স্যাটেলাইট টিভি সমগ্র [পর্ব-২] :: Sun Direct

পূর্ববর্তী টিউনে আলোচনা করেছি Airtel Digital TV নিয়ে। লিংক
এখন আলোচনা করব Sun Direct নিয়ে।

Sun Direct -

India র প্রথম MPEG-4  DTH কোম্পানি। যা কিনা ভারতের Sun Group কোম্পানির মালিকানাধীন।

Sun Direct চ্যানেল সম্প্রচার করে Measat 3  (91.5o East) এবং Insat 4B (93.5o East) Satellite এর মাধ্যমে। এর মধ্যে Measat 3 এর EIRP ৫০-৫২ এবং Insat 4B এর ৫২.৫-৫৩.৬ হওয়ায় এর ডিস এন্টেনা ৬০ সেন্টিমিটার ব্যসের হয়। Sun Direct Encryption System হিসাবে DVB-S এবং Irdeto 2 ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG4 ব্যবহার করে ফলে ছবি ও শব্দের মান ডিভিডি কোয়ালিটির হয় যা কিনা সাধারন ডিস বা কেবল লাইনের থেকে ৩ গুন পরিস্কার।

এছাড়াও Sun Direct বর্তমানে Sun Direct HD ব্যনারে HD Channel সম্প্রচার করছে। HD সম্প্রচারে Sun Direct Encryption System হিসাবে DVB-S2 এবং  Irdeto ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG4 , HD (1080p) এবং 8PSK ব্যবহার করে। HD Channel গুলোর ছবি ও শব্দের মান সাধারন MPEG2 Channel থেকে ৫ গুন পরিস্কার দেখা যায়। এখানে উল্লেখ্য HD Channel গুলো HDMI port দিয়ে সরবরাহ করা হয় যা কিনা শুধুমাত্র HD Ready TV বা HD TV উপভোগ করা যায়।

যন্ত্রাংশঃ
Sun Direct র একটি পুরো সেট কেনার সময় আপনি যা যা পাবেন তা হল-
১. Sun Direct  Receiver ১ টা।
২. Sun Direct   (VC Card) ১ টা।
৩.Sun Direct  Remote Control ১ টা।
৪. ডিস এন্টেনা ১ সেট।
৫. Audio/Video Cable ১ টা।
৬. AAA ব্যাটারি ২ টা।
৭. LNB ১টা।
৮. Sun Direct Receiver এর account এ login করার জন্য User Name , Password.
মনে রাখবেন এটা অবশ্যই লাগবে কারন User Name , Password ছাড়া আপনি Recharge, Package Change করা, Extra Channel Add করতে পারবেন না। এমনকি দীর্ঘ সময় বন্ধ রাখার পর Channel চালু করার জন্য User Name , Password প্রয়োজন। এ ক্ষেত্রে জানিয়ে রাখি User Name , Password ছাড়া Sun Direct Receiver গুলো সাধারনত অবৈধ বা চোরাই ভাবে বাংলাদেশে আসে যা পরবর্তীতে চ্যানেল কমে যাওয়া, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, বিল বেশি কাটার মতো অসুবিধা সৃষ্টি করে।

Sun Direct প্যাকেজ এবং বিলঃ
Sun Direct এর বর্তমানে ৩ টি প্যাকেজ চালু আছে। এসব প্যাকেজের চ্যানেল সংখ্যা এবং বিলের পরিমান যথাক্রমে-
১. Value Pack - চ্যানেল সংখ্যা ১২০ - মাসিক বিল ৩৪০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
২. Mega Sports Kids Pack - চ্যানেল সংখ্যা ১৫৫ - মাসিক বিল ৬২০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
৩. Mega Pack - চ্যানেল সংখ্যা ১৫৩ - মাসিক বিল ৫৩০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
Sun Direct এর ও HD Channel আছে তবে তার মধ্যে বেশি ভাগ ভারতীয় প্রাদেশিক ভাষার তাই HD Channel প্যাকেজ নিয়ে কিছু লিখলাম না।

Sun Direct র অনলাইন একাউন্ট এর ব্যবহারঃ
Sun Direct র অনলাইন একাউন্ট এ লগইন করার জন্য এখানে ক্লিক করুন।
নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।

