এখন Pay Channel দেখুন Free তে (পার্ট 2)(Update)

আগের টিউন হতে জানতে পেরেছেন যে Pay Channel দেখার জন্য Channel Broadcaster কে মাসিক নিদ্দিষ্ট পরিমান অর্থ প্রদান করতে হয়। যার পরিমান Channel প্রতি 7000-18000 টাকা। কিন্তু এই Pay Channel যদি Free তে দেখতে হয় তাহলে যা করতে হবে তা হল Personally Pay Channel এর Signal Decrypt করতে হবে। এর জন্য বিশেষ ধরনের Receiver ব্যবহার করতে হয়। যা কিনা Programmable. এই Programmable Receiver এ উক্ত Pay Channel এর Decryption Program Load করতে হয় ফলে Channel টি দেখা সম্ভব হয় Free তে। আর যেহেতু Channel টি Personally Decrypt করা হয় তাই Channel Broadcaster কে মাসিক নিদ্দিষ্ট পরিমান অর্থ প্রদান করার দরকার নেই।

এখন এরকম একটি Receiver এর বর্ননা দিচ্ছি।

Dream Box :

Dream Box হল Linux এর মতো Open Source Program এ চলতে সক্ষম প্রথম Receiver.
Dream Box কে মুলত তৈরী করা হয়েছিল ফিলিপিন্স এর Pay Direct to Home Service (Same as Indian DishTV, TATA Sky) Dream Satellite TV র জন্য। যা কিনা 146.0 E এ অবস্থিত Agila 2 Satellite থেকে Broadcast করা হয়।
Dream Box এর অনেক মডেল বাজারে আছে কিন্তু এর মধ্যে Dream Box 500S মডেল টি সবচেয়ে জনপ্রিয়। কারন এর Firmware Software Design এবং Install করা সবচেয়ে সহজ।

dreambox-dm-500-s.jpg

বর্তমানে বিভিন্ন দেশের ইলেকট্রনিক্স মার্কেটে এই Dream Box 500S পাওয়া যায়। যেগুলোতে এর মূল Linux Firmware Software (Dream Sat TV Company থেকে দেয়া) পরিবর্তন করে বিশেষ ভাবে Edit করা Linux Firmware Software লোড করা থাকে এবং সাথে Nagravision 3 Encoded Signal Decryption Key থাকে। যা কিনা Free তে Dream Satellite TV র Signal Decrypt করে। এই Dream Box 500S এর মূল্য বাংলাদেশী টাকায় প্রায় 12000 টাকা। দামটা বেশী হলেও খরচ তো শুধু এককালীন। কেনার পর আর কোন খরচ করার দরকার হয় না।
এছাড়া পরবর্তীতে ইচ্ছা মতো এর Firmware পরিবর্তন করা যায় এবং আলাদা আলাদা Decryption Key Load (এক সাথে একাধিক Key Load করা যায়) করে অন্য যে কোন Satellite থেকে যে কোন Pay Channel দেখা যায়।

Dream Box এর Firmware এর প্রকারভেদঃ

Linux Based হওয়ায় Dream Box এর জন্য অনেকে Firmware তৈরী করে তবে এর মধ্যে মাত্র কয়েকটি উল্লেখ যোগ্য। কারন বেশীর ভাগ Firmware এ কিছু না কিছু BUG থাকে। এখানে উল্লেখিত Firmware গুলো মোটামুটি Bug Free.

1. Dreambox Busters
2. DSM
3. Gemini
4. Nitro
5. PLI
6. Dreambox Official

To Be Continued...

N.B. প্রশ্ন বা মন্তব্য আশা করছি।

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

pls more & more information

Level 0

ভাল লাগলো
চালিয়ে যাবেন অশা করি……………………..

এটা কি বাংলাদেশে পাওয়া যায়???? গেলে কোথায়??? প্লিজ আপডেট…

Level 0

Yes it is avalable in Bangladesh but the price is Too high as 45000-30000 taka.

ভাই আপিন vsat সম্বন্ধে একটা টিউন করুন।বাংলাদেশে vsat দিয়ে কি ভাবে ১০-২০ এম.বি স্পিড পাওয়া যাবে ।

ভাইয়া, Dream box সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই |

ভাই, ডিশ এন্টেনা দিয়ে কিভাবে হাই স্পীড ইন্টেরনেট ব্যবহার করা যায়? জানাবেন আশা করি।

ভাইয়া খুব সহজ ভাষায় বুঝাবেন? কোথায় পাওয়া যায়? কিভাবে সব জানাবেন। ধন্যবাদ

Level 0

ami recently DreamBox er upor gobeshona korechi..its really awesome DVD box..ata linux OS a chole.atar atar vitor akta IBM power proccessor ase.. ami ata kinte khubi agrohi..kintu pacci na..bangladesh a dreambox paoa jay..china clone ar dam 10000 takar moto pray. bistarito jante amake call korte paren 01717678097 othoba 01726792980

Level 0

bahi,thanks ami ata nita chi plz ?

Level 0

aponar phone namber ta deban please

Level 0

REAL INFORMATION ALL KIND OF SATELLITE RECEIVER…….

    Level 0

    Dear Nagravision 3 Not For Public

শাওন ভাই কিভাবে কিনতে পারবো বলবেন কি? আর আপনি যদি ব্যবস্থা করে দিতে পারেন ভালো হয়। সব মিলিয়ে কত খরচ পরবে যদি জানাতেন উপকৃত হবো।

amaderadda.com free tv deka jai

পরবর্তী অংশ কখন পাবো ? দয়া করে তারাতারি দিবেন ? আমি আমাদের এলাকার ডিশ প্রোভাইডার দের সারভিস নিয়া খুব কষ্টে আছি।