হাতে কলমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ট্রেনিং করুন বেসিস এ্যাওয়ার্ড প্রাপ্ত ও SEO স্পেশালিস্ট এর কাছ থেকে।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টেকনোবিডি ট্রেনিং লিমিটেড'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং কেন ?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে ধারাবাহিক পরিবর্তনের মধ্যমে একটি ওয়েবসাইটের উন্নতি সাধন করা। এই পরিবর্তনগুলো হয়তো আলাদা ভাবে চোখে পড়বে না কিন্তু সামগ্রিকভাবে এর মাধ্যমে একটি সাইটের ব্রাউজিং এর স্বাচ্ছন্দবোধ অনেকাংশে বেড়ে যায় এবং অর্গানিক বা স্বাভাবিক সার্চ রেজাল্টে সাইটকে শীর্ষ অবস্থানের দিকে নিয়ে যায়।

আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থাকে তাহলে নিশ্চয়ই আপনি চাইবেন সেই ওয়েবসাইটটি গুগল কিংবা বিং-য়ের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP)-এর সবচেয়ে উপরের দিকে থাকুক। তাই আপনাকে সাইট এর জন্য ইফেক্টিভ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে যেন সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট বা এর কনটেন্টকে দ্রুত খুঁজে পেতে এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP) এর প্রথমদিকে প্রদর্শন করতে পারে।

আমরা জানি ট্রাফিক=ডলার। তাই যত বেশি ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে আপনি তত বেশি আয় করতে পারবেন। আর সেটি কেবল আপনার ওয়েবসাইট এর এসইও করার মাধ্যমেই সম্ভব। ইফেক্টিভ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারলে সাইটে ট্রাফিক আসবে ও রেভিনিউ জেনারেট হবে। এছাড়া এসইও শিখে ফ্রিল্যান্সিং করেও প্রচুর ডলার আয় করা যায়। বর্তমানে অনেক বাংলাদেশী সার্চ ইঞ্জিন অপটিমাইজার রয়েছে যাদের প্রতি মাসে আয় ১ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত ।

এই প্রশিক্ষনটিতে যারা উপকৃত হবেন:

  • ১. যাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ইতিমধ্যে প্রাথমিক ধারণা আছে।
  • ২. যারা এখনও এসইও জানেন না কিন্তু এ সম্পর্কে জানার আগ্রহ আছে।
  • ৩. যাদের এসইও নিয়ে বিজনেস করার চিন্তাভাবনা আছে অথবা ফ্রিল্যান্সিং করতে চান।
  • ৪. যারা ইতিমধ্যে ব্লগিং করছেন কিন্তু সার্চ ইঞ্জিনে রেজাল্ট পেজে (সার্প) আপনার টার্গেট করা  কিওয়ার্ডে তেমন সুবিধা করতে পারছেন না।
  • ৫. যারা সফল এসইও  ফ্রিল্যান্সার হতে চান।

সার্চ ইন্জিন অপ্টিমাইজেশান

এই প্রশিক্ষনটির মাধ্যমে আপনারা যা পাবেন

কোর্সটি সম্পূর্ণ প্রোজেক্ট ভিত্তিক। প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত প্রশিক্ষক হাতে কলমে একটি বাস্তব প্রোজেক্ট সম্পূর্ণ করার মাধ্যমে ট্রেনিং প্রদান করবেন।

তাই প্রথম দিন যেই ওয়েব সাইট বা ব্লগ (প্রোজেক্ট) এর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (S E O) শুরু করা হবে, দশম দিন কোর্স শেষে সেই সাইট বা ব্লগ এর গুগল র‍্যাঙ্ক ভাল হতে দেখা যাবে। আর এভাবে হাতে কলমে কাজের মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (S E O) শিখা যাবে।গুগল র‍্যাঙ্কিং এ কিভাবে ওয়েবসাইটের অবস্থান এগিয়ে আনা যায় এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ওয়েবভিত্তিক কার্যক্রম এসইও প্রশিক্ষণকে একটি প্রকল্প হিসেবে সাজানো হয়েছে। প্রশিক্ষণের শুরুটা হবে যে ওয়েবসাইট দিয়ে শেষ হবে সেই ওয়েবসাইটেই। ফলে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দেখতে পাবেন তাদের অপটিমাইজিং ওয়েবসাইটের অবস্থান গুগল র‌্যাঙ্কিংয়ে কোথায়।

ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে প্রতিমুহুর্তে এসইও বিষয়ক শত শত প্রজেক্ট আসছে যেগুলো এ কোর্স করার পর আপনি সহজেই সম্পন্ন করতে পারবেন এবং প্রচুর অর্থ আয়ের সুযোগ রয়েছে। এছাড়াও ব্লগিং আর অ্যাফিলিয়েশন মার্কেটিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এসইও শেখা ছাড়া কোনভাবেই এ ক্ষেত্রগুলোতে আপনি সফলতা পাবেন না।

যিনি শেখাবেন

বাংলাদেশে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেট মার্কেটিং, ব্লগিং ও অ্যাফিলিয়েটের মাধ্যমে দীর্ঘ ৭ বছর ধরে সফলতার সঙ্গে কাজ করে আসছেন এমন মানুষের তালিকা করলে অন্যতম শীর্ষ অবস্থানে আছেন এমন একজন ব্যাক্তি এ কোর্সটি পরিচালনা করবেন। তিনি হচ্ছেন আমাদের ২০১১ সালের বেসিস কর্তৃক এ্যাওয়ার্ড প্রাপ্ত এসইও স্পেশালিস্ট ও ফুল টাইম ফ্রীল্যান্সার মোঃ আল-আমিন চৌধুরী। তিনি ইতিমধ্যে ঢাকা ও ঢাকার বাহিরে (সিলেট,ঝিনাইদাহ,নোয়াখালি,চট্রগ্রাম) এসইওর ৪০টিরও বেশি ট্রেনিং সফলভাবে সম্পন্ন করেছেন। তার তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, একাডেমি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, ও টেকনোবিডির  বহুসংখ্যক প্রশিক্ষণার্থী ইতিমধ্যে সফলভাবে ফ্রীল্যান্সিং করছেন।

মোঃ আল-আমিন চৌধুরী
মোঃ আল-আমিন চৌধুরী - ফেইসবুক

 ফ্রিল্যান্সিং

প্রশিক্ষণ নিতে করনীয় এবং এর ফি

১০ দিনের তাত্বিক প্রশিক্ষণ এবং রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ৯,০০০ টাকা এবং আসন সংখ্যা সিমীত হওয়ায় আপনার ফি প্রদান হলেই কেবল আপনার আসন সংরক্ষন হবে । প্রশিক্ষণ শেষে ইমেইল ও চ্যাট এর মাধ্যমে ফুল সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।

আরোও বিস্তারিত জানতে চাইলে বা ইভেন্ট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ইভেন্ট ওয়ালে করতে পারেন। আলোচনার জন্য যোগ দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে।

অন্যান্য তথ্য

  • ক্লাসঃ ১০ টি
  • কোর্স শুরুঃ ১১ নভেম্বর ২০১২
  • বারঃ রবি-সোম-মঙ্গল-বুধ-বৃহস্পতি
  • সময়ঃ সন্ধ্যা ৬:৩০ - ৯:৩০
  • কোর্স ফিঃ ৯,০০০/= টাকা

আমাদের সোশাল নেটওয়ার্ক

১. ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/technobd.training/

২. ফেসবুক পেইজ: https://www.facebook.com/technobd.training

--

৩. ইভেন্ট পেইজ: http://www.facebook.com/events/453236751388886/

৪. ট্রেনিং ল্যান্ডিং পেজঃ http://www.technobdtraining.com/landing/seo.html

--

আমাদের আরও কার্যক্রম

আমাদের অফিসের ঠিকানা:

Technobd Training

  • বাড়ী# ১৮, রোড# ২, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, মোহাম্মাদপুর, ঢাকা - ১২০৭
  • Phone: ৯১২৬৩৮৫, ৮১৪২০৪০
  • মোবাইলঃ ০১৭১-৫৩১৭৫২৭ , হটলাইনঃ ০১৭৫-০০০০৩২৮

সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই…আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন। আপডেটেড থাকার জন্য আমাদের ফলো করবেন আশা করি।

এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টেকনোবিডি ট্রেনিং লিমিটেড'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io

