জেনে নিন অবৈধ V-SAT সম্পর্কে কিছু কথা ।

প্রথমই বলে নেই যারা vsat বাংলাদেশে ব্যবহারের কথা চিন্তা করছেন তাদের হতাশ হতে হবে কারন এখানে আমি এর গঠন নিয়ে লিখব ।
যারা satelite tv বিভাগের tunes গোল পড়েছেন তাদের জন্য সবিধা হবে । যাক আমি শুরু করছি
ভিস্যাট এ প্রধানত দুটি ইউনিট আছে একটি হল IDU(in door unit) আর অপরটি হল ODU(out door unit) system ।
idu তে থাকে একটি মোডেম যা computer এবং odu এর সাথে যুক্ত হয় । এটি com এর সাথে যুক্ত হয় ethernet cabal এবং odu এর সাথে যুক্ত হয় সাধারণ dish cabal বা co-oxial cabal দিয়ে ।
ভিস্যাট ku band তরঙ্গে চলে তাই অনেক idu মোডেম এ ku band চ্যানেল রিসিভ করার জন্য dbv r বিল্ট ইন দেয়া থাকে ।
যেহেতু এটি ku band এ চলে তাই এর odu system এ থাকে একটি ku band dish যা কিনা 1.2 m বা 3-4ft এর হয়ে থাকে । আর আছে ku band lnb লাগানো হয় যা মোডেম এর সাথে লাগানূ হয় । dvb-r system সাথে এর পার্থক্য হল এর odu তে বাড়তি কিছু পার্টস আছে ।
এগোল হল buc এবং omt । lnb যেমন সিগনাল satelite থাকে মোডেম এ আনে তেমনি buc মোডেম থেকে সিগনাল satelite এর জন্য প্রেরণ করে । dish এর মাথায় lnb এবং buc এর মধ্যে সমন্নয় সাধন করে omt । omt এর মাথায় একটি feed horn থাকে । dish tv system এ dish থেকে ekti তার কাজে লাগে vsat এ সিগনাল প্রেরণ এবং গ্রহণ এর জন্য দুটি তার লাগে । vsat এ internet bandwidth speed এর range 512kbps-4.5mbps পর্যন্ত হয় ।
আর একটি কথা যাদের ku band lnb এবং ku band dish আছে তারা vsat modem এবং odu এর জন্য buc ও omt যোগাড় করতে পারলে ভিস্যাট ইউজ করতে পারবেন যদি ধরা না খান ।
পার্টস গোল যোগাড় করতে কলকাতা কোনও পরিচিত থাকলে তার সাতে যোগাযোগ করণ । ইন্ডিয়া তে এগোল পাওয়া যায় । নিচে আমি vsat সিষ্টেম এর কিছু ছবি দিলাম বর্ণনায় সাজিয়ে লিখতে পরিনাই তাই ছবির সাথে মিলিয়ে পরলে বঝ্তে সবিধ হবে ।
সবাই ভাল থাকবেন । আর কোনও ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা করে দিবেন ।
V-SAT ODU System

V-SAT Dish V-SAT Modem

V-SAT LNB and BUC

Level 0

আমি জুনায়েদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল লাগলো
আশা করি আমাগীতে এই সম্পর্কে আরও কিছু লিখবেন বিস্তারিত।

Waiting for your next tunes.

Level 3

vsat modem, odu, buc ও omt এর বিস্তারিত বললে একটু বুঝতে সুবিধা হতো। আর কলকাতার কোন মার্কেট এ এগুলো পাওয়া যায় এবং দাম কেমন?

প্রীয়তে রাখলাম। এর পরও যদি কোন কারনে না পাই বা কোন কারনে হারিয়ে যায় তাই কপি করে রাখলাম। আশা করি ভিসেটে ইন্টার্নেট কানেকশন সম্পর্কে বিস্তারিত লিখবেন। ধরা খাওয়ার সম্ভাবনা কতটুকু। মানে কেউকি আমার বাসায় না এসে বুঝতে পারবে আমি ভি সেট ব্যবহার করছি?

অনেক সুন্দর টিউন করেছেন,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
এই বিষয়ে আরো টিউন চাই এবং আরো বিস্তারিত জানতে চাই।

আমার একখান দরকার দাদা। কতটাকা খরচ হতে পারে তার আয়ডিয়া দিলে খুব ভালো হয়।

ভাই আরো পরিষ্কার করে বলেন। আমরা সবাই জানতে আগ্রহী। সব মিলিয়ে কত খরচ পড়বে???

আরো বিস্তারিত লিখেন যেমন vsat modem, odu, buc ও omt এগুলো কী এবং কোথায় পাবো। V-SAT বসাতে কেমন খরচ পরে? তারপর ধরা খাওয়ার সম্ভাবনা কতটুকু? কেউকি আমার বাসায় না এসে জানতে পারবে আমি V-SAT ব্যবহার করছি? ব্যবহার করি-আর-না করি তবে V-SAT সম্পকে আরো বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে।

টিউনটি আরো বিস্তারিত ভাবে লিখলে ভালো হতো! VSAT সম্পর্কে জানার জন্য এই টুকু তথ্য যথেষ্ঠ নয়! আরও জানতে চাই!

খুব সুন্দর লিখছেন তবে আরো বিস্তারিত লিখলে ভাল বুজতে ভাল হত।তবে এই ভাবে ইন্টারনেট ব্যবহার করতে অনেক খরচ পরবে।খাজনার থেকে বাজনা বেশি পরবে।

পরের টিউন কবে দেবেন?

লাগলে আওয়াজ দিয়েন

Level 0

pls aro details likhun…

i know about vsat.i will explain u in detail.wait please

Level 0

+8801819440825 please just 1 minute call me or give your number