এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Misys Institute Of IT'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
বর্তমানে আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহিবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বাংলাদেশীরা সবচেয়ে বেশী যেইসব কাজ করছেন তার মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, ওয়েব ডিজাইন-ডেভেলপিং, ব্লগিং ও এফিলিয়েট মার্কেটিং,ইমেইল মার্কেটিং সহ আরো অনেক কাজ। এই বিপুল বাংলাদেশি ফ্রিল্যান্সারদের মধ্যে বেশীরভাগেই ঢাকার এবং অল্প কিছু সংখ্যক ফ্রিল্যান্সার চট্টগ্রামসহ অন্যান্য জেলার। ঢাকাতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান,ওয়েব ডিজাইন-ডেভেলপিং, এফিলিয়েট মার্কেটিং শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান থাকলেও চট্টগ্রামে ছিলনা বিশ্বস্ত কোন প্রতিষ্ঠান।
বৃহত্তর চট্টগ্রামবাসীদের অপেক্ষা ঘুচল এবার। চট্টগ্রামের মাইসিস ইন্সটিটিউট অফ আইটিতে শুরু হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, ওয়েব ডিজাইন-ডেভেলপিং, ব্লগিং ও এফিলিয়েট মার্কেটিং,ইমেইল মার্কেটিং কোর্স যেটি পরিচালনা করবেন সুপরিচিত প্রতিষ্ঠান ডেভসটিম ইনিস্টিটিউট এর ফ্যাকাল্টি সদস্যরা।
একজন ভাল শিক্ষক পারে তার ছাত্রদের সঠিক শিক্ষা দিতে। আজকাল অলি-গলিতে ফ্রিল্যান্সিংকে ঘিরে বিভিন্ন প্রতারনামুলক ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে যাদের শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন অনেক নিরীহ মানুষ। তাই কোথাও প্রশিক্ষন নেয়ার আগে জেনে নিন প্রশিক্ষক এবং কি ধরনের সুযোগ-সুবিধা আছে সেই প্রতিষ্ঠানে।
মাইসিস ইনিষ্টিটিউট অফ আইটিতে আছে শীতাতপ নিয়ন্ত্রিত সার্বক্ষনিক ইন্টারনেট সুবিধাসহ ১৫ জনের ক্লাসরুম এবং মাইসিস ইনিস্টিটিউট অফ আইটি এর কোর্সসমূহ পরিচালনা করার জন্য ঢাকা থেকে আগত এবং চট্টগ্রামস্থ ডেভসটিম ইনিস্টিটিউ এর ফ্যাকাল্টি মেম্বারগন। চলুন দেখে নেয়া সেই প্রশিক্ষকবৃন্দ কে কে??
এছাড়া সামনে ক্লাস নিবেন দেশের নামকরা বেশ কজন বিশেষজ্ঞ। তো এবার সিদ্ধান্ত নিন এদিক-সেদিক ঘুরে টাকা নষ্ট করবেন নাকি চট্টগ্রামেই বিশ্বমানের প্রশিক্ষণ নিয়ে অনলাইনে ক্যারিয়ার গড়বেন। সময় করে চলে আসুন মাইসিস অফিসে এবং দেখে-শুনে সিদ্ধান্ত নিন। আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার নীচে দেয়া হলঃ
মাইসিস ইনিস্টিটিউ অফ আইটি
কাদের টাওয়ার (তৃতীয় তলা)
১২৮ জুবিলি রোড, তিন পোলের মাথা
নিউমার্কেট , চট্টগ্রাম
ফোনঃ ০১৮২৯৩২২০৩৯, ০১৮১৫৫২৫৯২৯, ০১৭৩৭৩১৯২০১
জাতীয় উদ্যোক্তা সম্মেলন ২০১৩ এর প্রস্তুতি হিসেবে আগামী ১-৩ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী উদ্যোক্তা উৎসব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও “চাকরি খুঁজব না চাকরি দেব” গ্রুপের চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে চট্টগ্রামের শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠেয় এই উৎসবে থাকছে নানামুখী আয়োজন ।
উক্ত অনুষ্ঠানটিতে পার্টনার হিসেবে থাকবে মাইসিস ইন্সটিটিট অফ আইটি তাছাড়াও মাইসিসের নিজস্ব একটি স্টলও থাকছে। তাছাড়া উৎসব উপলক্ষে মাইসিস ইন্সটিটিউট অব আইটির সকল কোর্সের উপর ২৫% ডিস্কাউন্ট সহ মাইসিসের পক্ষ থেকে একটি টি-শার্ট এবং কলম।
উদ্যোক্তা উৎসব সম্পর্কে আরো জানতে এই ফেসবুক ইভেন্ট এ যোগ দিন।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'Misys Institute Of IT'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি Misys Institute Of IT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
We know what you need and we hide nothing that you need.
সবগুলো কি একসাথে শেখানো হবে???
আর কোর্স ফি সম্পর্কে তো কিছুই বললেন না,,,,!! কারন আমরা যারা চট্টগ্রামের বাহিরে থাকি, তারা তো আর চট্টগ্রামে গিয়ে জেনে আসা সম্ভব না,!!! সো ডিটেইলস জানতে পারলে ভালো লাগতো