Level 0

আমি টেকনোবিডি ট্রেনিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@kazirhut কোর্স ফি টা আগে ১০,০০০ ই ছিল। এখানে টিউন করবার আগে কোর্স ফি কমিয়ে ৯,০০০ করা হয়েছে। আর আমরা কেন আমাদের গরিব দেশ ভাববো? অন্তত ফ্রিল্যান্সিং এর দিক আমরা যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ। আপনি কি জানেন, আমাদের যিনি ইন্সট্রাক্টর তিনি কিন্তু কারো কাছে টাকা দিয়ে শেখেন নাই। বিভিন্ন রকম ইউটিউব টিউটোরিয়াল এবং গুগলের সাহায্যেই শিখেছেন। কিন্তু আজ ওনাকে একজন সফল ফ্রিল্যান্সার বলতে পারি, আর যদি তা নাই হতো তাহলে ব্যসিস এর মত একটি প্রতিষ্ঠান তাকে ২০১১ তে বেষ্ট ফ্রিল্যান্সার এওয়ার্ড টি দিতেন না। মোঃ আল-আমিন চৌধুরী বর্তমানে এসইও স্পেশালিষ্ট হিসেবেও পরিচিত। যাই হোক, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।

@abdus salam 120 আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে এটা একটা স্পন্সরড টিউন। আমরা টেকনোবিডি(২০০২ থেকে, এবং আটসোর্সিং ২০০৬ থেকে), ট্রেনিং সেন্টার ব্যবসা করবার জন্য দেইনি। আমাদের প্রধান বিজনেস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব সলিউশান, আমাদের ওয়েবসাইট হচ্ছে http://technobd.com/। যার কারনে আমাদের নিজেস্ব ডেভেলপার আছে এবং যারা কিনা বেশ সাফল্যের সাথে বহু বছর ধরে কাজ করে আসছে। তো আমরা যেভাবে আসলাম সেটা বলতে গেলে, আমাদের দেড়-হাজারের মত লোকাল ক্লাইন্ট আছেন যারা কিনা বিভিন্ন সময় আমাদের কাছে জানতে চেত যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শেখাই কিনা, যেহেতু আমাদের নিজেস্ব প্রফেশনাল এমপ্লয়ী আছে। পরবর্তীতে আমরা, ২০১১ সালের শুরু থেকে ট্রেনিং সেন্টার চালু করি। আমাদের মূল লক্ষ হচ্ছে আমাদের এত বছরের অর্জিত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করা। আর জ্ঞান শেয়ার করবার জন্য মোটিভেশন হিসেবে কিছু কোর্স ফি নেয়া।

@mahbub_state: Everything has a cost. By the way, thank you for your comment. I have told many thing about our quality. নিজের ঢোল নিজে আর কত বাজানো যায় বলেন? there are many students in techtunes those have taken course in technobd. But, I could also make comments by creating fake ID. What will be the justification of that issue??

Level 0

@mahbub_state: গুগল এ সার্চ দিয়ে নিচের ইনফর্মেশন গুলো পেলাম। এদের ট্রেনিং এর কোর্স আউটলাইন দেখে মনে হচ্ছে টেকনোবিডির ট্রেনিং এর ফীস অন্যদের তুলনায় অনেক কম। অতএব তাদের ফীস দেখে মনে হচ্ছেনা যে ব্যবসায়ীক চিন্তাভাবনায় তারা একটু বেশি এগিয়ে। আমার মতে যে বিষয়টি অল্প দিনে শিখিয়ে আর বুঝিয়ে দেয়া সম্ভব, তার জন্য কাউকে ২-৩ মাস পর্যন্ত আটকিয়ে রাখার কোন যুক্তি আমি দেখিনা।

কমেন্ট টি Edit করা হয়েছে by Technobd

Level 0

ইচ্ছা থাকলেও উপাই নাই। আপনাদের পরের কর্মশালা কবে থেকে???

    @bikkhoto: প্রতি মাসেই হচ্ছে। সুতরাং, এক্সাক্ট ডেট টা বলতে পারছি না!! তবে আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করলেই আপনি আপডেট পেয়ে যাবেন। অথবা চাইলে আপনার কন্টাক্ট ইনফরমেশান আমায় জানালে আমিই আপনাকে সময় ওসময় এ বিরক্ত করতে পারবো। ধন্যবাদ!

@DevsTeam Institute আমরা অত্যন্ত দুক্ষি:ত। যিনি আপনাদের প্রসঙ্গ এনেছেন, তার কমেন্ট টাও EDIT করা হয়েছে। বিষয়টি আমাদের কনসার্ন অথোরিটি দেখার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।