ডাউনলোড করুন addManager© (ক্যাবল টিভি চ্যানেল অপারেটরদের জন্য)

আসসালামু আলাইকুম ।এবার আপনাদের জন্য নিয়ে এলাম ক্যাবল টিভি ব্রডকাস্টিং অটোমেশান সফটওয়্যার addManager© যা সম্পূর্ণ বিনামুল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যারা ক্যাবল টিভি অপারেটর, তাদের এক বা একাধিক প্রাইভেট চ্যানেল অপারেট করে থাকেন।যা একটি কম্পিউটারের দ্বারা সফটওয়্যারের সাহায্যে পরিচালিত হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যা অত্যন্ত ব্যয় বহুল এবং সফটওয়্যার গুলো তেমন মান সম্মত হয় না। তাই সহজ ইন্টারফেজ ও অত্যাধুনিক ফিচার সম্বলিত ক্যাবল টিভি ব্রডকাস্টিং অটোমেশান সফটওয়্যার addManager©।

কোন রেজিস্ট্রেশান কোড প্রয়োজন নাই।

ডাউনলোড করুন addManager©

ভিজুয়েল বেসিক ৬ ডাউনলোড করুন

**addManager© উইন্ডোজ যে ড্রাইভে আছে সে ড্রাইভে ছাড়া অন্য ড্রাইভে ইন্সটল করুন।

**ভিজুয়েল বেসিক ৬ অবশ্যই সেট আপ করতে হবে।

** Desktop ডিসপ্লে প্রপারটিস এ কালার কোয়ালিটি 16 bit সেট করতে হবে।

## সাপোর্ট এর জন্য - ০১৭৮০ ৪০৪৮৩৯

http://www.icableplayer.com

http://addmanagerbd.blogspot.com/

https://www.facebook.com/addmanagerbd

addManager©কী ׃

addManager© বাংলাদেশে তৈরী কৃত ইন্টারন্যাশনাল মানের প্রথম Cable TV Broadcasting Channel সফটওয়্যার।এতে রয়েছে একটি বানিজ্যিক Cable TV Channelচালানোর মত উন্নত মানের ফিচার,ফাংশানালিটিস ও ইউজার ফ্রেন্ডলী ইন্টার ফেইজ। addManager© এ রয়েছে উন্নত অটোমেসান সুবিধা যার সাহায্যে চ্যানেলপরিচালনাকারী সব সময় উপস্থীত না থেকে সয়ংক্রীয় ভাবে চ্যানেল ব্রডকাস্টিং করতে পারবে।

 

বৈশিস্টঃ

addManager© এ রয়েছে একটি পূর্ণাঙ্গ টিভি চ্যানেল এর সব বকম ফিচার যেমনঃ মুভী ও সং প্লে লিস্ট,দর্শকের লাইভ রিকোয়েস্ট, বিভিন্ন রকম ফ্ল্যাশ অ্যাড, স্ক্রলার অ্যাড, ফুল স্ক্রীন ভিডিও অ্যাড, ব্রেকিং নিউজ ফ্ল্যাশ ও আরো

স্ক্রীন বর্ডারঃ

addManager©এ ভারতীয় মিউজিক চ্যানেল সঙ্গীত বাংলা ও 9XM মত গান পরিবর্তনেরসাথে বর্ডার পরিবর্তন হয় যা ভিডিও চলাকালীন স্ক্রীন এর উপরের ও নিচের অংশে প্রদর্শিতহয়। আকর্ষণীয় বেশ কিছু বর্ডার প্রোগ্রাম এর সাথে দেয়া আছে। তা ছাড়া ব্যাবহারকারীরাপছন্দ মত বর্ডার তৈরী করে বর্ডার ম্যানেজের এর সাহায্য স্ক্রীন এ প্রদর্শন করতে পারবে।

addManager© এ দুই ধরনের বর্ডার ব্যাবহার করা যায় যেমনঃ ফিক্সট বর্ডার ও রেন্ডম বর্ডার।

মুভী লিস্টঃ

addManager© ব্যাবহারকারী তার পছন্দমত সময় ও তারিখ অনুযায়ী মুভী চালাতে পারবে। এতে ব্যাবহারকারী এক সপ্তাহ/এক মাস/ছয় মাসের বা যে কোন সময় পর্যন্ত মুভী সিডিউল সেইভ করতে পারবে যা সেট করা সময় ও তারিখ অনুযায়ী সয়ংক্রীয় ভাবে চালো হবে।

সং ডেডিকেশানঃ

দর্শক তার পছন্দ অনুযায়ী মোবাইল এস,এম,এম এর মাধ্যমে পছন্দের গান অন্য আরেক জন দর্শক কে ডেডিকেট করতে পারবে, যাতে গান চলা কালীন সময় ভিডিও স্ক্রীনে রিকুয়েস্টকারী দর্শকের নাম ও যাকে ডেডিকেট করা হয়েছে সেই দর্শকের নাম প্রদর্শন করবে।

