সবার জন্য স্যাটেলাইট টিভি চ্যানেল !! পার্ট-6

3. Dish :

Satellite থেকে প্রাপ্ত Signal খুব দুর্বল হয় যা LNB Receive করতে পারে না। তাই Dish Use করে Signal কে Reflect করে একটি নির্দ্দিষ্ট Center এ আনা হয় এতে Signal Strong হয়। এর Center এ LNB লাগানো থাকে। Dish সাধারনত অবতল হয়ে থাকে যার জন্য Satellite Signal Reflect করে একটি নির্দ্দিষ্ট Center এ আসে যেটি তার ফোকাস বিন্দু।

Dish এর প্রকারভেদঃ

Dish দুই ধরনের হয়।

1. Ku Band Dish :

এই Dish সাধারনত Solid Metal এর হয়ে থাকে। আকার 2-6 ফুট হয়। বাংলাদেশ থেকে যেসব Satellite এর Signal পাওয়া সেগুলোর জন্য 2 ফুট Dish ই যথেষ্ট শুধু মাত্র ABS-1 Satellite এর জন্য 4 ফুট Dish দরকার হয়। ছবিতে দেখুন Ku Band Dish।

1500081.jpg

2. C Band Dish :

এই Dish সাধারনত Metal Net এর হয়ে থাকে। আকার 6-12 ফুট হয়। বাংলাদেশ থেকে যেসব Satellite এর Signal পাওয়া সেগুলোর জন্য 8 ফুট Dish ই যথেষ্ট। ছবিতে দেখুন C Band Dish।

sami_10foot.gif

4. Cable and Cable Connector:

LNB থেকে STB তে Connection দেয়ার জন্য CO-Axial Cable ব্যবহার করা হয়। যা Dish লাইনে ব্যবহৃত হয়। এই CO-Axial Cable কে LNB এবং STB তে আটকে রাখার জন্য Cable Connector ব্যবহার করা হয়।(ছবি)

12-11-08_1109.jpg

11-11-08_1622.jpg

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

shawn ভাই আরও জানতে চাই।

Level 0

I am so much impress about this news. I want to know more about this ,
So i want to talk with u, Please give ur contact number,
My contact number…+8801717141986

Level 0

NICE INFO>>>>>

অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য !!!