Satellite DTH (ডাইরেক্ট টু হোম) সমগ্র (পর্ব- ২) Dish TV

আশা করি সবাই ভালো আছেন?

আজ Satellite DTH (ডাইরেক্ট টু হোম) সমগ্র এর ২য় পর্বে আমি আলোচনা করব Dish TV কোম্পানীর বিভিন্ন Package, Hardware, Satellite Signal নিয়ে ।

তবে মূল বিষয়ে আসার পূর্বে সবাইকে জানিয়ে দেই যে , Dish TV কোম্পানীর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে  https://www.techtunes.io/setelite-tv/tune-id/149295  থেকে ঘুরে আসুন।

Dish TV র চ্যানেল প্যাকেজঃ

ডিশ টিভি দুই ধরনের স্যাটেলাইট টিভি সার্ভিস দেয়।

১. ডিশ টিভি SD (স্ট্যান্ডার্ড ডেফিনেশন) / নরমাল সার্ভিস।

২. ডিশ টিভি HD (হাই ডেফিনেশন) ।

এর মধ্যে ডিশ টিভি SD/নরমাল সার্ভিস এর জন্য ৪ টি প্যাকেজ এবং ডিশ টিভি HD এর জন্য ৩ টি প্যাকেজ।

নিচে ৭ টি প্যাকেজের কোনটায় কি চ্যানেল পাওয়া যায় তার বর্ননা দেয়া হল। সাথে মোট চ্যানেলের সংখ্যা, প্রতিটি প্যাকেজের মূল্য বাংলাদেশী টাকায় দেয়া হল।

আশা করি এই তালিকা আপনাদেরকে পছন্দের প্যাকেজ বেছে নিতে সাহায্য করবে।

কারন প্রায় সময় দেখা যায় যার Super Gold প্যাকেজেই চাহিদা পূরন হয় সে প্যাকেজ সম্পর্কে না জানার কারনে Super Platinum ব্যবহার করে, ফলে মাসে তার ২৩০ টাকা অতিরিক্ত নষ্ট হয়।

উল্লেখ্য, এখানে সব চ্যানেলের নাম দেয়া হয় নি, শুধুমাত্র জনপ্রিয় চ্যানেল গুলোর নাম দেয়া আছে।

প্যাকেজ নিয়ে আলোচনার পর এখন আসি হার্ডওয়্যার এর বিষয়ে।

Dish TV র হার্ডওয়্যারঃ

Dish TV র হার্ডওয়্যারের মধ্যে যা যা আছে সেগুলো হল -

১. Dish TV Receiver/ Set top box.

২. Dish TV Viewing Card / VC.

৩. Dish TV Remote Control .

৪. ডিস এন্টেনা

৫. Audio/Video Cable / HDMI cable.

৬.  LNB ( Low Noise Block).

Dish TV Receiver/ Set top box:-

Dish Tv কোম্পানী বর্তমানে ৩ ধরনের রিসিভার সরবরাহ করে।

ক. ডিস টিভি নরমাল সংযোগের জন্য যে রিসিভার টা বর্তমানে পাওয়া যায় সেটার নাম Aron. প্রস্তুত কারী প্রতিষ্ঠান - Arion technology, China. এই রিসিভারের ছবি এবং শব্দের মান যথেষ্ঠ ভালো। এর Video Resolution 720p এবং Audio 2 ch.

খ.  ডিস টিভি নরমাল Recording সংযোগের জন্য যে রিসিভার টা বর্তমানে পাওয়া যায় সেটার নাম My Box. প্রস্তুত কারী প্রতিষ্ঠান -Dixon Technologies (India) Pvt. Ltd. এই রিসিভারের ছবি এবং শব্দের মান  মোটামুটি।এর Video Resolution 720p এবং Audio 2 ch.

গ. ডিস টিভি HD সংযোগের জন্য যে রিসিভার টা বর্তমানে পাওয়া যায় সেটার নাম Zenega. প্রস্তুত কারী প্রতিষ্ঠান Handan broad infocom co.ltd, Korea. এই রিসিভারের ছবি এবং শব্দের মান খুবই ভালো ।এর Video Resolution 1080p এবং Audio 5 ch Dolby Digital.

Dish TV Viewing Card / VC:-

VC সাধারনত আমাদের মোবাইলের সিম কার্ডের মতো । এর মধ্যে Dish Tv Company র Account Information Store করা থাকে। Dish TV একাউন্ট রিচার্জের জন্য VC No দরকার হয়।

Dish TV Remote controller:-

৩ ধরনের রিসিভারের জন্য ২ মডেলের Remote controller ব্যবহৃত হয়। একটি Dish tv SD এবং HD উভয় Receiver এ ব্যবহৃত হয়। অপরটি  Recording Function যুক্ত , তাই এটি  ডিস টিভি নরমাল Recording Receiver এ ব্যবহৃত হয়।