সঠিক ভাবে User Name , Password পুরন করে Login এ ক্লিক করুন। এখন নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।

এখানে আপনি আপনার রিসিভার কার নামে কেনা সেটা জানতে পারবেন, তার পূর্ন ঠিকানা, বর্তমান একাউন্ট ব্যালেন্স, পরবর্তী রিচার্জ তারিখ জানতে পারবেন।
উপরের মেন্যু থেকে Plans এ ক্লিক করলে বর্তমান প্যাকেজ, চালু থাকা Addon Channel এর List, বন্ধ থাকা Addon Channel এর List সজ্পর্কে জানতে পারবেন। নিচের ছবি তে দেখুন।

Addon অপশন থেকে Sun Direct এর Add On Channel যোগ করতে পারবেন। নিচের ছবিতে দেখুন। এর জন্য প্রথমে Addon Purchase List থেকে পছন্দের চ্যানেলের বাম পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে Purchase এ ক্লিক করতে হবে। উল্লেখ্য এক বারে এক টি চ্যানেল সিলেক্ট করবেন। নিচের ছবি তে দেখুন।

Sun Direct এর একাউন্ট রিচার্জ করার জন্য TopUp অপশনে যেতে হবে। Scratch Card PIN Number এর ঘরে Recharge Card এর PIN Number লিখে Topup এ ক্লিক করতে হবে। Confirmation Message আসলে Yes এ ক্লিক করতে হবে। নিচের ছবি তে দেখুন।

Sun Direct এর কিছু বিষয় জেনে রাখা দরকারঃ

১. VC Card Number, User Name, Password কাউকে জানাবেন না।
২. আকাশে বজ্রপাত হলে রিসিভারের পাওয়ার কানেকশন খুলে রাখবেন।
৩. খুব জোরে বৃষ্টি আসলে Sun Direct  এর চ্যানেল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, এসময় চ্যানেল সার্চ করার চেষ্টা করবেন না।
৪. ব্যলেন্স শেষ হওয়ার ২-৩ দিন আগে রিচার্জ করার চেষ্টা করবেন।
৫. মাঝে মাঝে Satellite থেকে স্বয়ংক্রিয় ভাবে Receiver এর Software আপডেট হয় , এময় Receiver এর পাওয়ার বন্ধ বা রিমোট টেপাটিপি করবেন না। কারন এতে Receiver সম্পূর্ন ভাবে নষ্ট হয়ে যায়।
৬. অজ্ঞ এবং অনভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে এসব জিনিস কিনবেন না।
৭. বড় কোন অভিজাত মার্কেট বা দোকান থেকে Sun Direct না কেনাই ভাল কারন তারা এ বিষয়ে খুব একটা অভিজ্ঞ হয় না, তারা মাত্র কিছুদিন হল বেশি লাভের আশায় এই ব্যবসায় নেমেছে। তারা নতুন কিছু অল্প বিদ্যা ভয়ংকর ধরনের সার্ভিস ম্যান দিয়ে Installation এর কাজ করায় , যাদের কারনে আপনার শখের Sun Direct অকালে নষ্ট হয়। এক্ষেত্রে পুরানো ডিস ব্যবসায়ী রাই অধিক নির্ভরযোগ্য। এখানে আমি কারও দালালি বা অপমান করছি না যা সত্য তাই বলার চেষ্টা করছি মাত্র।

Sun Direct সর্ম্পকে এই দীর্ঘ আলোচনা আপনাদের কোন উপকারে আসলে নিজের কষ্ট সার্থক মনে করব।
পরবর্তী পর্বে আলোচনা করব Videocon D2H নিয়ে।

Level 0

আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হুম। সামনের মাসে হাতে কিছু টাকা পয়সা আসবে। ভাবছি এগুলোর একটা কিনবো কিনা। তবে কিছু প্রশ্ন আছে।
১) এগুলোর সাথে কোন ভাবে বাংলা চ্যানেলও দেখা যাবে? গেলে বাড়তি কত খরচ হতে পারে?
২) কোন কারণে কোন মাসে রিচার্জ করতে না পারলে(মানে ১-২ মাস বন্ধ রাখলে, স্টুডেনট মানুষত তাই সবসময় টাকা পয়সা থাকে না হাতে) পরের মাস হতে আবার সার্ভিস চালু করা যাবে? গেলে কত খরচ পড়বে? অতিরিক্ত কোন খরচ কি দিতে হবে?
৩) কোন কারণে রিসিভার নষ্ট হলে সারাবো কিভাবে?
৪) হঠ্যাত করে সার্ভিস বন্ধ হয়ে যাবে নাতো?

