৫,০০০ টাকার অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, ফটো এডিটিং ট্রেনিং!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz IT institute'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

BLACK iz IT institute, BLACK iz IT এর একটি অংগ প্রতিষ্ঠান। BLACK iz IT institute একটি ব্যতিক্রম ধর্মি শিক্ষা প্রতিষ্ঠান। BLACK iz IT institute সম্পূর্ণ জনকল্যান মূলক আইটি প্রশিক্ষণ কেন্দ্র। BLACK iz IT institute-এর অ্যাডভান্স এসইও ট্রেনিং টি সম্পূর্ণ ফ্রিতে (শুধুমাত্র এই মাসের জন্যে এবং কিছু শর্ত সাপেক্ষে করার সুযোগ দেওয়া হবে)। সাধারনত আমাদের অ্যাডভান্স এসইও ট্রেনিংটির কোর্স ফি ৫,০০০ টাকা এবং রেজিস্ট্রেসন ফি ১,০০০ টাকা। শুধুমাত্র এ মাসের জন্য আমাদের অ্যাডভান্স এসইও ট্রেনিং-এ যে কেউ শুধুমাত্র রেজিস্ট্রেসন ফি প্রদান করে (১,০০০ টাকার মাধ্যমে) অংশগ্রহন করতে পারে (শর্ত সাপেক্ষে)। এসইও ট্রেনিংতে অংশগ্রহণ করতে যে কেউ অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারে। সফল রেজিস্ট্রেশন এর পর SMS এর মাধ্যমে ১২ ঘন্টার মধ্যে আবেদনকারী কে জানিয়ে দেওয়া হবে।

বলার অপেক্ষা রাখে না ফ্রীল্যান্সিং ক্যারিয়ারের অন্যতম হাতিয়ার হচ্ছে এসইও। দিন দিন বাংলাদেশের তরুণরা ফ্রীল্যান্সিং এর দিকে ঝুকছেন। এর ফলে দেশে প্রতি বছর কোটি কোটি টাকা রেমিটেন্স প্রবেশ করছে। দেশ এগিয়ে যাচ্ছে। BLACK iz IT Institute-এ অ্যাডভান্স এসইও ট্রেনিংটির পাশাপাশি রয়েছে অন্যান্য আরও কিছু ফ্রীল্যান্সিং ট্রেনিং রয়েছে, যার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটিয়ে আমরাও চাই গর্বিত ফ্রিল্যান্সিং এ সফলতার একটি বিশাল অংশীদার হতে। বর্তমানে BLACK iz IT Institute-এর চারটি ট্রেনিং বিশেষ মূল্য ছাড়ে ভর্তি চলছে। শুধুমাত্র প্রথম দুটি ব্যচের জন্যেই এই অফারটি প্রযোজ্য।

 ফ্রিল্যান্সিং কোর্সে রেজিস্ট্রেসন করতে ক্লিক করুণ! অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ

আমাদের যে ট্রেনিংগুওলোতে বিশেষ ছাড়ে ভর্তি চলছেঃ

  • BLACK iz এসইও অ্যাডভান্স
  • BLACK iz ওয়েব ডিজাইনিং
  • BLACK iz ব্যাসিক পিএসপি
  • BLACK iz ফটো এডিটিং

BLACK iz অ্যাডভান্স এসইও

http://mlmnews24.com/bangla/wp-content/uploads/2013/09/1-1024x449.png

এসইও কিঃ

একদম সহজ ভাষায় এসইও এর অপর নাম হচ্ছে অনলাইনে কোন প্রোডাক্ট, সাইট কিংবা তথ্যের প্রচার বৃদ্ধি করা। আর SEO হচ্ছে Search engine Optimization এর সংক্ষিপ্ত রুপ। তবে এই অনলাইন প্রচারটি যখন কিছু টেকনিক এবং নির্দিষ্ট নিয়মের মাধ্যমে করা হয়, তখন এর ভাল ফলাফল পাওয়া যায়। "keyword" উপর base করে ভিবিন্ন সার্চ ইঞ্জিনের rules, regulation অনুসরণ করে একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিয়ে আসার পক্রিয়া কেই এসইও (Search engine Optimization) বলে।"

