জেনে নিন বিভিন্ন দেশে কোন চ্যানেলগুলো দেখাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০১৪

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিয়া প্রতিযোগীতা ফিফা বিশ্বকাপ ২০১৪ (World Cup 2014)। পুরো বিশ্বকাপ জুড়ে সারা পৃথিবীজুড়ে ফুটবল প্রেমীদের মাঝে বিরাজ করবে চরম উত্তেজনা। সবার দৃষ্টি থাকবে টিভি পর্দাজুড়ে। কেউ কেউ বিশ্বকাপ উপলক্ষে পুরনো টিভি বদলে কিনবেন নতুন টিভি। এত কিছুর পরেও অনেকেই হয়তো জানেন না  কোন চ্যানেলগুলোতে দেখাবে এবারের বিশ্বকাপ? তাই চিন্তিত হয়ে বসে আছেন। আপনাদের চিন্তা দূর করতেই আমার আজকের টিউন। আজকের টিউন এ আমি আপনাদের জানতে যাচ্ছি  বিভিন্ন দেশে কোন চ্যানেলগুলো দেখাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০১৪। চলুন তাহলে জেনে নেওয়া যাক দেশে দেশে কোন চ্যানেলগুলো দেখাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০১৪।

প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের দেশে কোন কোন দেশীয় চ্যানেলগুলো দেখাবে বিশ্বকাপ । বাংলাদেশের দর্শকেরা উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপ ফুটবলের সব কটি খেলা সরাসরি দেখতে পাবেন বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভিতে। সম্প্রতি এই তিনটি টিভি চ্যানেলের সঙ্গে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) চুক্তি স্বাক্ষর হয়। এদিকে খেলা সম্প্রচার নিয়ে গাজী টিভি, মাছরাঙা ও টিএসএমের সঙ্গে সনি এমএসএমের নিয়োগ দেওয়া এজেন্ট সেভেন থ্রি স্পোর্টসের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সভাপতি কাজী সালাউদ্দিনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনায় সমঝোতা হয়। এর পরিপ্রেক্ষিতে টিএসএম আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে।

বিভিন্ন দেশে যে চ্যানেলগুলো দেখাবে ফিফা বিশ্বকাপ ২০১৪

Nation/TerritoryBroadcaster
 AfghanistanAriana TV
 AlbaniaRTSH, Digit-Alb
 AlgeriaENTV
 AndorraTF1, beIN Sports
 AngolaTPA
 ArubaTeleAruba
 ArmeniaARMTV
 ArgentinaTorneos y Competencias, Canal 7, América TV, Telefe, El Trece, DirecTV
 AustraliaSBS
 AustriaORF
 AzerbaijanİTV
 BangladeshBTV, GAZI TV, MAASRANGA TV
 BelarusBTRC
 BelgiumVRT, RTBF
 BeninORTB
 BoliviaRed Uno De Bolivia, Unitel, Millicom
 Bosnia and HerzegovinaBHRT
 BulgariaBNT
 Burkina FasoRTB
 BurundiRTNB
 BrazilRede Globo, Rede Bandeirantes, SporTV, ESPN Brasil, BandSports, Fox Sports
 BruneiAstro
 CameroonCRTV
 CambodiaCTN
 CanadaCBC, Sportsnet, TVA, EastLink TV
 Cape VerdeRTC
 CaribbeanSportsMax
 ChadRTNT
 ChileTVN, Canal 13, DirecTV, Movistar
 China PRCCTV
 ColombiaCaracol TV, RCN TV, win Sports, Millicom
 Costa RicaRepretel, Teletica, Millicom
 Côte d’IvoireRTI
 CroatiaHRT
 CyprusCyBC
 Czech RepublicČT
 DenmarkDR, TV 2
 Democratic Republic of CongoRTNC
 EcuadorGama TV, TC Televisión, Oromar Televisión, DirecTV
 El SalvadorTCS, Millicom
 EstoniaERR
 EthiopiaETV
 Faroe IslandsDR, KVF
 FijiMai TV
 FinlandYle
 FranceTF1, beIN Sports, France Télévisions6
 GabonRTG
 GhanaGBC, Metro TV
 GeorgiaGPB
 GermanyARD, ZDF
 GreeceNERIT, Nova Sports
 GreenlandDR, KNR
 GuatemalaAlbavisión, Radio Televisión Guatemala, Millicom
 GuineaRTG
 Hong KongTVB
 HondurasVica Televisión, Telesistema, Televisora Hondureña, Millicom
 HungaryMTV, Digi Sport
 IcelandRÚV (46 matches), 365 (18 matches)
 IndiaSony SIX
 IndonesiaANTV, tvOne
 IranIRIB
 IrelandRTÉ
 IsraelIBA, Reshet
 Italian PeninsulaRAI, Sky Italia
 JamaicaCVM Television
 JapanFuji TV, NHK, Nippon Television, TBS, TV Asahi, TV Tokyo
 KazakhstanKazakhstan, Perviy Kanal Evraziya
 KenyaKBC
 KyrgyzstanNTS
 Korean PeninsulaSBS
 KosovoRTK, Digit-Alb
 LaosTVLAO
 LatviaLTV
 LiechtensteinSRG SSR
 LithuaniaLRT
 MacauTDM
 MacedoniaMRT
 MadagascarMATV
 MalaysiaRTM, Astro
 MaliORTM
 MaltaPBS
 MauritiusMBC
 MexicoTelevisa, TV Azteca, Cinépolis
 Middle East and North AfricabeIN Sports
 MoldovaTRM
 MonacoTF1, beIN Sports
 MongoliaEmerge Media
 MontenegroRTCG
 MozambiqueTVM
 MyanmarSky Net
 NamibiaNBC
   NepalNTV, Kantipur Television Network
 NetherlandsNOS
 New ZealandTVNZ, Sky Sport
 NicaraguaTelevicentro, Ratensa
 NigerORTN
 NigeriaBroadcasting Organisation of Nigeria, Optima Sports Management International
 NorwayNRK, TV 2
 OceaniaClick Pacific
 PanamaCorporación Medcom, Televisora Nacional, Cable Onda
 ParaguaySNT, TV Acción, Telefuturo, Millicom
 PeruAndina de Televisión, DirecTV
 PhilippinesABS-CBN
 PolandTVP
 PortugalRTP, CMTV, SportTV
 RomaniaTVR
 RussiaC1R, VGTRK
 RwandaTélévision Rwandaise
 SenegalRTS
 SerbiaRTS
 SeychellesSBC
 SlovakiaRTVS
 SloveniaRTVSLO
 SingaporeMediaCorp, SingTel
 South AfricaSABC, SuperSport
 South AsiaMSM Satellite, Seven3
 SpainMediaset España, Gol Televisión
 Sub-Saharan Africa7SuperSport, Canal+7
 SurinameSTVS
 SwazilandSTVA
 SwedenSVT, TV4
  SwitzerlandSRG SSR
 TaiwanELTA, Era Television
 TanzaniaTBS
 ThailandRS Public Company Limited, BBTV Ch7
 Timor-LesteRTTL
 TogoTVT
 Trinidad and TobagoOne Caribbean Media
 TurkeyTRT
 UkraineNTKU, Ukrayina, Futbol
 United KingdomBBC, ITV
 United StatesABC, ESPN, Univision
 UruguayMonte Carlo TV, Sociedad Anonima Emisoras de Television y Anexos, Sociedad Televisora Larrañaga
 VenezuelaMeridiano Televisión, Venevisión, TVes, DirecTV
 VietnamVTV
 ZambiaZNBC, MUVI TV
 ZimbabweZBC

