আজ কাল অনেকেই অনলাইনে রেডিও স্টেশন করছেন অথবা স্টেশন করার কথা ভাবছেন ।
পুর্বে আমাদের রিয়া আপু অনেক চমৎকার নিজস্ব স্টেশনের কথা বিস্তারিত বলেছেন । লিঙ্ক এই খানে
এর পরে দেখলাম টেকটিউন্স ও নিজস্ব রেডিও স্টেশন খুলার ব্যপারে চিন্তা করছে । যদিও জানি না কত দূর কি করেছেন ।
আসলে একটা রেডিও স্টেশন কিন্তু বিশাল ব্যাপার । এর পিছনে অনেক সময় দিতে হবে অনেক পরিশ্রম ও যাবে । যদিও অনেকেই মনে করে রেকর্ড করা গান বাজালেই ওইটা রেডীও হয়ে গেল !!
আশার কথা হচ্ছে আজ আমাদের দেশে অনেক অনলাইন রেডিও স্টেশন হয়েছে । কিন্তু কোয়ালিটি কত গুলোর ??
আমি এই অনলাইন রেডিও এর সাথে অনেক অনেক আগে থেকেই জড়িত। আমি আমার মতামত জানাচ্ছি -
* বাংলাদেশে প্রথম পূর্নাঙ্গ রেডিও স্টেশনের ভাবনা এবং লাইভ করার ব্যবস্থা চালু করেছিল - রেডিওগুনগুন । কিন্তু এরা তখন তেমন সফলতা পায় নি ।অনেক প্রতিকুলতার মুখমুখি হতে হয়েছে এদের । কিন্তু এরা সাধুবাদ প্রাপ্য এদের উদ্যোগের জন্য । বর্তমানে সব প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ থেকে লাইভ করছে নিজস্ব স্টেশন থেকে ।
* সর্বপ্রথম পুর্ণাঙ্গ লাইভ বাংলাদেশ থেকেই চালু করে - রেডিও ঢাকা - এরা ২টি চ্যানেল চালু করেছিল । কিন্তু, খুব বেশী সম্ভবত বেন্ডউইথ এ কুলাতে পারেনি। এখন একটি চ্যানেল ই চলছে । কিন্তু এদের প্রোগ্রাম এবং quality যথেষ্ট ভাল । এরাও লাইভ প্রোগ্রাম করে নিজস্ব স্টেশন থেকে ।
* এর পরে আসে - লেমন২৪ - এরা আগে ছিল নেটবেতার নামে । এরাই কিন্তু (নেটবেতার) বাংলা অনলাইন রেডিও-র ব্যপারটা বাংগালীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল ।এদের ও কোয়ালিটি যথেষ্ট ভালো ।
এর পরে আরো অনেক অনেক বাংলা অনলাইন রেডিও-ই আছে কিন্তু এই ৪টা রেডিওই বর্তমানে বেষ্ট - বাংলারেডিওর মধ্যে ।
এখন যারা অনলাইন রেডিও করতে/বানাতে চান তাদের কে বলছি - এটা কিন্তু বেশ ব্য্যবহুল একটা জিনিষ । আপনারা "রিয়া" আপুর লেখাটা পড়ে থাকলে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন ।
তবুও যারা আগ্রহী তাদের কে এই অফার সম্পর্কে জানাচ্ছি -
কেউ যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন - ahikmahin[at]gmail.com এ ।
নিজস্ব cpanel
নিজস্ব Radio Panel
----- আর যদি আপনি আপনার রেডিও স্টেশন সেট আপ করে দেয়ার জন্য আমাকে দরকার হয় তাহলে ১০০০০ টাকা /সেটাপ
ধন্যবাদ ।
আমি মাহি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনলাইন রেডিও এর বেপারে বিস্তারিত জানালে ভালো হত.