পূর্ববর্তী টিউনে আলোচনা করেছি Tata Sky নিয়ে।লিংক।
এখন আলোচনা করব Airtel Digital TV নিয়ে।
India র প্রথম DVB-S2 MPEG4 DTH কোম্পানি। যা কিনা ভারতের ভারতী টেলিভেঞ্চার লিমিটেডের মালিকানাধীন।
Satellite Signal এবং Basic Information :
Airtel Digital TV সাধারন ভাবে চ্যানেল সম্প্রচার করে SES7 (108.2o East) Satellite এর মাধ্যমে। EIRP ৫০-৫৪ হওয়ায় এর ডিস এন্টেনা ৬০ সেন্টিমিটার ব্যসের হয়। Airtel Digital TV Encryption System হিসাবে স্যাটেলাইটের সিগন্যালের দ্বিতীয় প্রজন্ম DVB-S2 এবং Videoguard ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG4 ব্যবহার করে ফলে ছবি ও শব্দের মান Lower HD (720p) কোয়ালিটির হয় যা কিনা সাধারন ডিস বা কেবল লাইনের থেকে 4 গুন পরিস্কার।
এছাড়াও Airtel Digital TV বর্তমানে Airtel Digital TV HD ব্যনারে HD Channel সম্প্রচার করছে। HD সম্প্রচারে Airtel Digital TV Encryption System হিসাবে DVB-S2 এবং Videoguard ব্যবহার করে। Video এবং Audio Compression System হিসাবে MPEG4 , HD (1080p) এবং 8PSK ব্যবহার করে। HD Channel গুলোর ছবি ও শব্দের মান সাধারন MPEG4 Channel থেকে ৫ গুন পরিস্কার দেখা যায়। এখানে উল্লেখ্য HD Channel গুলো HDMI port দিয়ে সরবরাহ করা হয় যা কিনা শুধুমাত্র HD Ready TV বা HD TV উপভোগ করা যায়।
যন্ত্রাংশঃ
Airtel Digital TV র একটি পুরো সেট কেনার সময় আপনি যা যা পাবেন তা হল-
১. Airtel Digital TV/ Airtel Digital TV HD Receiver ১ টা।
২. Airtel Digital TV/ Airtel Digital TV HD (VC Card) ১ টা।
৩. Airtel Digital TV Universal Remote Control ১ টা। (Universal Remote Control দিয়ে টিভি এবং Receiver একসাথে চালানো যায়)
৪. ডিস এন্টেনা ১ সেট।
৫. Audio/Video Cable (HDMI Cable HD Receiver এর সাথে) ১ টা।
৬. AAA ব্যাটারি ২ টা।
৭. LNB ১টা। ( Airtel Digital TV HD Recorder Receiver এর সাথে ১ টা Twine Out LNB দেয়া হয় কারন এখানে ১ টা লাইন ব্যবহৃত টিভি দেখার জন্য অন্যটা প্রোগ্রাম রেকর্ড করার জন্য )
