Port
  • Premium Bandwith
  • Cloud Linux Os
  • Varnish Web Accelerator
  • cPanel Hosting
  • Softaculous Auto Installer
  • Daily Backup Feture

আমাদের সেবা সমুহঃ

  • ওয়েব হোস্টিং
  • রিসেলার হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • ডোমেইন রিসেলার
  • ভিপিএস হোস্টিং
  • SSL সার্টিফিকেট

আপনি কেন HostClation কে বেছে নিবেন?

  • ২৪/৭  ইমেইল, টিকেট  সাপোর্ট ।
  • ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি।
  • ওভারসেলিং মুক্ত হোস্টিং সার্ভিস।
  • Fast, Reliable এবং Secure ওয়েব হোস্টিং।
  • ডেইলী ব্যাকআপ ফিচার
  • ওয়ান ক্লিক সফটওয়্যার ইনস্টলার ।
  • ফুল ডোমেইন কনট্রোল প্যানেল।
  • ৩০ দিনের মূল্য ফেরত গ্যারান্টি।
  • কোন লুকায়িত চার্জ নেই।

কিভাবে পেমেন্ট করবেন?

আমরা রেখেছি আপনার জন্য সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট মেথুড। যাতে আপনাকে বিল পরিশোধ করার জন্য ঝামেলা পোহাতে না হয়। আমরা অনলাইন অফলাইন দুই ধরনের পেমেন্ট নিয়ে থাকি। ব্যাংক ডিপোজিট/ট্রান্সফার (ব্র্যাক ব্যাংক),  মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, বিকাশ),  পেপাল, পেজা (এলার্টপে), স্ক্রীল (মানিবুকারস), ইন্টারন্যাশনাল ক্রেডিট/ডেবিট কার্ড এবং ক্যাশ পেমেন্ট। এছাড়া ঘরে বসেই আপনি ডাচবাংলা ও ব্র্যাক ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে আমাদের বিল পরিশোধ করতে পারবেন। বিস্তারিত

যোগাযোগ:

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'HostClation Hosting'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level New

আমি HostClation.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 77 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

২০০৯ সালে MiClation (Micro To Large Solution) নাম নিয়ে HostClation এর যাত্রা শুরু। পরবর্তিতে ২০১২ সালে নতুন করে HostClation নাম দিয়ে শুরু হয়েছে আমাদের নতুন করে পথ চলা। আমাদের হোস্টিং সেবার আসল উদ্দেশ্য হচ্ছে সুলভ ও সাশ্রয়ী খরচে মান সম্মত ওয়েব হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন সেবা এবং গ্রাহক পর্যায়ে এ সুপার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ………

ভাই মানি ব্যাক গ্যারান্টি , এই ব্যাপারে একটু বিস্তারিত বললে ভালো হয়। আপনারা কি ডোমেন এর টাকা ও ফেরত দিবেন? যদি তা না দিয়ে থাকেন, কিন্তু এই ব্যাপারে এখানে কিছুই লিখলেন না। তাহলে আমরা কি ধরে নিবো??

    @Munir Hasan:
    ধন্যবাদ। মানিব্যাক গ্যারান্টি শুধু মাত্র ওয়েব হোস্টিং এর জন্য। আরো বিস্তারিত জানতে ওয়েব সাইটের Terms of Service এর Moneyback Guarantee সেকশন টুকু পড়ে দেখুন।

Level 0

১ জিবি ডিস্ক স্পেস এবং ১০ জিবি ব্যান্ডউইথ packeg e কি একাধিক ডোমেন ব্যবহার এর সুবিধা আছে ?

    @shahinraj:
    ধন্যবাদ,
    টিউমেন্টের জন্য।
    আমাদের ১ জিবি ডিস্ক স্পেস এবং ১০ জিবি ব্যান্ডউইথ packeg এ একাধিক ডোমেন ব্যবহার এর সুবিধা আছে।
    বিস্তারিত,
    1 GB Disk Space
    10 GB Monthly Traffic
    Unlimited Addon Domain
    Unlimited Sub Domain
    Unlimited E-mail Accounts
    Unlimited ftp Accounts

Level 0

ভাই .. স্টুডেন্ট দের জন্যে প্যাকেজ দেন …. একটা ডোমেইন নিতাম

    @Gameb0y:
    আমাদের বেসিক একটা প্যাকেজ আছে। Yearly Price ৭০০ টাকা। এটা দেখতে পারেন।

    500 MB Disk Space
    5 GB Monthly Traffic
    5 Addon Domains

Level 0

আমার তো এখন কিনে ফেলতে ইচ্ছে করতে ছে । কিন্তু বাকি দিবে নাকি তা নিয়ে চিন্তা আছি 🙂

service গুল ভাল ।

vaLO

অনেক সময় সাইট পপুলার হএ গেলে বাংলাদেশি ডোমেইন মালিক রা সেই ডোমেইন নিয়ে জায় এবং নিজে ব্যবহার করতে থাকে । এ ব্যাপারে কি করা যায় ?