কেন শিখবেন এসইওঃ

বিভিন্ন মার্কেটপ্লেসগুলোতে (odesk.com, freelancer.com ইত্যাদি)ভিজিট করলে দেখা যায়, এসইওর কাজ সবচাইতে বেশি। আর এসইও এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে তা আমাদের সকলেরই কম বেশী জানা আছে। আরও মজার হচ্ছে অনলাইন জুরে শুধুমাত্র SEO এর কাজই ৬৫% থেকে ৭০%। বাংলাদেশে বা লোকাল মার্কেটেও রয়েছে এসইও অ্যাডভাইজারের এর চাহিদা। শুধু তাই নয় এই চাহিদা দিগুন-তিনগুন আকারে বারছে। বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা অদৃশ্য লড়াই। গুগুলে বা অন্নান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিজের সাইট কে উঠিয়ে আনার লড়াই। আর এই লড়াই এ জিততে প্রতিটি সাইটের মালিক নিজে অথবা এক বা একাধিক এসইও অ্যাডভান্স এর মাধ্যমে প্রতিনিয়তই এসইও করে যাচ্ছে।

SEO - BLACK iz এসইও অ্যাডভান্স,   BLACK iz ওয়েব ডিজাইনিং,    BLACK iz ব্যাসিক পিএসপি,     BLACK iz ফটো এডিটিং,

এসইও শিখতে কি প্রয়োজনঃ

ইচ্ছা এবং চেষ্টা থাকলে আপনিও হয়ে উঠতে পারেন একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা SEO এক্সপার্ট । SEO এক্সপার্ট হবার জন্য আপনার কোন বিষয়ের উপর অভিজ্ঞতা থাকার দরকার নেই । তবে অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং এর জ্ঞ্যান থাকতে হবে। শুধুই প্রয়োজন গাইড লাইন আর ধারাবাহিক প্রচেস্টা।

BLACK iz অ্যাডভান্স এসইও ট্রেনিংটিতে যা থাকবেঃ

  • এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
  • কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
  • অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
  • মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
  • কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।
  • সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং
  • ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।
  • অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
  • সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।
  • ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।
  • আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
  • লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।
  • বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক।
  • পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)।
  • ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
  • ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
  • এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
  • সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
  • গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি ।
  • ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
  • অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।
  • Odesk, freelancer, Elance-এর উপর বিশেষ ক্লাশ।
  • এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়।

এছাড়াও Pyramid Linking, Cloude SEO, Spider Link এবং WEB 2.0 সহ এসইও এর প্রায় সকল অত্যাধুনিক টেকনিকতো থাকছেই।

SEO BLACK iz এসইও অ্যাডভান্স,   BLACK iz ওয়েব ডিজাইনিং,    BLACK iz ব্যাসিক পিএসপি,     BLACK iz ফটো এডিটিং,

BLACK iz অ্যাডভান্স এসইও ট্রেনিংটিতে অংশগ্রহনকারী দের জন্য আরও যা যা থাকছেঃ

বইঃ SEO এর উপর লিখা আমাদের নিজেদের একটি বই "Advanced Web Matrices, the art of SEO"। (মুল্য ১২০টাকা)
ভিডিও ডিভিডিঃ ভিবিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা আমাদের ১০০+ ভিডিও এবং সকল ভিডিও সম্পুর্ন বাংলা ভাষায়। এতে আরও রয়েছে SEO এর শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় এবং প্রত্যেকটি কাজই হাতে কলমে করে দেখানো হয়েছে। (মুল্যঃ ১০০টাকা)
অন্নান্যঃ প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল। প্রয়োজনীয় সকল সফটওয়্যার এবং কিছু বাংলা পিডিএফ বই।

উপরের সকল সুবিধা গুলো কিছু ক্ষেত্রে সীমিত, শুধুমাত্র ১ম ৩০ জন অংশগ্রহণকারীর জন্য বইটি এবং ভিডিও টিউটরিয়ালগুলো সম্পুর্ন ফ্রি তে দেয়া হবে।

ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ

আমাদের এসইও ট্রেনিংটির ফী ৫,০০০ টাকা এবং রেজস্ট্রেসন ফী ১,০০০ টাকা। বর্তমানে আমরা আমাদের এসইও ট্রেনিংটি দু-মাসের জন্য ফ্রি করা হয়েছে। অর্থাৎ যে কেঊ মাত্র ১,০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে এসইও অ্যাডভান্স ট্রেনিংটিতে অংশগ্রহন করতে পারে। প্রত্যেক কে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল রেজিস্ট্রেশন এর ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে সময়, স্থান, ট্রেনিং শিডিউল সহ সকল তথ্য জানান হবে। প্রথম দিন ক্লাশে অংশগ্রহনের সময় ১,০০০ রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহন করতে হবে।

ট্রেনিংটিতে অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষন (শর্ত):

