এটি একটি ধারাবাহিক টিউনের 2য় অংশ । 1ম অংশ পড়তে এখানে ক্লিক করুন।
3য় পদ্ধতিঃ পে চ্যানেল ফ্রী তে দেখাঃ
পূর্বেই বলা হয়েছে পে চ্যানেল দেখার জন্য Network প্রোভাইডার কোম্পানিকে পে করতে হয়। পে চ্যানেলের রিসিভার এবং টাকা পে না করে পে চ্যানেল দেখা যায় না কারন Network প্রোভাইডার কোম্পানি তাদের সিগনাল এনক্রাপটেড করে রাখে।( Pay Channel এবং Encreaption System সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন) শুধু মাত্র টাকা পে করা হলে তারা নিদ্দিষ্ট রিসিভারে ডিক্রিপশন প্রোগ্রাম পাঠায় এবং তখন চ্যানেল দেখা যায়। কিন্তু বিশেষ কিছু Programeble রিসিভার আছে যেগুলো ব্যবহার করে Network প্রোভাইডার কোম্পানির সাহায্য ছাড়াই নিজে পে চ্যানেল ডিক্রিপট করা যায়। এমন রিসিভারের মধ্যে Dream Box সবথেকে বিখ্যাত। এতে কাংখিত চ্যানেলের ডিক্রিপশন কি অথবা ইন্টারনেটের মাধ্যমে লাইন শেয়ারিং করে পে চ্যানেল চালানো যায়।( Dream Box সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন) আরও বিস্তারিত পরবর্তী টিউনে আসছে।
এর জন্য যা যা প্রয়োজন হবেঃ
1. Dream Box 500S (আবশ্যক) (মূল্য- 8500-9500 টাকা)
2. Ku(2 Feet) /C Band Dish (8 Feet) (আবশ্যক) (মূল্য- Ku Band Dish- 500-800, C Band Dish- 7500-8500 টাকা)
3. Ku/C Band LNB (আবশ্যক) ( মূল্য- Ku Band LNB- 500, C Band LNB- 1800-2000 টাকা)
4. Co-axial Cable (আবশ্যক) ( প্রতি মিটার 10-30 টাকা)
5. Co-axial Cable Connector (আবশ্যক) ( 2 টা 20 টাকা)
6. A/V Cable (আবশ্যক) ( 1টার মূল্য 50 টাকা)
7. Receiver এর Remote (আবশ্যক) ( Dream Box এর সাথে ফ্রী থাকে)
8. TV (আবশ্যক)
9. Compass (Optional) ( কাজ চলার মতো যে কোন)
10. Selected Sattelite এর Position (Satellite Angle), পছন্দের চ্যানেলের Transponder Frequency, Symbol Rate, Polarization এর তালিকা। (আবশ্যক)
11. 1 টি Computer (Optional) ( ডিক্রিপশন কি আপলোড অথবা ইন্টারনেটের মাধ্যমে লাইন শেয়ারিং এর জন্য প্রয়োজন)
12. PC 2 PC Lan Cable (Optional) ( ডিক্রিপশন কি আপলোড অথবা ইন্টারনেটের মাধ্যমে লাইন শেয়ারিং এর জন্য কম্পিউটারের সাথে সংযোগ দেয়ার জন্য প্রয়োজন)
বিঃ দ্রঃ উপরোক্ত ডিভাইস গুলো সেটিংসের বর্ননা আমার পরবর্তী টিউনে থাকবে।
এই পদ্ধতির সুবিধা সমূহঃ
1. পে চ্যানেল দেখার জন্য ডিস অপারেটর বা Network প্রোভাইডার কোম্পানিকে টাকা দিতে হয় না।
2. ইচ্ছামতো পে চ্যানেল দেখা যায় শুধুমাত্র প্রয়োজনীয় ডিক্রিপশন কি আপলোড করতে হয়।
3. পে চ্যনেলের EPG সুবিধা পাওয়া যায়।
4. ডিক্রিপশন কি ব্যবহার না করলে সাধারন Free to Air Receiver হিসাবে ব্যবহার করা যায়।
এই পদ্ধতির অসুবিধা সমূহঃ
1. প্রথম সেটআপ খরচ অনেক বেশী।
2. ইন্টারনেটের মাধ্যমে লাইন শেয়ারিং করতে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ লাগে যা ব্যয়বহুল।
3. কম্পিউটারের নেটওয়ার্ক সম্পর্কে জানা থাকতে হয়।
4. ইন্টরনেট সংযোগ বা মডেম কম গতি সম্পন্ন হলে চ্যানেল বারবার আটকে যায়।
5. এখানে প্রত্যক্ষ ভাবে না হলেও ইন্টারনেটের বিল হিসাবে টাকা ঠিকই খরচ হয়।
! টিউন সমাপ্ত !
(বিঃ দ্রঃ আমি কোন ব্যবসায়ী নই বা ব্যবসার সাথে আমার কোন সম্পর্ক নেই তবে আপনারা চাইলে আমি আপনাদের সাহায্য করতে পারি । যোগাযোগ করুন মোবাইলঃ- 01717013126, ই-মেইলঃ- [email protected])
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাউন ভাই । জটিল!!!!!!! ভাই আমি খোজতেছি। আপনার মোবাইল নাম্বার টা দিবেন প্লিজ। আপনার সাথে কথা আছে।