এই পার্ট এ আমি DVB এর Full Discreaption দিব। আশা করি এ থেকে আপনারা DVB এর সম্পর্কে ভাল ধারনা পাবেন।
DVB Receiver বা Set Top Box এমন একটি যন্ত্র যা ব্যবহার করে স্যাটেলাইট টিভি চ্যানেল Receive করা যায়।
আকারের দিক থেকে এটি বিভিন্ন রকমের হয়। কোনটা ছোট আবার কোনটা বড়। উপরের ছবি তে যেটি দেখা যাচ্ছে সেটি Standard Size এর। তবে নিচের ছবি তে যেটি দেখা যাচ্ছে সেটি Mini Set top box নামে পরিচিত। এর Dimention মাত্র 6X3X1 ইঞ্চি ।
Encoding System এর ভিত্তিতে STB দু রকম হয়।
A. Free To Air STB : এর সাহায্যে যেকোন Free To Air TV Channel Receive করা যায়।
B. Pay For View STB : এর সাহায্যে Particular কোন Broadcuster কে Monthly ভাড়ার বিনিময়ে Pay Channel Receive করা যায়।(E.G. Dish TV, TATA Sky, Digital TV etc). Dish Operator রাও Pay Channel এ ধরেনের Receiver দিয়ে Receive করে।
Free To Air STB দিয়ে C Band , Ku Band দু ধরনের Channel ই Recive করা যায়। তবে C Band এর জন্য C Band এর Dish, LNB এবং Ku Band এর জন্য Ku Band এর Dish, LNB ব্যবহার করতে হয়।
এটি মুলত এক প্রকারের Antena যা Satellite Channel Recive করার জন্য Use করা হয়। (ছবিতে একটি Ku Band LNB)
এটি C Band , Ku Band এর জন্য আলাদা আলাদা হয়।(ছবিতে C Band LNB)
Ku Band এর জন্য যে LNB use করা হয় সেটিকে Universal LNB বলে। এর Receving Frequency 10.7-12.75 Ghz হয়। C Band এর জন্য যে LNB use করা হয় সেটির Receiving Frequency 3.4-4.2 Ghz হয়।
Satellite থেকে প্রাপ্ত Signal খুব দুর্বল হয় যা LNB Receive করতে পারে না। তাই Dish Use করে Signal কে Reflect করে একটি নির্দ্দিষ্ট Center এ আনা হয় এতে Signal Strong হয়। এই Center এ LNB লাগানো থাকে।(ছবিতে দেখুন)
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Shawan ভাই,
আপনার লেখাগুলো ধারাবাহিকভাবে পড়লাম; বেশ ভাল লাগল। কিন্তু একটা কথা জিজ্ঞাসা না করে থাকতে পারলাম না, তা হল সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশী মুদ্রায় কত টাকা লাগবে?
Ku band এর খরচ কম। Dish এর size ও ছোট। But বাংলা channel দেখা যাবে না। এটাই বড় সমস্যা।
বাংলা channel গুলো ছোট Dish দিয়ে দেখা গেলে ভাল হত। বারান্দাতে Dish রাখা যেত।
শাওন ভাই আপনি প্রতিটি টিউনে সিরিজ গুলোর লিংক দিয়ে দিলে পুরো সিরিজ ধরে পড়া যেত… ধন্যবাদ।