টেকটিউন্সের বন্ধুরা, আমি আবার অনেক দিন পর ফিরে আসলাম নতুন একটি টিউন নিয়ে।
এই টিউনে আমি আপনাদের জানাব কিভাবে আলাদা আলাদা পদ্ধতিতে স্যাটেলাইট চ্যানেল সরাসরি রিসিভ করা যায়।
1ম পদ্ধতিঃ Free to Air চ্যানেল Free তে Recive করাঃ -
এই পদ্ধতিতে চ্যানেল রিসিভ করলে কোন Pay করতে হয় না। শুধুমাত্র প্রয়োজনীয় যন্ত্রাংশ এককালিন কিনে নিলে সারাজীবন ফ্রীতে চ্যানেল রিসিভ করা যায়। এখানে উল্লেখ্য বাংলাদেশের সবগুলো স্যাটেলাইট চ্যানেল এই পদ্ধতিতে পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন দেশের 150 টিরও বেশী ফ্রী চ্যানেল পাওয়া যাবে। যার মধ্যে বাংলা, হিন্দি, ইংরাজী সিনেমার, গানের অনেক গুলো চ্যনেল আছে।
এর জন্য যা যা প্রয়োজন হবেঃ
1. Free to Air Receiver (আবশ্যক) (মূল্য- 2500-3500 টাকা)
2. Ku(2 Feet) /C Band Dish (8 Feet) (আবশ্যক) (মূল্য- Ku Band Dish- 500-800, C Band Dish- 7500-8500 টাকা)
3. Ku/C Band LNB (আবশ্যক) ( মূল্য- Ku Band LNB- 500, C Band LNB- 1800-2000 টাকা)
4. Co-axial Cable (আবশ্যক) ( প্রতি মিটার 10-30 টাকা)
5. Co-axial Cable Connector (আবশ্যক) ( 2 টা 20 টাকা)
6. A/V Cable (আবশ্যক) ( Free to Air Receiver এর সাথে ফ্রী থাকে)
7. Receiver এর Remote (আবশ্যক) ( Free to Air Receiver এর সাথে ফ্রী থাকে)
8. TV (আবশ্যক)
9. Compass (Optional) ( কাজ চলার মতো যে কোন)
10. Selected Sattelite এর Position (Satellite Angle), পছন্দের চ্যানেলের Transponder Frequency, Symbol Rate, Polarization এর তালিকা। (আবশ্যক)
বিঃ দ্রঃ উপরোক্ত ডিভাইস গুলো সেটিংসের বর্ননা আমার পরবর্তী টিউনে থাকবে।
এই পদ্ধতির সুবিধা সমূহঃ
1. স্যটেলাইট চ্যনেল দেখার জন্য ডিস অপারেটরকে কোন টাকা দিতে হয় না কারন আপনি নিজেই নিজের অপারেটর।
2. অনেক দুর থেকে ডিসের কানেকশন নিলে কন্ট্রোল রুম বা মাঝের (আপনার বাড়ি থেকে কন্ট্রোল রুম) কোন এলাকার কারেন্ট গেলে লাইন বন্ধ হওয়ার যে ঝামেলা তা থেকে মুক্তি পাওয়া যায়।
3. দেশের যে কোন জায়গায় উক্ত যন্ত্রাংশ যুক্ত করে স্যটেলাইট চ্যনেল দেখা সম্ভব।
4. যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ যায়নি সে সব এলাকাতেও ব্যাটারি ব্যাবহার করে স্যটেলাইট চ্যনেল দেখা সম্ভব।
5. ডিভিডি কোয়ালিটির ছবি এবং সিডি কোয়ালিটির শব্দ উপভোগ করা যায় যা ডিসের লাইনে অসম্ভব।
6. ডিস অপারেটরের নয় নিজের পছন্দ মতো চ্যানেল দেখা যায়।
এই পদ্ধতির অসুবিধা সমূহঃ
1. শুধুমাত্র ফ্রী চ্যনেল পাওয়া যায় পে চ্যানেল পাওয়া যায় না।
2. Ku Band Dish এর ক্ষেত্রে খুব জোরে বৃষ্টি আসলে কিছু সময়ের জন্য সিগনাল কমে যায় ফলে কয়েক মিনিট চ্যনেল বন্ধ থাকে।
3. আলাদা আলাদা চ্যানেলের জন্য ডিসের পজিশন পরিবর্তন করতে হয় ।
2য় পদ্ধতিঃ Pay চ্যানেল Pay অর্থাৎ টাকা দিয়ে Recive করাঃ
