স্যাটেলাইট চ্যানেল দেখার বিভিন্ন পদ্ধতি – 2

এটি একটি ধারাবাহিক টিউনের 2য় অংশ । 1ম অংশ পড়তে এখানে ক্লিক করুন।
 

3য় পদ্ধতিঃ পে চ্যানেল ফ্রী তে দেখাঃ
পূর্বেই বলা হয়েছে পে চ্যানেল দেখার জন্য Network প্রোভাইডার কোম্পানিকে পে করতে হয়। পে চ্যানেলের রিসিভার এবং টাকা পে না করে পে চ্যানেল দেখা যায় না কারন Network প্রোভাইডার কোম্পানি তাদের সিগনাল এনক্রাপটেড করে রাখে।( Pay Channel এবং Encreaption System সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন)  শুধু মাত্র টাকা পে করা হলে তারা নিদ্দিষ্ট রিসিভারে ডিক্রিপশন প্রোগ্রাম পাঠায় এবং তখন চ্যানেল দেখা যায়। কিন্তু বিশেষ কিছু Programeble রিসিভার আছে যেগুলো ব্যবহার করে Network প্রোভাইডার কোম্পানির সাহায্য ছাড়াই নিজে পে চ্যানেল ডিক্রিপট করা যায়। এমন রিসিভারের মধ্যে Dream Box সবথেকে বিখ্যাত। এতে কাংখিত চ্যানেলের ডিক্রিপশন কি অথবা ইন্টারনেটের মাধ্যমে লাইন শেয়ারিং করে পে চ্যানেল চালানো যায়।( Dream Box সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন) আরও বিস্তারিত পরবর্তী টিউনে আসছে।

এর জন্য যা যা প্রয়োজন হবেঃ
1. Dream Box 500S (আবশ্যক) (মূল্য- 8500-9500 টাকা)
2. Ku(2 Feet) /C Band Dish (8 Feet) (আবশ্যক) (মূল্য- Ku Band Dish- 500-800, C Band Dish- 7500-8500 টাকা)
3. Ku/C Band LNB (আবশ্যক) ( মূল্য- Ku Band LNB- 500, C Band LNB- 1800-2000 টাকা)
4. Co-axial Cable (আবশ্যক) ( প্রতি মিটার 10-30 টাকা)
5. Co-axial Cable Connector (আবশ্যক) ( 2 টা 20 টাকা)
6. A/V Cable (আবশ্যক) ( 1টার মূল্য 50 টাকা)
7. Receiver এর Remote (আবশ্যক) ( Dream Box এর সাথে ফ্রী থাকে)
8. TV (আবশ্যক)
9. Compass (Optional) ( কাজ চলার মতো যে কোন)
10. Selected Sattelite এর Position (Satellite Angle), পছন্দের চ্যানেলের Transponder Frequency, Symbol Rate, Polarization এর তালিকা। (আবশ্যক)
11. 1 টি Computer (Optional) ( ডিক্রিপশন কি আপলোড অথবা ইন্টারনেটের মাধ্যমে লাইন শেয়ারিং এর জন্য প্রয়োজন)
12. PC 2 PC Lan Cable (Optional) ( ডিক্রিপশন কি আপলোড অথবা ইন্টারনেটের মাধ্যমে লাইন শেয়ারিং এর জন্য কম্পিউটারের সাথে সংযোগ দেয়ার জন্য প্রয়োজন)

বিঃ দ্রঃ উপরোক্ত ডিভাইস গুলো সেটিংসের বর্ননা আমার পরবর্তী টিউনে থাকবে।

এই পদ্ধতির সুবিধা সমূহঃ
1. পে চ্যানেল দেখার জন্য ডিস অপারেটর বা Network প্রোভাইডার কোম্পানিকে টাকা দিতে হয় না।
2. ইচ্ছামতো পে চ্যানেল দেখা যায় শুধুমাত্র প্রয়োজনীয় ডিক্রিপশন কি আপলোড করতে হয়।
3. পে চ্যনেলের EPG সুবিধা পাওয়া যায়।
4. ডিক্রিপশন কি ব্যবহার না করলে সাধারন Free to Air Receiver হিসাবে ব্যবহার করা যায়।

এই পদ্ধতির অসুবিধা সমূহঃ
1. প্রথম সেটআপ খরচ অনেক বেশী।
2. ইন্টারনেটের মাধ্যমে লাইন শেয়ারিং করতে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ লাগে যা ব্যয়বহুল।
3. কম্পিউটারের নেটওয়ার্ক সম্পর্কে জানা থাকতে হয়।
4. ইন্টরনেট সংযোগ বা মডেম কম গতি সম্পন্ন হলে চ্যানেল বারবার আটকে যায়।
5. এখানে প্রত্যক্ষ ভাবে না হলেও ইন্টারনেটের বিল হিসাবে টাকা ঠিকই খরচ হয়।

! টিউন সমাপ্ত !

