বিশেষ ছাড়ে!! মাত্র ১০০০ টাকায় অ্যাডভান্স SEO কোর্স!! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, পিএইচপি, ফটো এডিটিং কোর্স!!

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz IT institute'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

বাংলাদেশে এই প্রথম দু-মাসের সম্পূর্ণ এসইও কোর্স মাত্র ১,০০০ টাকায়। BLACK iz IT institute কর্তিক আয়োজিত এই এসইও কোর্সে যে কেউ অনালাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। শুধু তাই নয় BLACK iz IT Institute-এর "এসইও এক্সপার্ট" কোর্সটিতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে আরও অনেক সুযোগ সুবিধা। BLACK iz IT institute একটি ব্যতিক্রম ধর্মি শিক্ষা প্রতিষ্ঠান।

BLACK iz IT institute আইটি ফার্ম BLACK iz IT এর একটি অংগ প্রতিষ্ঠান। BLACK iz IT institute একটি জনকল্যান মূলক আইটি প্রশিক্ষণ কেন্দ্র। শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া আমাদের মূল ব্যবসা নয়, শিক্ষার প্রসার ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য।

বিশেষ ছাড়ে ফ্রিলান্সিং কোর্স। এসইও, ওয়েব ডিজাইন, এবং বাসিক পিএইচপি।

বাংলাদেশ একটি স্বল্প আয়ের দেশ। দিন দিন বাংলাদেশের তরুণরা ফ্রীল্যান্সিং এর দিকে ঝুকছেন। এর ফলে দেশে প্রতি বছর কোটি কোটি টাকা রেমিটেন্স প্রবেশ করছে। দেশ এগিয়ে যাচ্ছে। BLACK iz IT Institute-এ এসইও এক্সপার্ট কোর্সটির পাশাপাশি রয়েছে অন্যান্য আরও কিছু ফ্রীল্যান্সিং কোর্স যার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটিয়ে আমরাও চাই গর্বিত ফ্রিল্যান্সিং এ সফলতার একটি অংশীদার হতে। বর্তমানে BLACK iz IT Institute-এর চারটি কোর্সে বিশেষ মূল্য ছাড়ে ভর্তি চলছে। শুধুমাত্র এই মাসের জন্যই চলবে এই অফার।

আমাদের যে কোর্সগুওলোতে বিশেষ ছাড়ে ভর্তি নেওয়া হচ্ছেঃ

  • BLACK iz এসইও এক্সপার্ট
  • BLACK iz ওয়েব ডিজাইনিং
  • BLACK iz ব্যাসিক পিএসপি
  • BLACK iz ফটো এডিটিং

--

➡ BLACK iz এসইও এক্সপার্ট

এসইও কিঃ

একদম সহজ ভাষায় এসইও এর অপর নাম হচ্ছে অনলাইন প্রচার। তবে এই প্রচারটি যখন অনলাইনে নির্দিস্ট কিছু টেকনিক এবং নিয়মের মাধ্যমে করা হয় তখন এর ভাল ফলাফল পাওয়া যায়।  "কী-ওয়ার্ডের উপর বেছ  করে ভিবিন্ন নিয়ম অবম্বন করে একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিয়ে আসার পক্রিয়া কেই এসইও বলতে পারি।"

বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা অদৃশ্য লড়াই। গুগুলে বা অন্নান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিজের সাইট কে উঠিয়ে আনার লড়াই। আর এই লড়াই এ জিততে প্রতিটি সাইটের মালিক নিজে অথবা এক বা একাধিক এসইও এক্সপার্ট এর মাধ্যমে প্রতিনিয়তই এসইও করে যাচ্ছে।

কেন শিখবেন এসইওঃ

অনলাইন মার্কেট প্লেসে যতগুলা কাজ রয়েছে তার মধ্যে এই SEO এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে। আরও মজার হচ্ছে অনলাইন জুরে শুধুমাত্র SEO এর কাজই ৬৫% থেকে ৭০%। তাই অনলাইন মার্কেট নিয়ে এসইও-এর ব্যাপারে আশা করি এর বেশী কিছুই বলার প্রয়োজন নেই। বাংলাদেশ বা লোকাল মার্কেটেও রয়েছে এসইও এক্সপার্ট এর চাহিদা। শুধু তাই নয় এই চাহিদা দিগুন-তিনগুন আকারে বারছে।

এসইও শিখতে কি প্রয়োজনঃ

আপনিও হয়ে উঠতে পারেন একজন আদর্শ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা SEO এক্সপার্ট। এস.ই.ও. এক্সপার্ট হতে আপনার কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুই প্রয়োজন গাইড লাইন আর ধারাবাহিক প্রচেস্টা।

BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে যা থাকবেঃ

  • এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
  • কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
  • অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
  • মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
  • কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।
  • সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং
  • ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।
  • অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
  • সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।
  • ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।
  • আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
  • লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।
  • বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক।
  • পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)।
  • ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
  • ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
  • এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
  • সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
  • গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি ।
  • ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
  • অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।
  • Odesk, freelancer, Elance-এর উপর বিশেষ ক্লাশ।
  • এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়।

কোর্সটিতে অংশগ্রহনকারী দের জন্য আরও যা যা থাকছেঃ

নিম্নের সুযোগ সুবিধাগুলো সীমিত, এই সকল শুবিধা শুধুমাত্র প্রথম ব্যাচ বা প্রথম ৩০ জনের জন্য সম্পুর্ন ফ্রি-তে দেওয়া হবে। পরবর্তি সকলকে এর নির্দিস্ট মুল্য পরিশোধ করে নিতে হবে।1

  • বইঃ SEO এর উপর লিখা আমাদের নিজেদের একটি বই "Advanced Web Matrices, the art of SEO"। (মুল্য ১২০টাকা)
  • ভিডিও ডিভিডিঃ ভিবিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা আমাদের ১০০+ ভিডিও এবং সকল ভিডিও সম্পুর্ন বাংলা ভাষায়। এতে আরও রয়েছে SEO এর শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় এবং প্রত্যেকটি কাজই হাতে কলমে করে দেখানো হয়েছে। (মুল্যঃ ১০০টাকা)
  • অন্নান্যঃ প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল। প্রয়োজনীয় সকল সফটওয়্যার এবং কিছু বাংলা পিডিএফ বই।

ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ

আমাদের এসইও কোর্সটির ফী ৫,০০০ টাকা এবং রেজস্ট্রেসন ফী ১,০০০ টাকা। বর্তমানে আমরা আমাদের এসইও কোর্সটি দু-মাসের জন্য ফ্রি করা হয়েছে। অর্থাৎ যে কেঊ মাত্র ১,০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অংশগ্রহন করতে পারে। প্রত্যতেক কে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল রেজিস্ট্রেশন এর ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানান হবে। প্রথম দিন ক্লাশে অংশগ্রহনের সময় ১,০০০ রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহন করতে হবে।

BLACK iz এসইও এক্সপার্ট সম্পর্কে আরও কিছু তথ্যঃ

  • মোট ক্লাস সংখ্যা ১৪-১৮টি। (১.৫-২ মাস)
  • প্রতি শুক্রবার-শনিবার ক্লাস।
  • মোট আসন সংখ্যা ৩০ জন।
  • স্থান (ধানমন্ডি ৮ নং) কলাবাগান বাসস্টান্ড, MABS ভবনের ২য় তলা

BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।
BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

--

➡ BLACK iz ওয়েব ডিজাইনিং

বর্তমান যুগের অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডিজাইনিং। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ডিজাইনের মাধ্যমে নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে আজ প্রফেশনাল ওয়েব ডিজাইনাররা। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। BLACK iz ওয়েব ডিজাইনিং কোর্সে অনলাইন থেকে রেজিস্টার করুন!

ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র:

একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে।

Untitasdadsadsadsled

BLACK iz ওয়েব ডিজাইনিং কোর্সটি করলে যা পারা যাবেঃ

  • সাদা পেজ থেকে এইচ.টি.এম.এল কোডের মাধ্যমে সাইট তৈরি।
  • সি.এস.এস. ডিজাইন এবং এডিট করা।
  • জাভা, জে-কুয়ারি, বা জে-এসএস এর ব্যবহার।
  • ড্রিম-ওয়াভারের মাধ্যমে সাইট ডিজাইন।
  • টেম্পলেট/থিম এডিটিং এবং ডিজাইনিং।
  • ড্রপ-ডাউন মেনু এবং স্লাইড তৈরি করা।
  • বিভিন্ন প্রকার সিএমএস সেটাআপ/ইন্সটল।
  • ডোমেইন প্যানেল পরিচিতি।
  • সি-প্যানেল এবং ওয়েব-হোস্ট ম্যানেজার কন্ট্রল।
  • ওয়ার্ড-প্রেস, থিম সেট-আপ।
  • ওয়ার্ড-প্রেস কাস্টমাইজেশন।
  • পিকচার/ছবি ইডিটিং করা।
  • ভিবিন্ন ভাষায় ওয়েব-সাইট রুপান্তর করা।