৮. Cusromer ID. ( Recharge করার জন্য )
৯. Airtel Digital TV Receiver এর account এ login করার জন্য User Name & Password.
মনে রাখবেন এটা অবশ্যই লাগবে কারন User Name , Password ছাড়া আপনি Package Change করা, Extra Channel Add করতে পারবেন না। এমনকি দীর্ঘ সময় বন্ধ রাখার পর Channel চালু করার জন্য User Name , Password প্রয়োজন। এ ক্ষেত্রে জানিয়ে রাখি User Name , Password ছাড়া Airtel Digital TV Receiver গুলো সাধারনত অবৈধ বা চোরাই ভাবে বাংলাদেশে আসে যা পরবর্তীতে চ্যানেল কমে যাওয়া, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, বিল বেশি কাটার মতো অসুবিধা সৃষ্টি করে।
Airtel Digital TV / Airtel Digital TV HD প্যাকেজ এবং বিলঃ
Airtel Digital TV র বর্তমানে ৪ টি প্যাকেজ চালু আছে। এসব প্যাকেজের চ্যানেল সংখ্যা এবং বিলের পরিমান যথাক্রমে-
১. Value Sports Pack - চ্যানেল সংখ্যা ১৩৯ - মাসিক বিল ৩৭০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
২. Economy Sports Pack - চ্যানেল সংখ্যা ১৫৬ - মাসিক বিল ৫২০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
৩. Mega Pack - চ্যানেল সংখ্যা ১৮১ - মাসিক বিল ৬১০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
৪. Ultra Pack - চ্যানেল সংখ্যা ১৯৩ - মাসিক বিল ৭৬০ টাকা। বিস্তরিত চ্যানেল লিষ্টের জন্য এখানে ক্লিক করুন।
Airtel Digital TV HD র বর্তমানে ১৭ টি প্যাকেজ চালু আছে। এসব প্যাকেজের চ্যানেল সংখ্যা এবং বিলের পরিমান যথাক্রমে-
১. Value Sports 15 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১৫ ও SD ১৩৫ - মাসিক বিল ৬৮০ টাকা।
২. Economy Sports 12 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১২ ও SD ১৫৯ - মাসিক বিল ৭৫০ টাকা।
৩. Economy Sports 15 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১৫ ও SD ১৫৯ - মাসিক বিল ৮২০ টাকা।
৪. Economy Sports 4 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৪ ও SD ১৫৯ - মাসিক বিল ৬২০ টাকা।
৫. Economy Sports 9 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৯ ও SD ১৫৯ - মাসিক বিল ৬৮০ টাকা।
৬. English Standard Pack - চ্যানেল সংখ্যা HD ০ ও SD ১৭৫ - মাসিক বিল ৬৫০ টাকা।
৭. Magnum HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১৫ ও SD ২৮৮ - মাসিক বিল ১১৫০ টাকা।
৮. Magnum Standard Pack - চ্যানেল সংখ্যা HD ০ ও SD ২৮৬ - মাসিক বিল ১০৫০ টাকা।
৯. Mega 12 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১২ ও SD ১৮৭ - মাসিক বিল ৮৪০ টাকা।
১০. Mega 15 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১৫ ও SD ১৮৭ - মাসিক বিল ৯২০ টাকা।
১১. Mega 4 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৪ ও SD ১৮৭ - মাসিক বিল ৭২০ টাকা।
১২. Mega 9 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৯ ও SD ১৮৭ - মাসিক বিল ৭৭৫ টাকা।
১৩. Ultra 12 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১২ ও SD ২০০ - মাসিক বিল ৯৯০ টাকা।
১৪. Ultra 15 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১৫ ও SD ২০০ - মাসিক বিল ১০৬০ টাকা।
১৫. Ultra 4 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৪ ও SD ২০০ - মাসিক বিল ৮৭০ টাকা।
১৬. Ultra 9 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ৯ ও SD ২০০ - মাসিক বিল ৯২০ টাকা।
১৭. Value Sports 12 HD Standard Pack - চ্যানেল সংখ্যা HD ১২ ও SD ১৩৫ - মাসিক বিল ৬১০ টাকা।
Airtel Digital TV র অনলাইনে রিচার্জঃ
শুধুমাত্র Airtel Digital TV তে লগইন না করে অনলাইনে রিচার্জ করা যায়।
Airtel Digital TV র অনলাইনে রিচার্জ করার জন্য এখানে ক্লিক করুন।
নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে-
এখানে Customer ID এ ঘরে আপনার ১০ সংখ্যার Customer ID টা লিখে Submit এ ক্লিক করুন।
নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে-
এখান আপনি Customer Name, আপনার চলতি প্যাকেজ, Acctount Balance, মেয়াদ এর তথ্য দেখতে পাবেন। নিচের Recharge voucher PIN লেখার পাশের ঘরে Recharge Card এর ( Mobile এর Recharge Card এর মতো) Pin নম্বর টা বসিয়ে Recharge এ ক্লিক করুন। রিচার্জ সফল হলে একটি মেসেজ দেখাবে , Pin ভুল হলে নিচে এরর মেসেজ দেখাবে।
Airtel Digital TV র অনলাইন একাউন্ট এর ব্যবহারঃ
Airtel Digital TV র অনলাইন একাউন্ট এ লগইন করার জন্য এখানে ক্লিক করুন।
নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।
সঠিক ভাবে User Name, Password পুরন করে Submit এ ক্লিক করুন। এখন নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।
এখানে আপনি Customer Name, পূর্ন ঠিকানা, জন্ম তারিখ, Acctount Balance, মেয়াদ এর তথ্য দেখতে পাবেন। এছাড়াও শেষ ১০ টি Transaction History, Monthly Statement এর তথ্য পাবেন।
উপরের মেন্যু থেকে My Package এ ক্লিক করলে বর্তমান প্যাকেজ ও টপ আপ চ্যানেলের এর নাম দেখতে পাবেন। Change Package ব্যবহার করে Package পরিবর্তন করতে পারবেন। Add chota pack এবং Remove Chota Pack অপশন ব্যবহার করে টপ আপ চ্যানেল Add বা Remove করতে পারবেন। নিচের ছবি তে দেখুন।
Recharge করার জন্য Recharge মেন্যু তে ক্লিক করে Recharge Voucher অপশন টি সিলেক্ট করতে হবে। এখানে একাউন্ট স্ট্যাটাস দেখাবে। নিচের Enter voucher PIN লেখা জায়গায় Recharge Card এর Pin লিখে, I agree to the terms & conditions এর পাশে টিক চিহ্ন দিয়ে Submit এ ক্লিক করতে হবে। রিচার্জ সফল হলে একটি মেসেজ দেখাবে , Pin ভুল হলে নিচে এরর মেসেজ দেখাবে।
নিচের ছবিতে দেখুন।
উপরের অপশন গুলো বাদে Order Movies অপশন ব্যবহার করে নতুন Blockbuster Movie/ Cinema অর্ডার করতে পারবেন।
একটা কথা অবশ্যই মনে রাখবেন কাজ শেষে অবশ্যই Log Out করবেন, না চলে পরর্তীতে Login করতে ঝামেলা হতে পারে।
Airtel Digital TV র কিছু বিষয় জেনে রাখা দরকারঃ
১. VC Card Number, Subscriber ID, Password কাউকে জানাবেন না।
২. আকাশে বজ্রপাত হলে রিসিভারের পাওয়ার কানেকশন খুলে রাখবেন।
৩. খুব জোরে বৃষ্টি আসলে Airtel Digital TV র চ্যানেল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, এসময় চ্যানেল সার্চ করার চেষ্টা করবেন না।
৪. ব্যলেন্স শেষ হওয়ার ২-৩ দিন আগে রিচার্জ করার চেষ্টা করবেন।
৫. মাঝে মাঝে Satellite থেকে স্বয়ংক্রিয় ভাবে Receiver এর Software আপডেট হয় , এময় Receiver এর পাওয়ার বন্ধ বা রিমোট টেপাটিপি করবেন না। কারন এতে Receiver সম্পূর্ন ভাবে নষ্ট হয়ে যায়।
৬. অজ্ঞ এবং অনভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে এসব জিনিস কিনবেন না।
৭. বড় কোন অভিজাত মার্কেট বা দোকান থেকে Airtel Digital TV না কেনাই ভাল কারন তারা এ বিষয়ে খুব একটা অভিজ্ঞ হয় না, তারা মাত্র কিছুদিন হল বেশি লাভের আশায় এই ব্যবসায় নেমেছে। তারা নতুন কিছু অল্প বিদ্যা ভয়ংকর ধরনের সার্ভিস ম্যান দিয়ে Installation এর কাজ করায় , যাদের কারনে আপনার শখের Airtel Digital TV অকালে নষ্ট হয়। এক্ষেত্রে পুরানো ডিস ব্যবসায়ী রাই অধিক নির্ভরযোগ্য। এখানে আমি কারও দালালি বা অপমান করছি না যা সত্য তাই বলার চেষ্টা করছি মাত্র।
Airtel Digital TV সর্ম্পকে এই দীর্ঘ আলোচনা আপনাদের কোন উপকারে আসলে নিজের কষ্ট সার্থক মনে করব।
পরবর্তী পর্বে আলোচনা করব Sun Direct নিয়ে।
আরও কিছু জানার থাকলে আমাকে ই-মেইল করতে পারেন।
আমি Shawan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সত্যিই অনেক কাজের টিউন!