Normal Remote

Dish TV Antenna:-

Dishtv তে ব্যবহৃত Dish টি সাধারনত ডিস্বাকৃতির হয়।
যা অন্যান্য DTH Company তে ব্যবহৃত ডিসের থেকে কিছুটা আলাদা। DishTV তে ব্যবহৃত Dish টি সাধারনত ডান থেকে বামে ৯০ সে.মি. এবং উপর থেকে নিচে  ৫৫ সে. মি. ব্যসের হয়ে থাকে। একসাথে ৩ টি স্যাটেলাইট এর সিগন্যাল ধরার সুবিধার জন্য ডিসটির আকার এমন হয়ে থাকে। কোরিয়ার তৈরী এই ডিশ গুলো ৫-১০ বছর ভাল ভাবে টিকে থাকে।

Audio-Video Cable and HDMI Cable:-

Dish tv SD Receiver এর সাথে Audio-Video Cable দেয়া হয়। Dish tv HD Receiver এর সাথে HDMI Cable দেয়া হয়। HDMI Cable এর মাধ্যমে HD TV তে 1080P Video Supply করা যায়।

Dish TV LNB:-

Dish TV এর SD Connection এর সাথে 0.3 db Noise Figure   যুক্ত LNB দেয়া হয়। সাধারন LNB এর Noise Figure 0.5-0.8 db হয়। যেহেতু Dish TV LNB এর Noise Figure কম তাই এ LNB দিয়ে সাধারন LNB এর থেকে ভাল স্যাটেলাইট সিগন্যাল পাওয়া যায়। Dish TV LNB দিয়ে ২ টি স্যাটেলাইট সিগন্যাল এক সাথে ধরা হয়।

Dish TV এর HD Connection এর সাথে 0.3 db Noise Figure   যুক্ত Mono Block LNB দেয়া হয়। Mono Block LNB হল এমন একটা যার মধ্যে এক সাথে ২ টি LNB জোড়া দেয়া থাকে। এই LNB দিয়ে ৩ টি স্যাটেলাইট সিগন্যাল এক সাথে ধরা হয়।

Package এবং Hardware নিয়ে আলোচনার পর এখন আসি স্যাটেলাইট সিগন্যালের বিষয়ে।

Dish TV Satellite Signal:-

Dish TV এক সাথে  ৩ টি স্যাটেলাইট থেকে আলাদা আলাদা  চ্যানেল নিয়ে থাকে। Insat 4B (93.5 Degree East)  থেকে Free To Air SD Channel , NSS 6 (95 Degree East) থেকে Pay SD Channel এবং Asia sat 5 (100.5 Degree East) থেকে Pay HD Channel পাওয়া যায়।

Dish TV এর SD Connection এ Insat 4B এবং NSS 6 এর  সিগন্যাল দরকার হয়।

Dish TV এর HD Connection এ Insat 4B , NSS 6 এবং Asiasat5 এর  সিগন্যাল দরকার হয়।

Insat 4B এবং Asiasat 5 এর Signal Quality খুব হাই তবে NSS 6 এর সিগন্যাল একটু কম হওয়ায় ডিশ এবং LNB ঠিক ভাবে Adjust করতে হয়। তাই Dish TV Installation এর জন্য অভিজ্ঞ টেকনিশিয়ান এর সাহায্য নিন। 

Dish TV  এর স্যাটেলাইট কাভারেজ বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় । তাই নিশ্চিন্তে বাংলাদেশের যে কোন জায়গায় এটি ব্যবহার করতে পারেন।

আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে  Airtel Digital TV র Package, Hardware, Satellite Signal নিয়ে আলোচনা করব।

বি: দ্র: বিস্তারিত জানানোর চেষ্টা করলাম । তবুও কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করবেন। মেইল - [email protected], কল - 01717013126

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks Bro. Ei romok tune aro chai. Chaliyea jan. Amra asi.

Level New

nice.plz chaleay jan

valo laglo

bhai amr Airtel Digital TV registration kora mobile and jar name e kora tar nam ta ame jani na.Ame akhon package change korbo kivabe??bhai kindly hlp koren

অনেক ধন্যবাদ ভাইয়া , এখন এয়ারটেল নিয়ে শুরু করে দিন অপেক্ষায় আছি ।

Level 0

@ Shawan ভাই বাংলাদেশী সব চ্যানেল সহ ইন্ডিয়ান ,ইংলিশ চ্যানেল ফ্রি তে দেখা যায় এমন একটা ডিশ আমার দরকার । এই বিষয়ে কিছু বলেন ।

    Level 0

    @patoary: Apni 10 feet C band dish , HD free to air receiver, C band -Ku Band LNB Use korte paren. Details jante Call me Please.

Level 0

@ Tweet .Nice and informative post. Ami tata sky use kori. Kinar somoi amakey dokandar bolsilo j bangladeshey tata sky chara baki d2s er service naki valo na. ai beparey apnar motamot chaitesi.

Level 0

@Shawan Bhai, next post ta kobey aschey ?

Level 0

Shawan Bhai@ami dish tv hd kinechi. VC number achey but user id password nai account number login er. Can you please help me ?

    Level 0

    @tm: Vai Please Call Me at 01717013126

Nice post

Comments are closed.