উল্লেখ্য যে,দর্শক কোন গান রিকুয়েস্ট বা ডেডিকেশান না করলে প্লে লিস্ট থেকে গান ধারাবাহিক ভাবে গান চলতে থাকবে।

ভিডিও অ্যাডঃ

সিডিউল অ্যাডঃ  addManager© ব্যাবহারকারী তার পছন্দমত সময় ও তারিখ অনুযায়ী ফুল স্ক্রীন ভিডিও অ্যাড চালাতে পারবে।এতে ব্যাবহারকারী এক সপ্তাহ/এক মাস/ছয় মাসের বা যে কোন সময় পর্যন্ত সিডিউল সেট করতে পারবে যা সেট করা সময় ও তারিখ অনুযায়ী সয়ংক্রীয় ভাবে চালো হবে।

 প্লে লিস্ট অ্যাডঃ ব্রডকাস্টিং চলাকালিন অবস্থায় ব্যাবহারকারী একটি সেট করা সময় পর পর ধারাবাহিক ভাবে ফুল স্ক্রীন ভিডিও অ্যাড চালাতে পারবে।

ফ্ল্যাশ ব্যানার স্ক্রলার অ্যাডঃ

addManager© ব্যাবহারকারী ফ্ল্যাশ এ তৈরিকৃত অ্যাড ভিডিও স্ক্রীন এর নিচের অংশে ফ্ল্যাশ স্ক্রলার অ্যাড যত গুলি সংখ্যক ধারাবাহিক ভাবে একটার পর একটা  ষ্পেশীয়াল স্ট্রিল হিসেবে প্রদর্শন করতে পারবে।

তা ছাড়াও রয়েছে আরো দুই ধরনের লগো ব্যাবহার করা যায় যেমনঃ স্ট্রিপ ১ ও স্ট্রিপ ২

লগোঃ

addManager© এ চ্যানেল লগো হিসাবে তিন ধরনের লগো ব্যাবহার করতে পারবে। যেমনঃ ১। চ্যানেল লগো ২। লগো  ১ ৩। লগো  ২

রানিং টেক্সটঃ

addManager© ব্যাবহারকারী চাহিদা অনুযায়ী ফ্ল্যাশ টেমপ্লেট পছন্দ করে টিক্সট স্ক্রলার মিডিয়া স্ক্রিনে প্রদর্শন করতে পারবে।

চ্যালেন অটো রিজিঊমঃ

কোন কারনে পিসি shutdown/restart হলে addManager© চলাকানীন পিসি যে অবস্তায় বন্ধ হয়েছিল সেই অবস্তা থেকে স্বয়ংক্রিয় ভাবে প্রোগ্রাম চালু হবে।

বাংলা ভিডিও টিওটিরিয়াল ডাউনলোড করুন

সং প্লে লিস্ট

http://www.mediafire.com/download/kgo1rttp1kcqyqg/Song_Play_List.flv

মুভি লিস্ট

http://www.mediafire.com/download/m9n0iv31tt8jqci/Movie_List.flv

ফোন্ডার ফ্লাশ, এক্সট্রা ফ্লাস, এক্সট্রা লগো

http://www.mediafire.com/download/dise4k77o86f78o/Folder_Flash_Extra_Logo_Extra_Strip.flv

সিডিউল অ্যাড

http://www.mediafire.com/download/epq7xayouvuee8e/Advertise_-_Schedule_Add.flv

ডেডিকেশান

http://www.mediafire.com/download/q8xmh4tvko5k86x/Dedication.flv

=========================================

আমার আগের পোষ্ট:

ক্যাবল টিভি ব্রডকাস্টিং সফটওয়ার iCable Player 12.0 (ক্যাবল টিভি চ্যানেল অপারেটরদের জন্য)

=========================================

Level 0

আমি হেলাল উদ্দিন চৌধুরী (সোহাগ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন !!! ধন্যবাদ এমন সুন্দর একটি টিউন ও সফটওয়্যার শেয়ার করার জন্য…………।।

Level 0

vai apnar kace grahokder bill er hishab nikash korar jonno kono software ace?

2014 জুন মাসে পাবেন বিলিং সফটওয়্যার।

অসাধারণ টিউন , ভাই আমার মাথায় এটা আসছে না , এই একটি সফটওয়্যার দিয়ে সারা বিশ্বে কোটি কোটি টাকার ব্যবসা করতেছে আর আপনি এটা ফ্রী দিলেন কিভাবে ? আমি নিজেই একটা কিনে ব্যাবহার করতেসি , আপনি ভাল থাকেন , আরও দোয়া বাকি আছে , একটু উত্তর দিন , দোয়া নিয়েন জিনিয়াস ভাই …………।

Etho link keno?sob gula ki dawnload kora lagbe?

ei softer tar link kaw amare dity parben?? please…. [email protected]

ভাই সফটাওয়ারটি ডাউনলোড করতে পারছিনা। প্রাইভেট করা। লিঙ্ক দিন প্লিজ