যারা শুধুমাত্র ১,০০০ টাকা'র মাধ্যমে আমাদের অ্যাডভান্স এসইও ট্রেনিং তে অংশগ্রহন করবেন তাদের প্রত্যেককেই আমাদের নির্দিস্ট কাজ করে দিতে হবে। অর্থাৎ আমাদের কিছু লাইভ এসইও প্রজেক্টে এ সহায়তা করতে হবে।

BLACK iz এসইও অ্যাডভান্স সম্পর্কে আরও কিছু তথ্যঃ

  • মোট ক্লাস সংখ্যাঃ ১৬-১৮টি। (১.৫-২ মাস)
  • ক্লাসের দিনঃ প্রতি শুক্রবার-শনিবার ক্লাস।
  • ক্লাসের সময়ঃ সকাল ১০.৩০ এবং দুপুর ৩.৩০
  • মোট আসন সংখ্যাঃ ৩০ জন। (প্রতি ব্যাচে)
  • স্থানঃ ১ লেক সার্কাস, কলাবাগান বাসস্টান্ড, ধানমন্ডি (MABS ভবনের ২য় তলা) ঢাকা ।
BLACK iz এসইও অ্যাডভান্স ট্রেনিংটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
 
  ফ্রিল্যান্সিং কোর্সে রেজিস্ট্রেসন করতে ক্লিক করুণ! অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, ফটো এডিটিং ট্রেনিং!!
 

BLACK iz ওয়েব ডিজাইনিং

সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের চাহিদার পাশাপাশি পেশা, কাজের ক্ষেত্র পরিবর্তন হচ্ছে দিন দিন। পেশাগত ক্ষেত্রে প্রফেসনাল ওয়েব ডিজাইনারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে অসম্ভব আঁকারে । বর্তমান যুগের অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডিজাইনিং। ওয়েব দুনিয়ায় লক্ষ লক্ষ ওয়েবসাইট এবং নানান রকম ডিজাইনের মাধ্যমেই নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে প্রফেশনাল ওয়েব ডিজাইনাররা। কর্মক্ষেত্রে আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। তবে আপনি আমাদের BLACK iz ওয়েব ডিজাইনিং ট্রেনিং-এ স্বাগতম! (ক্লিক করে অনলাইনে রেজিস্টার করুন!)

Webdesigner, BLACK iz এসইও অ্যাডভান্স,   BLACK iz ওয়েব ডিজাইনিং,    BLACK iz ব্যাসিক পিএসপি,     BLACK iz ফটো এডিটিং,

একজন ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র:

একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র প্রস্নটার সাথে আরেকটা প্রস্ন জুরে দিলেই স্পস্ট ভাবে বুঝা যাবে এর কাজের ক্ষেত্র বর্তমানে কতাটা ব্যাপক। প্রশ্নটা হচ্ছে "বর্তমানের এই যুগে কোন কোন প্রতিষ্ঠানের ওয়েব-সাইটের এর প্রয়জন নেই?" উত্তর খুবই সহজ এমন দু-একটা প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করা সত্যিই কঠিন, যাদের নিজস্ব ওয়েব-সাইটের এর প্রয়জন নেই। ফলে সাধারণভাবেই বুঝা যাচ্ছে ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র আজ আমাদের দেশে কতটা বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে।

BLACK iz ওয়েব ডিজাইনিং ট্রেনিংটি টিতে যা থাকছেঃ

  • সাদা পেজ থেকে এইচ.টি.এম.এল কোডের মাধ্যমে সাইট তৈরি।
  • সি.এস.এস. ডিজাইন এবং এডিট করা।
  • জাভা, জে-কুয়ারি, বা জে-এসএস এর ব্যবহার।
  • ড্রিম-ওয়াভারের মাধ্যমে সাইট ডিজাইন।
  • টেম্পলেট/থিম এডিটিং এবং ডিজাইনিং।
  • ড্রপ-ডাউন মেনু এবং স্লাইড তৈরি করা।
  • বিভিন্ন প্রকার সিএমএস সেটাআপ/ইন্সটল।
  • ডোমেইন প্যানেল পরিচিতি।
  • সি-প্যানেল এবং ওয়েব-হোস্ট ম্যানেজার কন্ট্রল।
  • ওয়ার্ড-প্রেস, থিম সেট-আপ।
  • ওয়ার্ড-প্রেস কাস্টমাইজেশন।
  • পিকচার/ছবি ইডিটিং করা।
  • ভিবিন্ন ভাষায় ওয়েব-সাইট রুপান্তর করা।

