বর্তমান সময়ে বাংলাদেশে ই-কমার্সের কল্যাণে অনলাইন শপিং এখন বহুল আলোচিত বিষয়গুলোর একটি। সময়ের সাথে পাল্লা দিয়ে উন্নত দেশের পাশাপাশি বাংলাদেশেও অনলাইন শপিং একটি জনপ্রিয় কেনাকাটার মাধ্যমে পরিনত হয়েছে। এই অনলাইন শপিং মানুষের সময় ও শ্রম দুটোকেই বাঁচিয়ে জীবনযাত্রাকে করেছে আরও সহজ আরও আরামপ্রিয়। ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন মার্কেট ঘুরে আপনার মূল্যবান সময় নষ্ট করার দিন আর নেই।
অনলাইন শপিং এর বাড়তি কিছু সুবিধা মানুষকে অনলাইন শপিং এ আগ্রহী করে তুলেছে। বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ অনলাইন শপিং এর উপর নির্ভরশীল। এখন আপনি আপনার ঘরে বসেই আপনার পছন্দের জিনিসগুলো কিনতে পারেন অর্ডারের মাধ্যমে। বর্তমানে সব অনলাইন শপিং সেন্টার গুলোর মধ্যে এখনই ডট কম একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য নাম।
বাংলাদেশের ই-কমার্স ভিত্তিক অনলাইন শপিং সেন্টার এখনই ডট কম বর্তমান সময়ে সুপরিচিত একটি প্রতিষ্ঠান। আপনার প্রয়োজনীয় সব কিছু খুব সহজে কেনার সুবিধা নিশ্চিত করতে এখনই ডট কম নতুন রুপে হাজির হয়েছে। এখনই ডট কম আপনাকে দিচ্ছে দোকানে গিয়ে পণ্য কেনার মতই অনলাইনে পণ্য কেনার অভিজ্ঞতা। তাদের সাইটে বিভিন্ন পণ্য খোঁজার কাজ অনেক ইউসার ফ্রেন্ডলি করা হয়েছে।
এখন আপনি যে কোন পণ্য খুঁজতে আর বেগ পেতে হবে না। এখানে রয়েছে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ই-স্টোর থেকে কেনাকাটার সুবিধা। রয়েছে কিছু দারুন সার্ভিস যা আপনাকে এখনই ডট কম থেকে পণ্য কিনতে আগ্রহী করে তুলবে।
অনলাইন এ পণ্য কিনার ক্ষেত্রে সব চেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ই-কমার্স সাইট এখন এখনই ডট কম। আপনার দৈনন্দিন জীবনের সব প্রয়োজন কে এখনই ডট কম নিয়ে এসেছে আপনার হাতের মুঠোয়। আপনি ঘরে বসে ইন্টারনেট এর মাধ্যমে এখনই ডট কম থেকে আপনার পছন্দের ও প্রয়োজনীয় পণ্যটি অর্ডার দিয়ে কিনে ফেলতে পারেন সহজে। এ জন্য আপনাকে প্রথমেই নিবন্ধন করে এখনই ডট কম এর রেজিস্টারড হিসেবে নাম লেখাতে হবে। এ জন্য প্রথমে Resister থেকে আপনার প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশান সম্পূর্ণ করতে হবে। আপনার কাজ আপাতত শেষ।
➡ http://www.akhoni.com/customer/account/create/
এখনই ডট কম এ রয়েছে সুন্দর ও শক্তিশালী সার্চ বার। এখান থেকে আপনার প্রয়োজনীয় পণ্যটি খুঁজে নিতে পারেন নিমিষেই। এখানে রয়েছে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পণ্য সার্চ করার সুবিধা। আপনাকে কষ্ট করে বিভিন্ন ই-স্টোর, বিভিন্ন ক্যাটাগরি ও বিভিন্ন পেজ থেকে পণ্য খুঁজতে হবে না। শুধু আপনার কাঙ্ক্ষিত পণ্যের নাম লিখে সার্চ দিলে এখনই ডট কম আপনার প্রয়োজনের রেজাল্ট টি খুজে বের করে দিবে।
