SEO শেখা + ফ্রীল্যান্সিং ভিডিও বাংলা টিউটোরিয়াল মাত্র ৩৫০ টাকা! নতুনরা সঠিক গাইডলাইন নিয়ে শুরু করুন অনলাইনে আয়। ঘরে বসেই শিখুন SEO! শুরু হোক ফ্রীল্যান্সিং এর পথচলা

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টিউনার ও ফ্রিল্যান্সার আব্দুল কাদের'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালই আছেন। আমিও আলহামদুলিল্লাহ্‌ তার রহমতে বেশ ভাল আছি।

ফ্রীল্যান্সিং নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই কিন্তু সবাই কি সফল হতে পারেন? পারেন না, এর প্রধান কারন হল- কাজ না শিখেই আয়ের চিন্তা। আপনি কাজ না শিখে যদি আয় করতে চান তাহলে ফ্রীল্যান্সিং মারকেটপ্লেসে কোনদিনই ভাল অবস্থানে যেতে পারবেন না। আর তাই আপনি যদি কাজ শেখার চিন্তা করে থাকেন তাহলে আমি আপনাকে বলব যে, আপনি এসইও এর কাজ শিখুন । কারন নতুনদের জন্য এটি একটি সহজ পদ্ধতি ফ্রীল্যান্সিং সাইটে কাজ শুরু করার জন্য। তাছাড়া এটি বর্তমান সময়ের একটি বিশেষ চাহিদা হয়ে দাড়িয়েছে, ডাটা এন্ট্রি করতে গেলেও এখন আপনার এসইও এর জ্ঞান থাকা অতি জরুরি, এমনকি আপনি যদি এসইও এর টার্ম গুলো না জানেন তাহলে হয়ত আপনি ফ্রীল্যান্সিং এর বেসিক ই জানেন না। কাজেই এসইও শিখুন। আর যারা নতুন অবস্থায় কাজ করতে চান আবার ভাল আয়ও করতে চান তারা এসইও শিখতে পারেন, এটি তাদের জন্য এক বিশাল প্লাস পয়েন্ট।

অনেকেই আছেন যারা টাকার জন্য কাজ শিখতে পারেন না আবার অনেকেই সময়ের অভাবেও কাজ শিখতে পারেন না, ঢাকার বাইরে থাকার জন্যেও অনেকে কাজ শিখতে পারেন না, আবার অনেকে নতুন অবস্থায় বুঝতেই পারেন না যে কোন দিক থেকে কিভাবে শুরু করবেন তাই আপনাদের কথা বিবেচনা করেই আমি নিজে তৈরি করেছি এসইও+ফ্রীল্যান্সিং এর উপর বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে মনে করি, ফ্রীল্যান্সিং শুরু করার জন্য এসইও এর কাজ শেখা খুবই কার্যকরী হবে, কারন এটি সোজা এবং শিখতে অনেক কম সময় লাগে এবং এর ক্ষেত্র অনেক ব্যাপক। আর আমার নিজের অভিজ্ঞতার আলোকেই এটি তৈরি। এটি দ্বারা আপনি শুধু ফ্রীল্যান্সিং ই নয়, বরং এর পাশাপাশি অন্য আরও অনেক উপায়ে আয় করতে পারবেন।

বাংলাদেশের প্রথম এসইও শেখা এবং ফ্রীল্যান্সিং এর উপর বাংলা ভিডিও টিউটোরিয়াল একসাথে :

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একই সাথে SEO শেখা এবং এটি শিখে কীভাবে ফ্রীল্যান্সিং করবেন এর উপর বাংলা ভাষায় বানানো ভিডিও টিউটোরিয়াল এটি। এখানে আপনি SEO শেখা থেকে কাজ করা পর্যন্ত পাবেন সঠিক গাইডলাইন।টিউটোরিয়ালটি সম্পূর্ণ আমার নিজের বানানো এবং এতে রয়েছে এসইও শেখার এবং অনলাইনে কাজ করার জন্য ৮৫টি এর অধিক সংখ্যক HD ভিডিও টিউটোরিয়াল, প্রত্যেকটি ধাপ স্পষ্ট এবং বাংলা ভাষায় করা।