ওয়েব ডিজাইনিং-এ অংশগ্রহণকারীরা সাথে যা যা পাচ্ছেনঃ

  • প্রতিদিনের লেকচার সীট। (সম্পুর্ন ফ্রী)
  • কিছু ভিডিও টিউটিরিয়াল। (পেন ড্রাইভে)
  • রিয়াল প্রজেক্টে অংশগ্রহণের সুবিধা।

BLACK iz এসইও অ্যাডভান্স,   BLACK iz ওয়েব ডিজাইনিং,    BLACK iz ব্যাসিক পিএসপি,     BLACK iz ফটো এডিটিং,

রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণ ফিঃ

আমরা প্রতি দু’মাস পর পরই নতুন ব্যাচ শুরু করি। ট্রেনিং-এর মোট সময় তিন মাস দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ। মোট প্রশিক্ষন ফি: ট্রেনিং ফি ৭,০০০ টাকা এবং ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি । "BLACK iz প্রফেশনাল ওয়েব ডিজাইনার" ট্রেনিংটিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যাক্তিদের অনালাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি সহ মোট ৮,০০০ টাকা। এককালীন যারা ৮,০০০ টাকা না দিতে পারবে তাদের জন্য তিন ইন্সটল মেন্টে দেওয়ার সুবিধা দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৪,০০০ টাকা এবং পরবর্তি দুই মাসে ২,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা দিতে হবে।

BLACK iz এসইও অ্যাডভান্স ট্রেনিংটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

 ফ্রিল্যান্সিং কোর্সে রেজিস্ট্রেসন করতে ক্লিক করুণ! অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, ফটো এডিটিং ট্রেনিং!!

BLACK iz ফটো এডেটিং

BLACK iz ফটো এডেটিং ট্রেনিং মাত্র ২০০ টাকায়। অনলাইনে রেজিস্ট্রেশন করে ভর্তির সময় মাত্র ২০০ টাকার মাধ্যমে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। আমাদের এই ফটো এডেটিং ট্রেনিং-এর আওতায় অ্যাডোবি ফটোসপ কিংবা অ্যাডোবি ইলেস্টেটরের এর তেমন কোন কাজ শিখানো হবে না। বরং বেসিক ফটো ইডেটিং এর উপর সকল ধারনা দেওয়া হবে। আমাদের ফটো ইডেটিং ট্রেনিংটি মাত্র ৫ থেকে ৬ দিনের। ক্লাস হবে শুধুমাত্র শুক্রুবার এবং শনিবার।

আমাদের ফটো এইডেটিং ট্রেনিংটির মাধ্যমে যা যা শিখতে পারবেন তা নিম্নে দেওয়া হলঃ

  • সকল ফটো বা ইমেজ ফর্মেটের উপর মূল ধারানা।
  • ট্রান্সপারেন্ট ইমেজ কি? কিভাবে তৌরি করবেন।
  • অ্যানিমেটেড ইমেজ কি? কিভাবে তৌরি করবেন।
  • সাধারন ইমেজ ফর্মেটের উপর ধারনা।
  • ওয়াটার মার্ক কিভাবে বানাবেন এবং ব্যবহার করবেন।

ফটো ইডেটিং এর উপর মূল বিষয় সমুহ

  • রিসাইজ, ক্রপ, ইমেজের সাইজ ছোট করা।
  • ফেড করা, ডাবল-ত্রিপল ইমেজ বানান।
  • ফটো স্কেপ সফটওয়ারের সম্পুর্ন ব্যবহার।
  • সোশ্যাল সাইটের সকল ফটো বানান।
  • ফেসবুক কাভার ফটো, ফেসবুক প্রফাইল ফটো।
  • ওয়েব-সাইটের ব্যানার তৈরি করা।
  • ওয়েব-সাইটের অ্যানিমেটেড অ্যাড বানান।
  • ভিবিন্ন সাইজের ছবি বানান।
  • ছবি তুলার গুরুত্ব পুর্ন এবং মজার কিছু নিয়ম।
  • কোন প্রকার ইফেক্ট ছারা ডাবল অবজেক্ট তৈরি করা।

BLACK iz ফটো ইডেটিং ট্রেনিংটি শুধুমাত্র ব্যাসিক বা বেগিনারদের জন্য। এতে কোন অ্যাডোবি ফটোসপ কিংবা অ্যাডোবি ইলেস্টেটরের মূল কোন ইফেক্ট শিখান হবে না। মোট মাত্র ৪ থেকে ৫ দিনের ক্লাসে উল্লেক্ষিত সকল বিষয়ে আলোচনা করা হবে।

BLACK iz ফটো ইডেটিং ট্রেনিংটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

 ফ্রিল্যান্সিং কোর্সে রেজিস্ট্রেসন করতে ক্লিক করুণ! অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, ফটো এডিটিং ট্রেনিং!!

