আমার আগের পোষ্ট গুলোতে আমি শুধু Free To Air Channel নিয়ে আলোচনা করেছিলাম । এবার আলোচনা করব Pay Channel নিয়ে। কিন্তু Pay Channel ও যদি Free তে দেখা যায় তাহলে কেমন হয় ?
যেমনঃ- MTV, ESPN, Star Sports, HBO, Star Movies, CineMax, TCM, Bio, Animal Planet, Discovery Channel , National Geographic Channel , The History Channel, Cartoon Network, Nick, Animax, Star World, AXN, Hallmark Channel, CNN, BBC etc.
কিভাবে Pay Channel , Free তে দেখা যায় তা নিয়ে আলোচনা করার আগে Pay Channel কি তা নিয়ে আলোচনা করছি।
যে সব Channel দেখার জন্য viewer কে একটি নিদ্দিষ্ট পরিমান অর্থ Channel Provider কে দিতে হয় সে সব Channel কে Pay Channel বলে। এ ক্ষেত্রে বলে রাখি বাংলাদেশের কোন TV Channel ই Pay Channel নয়। কিন্তু আমরা Dish Operator কে যে মাসিক ভাড়া দেই তা শুধু মাত্র বিদেশী Pay Channel এর জন্য।
Free To Air Channel Recive করতে শুধু মাত্র একটি Normal Receiver হলেই চলে। কারন Free To Air Channel গুলো Satellite থেকে Clear Mood এ Broadcust করা হয়। কোন Encryption System ব্যবহার করা হয় না। কিন্তু Pay Channel গুলো Satellite থেকে Broadcust করার সময় Encryption System ব্যবহার করা হয়।
তাই Pay Channel গুলো Recive করতে Broadcuster এর দেয়া বিশেষ Receiver ব্যবহার করতে হয়। এই Receiver এ Satellite থেকে Broadcust করার সময় যে Encryption ব্যবহার করা হয় তা Decrypt করার ব্যবস্থা থাকে। আর এই Receiver ব্যবহার করার জন্য Broadcuster কে প্রতি মাসে নিদ্দিষ্ট পরিমান অর্থ প্রদান করতে হয়।
বিভিন্ন Pay Channel এ যে Encryption System ব্যবহার করা হয় তা অনেকটা Computer এ ব্যবহৃত Encryption System এর মতো। Pay Channel এর Encryption System এ Audio বা Video বা দুটোই একসাথে Encode করা হয়। এই Encode করা Channel Decrypt করার জন্য যে Receiver ব্যবহার করা তা একই ধরনের হতে হয় না হলে Channel Decrypt করা যায় না। যেমনঃ Discovery Channel কে Conax Encryption System ব্যবহার করে Encrypt করা হয়েছে। এখন Discovery Channel কে Decrypt করে দেখার জন্য Conax Receiver ব্যবহার করতে হবে, Irdeto Receiver ব্যবহার করলে হবে না।
বিভিন্ন Pay Channel বিভিন্ন Encryption System ব্যবহার করে।তার মধ্যে নিচের Encryption System গুলো বিশেষ উল্লেখযোগ্যঃ
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শাওন ভাই ইস ব্যাক.. কই ছিলেন আপনি?