এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে অনলাইন ইস্কুল
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
শুরু করুন অনলাইনে আয়! অনলাইন প্রশিক্ষণের মূল বৈশিষ্ট্য হল প্রতিষ্ঠান ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে ফেসবুক গ্রুপে শেখানো হত্তয়ার কারণে যে কেউ ঘরে বসে কম্পিউটার কিংবা মোবাইলের মাধ্যমে ক্লাশ করতে পারবেন। ভিডিও ও টেক্সট পোষ্ট এর মাধ্যমে টিউটোরিয়াল পরিচালিত করা হয়। প্রতিটি ক্লাশ শেষে লেকচার পিডিএফ আকারে দিয়ে দেত্তয়া হয়। Odeskসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করার উপযোগী প্রশিক্ষণ দেত্তয়া হয়।
আগামী অক্টোবর, ২০১২ হতে যাচ্ছে অনলাইন ইস্কুল কোর্স এর নতুন ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম।
ক্লাস সমূহ: SEO,Blogging
কোর্স ফি: ৩০০০ ৳ | তিনহাজার টাকা
আগ্রহীরা মেসেজ করুন: http://on.fb.me/VcCyw8
এফিলিয়েটেড মার্কেটিং শিখুন ঘরে বসে
ইন্টারনেট থেকে আয়ের কথা যখন বলা হয় তখনই বলা হয় ব্লগ তৈরীর কথা। ব্লগকে ঘিরেই যত আয়, এডসেন্স, বিজ্ঞাপন, এফিলিয়েটেড মার্কেটিং, ই-মেইল মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। অনেক সময়ই উদাহরন হিসেবে সফল কারো কথা উল্লেখ করা হয়। যেকোন পথেই আপনি লাভের মুখ দেখতে পারেন। একপথে সাথে সাথে লাভ। যদি অত্যন্ত বিচক্ষন হন তাহলে সময়ের সাথে সাথে ব্লগিং এর পরিবর্তন করে নতুন দিকে যেতে পারেন।আপনি ওয়েবসাইট তৈরী করেছেন, সেখানে যথেষ্ট পরিমান ভিজিটরও আসছে, এখন আপনার প্রয়োজন এফিলিয়েশনের জন্য আবেদন করা।এফিলিয়েটেড মার্কেটিং এর জন্য আপনার কয়েকটি বিষয়ে দৃষ্টি দেয়া গুরুত্বপুর্ন। কোন ধরনের এফিলিয়েশনে বেশি অর্থ পাবেন, তারা দীর্ঘকালিন কমিশন দেয় কিনা, তাদের অর্থ দেয়ার প্রক্রিয়া কি, তাদের প্রচার ব্যবস্থা এবং সাপোর্ট কেমন, এবং সেটা আপনার জন্য মানানসই কিনা।আপনি অবশ্যই আপনার ওয়েব সাইটের মাধ্যমে প্রচারনা চালাবেন । কাজেই আপনি এমন বিষয়ের দিকে দৃষ্টি দেবেন যে বিষয়ে আগ্রহি ভিজিটর আপনার সাইটে যায়। অর্থাৎ আপনার সাইটের বিষয়এবং এফিলিয়েশনের বিষয় এক হবে। যদি বই বিক্রি করতে চান সেজন্য বইয়ের রিভিউসাইট সবথেকে ভাল, ভর্তি বা অনলাইন কোর্স বিষয়ে এফিলিয়েশনের জন্য টিউটোরিয়াল সাইট ভাল, হাসপাতালের এফিলিয়েশনের জন্য স্বাস্থ্য বিষয়ক সাইট ভাল এই নিয়মে।যিনি বইয়ের রিভিউ দেখার জন্য আপনার সাইটে এসেছেন তিনি বই কিনবেন, জুয়ারসাইটে যাবেন না এটাই স্বাভাবিক।
এফিলিয়েটেড মার্কেটিং বর্তমানে একেই সবচেয়ে লাভজনক বলে ধরাহয়। গুগলের এডসেন্স থেকে মাসে ১০ হাজার ডলার আয়ের কথা হয়ত শুনেছেন। সেটা বিরল ঘটনা। কারন এই পরিমান আয়ের জন্য সেই সাইটে অবশ্যই বহ লক্ষ ভিজিটর যেতে হয়। অন্যদিকে এফিলিয়েটেড মার্কেটিং এর জন্য তত বেশি ভিজিটর প্রয়োজন নেই।যে হেতু কমিশনের পরিমান বেশি (কোথাও কোথাও ৭০% কিংবা আরো বেশি) সেহেতু অল্প ভিজিটরই আপনাকে বড় আয় এনে দিতে পারে।
১. বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল গ্রুপ এর ক্লাস সংক্রান্ত সকল কার্যক্রম ফেসবুক এ গ্রুপ তৈরি করে শেখানো হয় এবং ভিডিও ও টেক্সট পোষ্ট এর মাধ্যমে টিউটোরিয়াল পরিচালিত করা হয়। যার ফলে কোর্স সদস্যবৃন্দ ঘরে বসে কম্পিউটার অথবা মোবাইল এর মাধ্যমে ক্লাস করার সুযোগ পাবেন।
২. বিস্তারিত, প্রাঞ্জল এবং বোধগম্য টেক্সট পোষ্ট এবং ভিডিও টিউটোরিয়াল এর ব্যবস্থা। প্রয়োজনে ডিভিডি/সিডিতে সরবরাহের ব্যবস্থা।
৩. কোর্স চলাকালীন পুরো মাস ব্যাপী সকল ক্লাসের সংরক্ষণ রাখা হয়। এতে কোর্স সদস্যরা যে কোন সময় তাদের সুবিধা অনুসারে ক্লাস করতে পারবেন।
৪. কোন বিষয় সম্পর্ক জানতে অথবা বুঝতে সমস্যা হলে থাকছে সরাসরি প্রশ্ন করার সুবিধা। রয়েছে Help Line
৫. লাইফ টাইম সাপোর্ট
৭. Real life Projects
হেল্প লাইন: +8801671042378
চলছে রেজিস্ট্রেশন অফার । এই অফারে "অনলাইন ইস্কুলে"র যেকোন ব্যাচে মাত্র ৩০০০/- টাকায় SEO এবং Blogging শেখার সুযোগ রয়েছে। ১ মাসের কোর্স। সপ্তাহে ৩ দিন ক্লাশ।
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে অনলাইন ইস্কুল
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.io
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই এইরকম একটি যুগান্তকারী পদক্ষেপ নেবার জন্য। অ্যাপ্লাই করার জন্য মনটা আনচান করছে কিন্তু সামনে মাস্টার্স পরীক্ষা। একটা উপায় বাতলিয়ে দিন ভাই। প্লিজ।