    @জায়েদ সিফাত:
    এর জন্য শুরুতেই আপনাকে সচেতন হতে হবে। আপনাকে এমন একটা কোম্পানী চয়েজ করতে হবে যাদের এই টাইপের রেকর্ড নাই। ডোমেইন এর ফুল কন্ট্রোল হাতে থাকলে, এটা হবে না। সব থেকে বড় কথা, এইসব কাজ যে সব কোম্পানী করে, অধিকাংশ সেইসব গ্রাহকের হাতে কোন প্রমান থাকে না। যেমন আপনি ডোমেইন কিনলে, সেইটার একটা ইনভয়েস থাকবে, আপনি পেমেন্ট করলে সেটার একটা ইনভয়েস থাকবে। আপনি যে ডোমেইন কিনছেন, সেইটার ডিটেইলস যাবে আপনার মেইল এ। কিন্তু অধিকাংশ সময় গ্রাহকরা দেখা যায়, এই সব কাজ গুলো সাধারনত মোবাইলে সেরে ফেলেন। যেমন, আমার একটা ডোমেইন লাগবে, বিকাশে টাকা দিচ্ছি আপনি দিয়া দেন। প্রোভাইডার আপনাকে তখন দেখা যাবে, সিপ্যানেল ইউজারনেম ও পাসওয়ার্ড় দিয়ে দেয়, আর গ্রাহক তখন বেজায় খুশি, সে ডোমেইন পাইছে বলে। সব থেকে বড় কথা, আপনি কোন পার্সোনাল লেনদেন করবেন না। সব থেকে ভালো হয়, ঐ কোম্পানীর নামে নিজস্ব ব্যংক একাউন্ট এ লেনদেন করা। আপনার হাতে ডোমেইন এর মালিকানার যথেস্ট প্রমান থাকলে মামলা করুন তথ্য প্রযুক্তি আইনে। ডোমেইন নিয়ে আমাদের একটা লেখা আছে, ইচ্ছা করলে পড়তে পারেন।
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/266483

অসংখ্যক ধন্যবাদ। সুন্দর একটি পোস্ট করার জন্য। আমার একটি ব্লগ সাইট আছে। ইংরাজীতে ব্লগ করা, ভিজিটর পার ডে প্রায় ৮০০ এর বেশী। পেইড ডোমেইন হিসাবে ফ্রি হোস্ট (বাইট হোস্টে) চালাচ্ছি। এখন সেখান হতে হোস্টিং দেশী পেইড হোস্টে নিতে চাই। আপনাদের কাছ হতে যদি হোস্ট নিই তাহলে পূর্বের হোস্ট হতে সাইটটি ট্রান্সপার করা যাবে কি?
এখানে আমাকে কি ধরনের হোস্ট নিলে ভাল হই।
২। আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি- এক ডোমেইন রেজি: প্রভাইডার হতে অন্য রেজি: প্রভাইডারে ডোমেইন ট্রান্সফার করতে কতদিন সময় লাগে?

    @ফেরী ওয়ালা:
    আমরা সিপ্যানেল টু সিপ্যানেল একাউন্ট ট্রান্সফার করি। আপনার কতটুকু স্পেস এবং ব্যান্ডউইথ লাগবে, সে অনুযায়ী প্যাকেজ নিতে পারেন। আর যদি আপনার সাইট বেশী সিপিউ/মেমোরি ব্যবহার করে, সেক্ষেত্রে ভিপিএস নিতে পারেন। আর ডোমেইন ট্রান্সফারের জন্য ম্যক্সিমাম ৭ দিন সময় লাগে, অবশ্য অধিকাংশ প্রোভাইডার ম্যক্সিমাম ৫ দিন সময় নেয়। আর যদি রেজিস্টার একই রেজিস্টার হয়, সেক্ষেতে ডোমেইন মুভ অথবা ইন্টারনাল ট্রান্সফার করতে হবে।

