এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'স্মার্ট টেকনোলজিস'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
তথ্যপ্রযুক্তি খাতের সাথে জড়িত অসহায় ও দরিদ্র মানুষের মানুষের পাশে দাঁড়ানোর যৌথ উদ্যোগ গ্রহন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান তোশিবা (Toshiba) ও দেশীয় লিডিং প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (Smart Technologies (BD) Ltd.)। চলমান মাহে রমজান মাসে স্মার্ট টেকনোলজিস এর ডিলার প্রতিষ্ঠান সমূহ হতে বিক্রিত প্রতিটি তোশিবা ল্যাপটপের বিক্রয়মূল্য হতে ১১০ টাকা হারে একটি তহবিল সঞ্চয় করা হবে।
উক্ত অর্থ সংগ্রহের জন্য ক্রেতাসাধারনের নিকট থেকে বাড়তি কোন চার্জ কাটা হবে না। স্মার্ট টেকনোলজিস এর মহাব্যবস্থাপক জাফর আহমেদ এ প্রসঙ্গে বলেন,
দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে অসংখ্য দক্ষ জনশক্তি কর্মরত আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে ক্রমশই বড় ও পরিপূর্ন হয়ে উঠছে দেশের সার্বিক তথ্যপ্রযুক্তি খাত। এই জনশক্তির মধ্যে অনেকেই আছেন যারা গুরুতর অসুস্থ হলে কিংবা দুর্ঘটনার শিকার হলে পর্যাপ্ত অর্থের অভাবে উপযুক্ত চিকিৎসা গ্রহন করতে পারেন না। তথ্যপ্রযুক্তি খাতের সেসব অসুস্থ মানুষের সেবার জন্য তোশিবা-স্মার্ট দরিদ্র তহবিল এর অর্থ ব্যয় করা হবে।” তিনি আরও বলেছেন, ক্ষুদ্র হলেও জানা মতে দেশের তথ্যপ্রযুক্তি খাতে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। আমরা আশা করছি, ভবিষ্যতে অন্যান্য বৃহৎ আইটি প্রতিষ্ঠানগুলোও এ ধরনের সামাজিক কার্যক্রমে এগিয়ে আসবেন।
তোশিবা-স্মার্ট দরিদ্র তহবিল এর সহায়তা পেতে প্রয়োজনীয় প্রমানাদি সহ স্মার্ট টেকনোলজিস বরাবর একটি আবেদনপত্র পাঠাতে হবে। স্মার্ট এর সংশ্লিষ্ট কমিটি উপযুক্ততা ও সত্যতা যাচাই সাপেক্ষে উক্ত অসুস্থ ব্যক্তির সহায়তার ব্যবস্থা গ্রহন করবে।
বাংলাদেশে HP, Dell বেশ জনপ্রিয় হলেও তোশিবা ল্যাপটপের মান বহু গুনে উন্নত। তোশিবা সম্পূর্ণ জাপানিজ ব্র্যান্ড হওয়ায় তোশিবা ল্যাপটপের গুনগত মান আর স্থায়িত্ব বাজারের অন্য যে কোন ব্যান্ড থেকে অনেক বেশী স্থায়ী। এছাড়া তোশিবা ল্যাপটপ দারুন স্টাইলিশ আর ফ্যাশানেবল এ বটে। তোশিবা স্যাটালাইট (Toshiba Satellite Laptop) সিরিজের রয়েছে বেশ কিছু দারুন ল্যাপটপ। যারা ল্যাপটপ কিনবার কথা ভাবছেন তাঁরা প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন তোশিবার কোয়ালিটি ফুল, দীর্ঘস্থায়ী আর মান সম্মত ল্যাপটপ।
-
এই ঈদে তোশিবা ল্যাপটপ (Toshiba Laptop) কিনলেই পাচ্ছেন
*শর্ত প্রযোজ্য
এই অফার চলবে সীমিত সময়ের জন্য। মনে রাখবে শুধু মাত্র স্মার্ট টেকনোলজিস (Smart Technologies) এর ডিলার প্রতিষ্ঠান সমূহ থেকে এই উপহার পাওয়া যাবে।
স্মার্ট হটলাইন!
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'স্মার্ট টেকনোলজিস'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি স্মার্ট টেকনোলজিস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিভাবে সাহায্য করবেন?