প্রথমই বলে নেই যারা vsat বাংলাদেশে ব্যবহারের কথা চিন্তা করছেন তাদের হতাশ হতে হবে কারন এখানে আমি এর গঠন নিয়ে লিখব ।
যারা satelite tv বিভাগের tunes গোল পড়েছেন তাদের জন্য সবিধা হবে । যাক আমি শুরু করছি
ভিস্যাট এ প্রধানত দুটি ইউনিট আছে একটি হল IDU(in door unit) আর অপরটি হল ODU(out door unit) system ।
idu তে থাকে একটি মোডেম যা computer এবং odu এর সাথে যুক্ত হয় । এটি com এর সাথে যুক্ত হয় ethernet cabal এবং odu এর সাথে যুক্ত হয় সাধারণ dish cabal বা co-oxial cabal দিয়ে ।
ভিস্যাট ku band তরঙ্গে চলে তাই অনেক idu মোডেম এ ku band চ্যানেল রিসিভ করার জন্য dbv r বিল্ট ইন দেয়া থাকে ।
যেহেতু এটি ku band এ চলে তাই এর odu system এ থাকে একটি ku band dish যা কিনা 1.2 m বা 3-4ft এর হয়ে থাকে । আর আছে ku band lnb লাগানো হয় যা মোডেম এর সাথে লাগানূ হয় । dvb-r system সাথে এর পার্থক্য হল এর odu তে বাড়তি কিছু পার্টস আছে ।
এগোল হল buc এবং omt । lnb যেমন সিগনাল satelite থাকে মোডেম এ আনে তেমনি buc মোডেম থেকে সিগনাল satelite এর জন্য প্রেরণ করে । dish এর মাথায় lnb এবং buc এর মধ্যে সমন্নয় সাধন করে omt । omt এর মাথায় একটি feed horn থাকে । dish tv system এ dish থেকে ekti তার কাজে লাগে vsat এ সিগনাল প্রেরণ এবং গ্রহণ এর জন্য দুটি তার লাগে । vsat এ internet bandwidth speed এর range 512kbps-4.5mbps পর্যন্ত হয় ।
আর একটি কথা যাদের ku band lnb এবং ku band dish আছে তারা vsat modem এবং odu এর জন্য buc ও omt যোগাড় করতে পারলে ভিস্যাট ইউজ করতে পারবেন যদি ধরা না খান ।
পার্টস গোল যোগাড় করতে কলকাতা কোনও পরিচিত থাকলে তার সাতে যোগাযোগ করণ । ইন্ডিয়া তে এগোল পাওয়া যায় । নিচে আমি vsat সিষ্টেম এর কিছু ছবি দিলাম বর্ণনায় সাজিয়ে লিখতে পরিনাই তাই ছবির সাথে মিলিয়ে পরলে বঝ্তে সবিধ হবে ।
সবাই ভাল থাকবেন । আর কোনও ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা করে দিবেন ।
আমি জুনায়েদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল লাগলো
আশা করি আমাগীতে এই সম্পর্কে আরও কিছু লিখবেন বিস্তারিত।