Satellite DTH (ডাইরেক্ট টু হোম) সমগ্র (পর্ব -১)

প্রিয় টিউনার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
বেশ কিছুদিন থেকে অনেক টিউনার বন্ধুদের ফোন, ই-মেইল পাচ্ছি, যারা জানতে চান কোন Pay DTH Company (DishTV, Tata Sky, Airtel Digital Tv etc) র সার্ভিস ভালো? কোন Pay DTH এর প্যাকেজ ভালো? কোন Pay DTH এর হার্ডওয়্যার ভালো? কোন কোস্পানীর স্যাটেলাইট সিগন্যাল শক্তিশালী?

কারন তারা বিভিন্ন দোকান এবং ব্যবসায়ীদের কাছে Pay DTH সর্ম্পকে জানতে চেয়ে বিভ্রান্তিকর সব তথ্য পান। বিভিন্ন দোকান এবং ব্যবসায়ীদের এ রকম বিভ্রান্তিকর তথ্য দেয়ার কারন হল ব্যবসায়িক ফয়দা লোটা এবং DTH সর্ম্পকে প্রয়োজনীয় জ্ঞানের অভাব।

আজ আমি চেষ্টা করব Pay DTH Service বিষয়ে আপনাদের বিভ্রান্তি দুর করার এবং বিস্তারিত জানানোর , যেন ভবিষ্যতে আপনারা প্রতারনার শিকার না হন।

আমি মূলত আলোচনা করব ৪ টি Pay DTH Company র সার্ভিস, প্যাকেজ, হার্ডওয়্যার এবং স্যাটেলাইট সিগন্যাল এর বিষয়ে।

Company গুলো যথাক্রমে –
1. Dish TV
2. Airtel Digital TV
3. Tata Sky
4. Videocon D2H

মূল আলোচনার আগে কিছু প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করছি। DTH Service কেনার সময় যে বিষয়ে যে সব বিষয়ে খেয়াল রাখবেন-

. যে দোকানদার আপনার কাছে কোন একটি নিদ্দিষ্ট কোম্পানীর DTH Service বিক্রীর চেষ্টা করবে যেমন Tata Sky. তাদের এরিয়ে চলবেন।
. অজ্ঞ এবং অনভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে এসব জিনিস কিনবেন না।
. বড় কোন অভিজাত মার্কেট বা দোকান থেকে DTH Service না কেনাই ভাল কারন তারা এ বিষয়ে খুব একটা অভিজ্ঞ হয় না, তারা মাত্র কিছুদিন হল বেশি লাভের আশায় এই ব্যবসায় নেমেছে। তারা নতুন কিছু অল্প বিদ্যা ভয়ংকর ধরনের 3rd Party টেকনিশিয়ান দিয়ে Installation এর কাজ করায় , যাদের কারনে আপনার শখের DTH Service অকালে নষ্ট হয়। এক্ষেত্রে পুরানো ডিস ব্যবসায়ী রাই অধিক নির্ভরযোগ্য। এখানে আমি কারও দালালি বা অপমান করছি না যা সত্য তাই বলার চেষ্টা করছি মাত্র।
. DTH Service নেয়ার সময় Customer ID, Online User ID, Password বুঝে নিবেন। তা না হলে ভবিষ্যতে রিচার্জ, প্যাকেজ পরিবর্তন করতে পারবেন না।
. যেসব হার্ডওয়্যার বুঝে নেবেন –
A. DTH Set Top Box (Receiver)- ১ টি।
B. Viewing Card (VC)- ১ টি।
C. Remote Control – ১ টি। (SD, HD, SD Recording, HD Recording DTH Connection এর Remote আলাদা ধরনের হয়)
D. AV Cable/ HDMI Cable – ১ টি।
E. Dish Antena- ১ টি।
F. LNB (Low Noise Block) – ১ টি।

দোকানদার এর মধ্যে যে কোন একটি দিতে ব্যর্থ হলে আপনি Connection নিবেন না। অন্য দোকানে খোঁজ নিন।

এখন আসি মূল আলোচনায়।
আমাদের দেশে প্রধানত ৪ টি কোম্পানীর DTH Connection বেশী ব্যবহৃত হয়।
Dish TV, Airtel digital Tv, Tata Sky, Vodeocon D2H.
নিচে এ কোম্পানি গুলোর মোট চ্যানেল সংখ্যা, প্যাকেজের সংখ্যা, HD চ্যানেলের সংখ্যা সহ জনপ্রিয় চ্যানেল প্রাপ্তির তালিকা দেয়া হল।