এখনই ডট কম এ রয়েছে প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে নেবার সুবিধা। এখনই ডট কম এ কি কি প্রোডাক্ট আছে তার সব গুলো লিস্ট ক্যাটাগরি করে সুন্দর ভাবে সাজানো আছে এখানে। কোন প্রোডাক্ট এর নাম না জানা থাকলে এই ফিচারের সাহায্যে খুঁজে নিতে পারেন খুব সহজে।
➡ http://www.akhoni.com/catalog/seo_sitemap/category/
এখানে T-shirt থেকে শুরু করে Beauty and Health পর্যন্ত বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। ধরুন, আপনি ক্যামেরা কিনতে চাচ্ছেন। তাহলে ক্যাটাগরি লিস্ট থেকে Cameras নির্বাচন করুন। সাথে সাথে ক্যামেরার সব প্রোডাক্ট ডিটেলস সহ কোনটার কত দাম সব জানতে পারবেন।
আপনার সার্চকে আরও better করতে যুক্ত করা হয়েছে SHOPING OPTIONS । এখান থেকে আপনি SHOP BY PRIZE, SHOP BY BRANDS অনুযায়ী আপনার পছন্দের পণ্যটি বেছে নিতে পারবেন। তাছাড়া রয়েছে Sort By অপশন যার মাধ্যমে আপনার পণ্যটিকে position, name, prize অনুযায়ী আপনার পণ্যটি কিনতে পারবেন।
সব থেকে সেরা সেরা ও মানসম্মত ব্রান্ড এর পণ্য এখন কিনতে পারবেন এখনই ডট কম এ। এ জন্য এখনই ডট কম এ রয়েছে বিশেষ ই-স্টোর ব্যাবস্থা। এখান থেকে আপনার পছন্দের পণ্যটি বেছে নিয়ে আপনি যে কোন সময় ইন্টারনেট এ বসে অর্ডার দিতে পারবেন।
➡ http://www.akhoni.com/estore
এখানে আপনি পাবেন প্রতিটি পণ্যের রিভিউ যা আপনাকে পণ্যটি কিনতে আগ্রহী করে তুলবে।
শপিং কার্ট: এখনই ডট কম এ নতুন ভাবে যুক্ত করা হয়েছে শপিং কার্ট অপশন। এটির মাধ্যমে আপনি একই সাথে অনেক প্রোডাক্ট কিনতে পারবেন। এতে করে আপনার মূল্যবান সময় ও বেঁচে যাবে। বিভিন্ন ক্যাটাগরি থেকে এবং বিভিন্ন ই-স্টোর থেকে আপনার পছন্দের পণ্যটি কিনে একসাথে চেক আউট ও করিয়ে নিতে পারবেন।
Wishlist: ধরুন আপনার এখনই ডট কম এ কোন প্রোডাক্ট পছন্দ হয়েছে। কিন্তু আপনি টাকার অভাবে পণ্যটি ক্রয় করতে পারছেন না। আপনার জন্য ও এখনই ডট কম এ আছে পণ্য ক্রয়ের ব্যবস্থা। আপনার পছন্দের পণ্যটি আপনি ওয়াচ লিস্টে রেখে দিন এবং পরে সময় মত কিনে ফেলুন আপনার পণ্যটি। এজন্য আপনি যে পণ্যটি কিনতে ইচ্ছুক সেই পণ্যের ডিটেলস অংশে প্রবেশ করুন। সেখান থেকে Add to Wishlist সিলেক্ট করে দেন। আপনার পণ্যটি Wishlist এ অ্যাড হয়ে যাবে। একই ভাবে ওপেন কার্ট এ আপনার পছন্দের পণ্যটি অ্যাড করে নিতে পারেন।
ইম্প্রুভড ইমেজ কোয়ালিটি: এখনই ডট কম এ ইমেজ জুম অপশনটি দারুন। এখন আপনি আপনার পছন্দের পণ্যের ছবি জুম করে দেখে কিনতে পারবেন।
এখনই ডট কম আপনার জন্য নিয়ে এসেছে মোবাইলে শপিং করার সুযোগ। আপনি এখন খুব সহজে আপনার মোবাইল থেকে শপিং এর কাজ টি সেরে নিতে পারেন। এতে আপনি যেকোনো জায়গায় বসে কেনাকাটার করতে পারবেন নিমিষেই।
এখনই ডট কম থেকে আনার পছন্দের পণ্যটি কেনার জন্য আপনাকে একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলা সম্পূর্ণ হলে আপনার প্রয়োজনীয় ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। এছাড়া আপনি সরাসরি ফেসবুক থেকেও লগিন করতে পারেন।