তাহলে যে বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন আর কোন চিন্তা নেই। কাজ কর্ম শেষ করে সময় মত টিভির সামনে বসে পরুন আপনার প্রিয় দলের খেলা দেখতে।

পূর্বে প্রকাশিত এখানে

হাতে সময় থাকলে বিশ্বকাপ ফুটবলসহ ২০১৪ সহ খেলাধুলার নিয়ে বিভিন্ন আয়োজন নিয়ে সাজানো আমার ব্লগটি থেকে ঘুরে আসতে পারেন।

Level New

আমি আল মামুন মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডাক নাম মুন্না। আমি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ সাইট লেখাপড়া বিডির একজন প্রতিষ্ঠাতা এবং ব্লগার হিসেবে কাজ করছি। পড়াশোনা করছি যশোর সরকারী এম. এম. কলেজে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগে। আশা করি নিত্য নতুন সব তথ্য দিয়ে আপনাদের উপকারে আসতে পারব। আমার পরিচালিত ব্লগগুলো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উপকারি পোস্ট।

উপকারে আসলেই টিউনটি সার্থক হবে 🙂

এক টিউনে গোটা বিশ্বের সব টিভি এক সাথে ভালো লাগলো।ধন্যবাদ সেয়ার করার জন্য । আমারও একটি টিভি সাইট আছে যাদের ইন্টারনেট স্পিড কম তারা www. wt24. blogspot. com এ গিয়ে খেলা দেখতে পারেন।

Level 0

THANKS!

http:// tvlive-bd. blogspot. com/

ব্রডব্যান্ড ইন্টারনেট বিষয়ক কিছু হেল্প চাই, জানতে চাই।
প্রথমে আমার কথা বলে নিই। আমি পাহাড়ে থাকি। আমার এলাকায় ব্রডব্যান্ড প্রোভাইডারের কাছ থেকে একটা ইন্টারনেট কানেকশন নিয়েছি। ২৫৬ কেবিপিএস স্পীড, মাসে ৪৫০ টাকা, স্পীড ২৩০ কেবিপিএস পাওয়া যায়।

এখানে আইপি গুলো ওপেন, যেকোন আইপি দিয়েই ইউস করা যায়, I meaan, ম্যাক ফিক্স করা নাই। আমার আইপি হল এরকমঃ 172.16.26.1-255, 255.255.255.0,DNS 8.8.8.8