ওয়েব ডিজাইনিং-এ অংশগ্রহণকারীরা সাথে যা যা পাচ্ছেনঃ

  • প্রতিদিনের লেকচার সীট। (সম্পুর্ন ফ্রী)
  • কিছু ভিডিও টিউটিরিয়াল। (পেন ড্রাইভে)
  • রিয়াল প্রজেক্টে অংশগ্রহণের সুবিধা।

রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণ ফিঃ

আমরা প্রতি দু’মাস পর পরই নতুন ব্যাচ শুরু করি। কোর্সের মোট সময় তিন মাস দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ। মোট প্রশিক্ষন ফি: ৭,০০০ টাকা। "BLACK iz প্রফেশনাল ওয়েব ডিজাইনার" কোর্সটিতে অংশগ্রহণ করতে ইচ্চুক ব্যাক্তিদের অনালাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি সহ মোট ৭,০০০ টাকা। এককালীন যারা ৭,০০০ টাকা না দিতে পারবে তাদের জন্য তিন ইন্সটল মেন্টে দেওয়ার সুবিধা দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৩,০০০ টাকা এবং পরবর্তি দুই মাসে ২,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা দিতে হবে।

BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

BLACK iz ওয়েব ডিজাইনিং অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

--

➡ BLACK iz ব্যাসিক পিএইচপি

আমাদের ব্যসিক পিএইচপি মুলত খুলা হয়েছে তাদের কথা মাথায় রেখে যাদের ওয়েব-ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে একটু একটু ধারনা আছে এবং ভাবছেন পিএইচপি শিখবেন কিন্তু বুঝতে পারছেন না কিভবে কোথা থেকে শুরু করবেন। তারা মাত্র ১০০০ টাকার মাধ্যমে আমাদের কোর্সে অংশ গ্রহন করে একজন খুব সহজেই বুঝে নিতে পারবে পিএইচপি এর খুটি নাটি। আমাদের ব্যাসিক পিএইচপি-তে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন!

পিএইচপি কি:

সহজ কথায় পিএইচপি একটি ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মূলত দুই প্রকার, ডেস্কটপ প্রোগ্রামিং আর ওয়েব বা অনলাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । পিএইচপি হল ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। পিএইচপি যেকোনো অপারেটিং সিস্টেমে চলে। যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওস ইত্যাদি।

কেন পিএইচপি শিখবেন:

  • ১. আপনি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার জন্য।
  • ২. ই-কমার্স সাইট বানাতেও পিএইচপি এর প্রয়োজন হয়।
  • ৩.o-DESK, Freelancer, Elance এ ভালো আউটর্সোসিং করতে ।
  • ৪. পিএইচপি জানা থাকলে প্রতিষ্ঠিত আইটি র্ফাম গুলিতে চাকরি পেতে সহজ হবে।
  • ৫. আউটর্সোসিং সাইট গুলা অন্যান্য কাজের থেকে পিএইচপি ভিত্তিক কাজ গুলাতে টাকা বেশি দিয়ে থাকে।

পিএইচপি দিয়ে কি কি করা যায়:

  • ১. আপনি কোন সাইটে গিয়ে রেজিস্ট্রেশন এবং লগিন করবেন এই সিস্টেম টা পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৩. সাইটের ভিজিটর হিসাব পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৪. র্সাচ অপশন পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৫. কমেন্ট সিস্টেম পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৬. পোস্ট সিস্টেম পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৭. যে কোন অফিস, সুপার-শপ, কোন শিক্ষা প্রতিষ্ঠান এর অনলাইন সফটওয়্যার বেজ ওয়েব সাইট পি এইচ পি দিয়ে তৈরী ।
  • ৮. যে কোন ওয়েব র্সাভার কনফিগার করতে পারবেন ।
  • ৯. সাইটের নিরাপত্তা দিতে পারবেন পি এইচ পি দিয়ে । আপনি পি এইচ পি দিয়ে অনলাইনে যা খুশি তাই করতে পারবেন যা বলে শেষ করা যাবে না । তো আর দেরী কেনো আজই জয়েন করুন আমাদের সাথে ।

আমাদের কোর্স টিতে যা থাকছেঃ

  • Variables
  • Statement or condition
  • Operators (অপারেটোর)
  • Loop (লুপ)
  • Arrays (অ্যারেস)
  • Functions (ফাংশন)
  • String Functions
  • Database (ডাটাবেস)

Project:

আমাদের এই কোর্সের আওতায় নিম্নের প্রজেক্টগুলো করান হবে

  • 1. Basic Registration & Login system.
  • 2. Comment System .
  • 3. Free Mail Function.

