প্রিয় টিউনার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
বেশ কিছুদিন থেকে অনেক টিউনার বন্ধুদের ফোন, ই-মেইল পাচ্ছি, যারা জানতে চান কোন Pay DTH Company (DishTV, Tata Sky, Airtel Digital Tv etc) র সার্ভিস ভালো? কোন Pay DTH এর প্যাকেজ ভালো? কোন Pay DTH এর হার্ডওয়্যার ভালো? কোন কোস্পানীর স্যাটেলাইট সিগন্যাল শক্তিশালী?
কারন তারা বিভিন্ন দোকান এবং ব্যবসায়ীদের কাছে Pay DTH সর্ম্পকে জানতে চেয়ে বিভ্রান্তিকর সব তথ্য পান। বিভিন্ন দোকান এবং ব্যবসায়ীদের এ রকম বিভ্রান্তিকর তথ্য দেয়ার কারন হল ব্যবসায়িক ফয়দা লোটা এবং DTH সর্ম্পকে প্রয়োজনীয় জ্ঞানের অভাব।
আজ আমি চেষ্টা করব Pay DTH Service বিষয়ে আপনাদের বিভ্রান্তি দুর করার এবং বিস্তারিত জানানোর , যেন ভবিষ্যতে আপনারা প্রতারনার শিকার না হন।
আমি মূলত আলোচনা করব ৪ টি Pay DTH Company র সার্ভিস, প্যাকেজ, হার্ডওয়্যার এবং স্যাটেলাইট সিগন্যাল এর বিষয়ে।
Company গুলো যথাক্রমে –
1. Dish TV
2. Airtel Digital TV
3. Tata Sky
4. Videocon D2H
মূল আলোচনার আগে কিছু প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করছি। DTH Service কেনার সময় যে বিষয়ে যে সব বিষয়ে খেয়াল রাখবেন-
. যে দোকানদার আপনার কাছে কোন একটি নিদ্দিষ্ট কোম্পানীর DTH Service বিক্রীর চেষ্টা করবে যেমন Tata Sky. তাদের এরিয়ে চলবেন।
. অজ্ঞ এবং অনভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে এসব জিনিস কিনবেন না।
. বড় কোন অভিজাত মার্কেট বা দোকান থেকে DTH Service না কেনাই ভাল কারন তারা এ বিষয়ে খুব একটা অভিজ্ঞ হয় না, তারা মাত্র কিছুদিন হল বেশি লাভের আশায় এই ব্যবসায় নেমেছে। তারা নতুন কিছু অল্প বিদ্যা ভয়ংকর ধরনের 3rd Party টেকনিশিয়ান দিয়ে Installation এর কাজ করায় , যাদের কারনে আপনার শখের DTH Service অকালে নষ্ট হয়। এক্ষেত্রে পুরানো ডিস ব্যবসায়ী রাই অধিক নির্ভরযোগ্য। এখানে আমি কারও দালালি বা অপমান করছি না যা সত্য তাই বলার চেষ্টা করছি মাত্র।
. DTH Service নেয়ার সময় Customer ID, Online User ID, Password বুঝে নিবেন। তা না হলে ভবিষ্যতে রিচার্জ, প্যাকেজ পরিবর্তন করতে পারবেন না।
. যেসব হার্ডওয়্যার বুঝে নেবেন –
A. DTH Set Top Box (Receiver)- ১ টি।
B. Viewing Card (VC)- ১ টি।
C. Remote Control – ১ টি। (SD, HD, SD Recording, HD Recording DTH Connection এর Remote আলাদা ধরনের হয়)
D. AV Cable/ HDMI Cable – ১ টি।
E. Dish Antena- ১ টি।
F. LNB (Low Noise Block) – ১ টি।
দোকানদার এর মধ্যে যে কোন একটি দিতে ব্যর্থ হলে আপনি Connection নিবেন না। অন্য দোকানে খোঁজ নিন।
এখন আসি মূল আলোচনায়।
আমাদের দেশে প্রধানত ৪ টি কোম্পানীর DTH Connection বেশী ব্যবহৃত হয়।
Dish TV, Airtel digital Tv, Tata Sky, Vodeocon D2H.
নিচে এ কোম্পানি গুলোর মোট চ্যানেল সংখ্যা, প্যাকেজের সংখ্যা, HD চ্যানেলের সংখ্যা সহ জনপ্রিয় চ্যানেল প্রাপ্তির তালিকা দেয়া হল।
উপরের তালিকা থেকে আশা করি বুঝতে পেরেছেন সর্ব্বোচ্চ সংখ্যক SD Channel, HD Channel এবং ৭ টি Package নিয়ে Dish Tv এক নম্বরে। Videocon D2H বেশি SD Channel, HD Channel এবং ৮ টি Package নিয়ে দুই নম্বরে থাকার কথা থাকলেও কিছু কম SD Channel, HD Channel কিন্তু ১৬ টি Package থাকায় Airtel Digital Tv কে দুই নম্বরে রাখতে হল। কারন বেশি Package থাকলে Choice করার সুবিধা বেশি থাকে যা একজন ব্যবহারকারীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং Videocon D2H ৩য় এবং সবচেয়ে কম SD Channel, HD Channel নিয়ে Tata Sky ৪র্থ অবস্থানে থাকছে। Package, Hardware, Satellite Signal পরবর্তীতে বিস্তারিত জানাব।
পররর্তী পর্বে Dish TV র Package, Hardware, Satellite Signal নিয়ে আলোচনা করব।
বি: দ্র: বিস্তারিত জানানোর চেষ্টা করলাম । তবুও কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করবেন। মেইল - [email protected], কল - 01717013126
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
__________________ ##
_________________###*
______________.*#####
_____________*######
___________*#######
__________*########.
_________*#########.
_________*#######*##*
________*#########*###
_______*##########*__*##
_____*###########_____*
____############
___*##*#########
___*_____########
__________#######
___________*######
____________*#####*
______________*####*
________________*####
__________________*##*
____________________*##
_____________________*##.
____________________.#####.
_______________.##########
______________.####*__*####
informative