নতুনদের কথা বিবেচনা করেই তৈরিঃ

নতুন অবস্থায় অনেকেই বুঝতে পারেন না কিভাবে কি করবেন, কোথা থেকে শুরু করবেন। তাদের এই সকল কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে এই ভিডিও টিউটোরিয়ালটি। এটি এমন ভাবে তৈরী যা দিয়ে আপনি নতুন অবস্থা থেকে শুরু করে ধীরে ধীরে ইনশা-আল্লাহ প্রফেশনাল লেভেলে যেতে পারবেন। এখানে আমি চেস্টা করেছি যথাসম্ভব সহজ ভাষায় টিউটোরিয়াল বানানোর জন্য।আর যে কোন সমস্যায় আমাদের সাপোর্ট আপনারা অবশ্যই পাবেন।

চলুন দেখে নেই কি কি থাকছে এই বাংলা ভিডিও টিউটোরিয়াল এঃ

প্রথমে SEO শেখার জন্য যে সকল বাংলা ভিডিও টিউটোরিয়াল থাকছে তার একাংশঃ

  • 1. SEO কী?
  • 2. এর প্রকারভেদ
  • 3. Keyword কী ও এর গুরুত্ব?
  • 4. বিভিন্ন Keyword Toolbars
  • 5. Google keyword tools
  • 6. Google Adword Tools (কিওয়ার্ড রিসার্চ)
  • 7. কীভাবে নির্বাচন করবেন আপনার সাইটের জন্য সেরা টুলটি?
  • 8. On-page Optimization এর শুরুর কথা।
  • 9. সাইটের জন্য Meta Tag তৈরি এবং সাইটের HTML এ তা সঠিক জায়গায় পেস্ট করা।
  • 10. Blogger এ কিভাবে মেটা ট্যাগ পেস্ট করতে হয়।
  • 11. Google এ সাইট সাবমিট করা বা জমা দেয়া। (Optimization এর প্রথম ধাপ)
  • 12. Google Webmaster Tool কী? এর সঠিক ব্যবহার।
  • 13. Sitemap তৈরী করা (ব্লগ এবং ওয়েবসাইট এর জন্য)
  • 14. Google Webmaster Tools এ সাইট ADD করা এবং সাইটের Ownership ভেরিফিকেশন করা।
  • 15. Yahoo তে সাইট সাবমিট করা বা জমা দেয়া। (Optimization এর দ্বিতীয় ধাপ)
  • 16. Bing এ সাইট সাবমিট করা।
  • 17. Bing Webmaster Tools পরিচিতি।
  • 18. Bing Webmaster Tools এ সাইট ADD করা এবং সাইটের Ownership ভেরিফিকেশন করা, ( HTML এ মেটা ট্যাগ পেস্ট এর মাধ্যমে যাতে করে আপনি ব্লগস্পট সাইট ভেরিফাই করতে পারেন)
  • 19. Word press সাইট এ SEO করা কীভাবে সুবিধাজনক?
  • 20. Word press এ all in one seo pack নিয়ে আলচনা ও এর সুবিধা
  • 21. On page optimization in Joomla sites
  • 22. Image alt tag কীভাবে তৈরি করতে হয়, কেন এটি গুরুত্বপূর্ণ?
  • 23. Alexa কী এবং SEO তে এটি কিভাবে ভূমিকা রাখে?
  • 24. Off page optimization কী? এর গুরুত্ব কতখানি?
  • 25. ব্যাক লিংক কী?
  • 26. Social Bookmarking এবং Directory Submission কি? কীভাবে করতে হয়?
  • 27. Social Bookmarking এবং Directory Submission এর জন্য কিছু Exclusive Site-এর লিস্ট।
  • 28. কীভাবে ব্যাক লিংক তৈরী করতে হয়।
  • 29. ব্যাক লিংক তৈরির জন্য কিছু Exclusive সাইট এর address।
  • 30. লিংক হুইল কি? কীভাবে করতে হয়?
  • 31. Page rank নিয়ে কিছু কথা।
  • 32. You tube দিয়ে সাইটে প্রচুর পরিমাণে কীভাবে Visitor আনতে পারেন সেই পদ্ধতি।
  • 33. Social Networking Sites যেমন- Facebook, Twitter ইত্যাদি দিয়ে কীভাবে সাইটে ভিজিটর বাড়ানো যায় সে উপায়।

এসইও ভালভাবে শেখার পর কাজ সম্পর্কে একটু ধারনা দেয়ার জন্য কিছু ভিডিও টিউটোরিয়ালঃ