উপরের তালিকা থেকে আশা করি বুঝতে পেরেছেন সর্ব্বোচ্চ সংখ্যক SD Channel, HD Channel এবং ৭ টি Package নিয়ে Dish Tv এক নম্বরে। Videocon D2H বেশি SD Channel, HD Channel এবং ৮ টি Package নিয়ে দুই নম্বরে থাকার কথা থাকলেও কিছু কম SD Channel, HD Channel কিন্তু ১৬ টি Package থাকায় Airtel Digital Tv কে দুই নম্বরে রাখতে হল। কারন বেশি Package থাকলে Choice করার সুবিধা বেশি থাকে যা একজন ব্যবহারকারীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং Videocon D2H ৩য় এবং সবচেয়ে কম SD Channel, HD Channel নিয়ে Tata Sky ৪র্থ অবস্থানে থাকছে। Package, Hardware, Satellite Signal পরবর্তীতে বিস্তারিত জানাব।

পররর্তী পর্বে Dish TV র Package, Hardware, Satellite Signal নিয়ে আলোচনা করব।

বি: দ্র: বিস্তারিত জানানোর চেষ্টা করলাম । তবুও কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করবেন। মেইল - [email protected], কল - 01717013126

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

__________________ ##
_________________###*
______________.*#####
_____________*######
___________*#######
__________*########.
_________*#########.
_________*#######*##*
________*#########*###
_______*##########*__*##
_____*###########_____*
____############
___*##*#########
___*_____########
__________#######
___________*######
____________*#####*
______________*####*
________________*####
__________________*##*
____________________*##
_____________________*##.
____________________.#####.
_______________.##########
______________.####*__*####
informative

Thanks bro! Satalite somporke onek kisui jante parlam. Amar aro kisu janar ase. Asa kori ei rokom aro tune korben. Apnar mobile number or email address dan. Apnar sathe kotha ase.

সেটেলাইট টিভিতে বাংলাদেশী চ্যানেল থাকে না, তাইনা?

    Level 0

    @Shanjidul Alam Seban Shaan: Satellite TV te Bangladeshi Channel Ase Kintu DTH Company Gulo Te Nai. Bangladeshi Channel Dekhte C-Band Dish R MPEG4 HD Free To Air receiver Use Korte Hoy. Ar kono Bil Dea lage na.

Level 0

ভাই আমার ডিশ টিভি এইচ ডির সেট টপ বক্স আছে কিন্তু যে দোকান থেকে কিনছি বেটা আমাকে Customer ID, Online User ID, Password কিছুই দেয় নাই, আমি নিজে নেট থেকে Customer Name টা বের করতে পারছি কিন্তু অন্যান্য গুলো বের করতে পারি নাই। আমি বক্সটা প্রায় ২বছর ব্যবহার করার পর আপাতত বন্ধ রাখছি। আমাকে বর্তমানে Dish TV HD র বাংলাদেশি পেয় রেট টা একটু জানাবেন, আর কি ভাবে আমি আমার Customer ID, Online User ID, Password টা পেতে পারি ওই দোকানদার ছাড়া তা একটু জানাবেন।

    Level 0

    @shonzim: VC No Ta Pathia Den SMS kore. VC No ta 015 Dia suru hoy. Ami User ID , Password Ber kore dear chesta korbo.

Level 0

ফ্রী তে শুধু বাংলা চ্যানেল দেখার কোন বেবস্থা নাই?

Level 0

thanks for your articles satellite DTH. I’m a user of dishtv tru hd. But I’m experiencing issues regarding the signalling and also recharging issue. I never had a recharge after the free month. Now I’m not sure if my signals are already right and how to recharge for my connection. Also, I need to enable my recording feature which have not been done yet.

Also, the http://www.dishtv.in site seems to be down so can’t login to account as well. Please assist.

Level 0

01717013126 — Is it the number to contact..? What is the best time to reach you..? Also, can you let me know if the site http://www.dishtv.in is down or been blocked from our country..? I’ve seen people as well as from india is experiencing the site down issue from last year. You can see the comments here on this site down checking website — http://www.isitdownrightnow.com/dishtv.in.html

Thanks.

শাওন ভাই আনেক দিন পর আপনার টিউন পেলাম , ভাল আছেন আপনি?

J porjonto ekhane Bangladeshi Channel Input na korbe se porjonto ei Box Boycot korbo………..

onek sundor hoise.thanks.next time aro janar agroho nia ashay thaklam

Level 2

D2H গুলার Billing System হ্যাক করা কি সহজ? যদি সহজ হয় তবে আমিও একটা নেয়ার আশা রাখি।

    Level 0

    @omi97: Billing System Hack kora jay na , but Receiver hack kore kisu time free use kora jay.

ধন্যবাদ

Level New

C band ar antenna to ku band ar signal receive korty pary. perfect vaby dish align korty parlay practically signal strength kmn hoy.janaben plz

Level 0

ভাইয়া আমার ঘরে তো ৩টি টিভি আমি কিভাবে এই ৩টি টিভি তে একটি সংযোগ ব্যবহার করতে পারব???

vai amar airtel sd boxer user id o password dokandar amk dayne.user id r password pawer ki kono upau ace?plz help me

Level 0

VI awesome eakta post

but

BD govt ki DTH service allow korse if no .

apni ki illigel jinis ear promotion kortesen na ?

Level 0

bai bangla shata die koita lnb bebohar kora ja

Comments are closed.