এবার আপনি যে পণ্যটি ক্রয় করতে চান সেখান থেকে Add to Cart(1 নং) সিলেক্ট করুন। আরও নতুন পণ্য কিনতে চান তাহলে Continue Shopping এ ক্লিক করুন। না কিনতে চাইলে View Cart and Checkout(2 নং) ক্লিক করুন।
পরের পেজ আসার পর Proceed to Checkout এ ক্লিক করে আপনার প্রয়োজনীয় পেমেন্ট টি সিলেক্ট করুন। আপনি দিয়ে নিচের তিনটি পদ্ধতির যে কোন একটি দিয়ে আপনি পণ্য কিনতে পারেন।
এর মাধ্যমে আপনি সরাসরি টাকা দিয়ে আপনার পণ্য কিনতে পারেন। আপনি যখন আপনার পণ্যটি গ্রহন করবেন তখন আপনাকে টাকা পে করত হবে।
আপনি আপনার মোবাইল এর সাহায্যে বিকাশ অথবা ডিবিবিএল এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন । আপনি Pay Later কিংবা Pay Now দুই ভাবে আপনার টাকা দিতে পারবেন।
আপনি ইন্টারন্যাশনাল অথবা বাংলাদেশী ক্রেডিট কার্ড ব্যবহার করেও আপনার টাকা পে করতে পারেন।
এখনই ডট কম আপনাকে দুই ভাবে তাদের পণ্য সরবরাহ করে থাকে। ১. হোম ডেলিভারি ২. এখনই ডট কম এর অফিস এ সরাসরি গিয়ে। আপনার সুবিধা মত যে কোন একটি বেছে আপনার পণ্যটি কিনতে পারবেন। তারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অর্ডার অনুযায়ী পণ্য ডেলিভারি করে থাকে। হোম ডেলিভারি এর ক্ষেত্রে আপনাকে মাত্র ঢাকার বাহিরে ৬০ টাকা ও ঢাকার ভিতরে ৪৫ টাকা ডেলিভারি চার্জ পে করতে হবে। আর সরাসরি অফিস থেকে ফ্রী তে পণ্য কেনা যাবে। তাছাড়া কিছু কিছু নিদিষ্ট প্রোডাক্ট এর ক্ষেত্রে ফ্রীতে পণ্য ডেলিভারি করে এখনই ডট কম।
আপনার যেকোনো সমস্যায় এখনই ডট কম এ রয়েছে ফোন ও ইমেইল সাপোর্ট ব্যবস্থা। আপনার সমস্যার কথা জানানর জন্য এখনই ডট কম এর হটলাইন নাম্বারঃ +88 096 11 55 77 88 যা সপ্তাহে সাত দিনই খোলা (সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত)। এছাড়া ইমেইল এ যোগাযোগ করার জন্য রয়েছে কন্ট্যাক ফর্ম। এছাড়া সরাসরি info@akhoni.com থেকে আপনি মেইল করতে পারবেন। আপনার সকল সমস্যার সমাধান দেয়ার জন্য এখনই ডট কম সব সময় রেডি।
➡ http://www.akhoni.com/contacts/
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'এখনই ডট কম'
Sponsored টিউন by Techtunes tAds | [email protected]
আমি এখনই ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখনই ডট কম লিমিটেডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ! এখনই ডট কম একটি অনলাইন বাজার ব্যবস্থা। ইন্টারনেট সেবা, অভিজাত রেস্তরা, হোটেল, পরিবহন, বিউটি পার্লার, ফ্যাশন হাউজ, থিম পার্ক, জিমনেশিয়াম, আসবাব পত্রের দোকান, খেলাধুলা এবং বিনোদন কেন্দ্র, ইত্যাদি জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য ও সেবা আকর্ষণীয় ছাড়ে ক্রেতার নাগালে পৌঁছে দেয়াই এখনি...