আজকে আমি আপনাদের ইন্ডিয়ার সেরা ক্যাবল তিভি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব।ইন্ডিয়ার ক্যাবল মেলায় আমাদের দেশের যে ব্যবসায়ীরা যান তারা সবাই একবার হলেও এই সফটওয়্যার এর দোকানে ঢুকেন এবং যাদের সামর্থ্য আছে তারা এতিমদ্ধে সফটওয়্যারটি ব্যবহার করছেন। আমি তাদের একজন। যাই হোক কথা না বাড়িয়ে সফটওয়্যার টার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। সফটওয়্যার টির নাম ACM Satellite Pro. নিছে একটা ছবি দিলাম
এবার আসুন কি কি সুবিধা এই সফটওয়্যার ব্যবহার করলে তা জেনে নেয়া যাক
ভিডিও অন ডিমান্ড ঃ এই সফটওয়্যার দিয়ে গ্রাহক (স্রোতা) নিজের গান নিজে ছালাতে পারবে মোবাইলের সাহায্যে। আপনাকে খালি গান গুলু সফটওয়্যার এ জোগ করে দিতে হবে একবং একটা মডেম এর সাহায্যে টি এন টি টেলিফোন কে কম্পিউটার এর সাথে সংযোগ করতে হবে। তার পর থেকে কম্পিউটার নিজেই গ্রাহকের ফোন রিসিভ করে গ্রাহকের ইচ্ছা মত গান প্লে করবে। এ ক্ষেত্রে অবশ্যয় গ্রাহক কে টিভিতে দেখানো মেনু অনুযায়ী নির্দেশনা দিতে হবে।
বাকি সুবিধা গুলু আমি বর না করে সোজাসাপ্টা ভাবে দিয়ে দিলাম।
০১. স্ক্রল এ্যাড (ট্রাস্পারেন্ট অথবা নন ট্রাস্পারেন্ট)
০২. ভিডিও এ্যাড (এ্যাড এর সময় “ফিরছি” দিয়ে টাইম দেখাবে)
০৩. মোবাইল থেকে আটোমেটিক এস এম এস প্রদর্শন
০৪. মোবাইল থেকে গ্রাহক নিজের গান চালাতে পারবে। (ভিডিও অন ডিমান্ড)
০৫. লাইভ প্রোগ্রাম টেলিকাস্ট (সব ইফেক্ট ও ক্রোমা কি সহ)
০৬. অটোমেটিক লাভ মিটার
০৭. অটোমেটিক গান ডেডিকেসান
০৮. স্পট অ্যাড ( নির্দিষ্ট সময় পরে স্ক্রিনের কোনায় দেখাবে)
০৯. এল শেইপ অ্যাড
১০. স্ক্রিন বর্ডার (সংগীত বাংলার মত বর্ডার)
১১. সকল ভিডিও ফরম্যাট সাপোর্ট <<
১২. ৪ রকমের মেসেজ প্লে করা যাবে
১৩. সিনেমা স্কুপ সুবিধা
১৪. থ্রি ডি মুভি ট্রেইলার
১৫. লাইভ ক্রিকেট ও ফুটবল স্কোর
১৬. টেলিকাস্ট ও এ্যাড রিপোর্ট
১৭. মুভি অফ দা মান্থ ও মুভি অফ দা ওয়িক ফিচার
১৮. থ্রিডি সং টাইটেল
১৯. অটো ওয়েদার রিপোর্ট
২০. অটো শাট ডাওন ইত্যাদি ...।
ক্রয়ের পর গ্রাহক যা পাবেন
৪ জিবি’র সফটওয়্যার ডিভিডি
ওরিজিনাল লাইসেন্স
টিউটিরিয়াল ডিভিডি
আমি রায়হান শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tt apnar adv deoyar jayga na parle softwere share korben na parle tune korar dorkar ki
ojotha tt er tune sorto vongo kore oporad kora hocce
TT admin ra asa kori bisoy ta kheyal korben.(sorry for english font)