উপরের ছবিতে যে দুটি জিনিস দেখা যাচ্ছে তার একটি যে মোবাইল ফোন এটি সবাই জানে কিন্তু অপর জিনিসটি কি? এটা হল একটা Satellite DVB (Digital Video Broadcasting) Receiver. এটি ব্যবহার করে যেকোন TV Channel Broadcasting Satellite থেকে টিভি চ্যানেল Receive করা যায়। এর মানে নিজে হয়ে যান নিজের Dish Operator । শুধুমাত্র এককালীন খরচ করে কিছু যন্ত্রাংশ কিনতে হয়। এর পর আর কোন খরচ করার দরকার নেই। এই Receiver বা এ ধরনের অন্য যেকোন Receiver ব্যবহার করে TV Channel Receive করলে Channel Broadcaster কে কোন Rent দিতে হয় না। কারন এই Receiver দিয়ে শুধুমাত্র Free To Air (FTA) Channel Recive করা যায়। এখানে বলে রাখি বাংলাদেশের সব গুলো TV Channel ই Free To Air এ আছে।আমাদের প্রতিবেশি দেশ ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশে এটি বহুল ব্যবহৃত হতে দেখা যায়। সেসব দেশের তরুন সমাজের কাছে এটি হবি হিসাবে গৃহীত। তারা অনেক ফোরাম বানিয়ে এসব নিয়ে আলোচনা, গবেষণা করে। আমাদের দেশে এর ব্যবহার তেমন ভাবে শুরু হয় নি। সুতরাং আসুন টিউনার বন্ধুরা আজ থেকে আমরাও এটিকে হবি হিসাবে গ্রহন করি।
রেডিও তে যেমন FM, SW, MW হিসাবে Frequency Band ভাগ করা থাকে তেমনি Digital Video Broadcasting এ ও আলাদা আলাদা Frequency Band এ Broadcast হয়ে থাকে। সাধারনত Digital Video Broadcasting এ দু ধরনের Band এ Broadcast হয়। এগুলো হল 1. C Band , 2. Ku Band.
C Band , Ku Band অপেক্ষা ব্যয়বহুল। কারন C Band এ বড় Dish Antena ব্যবহার করতে হয় যার মূল্য সাধারনত Ku Band এর Dish এর 5-6 গুন হয় এমন কি আকারেও অনেকগুন বড় হয়। যন্ত্রাংশের দিক থেকে C Band , Ku Band এর মধ্যে পার্থক্য শুধু মাত্র Dish টাই। কম মূল্যের কারনে Ku Band Direct To Home (DTH) হিসাবে ব্যবহৃত হয়। আর C Band বাণিজ্যিক (Dish Operator)ভাবে ব্যবহৃত হয়।
To Be Continued.....
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই Satellite DVB (Digital Video Broadcasting) Receiver টা Gardiner Company র তৈরী। এটা খুব Rear Satellite DVB Receiver । বাংলাদেশে পাওয়া যায় না। তবে আমি এটা পাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। Contect Me in : [email protected]
Darun! ei jinish age janlamna ken?!!… thanks Shawan vai. Mindblowing post.
Ekta proshno ase— Picture & Sound quality kemon hobe?
সম্পূর্ণ নতুন জিনিস শিখলাম, Shawan ভাইকে ধন্যবাদ। ফাটাফাটি একটা পোস্ট। কিন্তু প্রশ্ন হল, যেহেতু জিনিসটা খুব rear(বাংলাদেশে দুষ্প্রাপ্য) তাই এর maintainance খরচ কেমন হবে অথবা এর আয়ুষ্কালইবা কত?
Shawan ভাই আিম Gardiner Receiver টা েপেেত চাই। Pls. Contect Me on E-mail- [email protected]
কত মিনিটে এক ঘন্টা ? 2 ঘন্টা হতে কত মিনিট লাগে খুব জানতে ইচ্ছে হচ্ছে ——————————-
তাড়াতাড়ি করুন ………