এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'অনলাইন ইস্কুল'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
শুরু করুন অনলাইনে আয়! অনলাইন প্রশিক্ষণের মূল বৈশিষ্ট্য হল দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে ফেসবুক গ্রুপে শেখানো হত্তয়ার কারণে যে কেউ ঘরে বসে ক্লাশ করতে পারবেন। ভিডিও ও টেক্সট পোষ্ট এর মাধ্যমে টিউটোরিয়াল পরিচালিত করা হয়। প্রতিটি ক্লাশ শেষে লেকচার পিডিএফ আকারে দিয়ে দেত্তয়া হয়।রয়েছে ভিডিও টিউটোরিয়াল। Odesk সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করার উপযোগী প্রশিক্ষণ দেত্তয়া হয়। প্রশিক্ষণ শেষে দক্ষ শিক্ষার্থীদের রয়েছে কাজ করার সুযোগ।
ইন্টারনেট থেকে আয়ের কথা যখন বলা হয় তখনই বলা হয় ব্লগ তৈরীর কথা। ব্লগকে ঘিরেই যত আয়, এডসেন্স, বিজ্ঞাপন, এফিলিয়েটেড মার্কেটিং, ই-মেইল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। অনেক সময়ই উদাহরন হিসেবে সফল কারো কথা উল্লেখ করা হয়। যেকোন পথেই আপনি লাভের মুখ দেখতে পারেন। একপথে সাথে সাথে লাভ। যদি অত্যন্ত বিচক্ষন হন তাহলে সময়ের সাথে সাথে ব্লগিং এর পরিবর্তন করে নতুন দিকে যেতে পারেন।আপনি ওয়েবসাইট তৈরী করেছেন, সেখানে যথেষ্ট পরিমান ভিজিটরও আসছে, এখন আপনার প্রয়োজন এফিলিয়েশনের জন্য আবেদন করা।এফিলিয়েটেড মার্কেটিং এর জন্য আপনার কয়েকটি বিষয়ে দৃষ্টি দেয়া গুরুত্বপুর্ন। কোন ধরনের এফিলিয়েশনে বেশি অর্থ পাবেন, তারা দীর্ঘ কালিন কমিশন দেয় কিনা, তাদের অর্থ দেয়ার প্রক্রিয়া কি, তাদের প্রচার ব্যবস্থা এবং সাপোর্ট কেমন, এবং সেটা আপনার জন্য মানানসই কিনা।আপনি অবশ্যই আপনার ওয়েব সাইটের মাধ্যমে প্রচারনা চালাবেন । কাজেই আপনি এমন বিষয়ের দিকে দৃষ্টি দেবেন যে বিষয়ে আগ্রহি ভিজিটর আপনার সাইটে যায়। অর্থাৎ আপনার সাইটের বিষয় এবং এফিলিয়েশনের বিষয় এক হবে। যদি বই বিক্রি করতে চান সেজন্য বইয়ের রিভিউ সাইট সবথেকে ভাল, ভর্তি বা অনলাইন কোর্স বিষয়ে এফিলিয়েশনের জন্য টিউটোরিয়াল সাইট ভাল, হাসপাতালের এফিলিয়েশনের জন্য স্বাস্থ্যবিষয়ক সাইট ভাল এই নিয়মে।যিনি বইয়ের রিভিউ দেখার জন্য আপনার সাইটে এসেছেন তিনি বই কিনবেন, জুয়ারসাইটে যাবেন না এটাই স্বাভাবিক।
এফিলিয়েটেড মার্কেটিং বর্তমানে একেই সবচেয়ে লাভজনক বলে ধরাহয়। গুগলের এডসেন্স থেকে মাসে ১০ হাজার ডলার আয়ের কথা হয়ত শুনেছেন। সেটাবিরল ঘটনা। কারন এই পরিমান আয়ের জন্য সেই সাইটে অবশ্যই বহ লক্ষ ভিজিটর যেতেহয়। অন্যদিকে এফিলিয়েটেড মার্কেটিং এর জন্য তত বেশি ভিজিটর প্রয়োজন নেই।যেহেগু কমিশনের পরিমান বেশি (কোথাও কোথাও ৭০% কিংবা আরো বেশি) সেহেতু অল্পভিজিটরই আপনাকে বড় আয় এনে দিতে পারে।
প্রফেশনাল এফিলিয়েশন কোর্স শিখুন অনলাইন ইস্কুল থেকে।
SEO এবং blogging কোর্স শুধু নয় অনলাইনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনে প্রশিক্ষণ নিয়ে Odesk,freelancer সাইটে ফ্রিল্যান্সিং এর কাজের পাশাপাশি amazon, ebay-সহ বিশ্বমানের সাইটের এফিলিয়েশন প্রোডাক্ট বিক্রয় কিংবা গুগল এডসেন্স, Chitika,clicksorএর মাধ্যমে সহজেই আয় করতে পারবেন নিজের একটি সাইটের মাধ্যমে। প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। কোর্স শেষে Dueza IT Solution এর সাথে রয়েছে কাজ করার সুযোগ*।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'অনলাইন ইস্কুল'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Khub valo laglo……Good effort.
Kintu ami chai amon akta support jeno Profile create kora theke shuru kore kaj paowa porjonto live support deya hoy…..
Please, jodi possible hoy amake ektu support din….Amar ekhon ektai AIM- Online e professional howa……