এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টেকনোবিডি ট্রেনিং লিমিটেড'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে ধারাবাহিক পরিবর্তনের মধ্যমে একটি ওয়েবসাইটের উন্নতি সাধন করা। এই পরিবর্তনগুলো হয়তো আলাদা ভাবে চোখে পড়বে না কিন্তু সামগ্রিকভাবে এর মাধ্যমে একটি সাইটের ব্রাউজিং এর স্বাচ্ছন্দবোধ অনেকাংশে বেড়ে যায় এবং অর্গানিক বা স্বাভাবিক সার্চ রেজাল্টে সাইটকে শীর্ষ অবস্থানের দিকে নিয়ে যায়।
আপনার যদি একটি ব্লগ বা ওয়েবসাইট থাকে তাহলে নিশ্চয়ই আপনি চাইবেন সেই ওয়েবসাইটটি গুগল কিংবা বিং-য়ের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP)-এর সবচেয়ে উপরের দিকে থাকুক। তাই আপনাকে সাইট এর জন্য ইফেক্টিভ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে যেন সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট বা এর কনটেন্টকে দ্রুত খুঁজে পেতে এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP) এর প্রথমদিকে প্রদর্শন করতে পারে।
আমরা জানি ট্রাফিক=ডলার। তাই যত বেশি ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে আপনি তত বেশি আয় করতে পারবেন। আর সেটি কেবল আপনার ওয়েবসাইট এর এসইও করার মাধ্যমেই সম্ভব। ইফেক্টিভ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারলে সাইটে ট্রাফিক আসবে ও রেভিনিউ জেনারেট হবে। এছাড়া এসইও শিখে ফ্রিল্যান্সিং করেও প্রচুর ডলার আয় করা যায়। বর্তমানে অনেক বাংলাদেশী সার্চ ইঞ্জিন অপটিমাইজার রয়েছে যাদের প্রতি মাসে আয় ১ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত ।
কোর্সটি সম্পূর্ণ প্রোজেক্ট ভিত্তিক। প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত প্রশিক্ষক হাতে কলমে একটি বাস্তব প্রোজেক্ট সম্পূর্ণ করার মাধ্যমে ট্রেনিং প্রদান করবেন।
তাই প্রথম দিন যেই ওয়েব সাইট বা ব্লগ (প্রোজেক্ট) এর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (S E O) শুরু করা হবে, দশম দিন কোর্স শেষে সেই সাইট বা ব্লগ এর গুগল র্যাঙ্ক ভাল হতে দেখা যাবে। আর এভাবে হাতে কলমে কাজের মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (S E O) শিখা যাবে।গুগল র্যাঙ্কিং এ কিভাবে ওয়েবসাইটের অবস্থান এগিয়ে আনা যায় এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
ওয়েবভিত্তিক কার্যক্রম এসইও প্রশিক্ষণকে একটি প্রকল্প হিসেবে সাজানো হয়েছে। প্রশিক্ষণের শুরুটা হবে যে ওয়েবসাইট দিয়ে শেষ হবে সেই ওয়েবসাইটেই। ফলে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা দেখতে পাবেন তাদের অপটিমাইজিং ওয়েবসাইটের অবস্থান গুগল র্যাঙ্কিংয়ে কোথায়।
ফ্রীল্যান্স মার্কেটপ্লেসে প্রতিমুহুর্তে এসইও বিষয়ক শত শত প্রজেক্ট আসছে যেগুলো এ কোর্স করার পর আপনি সহজেই সম্পন্ন করতে পারবেন এবং প্রচুর অর্থ আয়ের সুযোগ রয়েছে। এছাড়াও ব্লগিং আর অ্যাফিলিয়েশন মার্কেটিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এসইও শেখা ছাড়া কোনভাবেই এ ক্ষেত্রগুলোতে আপনি সফলতা পাবেন না।
বাংলাদেশে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইন্টারনেট মার্কেটিং, ব্লগিং ও অ্যাফিলিয়েটের মাধ্যমে দীর্ঘ ৭ বছর ধরে সফলতার সঙ্গে কাজ করে আসছেন এমন মানুষের তালিকা করলে অন্যতম শীর্ষ অবস্থানে আছেন এমন একজন ব্যাক্তি এ কোর্সটি পরিচালনা করবেন। তিনি হচ্ছেন আমাদের ২০১১ সালের বেসিস কর্তৃক এ্যাওয়ার্ড প্রাপ্ত এসইও স্পেশালিস্ট ও ফুল টাইম ফ্রীল্যান্সার মোঃ আল-আমিন চৌধুরী। তিনি ইতিমধ্যে ঢাকা ও ঢাকার বাহিরে (সিলেট,ঝিনাইদাহ,নোয়াখালি,চট্রগ্রাম) এসইওর ৪০টিরও বেশি ট্রেনিং সফলভাবে সম্পন্ন করেছেন। তার তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, একাডেমি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, ও টেকনোবিডির বহুসংখ্যক প্রশিক্ষণার্থী ইতিমধ্যে সফলভাবে ফ্রীল্যান্সিং করছেন।
মোঃ আল-আমিন চৌধুরী - ফেইসবুক
১০ দিনের তাত্বিক প্রশিক্ষণ এবং রিয়েল লাইফ প্রজেক্ট সহ মোট প্রশিক্ষন ফি: ৯,০০০ টাকা এবং আসন সংখ্যা সিমীত হওয়ায় আপনার ফি প্রদান হলেই কেবল আপনার আসন সংরক্ষন হবে । প্রশিক্ষণ শেষে ইমেইল ও চ্যাট এর মাধ্যমে ফুল সাপোর্ট সুবিধা পাবেন প্রত্যেক শিক্ষার্থী।
আরোও বিস্তারিত জানতে চাইলে বা ইভেন্ট সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ইভেন্ট ওয়ালে করতে পারেন। আলোচনার জন্য যোগ দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে।
১. ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/technobd.training/
২. ফেসবুক পেইজ: https://www.facebook.com/technobd.training
--
৩. ইভেন্ট পেইজ: http://www.facebook.com/events/453236751388886/
৪. ট্রেনিং ল্যান্ডিং পেজঃ http://www.technobdtraining.com/landing/seo.html
--
Technobd Training
সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই…আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন। আপডেটেড থাকার জন্য আমাদের ফলো করবেন আশা করি।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'টেকনোবিডি ট্রেনিং লিমিটেড'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি টেকনোবিডি ট্রেনিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@kazirhut কোর্স ফি টা আগে ১০,০০০ ই ছিল। এখানে টিউন করবার আগে কোর্স ফি কমিয়ে ৯,০০০ করা হয়েছে। আর আমরা কেন আমাদের গরিব দেশ ভাববো? অন্তত ফ্রিল্যান্সিং এর দিক আমরা যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ। আপনি কি জানেন, আমাদের যিনি ইন্সট্রাক্টর তিনি কিন্তু কারো কাছে টাকা দিয়ে শেখেন নাই। বিভিন্ন রকম ইউটিউব টিউটোরিয়াল এবং গুগলের সাহায্যেই শিখেছেন। কিন্তু আজ ওনাকে একজন সফল ফ্রিল্যান্সার বলতে পারি, আর যদি তা নাই হতো তাহলে ব্যসিস এর মত একটি প্রতিষ্ঠান তাকে ২০১১ তে বেষ্ট ফ্রিল্যান্সার এওয়ার্ড টি দিতেন না। মোঃ আল-আমিন চৌধুরী বর্তমানে এসইও স্পেশালিষ্ট হিসেবেও পরিচিত। যাই হোক, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।