এখন আমার জানার বিষয় হলঃ
১। আমার আই এস পি এর স্পীড লিমিট কে কোনভাবে হ্যাক করা যাবে কিনা?
২। অথবা দুইটা আইপি কে যোগ করে ২৫৬+২৫৬ এভাবে স্পীড বাড়ানো যাবে কিনা?
৩। আমার এলাকা ছাড়া অন্য এলাকায় ও একই আই এস পি ব্রডব্যান্ড দিয়ে থাকে, আমি আমার নেটওয়ার্কে থেকে অন্য আইপি রেঞ্জের আইপি ইউস করতে পারব কিনা?
৪। আমার আই এস পির সম্পূর্ন ডিটেইলস এবং তারা কি কি আইপি রেঞ্জ ইউস করছে এবং সকল নেটওয়ার্কে কারা কারা ইউজার আছেন তাদেরকে দেখা সম্ভব কিনা? আমি নেট স্কেন ব্যাবহার করে আমার নেটওয়ার্কে যারা আছে তাদের দেখতে পাই।
৫। ওয়াই ফাই রাঊটার ইউস করে ওয়ান পোর্ট আর ল্যান পোর্টে একসাথে দুইটা কানেকশন ব্যাবহার করা যাবে কিনা এবং এতে স্পীড বাড়বে কিনা?
৬। ল্যান এর সাথে কানেক্টেড অন্যান্যদের সাথে কিভাবে ল্যান দিয়ে যোগাযোগ করা যায়?

স্পীড হ্যাক করাটা আমার মুখ্য উদ্দেশ্য নয়, আমি চাচ্ছি ব্রডব্যান্ড ইন্টারনেট সম্পর্কে , আই এস পি রা কিভাবে নেট স্পীড লিমিট করে, কিভাবে মনিটর করে এগুলো সম্পরকে জানতে। আশা করি জানতে পারব আপনাদের সহায়তায়।

    @nurul afsar: আশা করি নয়ন ভাই এর মন্তব্যে আপনার উত্তর পেয়ে গেছেন

      @আল মামুন মুন্না: Munna Vai, thanks apnake…. tobe 1 & 2 no ques er somadhan hoy nai. Net limiter diye ami shudhu amar nijer laptop er speed k komate parlam, speed hack korte parlam na or 2 IP ke combine kore speed barate parlam na.

@Nurul Afsar:

* যতটুকু পারলাম আপনার প্রশ্নের উত্তর নিচে দেওয়ার চেষ্টা করলামঃ
উত্তরঃ ১। সম্ভব হতে পারে, তবে আমি নিশ্চিত নই কারন আপনার ISP কি ধরনের Connectivity আপনাকে দিয়েছে তা জানতে হবে, আপনি Net Limiter সফটওয়্যার টি ব্যাবহার করে দেখতে পারেন।
উত্তর ২। উপরের কাজটি করতে হলে একাধিক IP’র Bandwidth একত্র করতে হয়, তাই প্রশ্ন ২ এর কাজ ১ এই করতে হবে।
উত্তর ৩। আপনার ISP যদি আপনার এলাকা থেকে অন্ন এলাকায় P2P পদ্দতিতে Connection দিয়ে থাকে তাহলে পারবেন, এমনকি যদি কোন IP, USER MAC Fixed করা থাকে তাও পারবেন।
উত্তর ৪। ISP’র সকল Details নেওয়া সম্ভব নয়, কিন্তু Advanced IP Scanner দিয়ে Network এ থাকা সকল PC Name, MAC, IP, LAN Card Manufacture ইত্যাদি পাবেন।
উত্তর ৫। যদি আপনার ISP Wi-Fi Router Using সাপোর্ট দেয় বা IP গুলো Router এর জন্য Unlock থাকে তাহলে পারবেন, না থাকলে TP-Link/CISCO ব্যাবহার করে দেখতে পারেন। আর Router এর কাজ Internet Speed/Connectivity তাকে Wirelessly Route করা, Router ব্যাবহারে Internet Speed বাড়ার প্রশ্নই আসে না, হে LAN এ ভাল স্পীড পাবেন, Internet এ নয়।
উত্তর ৬। Teamviewer/RADMIN এছাড়াও আরো বিভিন্ন ধরনের Software রয়েছে।

ধন্যবাদ। ভাল থাকবেন ।

    @Hamde Noyon: ধন্যবাদ আপনাকে। পরামর্শগুলো দিয়ে আমার কাজ কমিয়ে দেওয়ার জন্যে 🙂

    @Hamde Noyon: Noyon Vai, thanks apnake…. tobe 1 & 2 no ques er somadhan hoy nai. Net limiter diye ami shudhu amar nijer laptop er speed k komate parlam, speed hack korte parlam na or 2 IP ke combine kore speed barate parlam na.

thankssdfsdfsdfsdf