hmm!!!!!!!!!!!! valo laglo

১। আমার একটি ব্লগ সাইট আছে বাংলাতে। মূলত গুগলের ব্লগস্পট সাইটে রিডাইরেক্ট করা আছে। ভিজিটর পার ডে প্রায় ১০০০ এর বেশী। এখন সেটিকে হোস্ট সাইটে নিতে চাই। অপরদিকে আমার সাইট সবার জন্য উন্মুক্ত করতে চাই, যাতে রেজি: করে ব্লগ করা যায়। ইচ্ছা আছে আমার সাইটটি জনপ্রিয় করতে পারব এবং একটি বিজনেস প্লাটফর্মে দাড় করাব। যাইহোক এই মুহুর্তে ঠিক বুঝতে পারছিনা কোন হোস্টিং নিব। ভেবেছি প্রাথমিকভাবে শেয়ার্ড হিসাবে ২ জিবি সহ ২০ জিবির ব্যান্ডউইথ নিব। তাহলে কি আমার সাইটটি চালানো যাবে?
২। অনেকেই হয়ত বলবেন ভিপিএস নিতে। কিন্তু ভিপিএস এর যে দাম প্রতিমাসে ৩০ ডলার বেরিয়ে যাবে। যেহেতু আমি সেই মাপের লোক নই, পেশায় একজন ছাত্র। হ্যা ভিপিএস নেওয়া যখন সাইটটি অতি পপুলার হয়ে গেছে এবং সাইটটির মাধ্যমে অর্থ আসছে। SO, এই মুহুর্তে ভিপিএস ব্যতিত অন্য কোন ভাল পন্থা আছে কি? জানালে উপকৃত হই।
৩। একটি হোস্ট প্যাকেজে যদি ২ টা ডোমেইন অপারেট করা হয় তাহলে সাইট ২ টির তথ্য/ডাটাবেজ আলাদাভাবে ক্রিয়েট হবে??
৪। আপনারা ডোমেইন কোথা হতে দিচ্ছেন? এখান হতে ডোমেইন নিলে পরবতীর্তে অন্য কোথাও ট্রান্সপার করা যাবে কি?
৫। শেয়ার্ড হিসাবে সাইট কতটুকু ফাস্টেড হবে??

পরিশেষে আপনাদের হোস্ট সম্পর্কে ভাল রিভিউ/সাজেস্ট পেলে অবশ্যই হোস্ট নিব।

    @অচেনা পথিক:
    যতটুকু সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেস্টা করলাম,
    ১। আপনার সিপিও লিমিট যদি শেয়ার্ড হোস্টিং এর লিমিট প্রায় সময়ই ক্রস করে সে ক্ষেত্রে আপনাকে ভিপিএস/ডেডিকেটেড এ যেতে হবে। আর আপনি ব্লগ কাস্টমাইজেশনের মাধ্যমে নানাভাবে সিপিও ইউসেজ রিডিউস করতে পারবেন।
    ২। যেহেতু আপনি আগেই ভিপিএস এর চিন্তা করছেন, এবং বাজেট এর ব্যাপারে আবার চিন্তা করছেন সেই ক্ষেত্রে আপনি যতদিন পারেন ততদিন ফ্রিতে সাইট চালান। একটা সময় যখন আপনি প্রফিটেবল অবস্থায় আসবেন, তখন পেইড হোস্ট এর ব্যাপারে চিন্তা করতে পারেন।
    ৩। একটা হোস্টিং এ আপনি ২টা ডোমেইন অপারেট করে পারবেন, যদি সেই প্যাকেজ এ অ্যাডঅন ডোমেইন অ্যালাও থাকে।
    ৪। আমরা ডোমেইন যেখান থেকেই দেই না কেন, আমরা ক্লায়েন্ট কে ফুল কন্ট্রোল প্যানেল প্রোভাইড করি। আপনি ডোমেইন আমাদের এখান থেকে অন্য কোন প্র্রোভাইডারের কাছে ট্রান্সফার করতে পারবেন ইচ্ছা করলে।
    ৫। আমাদের সার্ভার এর কনফিগারেশন আমাদের এই টিউন এই দেয়া আছে। সাইট কতটুকু ফাস্ট হবে সেটা আপনার সাইট এর উপর ডিপেন্ড করবে।
    আরে কিছু জানার থাকলে আমাদের সেলস [email protected] এ মেইল করুন অথবা সেলস নাম্বারে কথা বলুন।

      @HostClation.com: ফিডব্যাক দবোর জন্য ধন্যবাদ।
      ১। আপনি বলেছেন ফ্রিতে হোস্টিং চালাতে। হ্যা ফ্রি এমন অনেক হোস্ট আছে প্রায় ১৫ টির মত সাইটে টস্টে করেছি। কিন্তু সত্যিকার অর্থে কোনটারই ভাল পারফরম্যান্স নাই। যেমন: সাইট ডাউন থাকছে, অনেক সময় সাইটে প্রবেশ করতে গেলে ক্যাপচা পূরন করতে হচ্ছে। ফলে যারা ভজিটির তাদের ভোগান্তি হলে সাইট পপুলারিটি ও ভজিটির পাব কোথায়?
      ২। আপনাদের জানামতে কোন ফ্রি হোস্ট আছে যেখানে সার্ভিস বেশ সন্তোষ জনক।
      ৩। আপনার সিপিও লিমিট যদি শেয়ার্ড হোস্টিং এর লিমিট প্রায় সময়ই ক্রস করে সে ক্ষেত্রে আপনাকে ভিপিএস/ডেডিকেটেড এ যেতে হবে। এই কথার মানে বুঝতে পারলাম না।
      আমার মতে, শেয়ার্ড হোস্টিংয়ে যদি ব্যান্ডউইথ ২০ জিবি নিই। সেটি যদি ১ মাসের মধ্যে ওভারটেক করে তাহলে এটাকে লিমিট ক্রস বলতে বুঝাচ্ছেন??
      ৪। যদি শেয়ার্ড হোস্টিংয়ে ৫০ জিবি ব্যান্ডইথ নিই, এখানে যদি মাসে ৪৫ জিবি ব্যয় হয় এবং ৫ জিবি অবশিষ্ট থাকে তাহলে ক লিমিট ঠিক থাকবে। মূল কথা প্রয়োজন অনুযায়ী যদি হোস্ট স্পেস ও ব্যান্ডউইথ বৃদ্ধি করে নিই তাহলে শেয়ার্ড হোস্টিংয়ে আমার সাইটটি ভাল ভাবে অপারেট করতে পারব কি??

