জেনে নিন বিখ্যাত Sports Channel ইএসপিএন এর সকল তথ্য এবং ইএসপিএন লাইভ দেখুন টেকটিউনস পেজে।

ইএসপিএন (ইংরেজি: ESPN); (মূলত একটি সংক্ষেপে বিনোদন ক্রীড়া প্রোগ্রামিং নেটওয়ার্ক) হল একটি মার্কিন ভিত্তিক বৈশ্বিক কেবল এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যেটি ওয়াল্ট ডিজনি কোম্পানি (যা তার ৮০% মালিকানা) এবং (একটি ২০%) হার্চস্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগ হিসাবে মালিক। চ্যানেলটি সরাসরি অনুষ্ঠান এবং রেকর্ডকৃত ইভেন্ট টেলিভিশন, ক্রীড়া আলাপ শো এবং অন্যান্য মূল প্রোগ্রামিং সহ খেলা সংক্রান্ত প্রোগ্রামিং উপর দৃষ্টি দিয়ে তৈরী করা হয়।

টেকটিউনস এর পেজে টিভি কোড বসাতে পারলাম না তাই লাইভ ইএসপিএন টিভি একটি লিংক দিলাম।

লাইভ ইএসপিএন

 

অনুষ্ঠানমালা:

চ্যানেলটি সরাসরি ক্রীড়া সম্প্রচার পাশাপাশি, ক্রীড়া হাইলাইট, টক শো এবং তথ্যচিত্র স্টাইল শো ইত্যাদি প্রচার করে থাকে। এগুলির মধ্যে রয়েছে:

  • স্পোর্টস সেন্টার: ইএসপিএন, সর্বশেষ ক্রীড়া খবর এবং হাইলাইট প্রদানমূল অনুষ্ঠান, প্রতিদিনের দৈনিক ক্রিড়া খবর
  • অ্যারাউন্ড দ্যা হর্ণ: টনি রিয়েলী কর্তৃক সারা দেশে চার ক্রীড়া লেখক, মধ্যে কম্পিটিটিভ ডিবেটিং অনুষ্ঠান
  • বেসবল টুনাইট: বেসবল সিজন জুড়ে চলতি যে দিন এর মেজর লিগ বেসবল কর্মের একটি দৈনিক অনুষ্ঠান।

কার্য নির্বাহকদয়:

  • জন স্কিপার: সভাপতি, ইএসপিএন, ইনক.[১]
  • সিন ব্রাথেস: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সেলস ও মার্কেটিং[২]
  • খ্রীস্টিন ড্রিসন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার[৩]
  • এড ডুরসো: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, প্রশাসন[৪]
  • চার্লস পাগানো: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ টেকনোলজি অফিসার[৫]
  • নরবি উইলিয়ামসন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, প্রোগ্রামিং[৬]
  • রাসেল উলফ: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক, ইএসপিএন ইন্টারন্যাশনাল[৭]
  • জন উইল্ডহাক: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, উত্পাদনের
  • জন কসনার: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ডিজিটাল ও প্রিন্ট মিডিয়া
  • জন এ ওয়ালশ: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাহী সম্পাদক

নেটওয়ার্ক স্লোগান:

  • দ্যা টোটাল স্পোর্টস নেওয়ার্ক (১৯৭৯–১৯৮৫)
  • দ্যা নাম্বার অন স্পোর্টস নেওয়ার্ক (১৯৮৫–১৯৯১)
  • অল স্পোর্টস, অল দ্যা টাইম (১৯৯১–১৯৯৪)
  • আমেরিকাস নাম্বার ওয়ান স্পোর্টস নেটওয়ার্ক (১৯৯৪–১৯৯৮)
  • দ্যা ওয়াল্ডওয়াড লিডা ইন স্পোর্টস (১৯৯৮–বর্তমান)

ইএসপিএন সর্ম্পেকে আরো কিছু গুরত্বপূর্ন তথ্য:

  • ইএসপিএন এর এই লোগো ১৯৮৫ সাল থেকে।
  • উদ্বোধন:  সেপ্টেম্বর ৭, ১৯৭৯
  • ভিডিও কোয়ালিটি: 720p (এইচডিটিভি) 480i (এসডিটিভি/১৬:৯ letterbox)
  • দেশ: যুক্তরাষ্ট্র
  • ভাষা: ইংরেজী
  • প্রচারের স্থান: বিশ্বব্যাপী
  • প্রধান কার্যালয়: ব্রিস্টল, কানেকটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র
  • ইএসপিএন এর চ্যানেল(সমূহ): ইএসপিএন ২
    ইএসপিএন ৩
    ইএসপিএন ফিল্ম
    ইএসপিএন নিউজ
    ইএসপিএন ইউ
    ইএসপিএন ব্রাজিল
    ইএসপিএন ক্লাসিক
    ইএসপিএন ডিপোর্টস
    ইএসপিএন প্লাস
    ইএসপিএন অব এবিসি
    লংহর্ন নেটওয়ার্ক
    সেক নেটওয়ার্ক
  • লংহর্ন নেটওয়ার্ক
    সেক নেটওয়ার্ক
  • ওয়েবসাইট: ESPN

কৃত্রিম উপগ্রহ:

  • DirecTV: 206 (HD/SD)
    209-1 (alternate feed; HD)
    209-1 (alternate feed; SD)
    1206 (VOD).
  • Dish: 140 (HD/SD)
  • Network: 145, 147 and 148 (alternate feeds)

ক্যাবল:

  • Available on most cable providers
  • Check local listings for channels
  • Verizon: ৫৭০ (এইচডি)
  • FiOS: ৭০ (এসডি)

আইপিটিভি:

  • AT&T U: ১৬০২ (এইচডি)
  • Verse: ৬০২ (এসডি)

Level 0

আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Didn’t like the Banglish idea. If you wanna show it in English please do that. For Example, This is a http://sportnewsbd.com/ a Bangladeshi sports news focused on English. I hope you got my point.