  • 1. ফ্রীল্যান্স সাইটগুলতে আসলে SEO এর চাহিদা কেমন?
  • 2. ফ্রীল্যান্স সাইটগুলোতে SEO এর কোন পার্ট এর কাজ বেশি পাওয়া যায়।
  • 3. কিভাবে বিড করে তাড়াতাড়ি কাজ পাওয়া যায় ( SEO এর কাজ গুলোতে বিড করে কাজ জেতার পরীক্ষিত উপায়! )
  • 4. SEO তে সহায়ক কিছু টুলবার যা দিয়ে কাজ দ্রুত করা সম্ভব।
  • 5. যে সকল কাজ ফ্রীল্যান্সিং এর জন্য করতে হবে তা সরাসরি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে দেখানো হয়েছে
  • 6. ব্যাকলিংক এর কাজের জন্য সাথে সাথে কমেন্ট এপ্রুভ হয়ে যায় এমন কিছু সাইট এড্রেস।
  • 7. কিভাবে কোন কাজটি করলে তাড়াতাড়ি শেষ করা যাবে তার উপায়।
  • 8. SEO তে কাজ করার সময় আমার ফেস করা কিছু বাস্তব অভিজ্ঞতা ও তা থেকে সমাধানের উপায়।
  • 9. ক্লাইন্ট নিয়ে কিছু সতর্কতা, কিভাবে চিনবেন একজন ক্লাইন্ট কে? কার কাজে বিড করবেন আর কার কাজে করবেন না?

কাজ সম্পর্কে কিছু ধারনা পাওয়ার পর ওডেস্কে কিভাবে কি করবেন তা নিয়ে কিছু টিউটোরিয়ালঃ

  • ওডেস্কে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তা ভিডিও আকারে করে দেখানো
  • ওডেস্ক এর প্রোফাইল পরিচিতি
  • অ্যাকাউন্ট তৈরির জন্য কি কি দরকার, ব্যাংক অ্যাকাউন্ট সহ ইত্যাদি ইত্যাদি
  • প্রোফাইল কিভাবে ডেভলপ করবেন
  • প্রোফাইলকে কাজের উপযুক্ত করা
  • বিড কিভাবে করতে হয়, বিড করার সময় কিছু টেকনিক

এর পরও অনেকে বুঝতে পারে না যে কি ধরনের কাজ হবে আর কি বললে কি করতে হবে, তার জন্য আরও কিছু ভিডিও টিউটোরিয়ালঃ

  • ওডেস্ক এ কি কি টাইপের কাজ আছে
  • ওডেস্ক এ কিভাবে আপনি আপানার জন্য কাজের তালিকা খুজে বের করবেন
  • বিভিন্ন ধরনের কাজ নিয়ে আলচনা
  • সরাসরি ওডেস্ক এ গিয়ে প্রায় ৩০ টি কাজ নিয়ে আলোচনা (কোন কাজে ক্লাইন্ট কি করতে বলেছেন, কিভাবে বিড করতে হবে এবং কাজটি কি রকম হবে)
  • আপনি যদি ইংরেজিতে দুর্বল হন এবং যদি ক্লাইন্ট কি বলেছেন তার কিছু কিছু অংশ বুঝতে না পারেন তাহলে তা বোঝার জন্য গুগল ট্রান্সলেটর এর সঠিক ব্যবহার এবং তার সাথে একটি
  • অনলাইন ডিকশনারি পরিচিতি। যা আপনাকে কাজ বুঝতে এবং আপনার ইংরেজীর দক্ষতাকেও বাড়াবে।

সব মিলিয়ে মোট ভিডিওর সংখ্যা ৮৫টি+ । প্রত্যেকটি ভিডিও HD কোয়ালিটির তাই প্রত্যেকটি কথা স্পষ্ট এবং ভিডিও এর রেজুলেশন খুবই ক্লিয়ার। এতে করে আপনারা সহজেই সব কথা শুনতে এবং দেখে বুঝতে পারবেন। এছাড়াও এর সাথে থাকছে সকল ভিডিওর সোর্স ফাইল, যাতে করে আপনি ভালভাবে প্র্যাকটিস করতে পারেন। সাথে আর থাকছে লিখিত টিউটোরিয়াল এবং প্রয়োজনীয় সকল সফটওয়্যার, সাথে আরও থাকছে পিডিএফ ই-বুক। এতে করে আপনাদের আর কোন সমস্যাই থাকবে না।