Pay Channel সাধারনত বিভিন্ন Network প্রোভাইডার যেমনঃ ডিস টিভি, টাটা স্কাই, বিগ টিভি, সান ডাইরেক্ট, ডিজিটাল টিভি, ড্রীম টিভি র মতো কোম্পানিকে প্রতি মাসে নির্দ্দিষ্ট পরিমান টাকা দিয়ে রিসিভ করা যায় । তবে শুধু মাত্র টাকা দিলেই হবে না পে চ্যনেল রিসিভ করার জন্য বিশেষ যে রিসিভার তা উক্ত Network প্রোভাইডার কোম্পানির কাছ থেকেই কিনতে হবে। Network প্রোভাইডার কোম্পানি গুলো প্রতিটি পে চ্যানেলের জন্য মুল্য নিদ্দিষ্ট করে দেয়। ফলে যার যে পে চ্যানেল দেখার ইচ্ছা সে শুধুমাত্র সে চ্যানেল দেখার জন্য পে করে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় টাকা খরচ হয় না। কিন্তু ডিস অপারেটরের লাইনে এমন অনেক চ্যানেল থাকে যা আপনি কখনও দেখেন না কিন্তু আপনাকে তার জন্যও পে করতে হয়।
এর জন্য যা যা প্রয়োজন হবেঃ
1. Pay Channel Receiver (আবশ্যক) (মূল্য- 6000-8500 টাকা)
2. Ku(2 Feet) Band Dish (আবশ্যক) (মূল্য- 500-800 টাকা।)
3. Ku Band LNB (আবশ্যক) ( মূল্য- 500 টাকা)
4. Co-axial Cable (আবশ্যক) ( প্রতি মিটার 10-30 টাকা)
5. Co-axial Cable Connector (আবশ্যক) ( 2 টা 20 টাকা)
6. A/V Cable (আবশ্যক) (Receiver এর সাথে ফ্রী থাকে)
7. TV (আবশ্যক)
7. Receiver এর Remote (আবশ্যক) ( Receiver এর সাথে ফ্রী থাকে)
8. Compass (Optional) ( কাজ চলার মতো যে কোন)
9. Selected Network প্রোভাইডার কোম্পানির Sattelite এর Position জানা। (আবশ্যক)
বিঃ দ্রঃ উপরোক্ত ডিভাইস গুলো সেটিংসের বর্ননা আমার পরবর্তী টিউনে থাকবে।
এই পদ্ধতির সুবিধা সমূহঃ
1. শুধুমাত্র পে চ্যানেল গুলোর জন্য পে করতে হয়, ফ্রী চ্যানেল গুলোর জন্য পে করতে হয় না।
2. সেটআপ করা ফ্রী টু এয়ারের থেকে সহজ।
3. আলাদা আলাদা চ্যানেলের জন্য ডিসের পজিশন পরিবর্তন করতে হয় না।
4. অনেক গুলো চ্যানেলে মাল্টি অডিও ফিড থাকে যার ফলে উক্ত চ্যানেলের ভাষা পরিবর্তন করা যায়। যেমনঃ ডিসকোভারি চ্যানেলে মাল্টি অডিও ফিড থাকায় ভাষা রিমোট কন্ট্রোলার ব্যবহার করে ইংরাজী বা হিন্দি করা যায়।
5. সব পে চ্যানেলে EPG (Electronic Programming Guide) থাকে যার মাধ্যমে সেই চ্যানেলের আগামী 7 দিন পর্যন্ত সকল অনুষ্ঠানের সময় সূচী জানা যায়।
6. দিনের যে কোন সময় খবর, আবহাওয়া, খেলার হাইলাইটস দেখা যায়।
7. ডিভিডি কোয়ালিটির ছবি এবং সিডি কোয়ালিটির শব্দ উপভোগ করা যায় যা ডিসের লাইনে অসম্ভব।
8. নিজের পছন্দ মতো পে চ্যানেল দেখা যায় এবং সেই হিসাবে বিল প্রদান করতে হয়।
এই পদ্ধতির অসুবিধা সমূহঃ
1. প্রিপেইড সিস্টেমে বিল দিতে হয় অর্থাৎ চ্যানেল দেখার আগেই বিল প্রদান করতে হয়।
2. Ku Band Dish এর ক্ষেত্রে খুব জোরে বৃষ্টি আসলে কিছু সময়ের জন্য সিগনাল কমে যায় ফলে কয়েক মিনিট চ্যনেল বন্ধ থাকে। তবে একটু বড় ডিস ব্যবহার করে এ ঝামেলা থেকে বাঁচা যায়।
3. বিল না দিলে সময় শেষ হওয়া মাত্র ফ্রী সহ সকল পে চ্যানেল বন্ধ হয়ে যায়।
! চলতে থাকবে !
(বিঃ দ্রঃ আমি কোন ব্যবসায়ী নই বা ব্যবসার সাথে আমার কোন সম্পর্ক নেই তবে আপনারা চাইলে আমি আপনাদের সাহায্য করতে পারি)
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