        @অচেনা পথিক:
        টেকটিউনস এ ফ্রি হোস্টিং নিয়ে অনেক টিউন আছে, সেগুলো দেখতে পারেন। আপনার সাইটের যদি মাস শেষ হবার আগে যদি ব্যান্ডউইথ শেষ হয়ে যায় সেক্ষেত্রে এটা ব্যান্ডউইথ লিমিট ক্রস। কিন্তু আমি বলছি সিপিও লিমিট ক্রস করা। এটা হচ্ছে আপনার সাইট টি কি পরিমান সিপিও (সিস্টেম) এবং র‍্যাম ব্যবহার করে সেটার একটা পরিমান। প্রত্যেক টা হোস্টিং কোম্পানী একটা নির্দিস্ট পরিমান সিপিও লিমিট দিয়ে থাকে। এই লিমিট টা ক্রস করলে এর থেকে আপনাকে বেটার সিস্টেম এ হোস্টিং কে অাপগ্রেড করতে হবে।
        বি: দ্র: আপনার আরো কিছু জানার থাকলে অনুগ্রহ করে আমাদের সেলস [email protected] এ মেইল করুন অথবা সেলস নাম্বার 01797456456 এ কথা বলুন।

আমি তাদের মাধ্যমে ডোমেইন ট্রান্সফার করেছে । সাধারণত একদিনের মধ্যেই হয়ে যায় । আমার টা ২-৩ ঘণ্টার মধ্যে হয়ে গেছিল । একটা কথা হোস্ট ক্লেশন এর সাপোর্ট টা খুব ভাল ।
অন্য সার্ভিস প্রোভাইডারদের ইমেইল করলে , আবার ফোন করে জানিয়ে দিতে হয় ভাই আপনাকে ইমেইল করছি একটু চেক করেন । কিন্তু HostClation ইমেইল করার ৫ মিনিটের মধ্যে রিপ্লাই আসে ।

আমি শুধু ইনাদের মাধ্যমে ডোমেইন নিছি , আর হোস্টিং এর জন্য একটা ফ্রি হোস্টিং ব্যবহার করি।
ডোমেইন এর ফুল কন্ট্রোল আছে । DNS editor , Lock/Unlock সহ আরও অনেক সুবিধা আছে ।

    @নাসিম বিন জসিম:
    অসংখ্য ধন্যবাদ আপনাকে।

হুম আপনাদের সার্ভিস বেশ ভাল এমন রিভিউ কয়েকজন কাষ্টমার হতে জেনেছি। মনে করছি আপনাদের হতে একটি প্যাকেজ নিব। কিন্তু আপনাদের প্যাকেজ মূল্য দেখছি বেশ কিছুটা বেশী তাছাড়া ব্যান্ডউইথ অনেক কম যেমেন ১ জিবিতে ১০ ব্যান্ডউইথ। অপরদিকে বেশ কিছু প্রভাইডার মূল্য একই রাখলেও ব্যান্ডউইথ বেশী দিচ্ছে। যেমন: হোস্ট স্টোর বিডি শেযার্ড হোস্টিং ১১০০/- টাকাতে ২ জিবি সহ ১০০ জিবি ব্যান্ডউইথ দিচ্ছে। হয়ত আপনাদের এমনটি করলে আরো অনেকেই উপকৃত হত।
আপনারা কি হোস্টগ্রেটর হতে হোস্ট সার্ভিস দিচ্ছেন।

    @অচেনা পথিক:
    ভাল সার্ভিস পেতে হলে আপনাকে ভালো দাম দিতে হবে। নিজস্ব ডেডিকেটেড সার্ভার থেকে আমরা হোস্টিং সেবা দেই এবং আমরা ওভারসেলিং করিনা। যার জন্য এর থেকে কম মূল্যে আমরা দিতে পারিনা।