আমার এই টিউটোরিয়াল এর পূর্বের ভার্শন এমন ছিল না, ওটা বানানোর পর বিভিন্ন লোকদের কাছ থেকে উঠে আসা নানান প্রশ্ন এবং এর সমাধান নিয়ে এতে নতুন করে আরও অনেকগুলো ভিডিও যোগ করা হয়েছে। ফলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন টিউটোরিয়াল আর একটিও পাবেন না ১০০% নিশ্চিত। এই বাজারের কিছু টিউটোরিয়াল আমার কাছে আছে আমি দেখেছি, আর সেগুলো হল ২০০৯ বা তার পূর্বে তৈরি ফলে অনেক কিছুই বোঝা যায় না (কারন এতদিনে গুগল, ইয়াহু, বিং, ব্লগার ইত্যাদিতে ব্যাপক পরিবর্তন হয়েছে)। উপরে যা কিছু বর্ণনা করা হয়েছে তার সব কিছুই করা হয়েছে ২০১৩ সালে। ফলে গুগল এবং বিং এর নতুন নতুন আপডেট গুলো এখানে দেখানো হয়েছে। এমনকি ব্লগারের নতুন ইন্টারফেস এবং HTML এডিটর এর নতুন চেহারাও এখানে দেখানো হয়েছে। ফলে আশা করা যায় আপনাদের বুঝতে কোন সমস্যাই হবে না এবং আমি মনে করি এই টিউটোরিয়ালটি কিনলে আপনাকে বাইরে থেকে আর কোন প্রকার কোর্স ও করার প্রয়োজন হবে না।

২৪/৭ লাইভ সাপোর্টঃ

এর পরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোন সমস্যা হয় তার জন্য থাকছে ২৪/৭ লাইভ সাপোর্ট এর ব্যাবস্থা। আপনি আমাদের ফেসবুক গ্রুপ এবং স্কাইপ এর মাধ্যমে এই হেল্প পাবেন। ফেসবুক গ্রুপ এ যোগ দিতে এখানে ক্লিক করুন। স্কাইপ এর ঠিকানা ডিভিডি এর সাথে দেয়া থাকবে।
শুধুমাত্র ফ্রীল্যান্সিং ই নয়, এসইও এর এই কোর্স টি করে আপনি আরও অনেক উপায় যেমনঃ ব্লগিং, মার্কেটিং, গুগল এডসেন্স দিয়ে মাসে ১০০-৫০০ ডলার সহজেই আয় করতে পারবেন।

এসইও সংক্রান্ত যে কোন বিষয়ে হেল্প পেতে আজই আমাদের ফেসবুক গ্রুপ এ যোগ দিন। ক্লিক করুন এখানে।

লাইভ ডোমোঃ

আমাদের ভিডিও গুলো কিভাবে করা তার লাইভ ডেমো দেখতে এখানে ক্লিক করুন।

টিউটোরিয়াল এর দামঃ

মূল্য- মাত্র ৩৫০ টাকা!

টাকা বিকাশ এর মাধ্যমে পরিশোধ করতে হবে। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন কোন সমস্যা নেই কারন আমি এটা পাঠাব সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশের যে কোন প্রান্তেই আছে। ডিভিডি কিভাবে পাবেন এবং টাকা কিভাবে পাঠাবেন তা নিচ থেকে ভালভাবে পড়ে নিন। তবে এখানে উল্যেখ্য যে, ডিভিডি কুরিয়ার থেকে তুলতে আপনার কোন চার্জ লাগবে না, মানে ৩৫০ টাকা ব্যতীত আপনার আর কোন খরচ নেই।

এই টিউটোরিয়াল গুলো কিভাবে আপনি পাবেন এবং টাকা কিভাবে পাঠাবেন তা নিচে দেওয়া হলঃ

টাকা পাঠানোর পদ্ধতি :

টাকা পাঠাতে হবে বিকাশ এর মাধ্যমে। আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই, আপনি আপনার নিকটবর্তী বিকাশ এর দোকান থেকেও টাকা পাঠাতে পারবেন। টাকা পাঠানোর আগে আমাকে ফোন দিয়ে নিতে পারেন- 01674900733

