বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ক্রিকেট সিরিজ ২০১৫ -এর প্রত্যেকটা ম্যাচ দেখুন অনলাইনে! পিসি কিংবা মোবাইলে…! আরও রয়েছে লাইভ স্কোর আপডেটও!

চলছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যকার ক্রিকেট সিরিজ ২০১৫। আশা করি সবাই উপভোগ করছেন এই সিরিজটি। আমরা এখন আমাদের প্রিয় বাংলাদেশ টিমের কাছে অনেক বেশী প্রত্যাশী। কারণ আমাদের টিম আর সেই টিম নেই। বড় দল-কে নাস্তানাবুদ করার মতো শক্তি আমরা অর্জন করে শিখছি। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট টাইগার্স ধারাবাহিকভাবে পাকিস্তান এবং ইন্ডিয়াকে হারিয়েছে। আশা করি সাউথ আফ্রিকার সাথেও ভালো একটি ফল বয়ে আনবে বাংলার ক্রিকেট টাইগাররা।

আমরা অনেক ক্রিকেট পাগল একটি জাতি। কোনভাবেই মিস করতে চাইনা প্রিয় দেশের ক্রিকেট ম্যাচটি। কিন্তু বিভিন্ন কারণে হয়ত বাসায় টিভিতে ম্যাচ দেখার সুযোগ হয়ে উঠেনা। যারা এরকম নানা সমস্যার কারণে টিভিতে খেলা দেখার সুযোগ পান না তাঁরা অনলাইনে ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখতে পারেন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। আমি আজ পিসি এবং মোবাইল ডিভাইসে Bangladesh vs South Africa ক্রিকেট সিরিজ দেখার পদ্ধতি নিয়ে আলোচনা করব।

➡  ক্রিকেট লাইভ স্কোর আপডেট লিংক [পিসি]

➡  ক্রিকেট লাইভ স্কোর আপডেট লিংক [মোবাইল]

➡  বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ক্রিকেট সিরিজ ২০১৫ খেলার শিডিউল/ফিকচার

পিসিতে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ক্রিকেট সিরিজ ২০১৫ ফ্রি লাইভ স্ট্রিমিং অনলাইন

পিসিতে আপনি উপভোগ করতে পারেন বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা ক্রিকেট সিরিজ ২০১৫ -এর সব ম্যাচগুলো। এজন্য ভিজিট করুন লাইভ স্ট্রিমিং লিঙ্ক ১ অথবা লাইভ স্ট্রিমিং লিঙ্ক ২। এই দুটি লিংকের যেকোন একটি ভিজিট করে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার প্রত্যেকটি ম্যাচ ফ্রিতে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। তবে বাফারিং ছাড়া স্ট্রিমিং উপভোগ করতে আপনাকে অবশ্যই ভালো স্পিডের ইন্টারনেট কানেকশনে খেলা দেখতে হবে। অনলাইনে লাইভ স্ট্রিমিং-এ খেলা দেখে সাধারণত ব্রডব্যান্ড ইউজাররা। মোবাইল অপারেটরগুলোর ইন্টারনেট প্যাকেজগুলোর দাম অনেক বেশী হওয়ায় ওইসব প্যাকেজে খেলা দেখতে হলে আপনার বেশ কিছু টাকা খরচ হবে।

 😉 লিংকগুলো বুকমার্ক করে রাখুন, আর প্রতিটা ম্যাচ দেখুন অনলাইন!

বোনাস টিপসঃ পিসিতে ফ্রি লাইভ স্ট্রিমিং টিভিলোতে প্রচুর বিরক্তিকর বিজ্ঞাপন আপনারা দেখে থাকেন। জ্বালা যন্ত্রনার বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে আপনি আপনারা ব্রাউজারে যেকোন ভালো Ad Blocker Add-ons ইউজ করতে পারেন। যেমনঃ মজিলা ফায়ারফক্সে আমি Ad Block Plus অ্যাডঅনটি ব্যবহার করে বিজ্ঞাপনবিহীন লাইভ স্ট্রিমিং উপভোগ করি। এছাড়া আরেকটি টিপস। ফ্রিতে লাইভ স্ট্রিমিং হওয়ার ফলে অনেক সময়ই স্ট্রিমিং আটকে যায়। তবে এরকম সমস্যা অনেক পর পর হয়। শুধু ওয়েব পেজটি একবার রিফ্রেশ দিলেই আবার স্ট্রিমিং চালু হবে।

মোবাইলে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ক্রিকেট সিরিজ ২০১৫ ফ্রি লাইভ স্ট্রিমিং অনলাইন

মোবাইলে ইন্টারনেট ইউজ করে এরকম ব্যবহারকারীর সংখ্যা এখন অনেক। অনেক মোবাইল (অ্যান্ড্রয়েড) ইউজার অনলাইনে খেলা দেখতে চান। তারা ভালো অনলাইন টিভি অ্যাপস ইউজ করে শান্তিমত খেলা দেখতে পারেন। গুগল প্লে স্টোরে অনেক অনেক অ্যাপস আছে। Hotstar অ্যাপসটা ইউজ করে দেখতে পারেন। তবে মোবাইল অ্যাপসে খেলা দেখার অভিজ্ঞতা আমার নেই বলে ভালো অ্যাপসের সন্ধান দিতে পারছিনা। আমি শুনেছি Hotstar টা ভালো। জানিনা কেমন। ইউজ করে দেখতে পারেন। নতুবা সার্চ দিলেই ভালো কোন অ্যাপসের সন্ধান পাবেন। আর মোবাইলে অ্যাপসের মাধ্যমে খেলা দেখতেও আপনার থ্রিজি ইন্টারনেটের ভালো একটি প্যাকেজ থাকতে হবে। তবে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে খেলা দেখতে অনেক ইন্টারনেট প্যাকেজ কিনতে অনেক খরচ হয়।

মোবাইল টিভিঃ আপনার মোবাইল অপারেটরদের দেয়া মোবাইল টিভি সার্ভিস মোবাইলে টিভি দেখার জন্য এক্কেবারে বেস্ট এন্ড বেস্ট। কারণ পিসিতে না পারলে মোবাইল টিভি ইউজ করেই আমি খেলা দেখি। আর এতে খরচটা অনেক কম অ্যাপস দিয়ে খেলা দেখার চেয়ে। গ্রামীন, রবি, বাংলালিঙ্ক, এয়ারটেল, টেলিটক সব মোবাইল অপারেটরদেরই মোবাইল টিভি সার্ভিস আছে। খুব অল্প টাকায় পুরো ম্যাচ উপভোগ করতে পারবেন মোবাইল টিভি সার্ভিসের মাধ্যমে। তাই এই সার্ভিস ইউজ করাটাই বেস্ট হবে। মোবাইল টিভির বিস্তারিত পাবেন আপনার অপারেটরের সাইটে। নতুবা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বিস্তারিত শুনুন।

আমাকে পেতে পারেন...

বাংলা ব্লগ | ফেসবুক প্রোফাইল | ফেসবুক পেজ | টুইটার | গুগল প্লাস ভেরিফাইড পেজ | ইউটিউব

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লাইভ দেখার সময় বিজ্ঞাপন বিহীন দেখতে চাইলে ভিজিট করুন: http://crickethomebd.blogspot.com