.

.

.

.

• BLACK iz IT Institute যোগাযোগ যে কোন তথ্য ও বিস্তারিত জানতে ফোন করুনঃ

01717-695631
01918-756222
01911-772398
01611-772398
01671-502396

BLACK iz IT Institute ফেসবুক পেইজঃ https://www.facebook.com/blackizitinst

BLACK iz IT Institute ফেসবুক গ্রুপঃ http://www.facebook.com/groups/blackiz.itinstitute/

আমাদের অন্নান্য সকল আউটসোর্সিং কোর্স সমুহঃ

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz IT institute'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai apnader offer er course koro tarikh theke start hobe ….
[email protected]

    @mohammadp: ভাই আমাদের রেজিস্ট্রেশন চলছে… সামনের সপ্তাহ থেকেই ক্লাশ শুরু…। আজকে একটা ব্যচের অরিয়েন্টেশনও হয়ে গিয়েছে।

Level New

আপনাদের লোগো টা দেখলেই কেমন জানি লাগে , কারন এই আইকনটা আমি অনেকদিন আমার লোগো হিসাবে ব্যবহার করেছি । এক ফ্রেন্ড এই আইকন দিয়ে লোগো বানিয়ে দিয়েছিল । একটা প্রতিষ্ঠান চালু করেছেন ইউনিক লোগো হলে খুব ভালো হয় ।

    @আহত: ভাই আমরা তো মনে করতাম আমাদের লোগো টা ইউনিক কিন্তু আজ জানলাম আমাদের লোগো টা ইউনিক না আপনি আগেই ব্যবহার করতেন। ধন্যবাদ জানানোর জন্য!

    আশা করি আপনার কোম্পানির লোগো টার লিংক দিবেন। এবং নামটা বলবেন।

ভাই আপনারা বলেছেন বিভিন্ন মাধ্যম থেকে এসইও এর ভিডিও সংগ্রহ করেছেন এবং সেটা দিচ্ছেন আপনাদের ছাত্রদেরকে, কপিরাইট মেনেছেন কি? না মানলে মেনে নিয়েন, বোঝেন ই তো, কেমন কেমন জানি লাগতেছে ভাই, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

অবশ্যই কপি রাইটের বিষয়টা আমাদের মাথায় আছে। আপনি কি মনে করেন ঐ দু-একটা বাংলিশ টিউটরিয়াল ছাড়া পৃথিবীতে/ইউটিউবে আর কোন ভিডিও টিউটরিয়াল নেই? মার্কেটে চলমান ঐ সকল লো কয়ালিটির বাংলিশ টিউটরিয়াল আমরা দিচ্ছি না, তা নিশ্চত থাকেন! আমরা সাথে সাথে এতটুকু নিশ্চত করছি যে কোন ধরনের কপিরাইট অনুমদিত টিউটরিয়াল আমরা কপি পেস্ট করছি না…।

সব শেষে আপনাকে ধন্যবাদ IT Bari (আইটি বাড়ি) ভাই, কেমন কেমন জানি লাগার জন্য!

হুমম!! ব্লাক আইটির সুনাম আছে। তাদের ভিডিও গুরো ও ক্রিয়েটিভ। আমি নিজেও আপনার এই ক্রার্যক্রম টা পছন্দ করি। কিন্তু কথা হলো আহত ভাই যা বলেছেন সেটা কিন্তু আমার মনে দাগ কেটেছে। ব্যপার টা পরিষ্কার করে দিয়েন।

    @Al Shahriat Karim: প্রথমত ধন্যবাদ আমাদের নিয়ে এত চিন্তা করার জন্য, দ্বিতীয়ত আমাদের নাম টা আসলে ব্লাক আইটি নয় BLACK iz IT !

Level 0

ক্লাস টা আগামী মাসে হলে করতে পারতাম কারণ আগামী মাসেই ঢাকা যাব কুষ্টিয়া থেকে ….

    @mohammadp: প্রতি মাসেই হয়… যে কোন সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন…।

Level 0

Ami jodi 3.30 er class nite chai tobe ki newa jabe … ar apnader uddog ta besh valo ..ar eta te ki on page er pasapasi off page seo ki sekhano hobe ….

এটার শাখা কোথায় কোথায় আছে। চট্টগ্রামে আছে কি?

ট্রেনিং করাচ্ছেন কিন্তু Logo এমন কেন? তাহলে কি শিখতে পারে মানুষ এখান থেকে?