টাকা পাঠাতে হবে এই নাম্বারে – 01780838227
অ্যাকাউন্ট টাইপ- Personal

ডিভিডি পাবেন যেভাবেঃ

টাকা পাঠানো হলে আপনার টাকা এসেছে কিনা তা অবশ্যই সাথে সাথে ফোন দিয়ে জেনে নিবেন।(ফোন- 01674900733)
তারপর আপনি যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বার, আপনার নাম, আপনার ঠিকানা (এখানে শুধু আপনার এলাকার নাম, থানার নাম এবং জেলার নাম দিলেই হবে), আপনার মোবাইল নাম্বার মেসেজ করে পাঠাবেন।(উপরের যে কোন নাম্বারে মেসেজ করলেই হবে)। সব কিছু ঠিক হয়েছে কিনা তা আপনাকে জানানো হবে। সব ঠিক থাকলে আপনার উদ্যেশ্যে ডিভিডি পাঠানো হবে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে। সাধারণত ১-৪ দিনের মধ্যেই পেয়ে যাবেন আপনার ডিভিডি। তবে একটা শর্ত- টাকা পাঠানোর পর থেকে ডিভিডি হাতে পাওয়া পর্যন্ত আপনার মোবাইল নাম্বার খোলা রাখতে হবে কারন ডিভিডি আপানার এলাকায় পৌছলে কুরিয়ার থেকে আপনাকে ফোন দেয়া হবে।

আর যদি আপনি ঢাকায় থাকেন তাহলে সরাসরি হাতে হাতে নিতে পারবেন এই জন্য আপনাকে ঢাকার মধ্য বাড্ডায় আসতে হবে। মধ্য বাড্ডা ওভার ব্রিজ এর নিচে নেমে, রাস্তার পশ্চিম পাশে দেখবেন বাড্ডা আলাতুন্নেছা হাই স্কুল এর গলির মুখে S.A. Complex নামে একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিং এর নিচ তলায় N.W. Computers নামের এই দোকান থেকে ডিভিডি টা হাতে হাতে নিতে পারবেন। আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারন কোন কারনে দোকান বন্ধও থাকতে পারে।

এই টিউটোরিয়াল সম্পর্কে কোন মতামত বা প্রশ্ন থাকলে সরাসরি আমাকে ফোন দিতে পারেন। 01674900733, (সকাল ৯টা থেকে রাত ১০টা)।

একটা কথাঃ

এটা সম্পূর্ণই আমার নিজের বানানো। একজন ফ্রীল্যান্সার হিসেবে আমি নিজে যা জানি বা আমি নিজে কাজ করতে গিয়ে যে সকল সমস্যা হয়েছে তার সমাধান এবং আমার অভিজ্ঞতা থেকেই আমি এটি তৈরি করেছি । তাই ডিভিডি নেয়ার সময় এর উপর অবশ্যই আমার স্বাক্ষর দেখে কিনবেন।আমার স্বাক্ষর ব্যাতীত কোন ডিভিডি কিনবেন না এবং এর দায় দায়িত্ব আমার নয়। এই টিউটোরিয়ালের প্রত্যেকটি ভিডিও কপিরাইট প্রটেক্টেড এবং এই ভিডিও টিউটোরিয়াল আমার অনুমতি ব্যতীত কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ।

নিচে আমার স্বাক্ষর যুক্ত ডিভিডি এর একটি বাস্তব চিত্র দেয়া হলঃ

এই টিউটোরিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন ।

একটু সময় থাকলে আমার ব্যক্তিগত ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। এখানে ক্লিক করুন।।

SEO সম্পর্কিত যে কোন সমস্যার সমাধান পেতে আজই যোগ দিন আমাদের ফেসবুক গ্রুপ এ।এখানে ক্লিক করুন।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টিউনার ও ফ্রিল্যান্সার আব্দুল কাদের'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি খাপ দিলেন ভাই খুলে দেখি ভাঙ্গা ভাগ্য ভাল যে ডিস্ক তা ভাঙ্গে নাই ।

    Level 0

    @সবুজ ভাই: ভাই ডিভিডি যাতে না ভেংগে যায় তাই পার্সেল করি, কিন্তু তার পরেও কুরিয়ার থেকে এমন করলে কি করা ভাই। খাপ তো ভাই আসল ডিভিডি এর ই দিছি।

HD video mane must valor urdhe but apnar videeo amar LCD te full screeen dile halka fakase dekhay.tarmane apnar video ta normal quality.

Level 0

ভাই ফুল স্ক্রিন করলে হালকা একটু ফ্যাকাসে হয়, এটার কারন ভিডিও এডিট করা হয়েছে তাই, কিন্তু একটু ফ্যাকাসে হলেও কিন্তু লেখা সবই বোঝা যায়।

Level 0

অনেক ধন্যবাদ ভাই, পুরোটাই পড়তে খুব ভাল লাগল। একটি ডিক্স কিনতে চাই।

Level 0

ভাই ফ্রি কি কোন SEO শেখা + ফ্রীল্যান্সিং ভিডিও বাংলা টিউটোরিয়াল আছে