(বিঃ দ্রঃ আমি কোন ব্যবসায়ী নই বা ব্যবসার সাথে আমার কোন সম্পর্ক নেই তবে আপনারা চাইলে আমি আপনাদের সাহায্য করতে পারি । যোগাযোগ করুন মোবাইলঃ- 01717013126, ই-মেইলঃ- [email protected])

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাউন ভাই । জটিল!!!!!!! ভাই আমি খোজতেছি। আপনার মোবাইল নাম্বার টা দিবেন প্লিজ। আপনার সাথে কথা আছে।

অনেক অনেক ধন্যবাদ শওনভাই । অামরা খুবি অগ্রহী এটা নেওয়ার ব্যপারে।
@রাজপুত্র ভাই উনিতো টিউনের নিচে উনার নাম্বার দিয়েই দিয়েছেন ।।

Level 2

তা শাওন ভাই এই Dream Box সেটআপ প্রসেস আর কিভাবে টিউন করব জানাবেন কি?

Level 0

@ হীরা

Dream Box সেটআপ প্রসেস শীঘ্রই আসছে। টিউন করা শিখতে হোম পেজের উপরের দিকের ” টিউন করা শিখে নিন ” বাটনে ক্লক করুন।

Level 0

ধন্যবাদ শাওন ভাই

Level 0

মোবাইল নাম্বারের জন্য আপনাকে ধন্যবাদ শাওন ভাই ।

ভাই আপনে দেখি এই দেশে ডিশব্যাবসায়ীদের ভাত মারার প্রজেক্ট হাতে নিছেন। চালিয়ে যান।

সাওন ভাই, ভাবির ইলেক্ট্রনিক্সের লেখা কই?

শাওন ভাই আপনাকে ধন্যবাদ।
আমার কাছে Dream Box এর usser এবং software আছে।
আপনাদের প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন।
[email protected]

Thanks Brother….

Level 0

NICE INFO VI…………
KEEP IT UP……

Level 0

DreamBox সম্পর্কে কিছুটা লেখেছি। এখানে দেখুন– http://zmasood.blogspot.com/
আমি তো আর শাওন ভাই মতো ভালো লিখতে পারি না আর এতো পন্ডিত ও নই। ভবিষ্যৎতে ছবি সহ অনেক কিছু লিখবো আশা করছি।

একটা ড্রিম বক্স কিনেছি। বেশ! এটা ভালো কম্পিউটার। দাম নিল ৫৩০০ টাকা । ডিস আর এল.এন.বি. পেলাম ৯০০ টাকায়। সাইজটাও ছোট যেন টিভি কার্ড। আমার কম্পিউটারে ল্যান কানেকশনে যুক্ত করেছি বক্সটা।এখন কম্পিউটারে স্যাটেলাইট টিভি দেখা, রেকর্ড করা– পান্তাভাত।
MPEG-4, হাই-ডেফিনেশন টিভিও দেখা যায় তবে টিভিতে নয় (আমার ছোট টিভি HD নয়)কম্পিউটারে। ছবি না দেখলে বিশ্বাস করবেন না–এতো নিখুত।
আমায় প্রয়োজনে লিখতে পারেন ই-মেইলে। zmasood2000 @ ইয়াহু ডট কম।

Level 3

Tuner vai e ra amo o amar bap, dada der moto chiter, batpar, chor. Ama k chine rakhben.

সাবাই লেনদেন কুরিয়ারে কন্ডিসানে করবেন।

ভাই, আমি গোপালগঞ্জ থেকে মেইল করছি। টেকটিউন এ আপনার কমেন্ট পড়ে মেইল করলাম। আমার একটা ডিস লাইন আছে। আমি পে চ্যানেল গুলা ফ্রী পেতে চাই। ড্রিম বক্স এর দাম কত পড়বে। পে চ্যানেল গুলা ফ্রী পেতে ড্রিম বক্স এর সাথে আর কি কি লাগবে আনুগ্রহ করে আমাকে একটা মেইল করে অথবা মোবাইল করে জানান।
Please help me.
Mobile: ০১৭২৫৫৯৪৫২৬, ০১৭২০৭৪৩৮৩৫

dreambox 500s ki keu use koren? jodi keu use koren, to apni bortomane koiti ba ki ki pay channel free te dekhchen? Please, janaben…………

bortomane dhaka te Solid HDS2 – 2100 High Definition STB With MPEG-4 and DVB-S2 receiver paoa jacche. But, my question is, ei receiver ti ki tekshoi hobe. this is made in india, but the original motherboard of this receiver has imported from china.
A bapare keu jodi jene thaken, tobe amake bistarito vabe janaben.
My e-mail id: [email protected]

Level 0

এটা দিয়ে কি ফ্রি চ্যানেলগুলোও দেখা যাবে? সেটআপ কিভাবে করব? ডিপক্রিপশন কি কোথায় পাব?

Level 0

@রাজপুত্র: ভাই এটা এখন কাজ করে না।