পিএইচপি কোর্সের ভর্তি সংক্রান্ত তথ্যঃ

কোর্সেটি শুধুমাত্র ব্যাসিক পিএইচপি এর উপর। তবে ব্যাসিক পি এইচ পি কোর্সটিতে ভর্তি বা অংশগ্রহণ করতে আপনাকে অবশ্যই ওয়েব-সাইট ডিজাইন কিংবা ডেভেলপমেন্ট সম্পর্কে ধারনা থাকতে হবে।

  • কোর্স ফিঃ শুধুমাত্র ১০০০ টাকা।
  • ক্লাসের সংখ্যাঃ ৮ থেকে ১২ দিন।
  • ক্লাশের শিডিউলঃ শুক্রবার এবং শনিবার

BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

BLACK iz ব্যাসিক পিএইচপি অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

--

➡ BLACK iz ফটো এডেটিং

BLACK iz ফটো এডেটিং কোর্স মাত্র ২০০ টাকায়। অনলাইনে রেজিস্ট্রেশন করে ভর্তির সময় মাত্র ২০০ টাকার মাধ্যমে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। আমাদের এই ফটো এডেটিং কোর্সের আওতায় অ্যাডোবি ফটোসপ কিংবা অ্যাডোবি ইলেস্টেটরের এর তেমন কোন কাজ শিখানো হবে না। বরং বেসিক ফটো ইডেটিং এর উপর সকল ধারনা দেওয়া হবে। আমাদের ফটো ইডেটিং কোর্সটি মাত্র ৪ থেকে ৫ দিনের। ক্লাস হবে শুধুমাত্র শুক্রুবার এবং শনিবার।

আমাদের ফটো এইডেটিং কোর্সটির মাধ্যমে যা যা শিখতে পারবেন তা নিম্নে দেওয়া হলঃ

  • সকল ফটো বা ইমেজ ফর্মেটের উপর মূল ধারানা।
  • ট্রান্সপারেন্ট ইমেজ কি? কিভাবে তৌরি করবেন।
  • অ্যানিমেটেড ইমেজ কি? কিভাবে তৌরি করবেন।
  • সাধারন ইমেজ ফর্মেটের উপর ধারনা।
  • ওয়াটার মার্ক কিভাবে বানাবেন এবং ব্যবহার করবেন।

ফটো ইডেটিং এর উপর মূল বিষয় সমুহ

  • রিসাইজ, ক্রপ, ইমেজের সাইজ ছোট করা।
  • ফেড করা, ডাবল-ত্রিপল ইমেজ বানান।
  • ফটো স্কেপ সফটওয়ারের সম্পুর্ন ব্যবহার।

সোশ্যাল সাইটের সকল ফটো বানান

  • ফেসবুক কাভার ফটো, ফেসবুক প্রফাইল ফটো।

ওয়েব-সাইটের ব্যানার তৈরি করা

  • ওয়েব-সাইটের অ্যানিমেটেড অ্যাড বানান।
  • ভিবিন্ন সাইজের ছবি বানান।

ছবি তুলার গুরুত্ব পুর্ন এবং মজার কিছু নিয়ম

  • কোন প্রকার ইফেক্ট ছারা ডাবল অবজেক্ট তৈরি করা

BLACK iz ফটো ইডেটিং কোর্সটি শুধুমাত্র ব্যাসিক বা বেগিনারদের জন্য। এতে কোন অ্যাডোবি ফটোসপ কিংবা অ্যাডোবি ইলেস্টেটরের মূল কোন ইফেক্ট শিখান হবে না। মোট মাত্র ৪ থেকে ৫ দিনের ক্লাসে উল্লেক্ষিত সকল বিষয়ে আলোচনা করা হবে।

BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

BLACK iz ফটো ইডেটিং অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

BLACK iz IT Institute যোগাযোগ

যে কোন তথ্য ও বিস্তারিত জানতে ফোন করুনঃ

  • 01717-695631
  • 01918-756222
  • 01911-772398
  • 01611-772398
  • 01671-502396

BLACK iz IT Institute ফেসবুক গ্রুপঃ

http://www.facebook.com/groups/blackiz.itinstitute/

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'BLACK iz IT institute'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা কোন এরিয়ার জন্য আমি তো ঢাকার বাইবে থাকি তাই আমি কি করতে পারব

ভাই আমরা খুব দ্রুত চট্রগ্রামে শুরু করতে যাচ্ছি, আপনি থাকেন কোথায়?

আশা করি চট্রগ্রামে থাকলে দেখা হবে…

Level 0

vai pic bade from fill up korci….eta kobe theke start hobe…?????????

apni jodi reg kore thaken tobe obossshoi apnar shate jogajog kora hobe…

r amader already shuru hoye giyechi, 2nd batch er admission friday – saturday te hobe…

vai ওয়েব ডিজাইনিং-এ a ki kono sar ase ?? jodi thake ami admission nibo.

mane bujte parlamna,…

Level 0

sylhet e kobe asben