আরও কিছু প্রশ্ন আছে। তবে এ প্রশ্নগুলোর জবাব পেলে এবং সাধ্যের মধ্যে মিলে গেলে বাকি প্রশ্নগুলো একসাথে কেনার সময়ই করব।

আর ধন্যবাদ এগুলো সম্পর্কে জানানোর জন্য। ভিডিওকনের পোস্টের অপেক্ষায় রইলাম।

    Level 0

    @dracula_: Apnar Proshner Uttor Gulo Holo-
    1. Ate Indian sob bangla channel dekha jabe. kintu bd r bangla channel dekhte C band dish proyojon hobe. Ate ak kalin khoroch hobe 9000 tk.
    2. 2-1 mas bondho thake konoproblem nai. Recharge korlei chalu hobe. Tobe 35 tk. fine katbe.
    3. Ar receiver gulo sadharonoto nosto hoy na. Tobe Amar kas theke nile kono somossa hole ami dekhbo.
    4. Na. Registered receiver kokhono bondho hoy na.

    Level 0

    @dracula_: R kono question thakle call me on 01717013126

Level 0

valo tune. opar banglar jonno kaje dibe.
pls visit my বাংলা forum http://www.kazirhut.com

Level 0

bhai Sun Direct er Value pack er janno 340 taka recharge ki vat soh na vat chara? R ei package ki Indian bangla sob channel pawya jabe?

    Level 0

    @ruhulphone: Vat Soho. Sun Direct a j sob bangla channel ase ta pawa jabe.

Level 0

sun direct na tata sky konta basi valo abong kontar signal valo pawya jai?

    Level 0

    @ruhulphone: Kom takay basi channel pate Sob chain tune gulo pore compare korun j Kon companyr kom takay basi channel. R Signall sob kompany r e valo pay jodi experienced lok install kore.

Level 0

Many many thanks Shawan bhai.

Level 0

ami nije installation korte parbo ki na?

    Level 0

    @ruhulphone: Mone hoy na. Karon procedure jana na thakle kau ata install korte pare na. Next a ami a bisoy akta tune korbo.

Level 0

ami apnar e improtant tuner অপেক্ষায় রইলাম।

Level 0

কোনো tv card ছাড়া শুধুমাত্র HDMI মনিটর থাকলে কি HDMI PORT দ্বারা connect করা সম্ভব হবে,

    Level 0

    @safiq: Ha….

      Level 0

      Shawan@Shawan:

      shawan vai apnar sob tune amar khub valo lage. jai hok vai apni kintu er agge amader ke bolesilen ke multi lnb setup nie ekti tune korben pore kintu amra apnar kas theke ekhono serokom kono tune peleam na. tai shawan vai apnake onurod kore bolsi please vai eti amader oneker upokare asbe bises kore amader jar jar personal c band dish ase. asa kori khub tara tari apni ei tune korbe ebong satellite tune section poripurno korben…

Level 0

ভাইয়া dis amplifier কোথায় পাওয়া যায় আর দাম কেমন একটু জানাবেন?

Level 0

Bhai sun er ” My pack bengli basic subscription ” e packages ta basic kora jabe ki? R eta korle koto rupe / bangladesh er koto taka lagbe .

Level 0

কোরবানীর ঈদের পর ভারত যাচ্ছি। সেখান থেকে যদি DISH ও RECEIVER নিয়ে আসি তাহলে কি সেটাপ করতে কোনো সমস্যা হবে । দয়া করে জানাবেন।

ধন্যবাদ
সফিক

Level 0

কোরবানীর ঈদের পর ভারত যাচ্ছি। সেখান থেকে যদি DISH ও RECEIVER নিয়ে আসি তাহলে সেটাপ করতে কোনো সমস্যা হবে কি? আর DISH ও RECEIVER আনলে BORDER এ কোন সমস্যা করবে কি? দয়া করে জানাবেন।

ধন্যবাদান্তে
সফিক

Comments are closed.